Tag Archives: Haridwar

Kanwar Yatra: উত্তর প্রদেশের কানওয়ারে উদ্ধার বিপুল পরিমাণে মাদক দ্রব্য

হরিদ্বার: শ্রাবণ মাস থেকে শুরু হয় পূণ্য কানওয়ার মেলা। হরিদ্বারে অনুষ্ঠিত এই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। গঙ্গা থেকে জল ভর্তি করে, ভক্তরা কানওয়ারের পথে রওনা হন।

এই সময়ে, হরিদ্বারকে ড্রাই এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে মদ নিষিদ্ধ। যদিও এত কড়াকড়ির পরও অনেকে অসাধু ব্যক্তি বেআইনিভাবে এখানে মদ সরবরাহ করেন। এমনই এক অসমাজিক দলকে মদসহ গ্রেফতার করেছে হরিদ্বার পুলিশ ।

আরও পড়ুন: অজগর ও মানুষের রোমহর্ষক লড়াই, তারপর যা হল জানলে শিউরে উঠবেন

ওদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ পাওয়া গিয়েছে। গভীর রাতে হর কি পৌরি চৌকি এলাকায় এক বাড়িতে অভিযান চালানোর সময়, পুলিশ ইংরেজি এবং দেশী মদ এবং ২০টিরও বেশি বিয়ারের ক্যান বাজেয়াপ্ত করেছে।

বেআইনি মদের ব্যবসায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সঙ্গে দু’জন মহিলাও ছিলেন৷ তাঁরা এখনওএ পলাতক৷ পুলিশ এদের খোঁজ চালাচ্ছে৷

আরও পড়ুন: ৬ কিলোমিটার রাস্তা যেতে ৪৬ ঘণ্টা সময়, বেঙ্গালুরুর ট্রাফিকে নাজেহাল শহরবাসী

মদ নিষিদ্ধ হওয়ায় এখানকার কোনও দোকান থেকে মদ কেনা যায় না। তাই এই ব্যক্তিরা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে মদ সরবরাহ করত। কানওয়াড় মেলার ভিড় জায়গায় চলত এই অবৈধ মদ বিক্রি চক্র।

দু’জন পুরুষ ও দু’জন নারীর দলটি প্রথমে কানওয়ারিয়াদের ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যেত। তারপর খদ্দের পাওয়া গেলে চড়া দামে বিক্রি হত সেই মদ।পুলিশ এই খবর পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়।

হরিদ্বারের গঙ্গার সামনে ‘হর হর মহাদেব’ স্লোগান দুই কাঁওয়ার যাত্রীর, তারপরই ছুটে এল আশপাশের লোক, হঠাৎ কী হল?

হরিদ্বার: ২২ জুলাই থেকে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। গঙ্গাজল তুলতে বাঁক কাঁধে পায়ে হেঁটে হরিদ্বার যাচ্ছেন ভক্তরা। মুখে ‘জয় শিবশম্ভু’ স্লোগান। উৎসাহ উদ্দীপনার অন্ত নেই। হরিদ্বারের গঙ্গার ঘাটগুলোতে তিল ধারণের জায়গা নেই।

দু’দিন আগেই হরিদ্বারের গঙ্গার ঘাটে পৌঁছন দুই যুবক। ‘হর হর মহাদেব’ স্লোগান দিয়ে নদীতে স্নান করেন। গঙ্গা জল ভরেন ঘটে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হইচই পড়ে যায়। ঘাটে ভিড় জমান আশপাশের লোকজন। ব্যাপারটা কী?

আরও পড়ুন– ওড়ার সময়েই বিপত্তি ! নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল

কাঁওয়ার যাত্রা শুরু হতেই হরিদ্বারে প্রতিদিন লক্ষাধিক ভক্ত সমাগম হচ্ছে। তাঁদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। ঘাটে মোতায়েন রয়েছে এসডিআর-সহ বিশাল পুলিশ বাহিনী। ঘাটে রাখা হয়েছে লোহার শিকল ও দড়ি। যাতে সেগুলো ধরে নির্বিঘ্নে স্নান করতে পারেন ভক্তরা। কিন্তু এত কিছুর পরেও অঘটন। গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই কাঁওয়ার যাত্রীর।

আরও পড়ুন- পূর্ণাঙ্গ বাজেট কেমন লাগল? প্রতিক্রিয়া প্রকাশ করলেন নামীদামি শিল্পপতি এবং ব্যবসায়ীরা

হরিদ্বারের কয়েকটি গঙ্গার ঘাটে অত্যধিক ভিড় হয়। প্রতি বছরের মতো এবারও সেই ঘাটগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে উত্তরাখণ্ড সরকার। রয়েছে এসডিআরএফ। কিন্তু ২২ জুলাই, কাঁওয়ার যাত্রা শুরুর দিনই একটি গঙ্গার ঘাটে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওদিকে নদীতে তখন প্রবল স্রোত।

