Tag Archives: Hasnabad

Bangla News: স্কুলের পাশ থেকে গলগল করে বেরচ্ছে বিকট গন্ধের ধোঁয়া! আতঙ্ক হাসনাবাদে, কী ঘটল?

বসিরহাট: এ যেন রীতিমতো ধোঁয়া নিয়ে ধোঁয়াশা! স্কুলের পাশে মাটির ভিতরের গর্ত থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। আর মাটি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত অনেকেই। এই ঘটনায় যেন এলাকায় উত্তেজনা ছড়ায়।দেখা গিয়েছে মাটি থেকেই বেরোচ্ছে এই ধোঁয়া, সঙ্গে বিদঘুটে গন্ধ ৷ ঘটনাটি উত্তর ২৪ পরগণার বসিরহাট মহাকুমার হাসনাবাদ মাখালগাছা কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় কয়েকজন তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভব করেন। এর পর খতিয়ে দেখতেই দেখেন যে স্কুলের পাশেই একটি গর্ত থেকে বার হচ্ছে ধোঁয়া। এই বিষয়টি নিয়ে আতঙ্কে এলাকার মানুষ। এরপর খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইছামতি বিজ্ঞান মঞ্চের সদস্যরা।

আরও পড়ুনঃ শিশু-প্রসূতির খাবারে ওটা কী! ভয়ানক অভিযোগে তোলপাড় বাঁকুড়া, কী ছিল জানলে হাড়হিম হবে

ঘটনাস্থল পরিদর্শন করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, সম্ভবত মাটির নিচে কোথাও আবর্জনা জমে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য সচেতন করেন। তবে এই ঘটনায় যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তা বলাই বাহুল্য।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: গাছ সংরক্ষণই নেশা! প্রায় ৫০ প্রজাতির আম গাছ রয়েছে হাসনাবাদের এই ‌যুবকের কাছে

বসিরহাট: দেশি প্রজাতির আম নয়, উন্নত ও বিদেশি প্রায় ৫০ প্রজাতির আম গাছের সংরক্ষণ করেছেন। আমরা সাধারণত দেশীয় প্রজাতির হিমসাগর, ল্যাংড়া সহ একাধিক আম গাছ রোপন করি। কিন্তু উন্নত ও বিদেশি প্রাজাতির মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমার সহ বাহারি জাতের বিদেশি আমের সম্ভারে ভরে উঠেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রীর বাগান।

আরও পড়ুন:   গরমে চট করে ক্লান্ত হয়ে পড়ছেন? স্বস্তি পেতে চটপট বানিয়ে ফেলুন পুদিনা-দই লস্যি

দেশীয় প্রাজাতির আম গাছে সাধারণত ১ বছর ভাল ফলন হলেও পরের বছর তেমনভাবে ফলনের দেখা মেলেনা। কিন্তু উন্নত প্রাজাতির আম গাছে পৃথিবীর বহু দেশে বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন মালেশিয়াতে অনেক গাছ থেকে বছরের বারো মাসেই আম উৎপাদিত হয়। উদ্যোক্তা লিটন এক সময় রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু নতুন নতুন প্রাজতির গাছের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। এভাবেই একটি-দুটি গাছ সংরক্ষণ করতে করতে নিজে বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত নার্সারি। যেখানে ৫০-৬০ প্রাজাতির বিদেশি আম গাছের দেখা মিলছে।

আরও পড়ুন: আমি কোন দলে যাব?’ এক নেতার জন্য ভোটের আগেই ভোট দমদমে! বিলি হচ্ছে ব্যালট

মিয়াজাকি, চিয়াংমাই ও চাকাপাত আমের বাজারে চাহিদা বেশি থাকায় ভাল দামে বিক্রিও হয়। এমন উন্নত প্রজাতির আম গাছের চাষ করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। গাছে গাছে দোল খাচ্ছে নানা রকম রং, আকার, আর স্বাদের আমের মুকুল। তার এ সাফল্য দেখে বিদেশি জাতের আম বাগান করতে আগ্রহী হচ্ছে অনেকেই। সেই গাছ থেকে কলম করে তিনি বিক্রিও শুরু করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা