Tag Archives: Hemant Soren

Champai Soren Jharkhand: জল্পনার শেষ! নিজের দল নয়, সেই বিজেপি-তেই যাচ্ছেন চম্পাই সোরেন, ঝাড়খণ্ডে বড় দল বদল

নয়াদিল্লি: অবশেষে সব জল্পনার অবসান৷ নাহ! নতুন দল গড়ছেন না ‘ঝাড়খণ্ডের বাঘ’ চম্পাই সোরেন৷ বরং পূর্ববর্তী জল্পনা সত্যি করে যোগ দিচ্ছেন মোদি-শাহের দলেই৷ বিজেপি নেতৃত্বের প্রতি গভীর আস্থা জ্ঞাপন করে মঙ্গলবার ঘোষণা করলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

ঝাড়খণ্ডের ৬৭ বছর বয়সি আদিবাসী নেতা চম্পাই সোরেন মঙ্গলবার জানান, চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত সোমবারই জানিয়েছিলেন, চম্পাই সোরেন অমিত শাহের সঙ্গে দেখা করেছেন৷ তারপরে, আজ এল সেই ঘোষণা৷

আরও পড়ুন: ‘পুলিশ ভাল কাজ করেছে,’ মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা! নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা

চলতি বছরের শুরুর দিকে জমি কেলেঙ্কারি কাণ্ডে প্রথমে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিবু সোরেন পুত্র তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন৷ পরে ইডির হাতে গ্রেফতার হতে হয় তাঁকে৷ সেই সময় মুখ্যমন্ত্রীর পদে বসানো হয় দলের অন্যতম বর্ষীয়ান নেতা চম্পাই সোরেনকে৷ কিন্তু, হেমন্ত সোরেনের মুক্তি নিশ্চিত হতেই ফের সরিয়ে দেওয়া হয় চম্পাইকে৷ মুখ্যমন্ত্রী পদে ফিরে আসেন হেমন্ত৷

চম্পাই সোরেনের দাবি, এই দ্বিতীয় দফার ক্ষমতা হস্তান্তরকালে দলের শীর্ষনেতৃত্বের তরফে তাঁর সরকারের প্রতি অনৈতিক আচরণ করা হয়৷ তাঁকে না জানিয়েই বাতিল করে দেওয়া হয় তাঁর সরকারের জুলাই মাসের প্রথম সপ্তাহের সমস্ত কর্মসূচি৷ এতে যারপরনাই অপমানিত বোধ করেছিলেন চম্পাই৷ তাঁর আত্মসম্মানে আঘাত লাগে৷ তখনই দল থেকে বাড়ে দূরত্ব৷

আরও পড়ুন: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ

সিংভূম তথা বর্তমান ঝাড়খণ্ডে ‘ঝাড়খণ্ডের বাঘ’ নামে পরিচিত জনজাতির এই নেতা৷ ম্যাট্রিক পাশ করার পরেই যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন পৃথক রাজ্যের দাবিতে করা শিবু সোরেনের আন্দোলনে৷ দক্ষিণ ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের প্রভাব এককথায় অনস্বীকার্য৷ ১৯৯১ সালে প্রথম তিনি নির্দল প্রার্থী হিসাবে অবিভক্ত বিহারের সরাইকেলা আসন থেকে উপ নির্বাচনে জয়ী হন৷ চার বছর পরে ওই একই কেন্দ্র থেকে শিবু সোরেনের দল জেএমএম-এর টিকিটে ভোটে জেতেন৷ হারিয়ে দেন বিজেপির পঞ্চু টুডুকে৷ তবে ২০০০ সালে ঝাড়খণ্ডের প্রথম বিধানসভা নির্বাচনে বিজেপির অনন্ত রাম টুডুর কাছে হেরে যান তিনি৷ ২০০৫ সালে অবশ্য তিনি ফের আসনটি পুনরুদ্ধার করেন৷

শিবু সোরেনের বিজেপির এনডিএর জোটে থাকাকালীন অর্জুন মুণ্ডা সরকারের মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন চম্পাই সোরেন৷ সময়টা সেপ্টেম্বর ২০১০ থেকে জানুয়ারি ২০১৩৷

পরে হেমন্ত সোরেন যখন ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ডে সরকার গঠন করেন, তখনও তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন চম্পাই৷ সেই সময় খাদ্য ও পরিবহণমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি৷

ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার, কথা হেমন্ত সোরেনের সঙ্গে! চিন্তা বাড়ছে দক্ষিণবঙ্গে

কলকাতা: কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে৷ তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে৷ এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও আবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি৷ তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি৷ আমি ওঁর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি৷’’


আরও পড়ুন: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও

তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায় এই বন্যা আসলে ‘ম্যান মেড’৷ তিনি আরও লেখেন,‘‘আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করেছি৷’’

আরও পড়ুন:ভাঙছে বাঁধ, জলের তলায় একের পর এক জনপদ, দক্ষিণবঙ্গে বন্যার ভ্রুকুটি!

সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন৷

তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতির উপর সমস্ত জেলাশাসকদের নজর রাখতে বলেছি৷ কোথাও যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেদন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি৷

Hemant Soren Takes Oath: ৫ মাসের জেল! অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত সোরেন

রাঁচী: খবর সামনে এসেছিল গত বুধবারই৷ জামিনে মুক্তি পাওয়ার পরে অবশেষে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণ করলেন হেমন্ত সোরেন৷ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন সে রাজ্যের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন৷

মাস পাঁচেক আগে জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তবে, কেজরিওয়ালের পথে না হেঁটে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত৷ এর পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই সোরেন৷

তারপর গত ২৮ জুন হেমন্ত সোরেনকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট৷ এর পর থেকেই কানাঘুঁষো শোনা যেতে থাকে, ফের মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা৷

আরও পড়ুন: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত…ব্রিটেনে শুরু ভোট

তারপরেই গত বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন৷ আজ, বৃহস্পতিবার নিজ আসনে ফিরলেন হেমন্ত৷

চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরের দিনই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এর কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন রাজ্য কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আরজেডি নেতা সত্যানন্দ ভোক্তার সাথে রাজভবনে গিয়ে সরকার গঠন করার আবেদন জানান৷ রাজ্যপালের স্বীকৃতি মেলার পরেই হয় এদিনের শপথগ্রহণ৷

তবে সূত্রের খবর, বাধ্য হয়ে ইস্তফা দিতে হলেও এই সিদ্ধান্তে অখুশি চম্পাই নিজে৷ তাঁকে সম্ভবত জেএমএম-এর কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হবে৷

আরও পড়ুন: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, আমেরিকার নিষেধাজ্ঞা! তবুও উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এল রাশিয়ার নাম

সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে৷ রাজ্যের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ইন্ডিয়া জোট মনে করছে হেমন্ত সোরেনকে সামনে রেখে ভোটে লড়লেই ভাল ফল করবেন তাঁরা৷ কারণ লোকসভা নির্বাচনের সময় হেমন্ত জেলে থাকলেও জেএমএম এবং কংগ্রেসের জোটের সামনে ঝাড়খণ্ডে পর্যুদস্ত হয়েছে বিজেপি৷ ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত পাঁচটি লোকসভা আসনেই জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷ এমন কি, সোরেন পরিবারের খাসতালুক দুমকাতেও জয়ী হয় জেএমএম৷ সেখানে হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেনকে প্রার্থী করলেও পরাজিত হয়েছে বিজেপি৷

যদিও হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে ফেরাকে কটাক্ষ করেছে বিজেপি৷ গেরুয়া শিবির কটাক্ষ করে বলেছে, অন্য কারও হাতে ক্ষমতা ছাড়তে চায় না সোরেন পরিবার৷ চম্পাই সোরেনকে শুধুমাত্র অস্থায়ী মুখ্যমন্ত্রী করে রাখা হয়েছিল৷

Hemant Soren: মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত, বিধানসভা ভোটের আগেই ঝাড়খণ্ডের মসনদে বদল

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত সোরেন৷ ইতিমধ্যেই রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পাই সোরেন৷ আজ রাত আটটায় সম্ভবত ফের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন হেমন্ত৷

প্রায় পাঁচ মাস আগে জমি কেলেঙ্কারি কাণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত৷ এর পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই৷ তবে সূত্রের খবর, বাধ্য হয়ে ইস্তফা দিতে হলেও এই সিদ্ধান্তে অখুশি চম্পাই নিজে৷ তাঁকে সম্ভবত জেএমএম-এর কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হবে৷

আরও পড়ুন: মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, হাওড়ায় গ্রেফতার যুবক! বিকেল ৫টার মধ্যে মুক্তির নির্দেশ হাইকোর্টের

গ্রেফতার হওয়ার প্রায় ৫ মাস বাদে গত ২৮ জুন হেমন্ত সোরেনকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট৷ এর পরই মুখ্যমন্ত্রী পদে ফিরছেন তিনি৷

সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে৷ রাজ্যের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ইন্ডিয়া জোট মনে করছে হেমন্ত সোরেনকে সামনে রেখে ভোটে লড়লেই ভাল ফল করবেন তাঁরা৷ কারণ লোকসভা নির্বাচনের সময় হেমন্ত জেলে থাকলেও জেএমএম এবং কংগ্রেসের জোটের সামনে ঝাড়খণ্ডে পর্যুদস্ত হয়েছে বিজেপি৷ ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত পাঁচটি লোকসভা আসনেই জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷ এমন কি, সোরেন পরিবারের খাসতালুক দুমকাতেও জয়ী হয় জেএমএম৷ সেখানে হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেনকে প্রার্থী করলেও পরাজিত হয়েছে বিজেপি৷

যদিও হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে ফেরাকে কটাক্ষ করেছে বিজেপি৷ গেরুয়া শিবির কটাক্ষ করে বলেছে, অন্য কারও হাতে ক্ষমতা ছাড়তে চায় না সোরেন পরিবার৷ চম্পাই সোরেনকে শুধুমাত্র অস্থায়ী মুখ্যমন্ত্রী করে রাখা হয়েছিল৷

Hemant Soren Gets Bail: জমি দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

ঝাড়খণ্ড: অবশেষে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাই কোর্ট। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন হেমন্ত। কিন্তু সেখান থেকে আর্জি প্রত্যাহার করে নেন। অবশেষে শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট।

৩১ শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আসছে ‘ওয়াইড স্প্রেইড রেইন…’! বাংলা জুড়ে আগামী ৫ দিনে আবহাওয়ার বড় ভোলবদল! ‘নতুন’ ভবিষ্যৎবাণী জানিয়ে দিল আইএমডি

মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট দিয়ে লিখেছেন, “হেমন্ত সোরেন, দেশের একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার কারণে পদত্যাগ করতে হয়েছিল, কিন্তু আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে তার জনসাধারণের জন্য কার্যক্রম শুরু করবেন। হেমন্তকে আমাদের মাঝে আবার স্বাগতম!”

প্রসঙ্গত, ৬০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। অবশেষে জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত।

ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…

রাঁচী: ঝাড়খণ্ডে ইডি-র তল্লাশি৷ উদ্ধার কোটি কোটি টাকা৷ আর সেই টাকা উদ্ধারকে সাক্ষী করেই আরও একবার দুর্নীতি দমনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা৷ তল্লাশিতে উদ্ধার হয় কমপক্ষে ২০ কোটি টাকা৷ তারপর থেকেই হিমন্ত সোরেন ও তাঁর দলের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করছেন বিজেপি রাজ্য তথা কেন্দ্রীয় নেতারা৷

এদিন ওড়িশার নবরঙ্গপুরে একটি প্রচারসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারসভায় বক্তৃতার সময় তাঁর মুখে উঠে আসে ঝাড়খণ্ডের টাকা উদ্ধার প্রসঙ্গ৷

আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

মোদি বলেন, ‘‘আজ ঝাড়খণ্ড মে নোটো কা পাহাড়া মিল রাহা হ্যায়৷ মোদি ইস টেকিং অ্যাকশন এগেইস্ট কোরাপশন৷ (আজ ঝাড়খণ্ডে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোদি৷)’’

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

যদিও আলমগীর আলমের দাবি, তাঁর কাছে এ বিষয়ে কোনও সরকারি তথ্য নেই৷ তিনি টেলিভিশন দেখেই যা জেনেছেন৷ তবে সঞ্জীব লাল তাঁর প্রশাসন নিযুক্ত আপ্ত সহায়ক৷ তিনি জানান, সঞ্জীব লাল একজন সরকারি কর্মী, তাঁর আগে আরও দুই মন্ত্রীর সচিব ছিলেন তিনি৷

জানা গিয়েছে, বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং লুটের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতেই এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্রেই এদিনের এই তল্লাশি৷