হঠাৎ চোখে পড়ে এক ভক্ত নদীতে হাবুডুবু খাচ্ছেন। দেখা মাত্র এসডিআরএফ দলের সাঁতারুরা ঝাঁপ দেন গঙ্গায়। হইচই শুরু হয়ে যায়। ঘাটে ভিড় বাড়তে থাকে। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় নদী থেকে তুলে আনা হয় যুবককে। এসডিআরএফ দলের সাঁতারু আশিক আলি এবং শিবম যুবকের প্রাণ বাঁচান।

অন্য দিকে, বৈরাগী ক্যাম্পেও একই ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমেছিলেন এক ভক্ত। কিন্তু প্রবল স্রোত সামলাতে পারেননি। তাঁকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করে দেন আশপাশের লোকজন। উপস্থিত এসডিআরএফের দল তাঁকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে। দুই যুবকের একজন হরিয়ানার রোহতকের বাসিন্দা পবন কুমার, বয়স ২৯ বছর। অন্যজন ৪৫ বছর বয়সী গিরীশ কুমার। দু’জনেই আপাতত নিরাপদে আছেন।

Haridwar bus accident: হরিদ্বারে বড় দুর্ঘটনা! সেতু থেকে ছিটকে নীচে পড়ল বাস, আহত বহু যাত্রী

হরিদ্বার: বড় দুর্ঘটনা ঘটল উত্তারখণ্ডের হরিদ্বারে। সেতু থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে আহত হয়েছেন ২৪ জনের বেশি যাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদ্বারের হরকীপৌড়ীতে।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে

জানা গিয়েছে বাসটি সেই সময় দেহরাদূন যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায় বাসটি। পরে উল্টানো অবস্থায় বাসটি নীচের একটি পিলারে আটকে যায়। ঘটনার আকস্মিকতায় ভীত যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাস থেকে বেরোতে শুরু করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মোরাদাবাদ ডিপোর বাস। ঘটনার জেরে ২৪ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই চার জনের মধ্যে একজন মহিলাকে পাঠানো হয়েছে ঋষিকেশের এমসে, তাঁর মেরুদণ্ডের আঘাত বেশ গুরুতর।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

পুলিশ জানিয়েছে, বাসটি দীনদয়াল পার্কিং এরিয়ার এসে পড়ায় সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়েছে সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে উত্তর প্রদেশ পুলিশ।

Viral Video: বয়স ৭৩, চ্যালেঞ্জ নিয়ে ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার! তার পর? দেখুন ভিডিও

#হরিদ্বার: বয়স ৭৩, তাতে কী? এখনও চ্যালেঞ্জ নিয়ে জীবনকে উপভোগ করতে ভালবাসেন তিনি৷ তাই অবলীলায় চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিতে পারেন৷ তার পর জলের তীব্র স্রোতকে উপেক্ষা করে সহজেই সাঁতরে পাড়েও উঠতে পারেন৷

৭৩ বছর বয়সি হরিয়ানার সোনপতের বাসিন্দা ওমওয়াতি নামে এক বৃদ্ধার এমনই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ অবশ্য তাঁকে বৃদ্ধা বললে হয়তো তাঁর জীবনীশক্তিকেই খাটো করা হবে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হরিদ্বারের হর কি পউরিতে একটি সেতুর রেলিংয়ের ফাঁক গলে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন ওই মহিলা৷ তাঁর এই কসরৎ দেখতে গঙ্গার দু’ পাড়ে যথেষ্ট ভিড়ও জমে যায়৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই সময় গঙ্গার জলে যথেষ্ট স্রোত রয়েছে৷

তাতে অবশ্য পিছু হটেননি ওই বৃদ্ধা৷ সেতুর রেলিংয়ের ফাঁক গলে বেরিয়ে চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি৷ সবাই তখন ভাবছেন কী হয়, কী হয়! গঙ্গায় পড়েই অবশ্য ভেসে ওঠেন তিনি৷ এর পর সহজেই সাঁতরে পাড়ের দিকে এগিয়ে যান৷

আরও পড়ুন: প্রথার উল্টো পথে হাঁটল বর, বিয়ের পর পায়ে হাত দিয়ে প্রণাম করল কনেকে, মুহূর্তে ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেট ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অনেকেই যেমন বৃদ্ধার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন, আবার অনেকেই বৃদ্ধার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

ওমওয়াতি অবশ্য নিজের নয়, অন্যদের নিরাপত্তা নিয়েই ভাবিত৷ তিনি জানিয়েছেন, ছোট থেকেই নদীতে সাঁতার কাটা অভ্যাস তাঁর৷ ফলে, জলের স্রোত বা কত উঁচু থেকে তিনি ঝাঁপ দিচ্ছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন৷ কিন্তু কেউ যাতে তাঁর দেখাদেখি একই ভাবে জলে না ঝাঁপান, সেটা তিনি দেখে নেন৷ হরিয়ানার বান্দেপুর গ্রামের বাসিন্দা ওমওয়াতি অবশ্য নাচতেও ভালবাসেন৷ তাঁর নাচের একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে৷