Tag Archives: Mamata Bandopadhyay

Bangladesh Situation Update: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক মমতার, এল বিশেষ নির্দেশ!

কলকাতা: বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বৈঠক করেন মঙ্গলবার। মূলত গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সীমান্তবর্তী এলাকায় নজরদারি রাখার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মমতা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জেলাগুলি থেকে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলি থেকে যেন প্রতি মুহূর্তে রিপোর্ট আসে, তা নিয়ে পুলিশকে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটার জেরে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আর তিনি দেশ ছাড়তেই পরিস্থিতি সামাল দিতে ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে, বাংলাদেশের অস্থিরতার কারণে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ভারত-বাংলা সীমান্তে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্তে বাংলাদেশের দিকে শুরু হয়েছে জনরোষ। সীমান্তের ওপারে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা৷ পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তে। পাশাপাশি ভারতীয় সেনাকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তাতে আতঙ্কিত দু’পারের মানুষই।

নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে সীমান্ত এলাকায়। এদিন বিএসএফ-এর ডিজি দিলজিত সিং চৌধুরী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন বলেও জানা গিয়েছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা।

আরও পড়ুন- বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদল! হাসিনা ঘনিষ্ঠ জিয়াউলের চাকরি শেষ, বদলে কারা এলেন?

অন্য দিকে, হাই অ্যালার্ট জারি রয়েছে বাংলাদেশ সীমান্তে। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করেছে বিএসএফ। নিরাপত্তা জোরদার করা হয়েছে সুন্দরবন এলাকায়। সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান ও আধিকারিক মোতায়েন করা হয়েছে। সুন্দরবন থেকে কোচবিহার অবধি সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি এই রাজ্যে যে কয়েকটি ট্রানজিট পয়েন্ট বা আইসিপি রয়েছে সেই সব জায়গাতেও চলছে কড়া নজরদারি।

ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার, কথা হেমন্ত সোরেনের সঙ্গে! চিন্তা বাড়ছে দক্ষিণবঙ্গে

কলকাতা: কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে৷ তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে৷ এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও আবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি৷ তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি৷ আমি ওঁর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি৷’’


আরও পড়ুন: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও

তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায় এই বন্যা আসলে ‘ম্যান মেড’৷ তিনি আরও লেখেন,‘‘আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করেছি৷’’

আরও পড়ুন:ভাঙছে বাঁধ, জলের তলায় একের পর এক জনপদ, দক্ষিণবঙ্গে বন্যার ভ্রুকুটি!

সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন৷

তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতির উপর সমস্ত জেলাশাসকদের নজর রাখতে বলেছি৷ কোথাও যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেদন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি৷

Mamata Banerjee On Union Budget: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

কলকাতা: মঙ্গলবার বেলা ১১টায় সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারমণ৷ এর পরই বাজেট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাজেটে বাংলার প্রাপ্তি-ভাগ্য একেবারেই ভাল নয় বলেই কার্যত মন্তব্য করেন মমতা৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ‘‘এই বাজেটে বাংলার মানুষকে কেন্দ্র বঞ্চনা করেছে৷ আর এর জন্য বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না৷’’

আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেন, ‘‘অন্ধ্র প্রদেশ, বিহারকে টাকা দিয়েছে তাতে আপত্তি নেই৷ কিন্তু একজনকে টাকা দিতে গিয়ে বাকিদের বঞ্চিত করা যায় না৷ বাংলাদেশের জনসংখ্যার কাছাকাছি ভোটার আছে এই পশ্চিমবঙ্গে৷”

আরও পড়ুন:স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব

এরপরেই একশো দিনের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। কেন্দ্র থেকে প্রাপ্য টাকা নিয়ে মমতা আগেও সুর চড়িয়েছেন, এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন, ‘‘ রাজ্যের পাওনা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি রয়েছে৷ একটাকাও দেওয়া হয়নি৷ উপরন্তু এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে৷’’

মমতা আরও বলেন, ‘‘বাংলা বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়৷ তাও আশেপাশের রাজ্যগুলিকে বন্যার জন্য অর্থ বরাদ্দ করা হল। কিন্তু আমাদের বেলায় কিছু নেই।’’
তিনি উত্তরবঙ্গের বঞ্চনা প্রসঙ্গে বলেন, ‘‘ভোট আসলেই দার্জিলিং যায় ওরা। প্রত্যেকবার ভোট চায় পাহাড় থেকে। কিন্তু ভোট শেষ হলেই পাহাড়কে এরা ভুলে যায়। সিকিমকে সাহায্য করেছে করুক। কিন্তু বাংলার পাহাড়কে নয় কেন?’’

মমতার তীব্র প্রতিক্রিয়া, ‘‘এই বাজেট গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জন সাধারণের বাজেট নয়৷ বাংলার স্বার্থ বঞ্চিত হলে, মানুষ কিন্তু এর জবাব দেবে। বাংলার মানুষ কখনওই ছেড়ে কথা বলবে না। বাংলা একা নয়, একাই একশো৷ ভোটের ময়দানে এই বঞ্চনার জবাব দেওয়া হবে৷”

Supreme Court: উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের, হাল ফিরবে বিশ্ববিদ্যালয়গুলির? বড় আশ্বাস ব্রাত্যর

কলকাতা: সপ্তাহের শুরুতেই নিয়োগের জট কাটল। উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার রায় বেরোল সোমবার। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত পরিচালিত কমিটির দ্বারা উপাচার্য বাছাই হবে। প্রয়োজন হলে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রদত্ত তালিকা থেকে আরও ৪ জনকে কমিটিতে রাখতে পারেন। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একসঙ্গে কমিটি গঠন করা হতে পারে। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সার্চ কমিটিও করতে পারেন চেয়ারম্যান। কমিটির সদস্যরা নাম প্রস্তাব করবেন। প্রতিটি কমিটি ৩ জন করে উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই সুপারিশ যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব মতামত জানিয়ে বা পছন্দ অপছন্দ অনুসারে মন্তব্য সংযোজন করে সেই তালিকাকে ক্রমানুযায়ী সাজিয়ে আচার্যর কাছে পাঠাবেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উপাচার্য নিয়োগ করবেন।

আরও পড়ুন- সন্দেশখালি মামলায় বড় ধাক্কা! রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, তদন্ত চালাবে CBI-ই!

মুখ্যমন্ত্রী সুপারিশ করা নামের প্যানেল থেকেই উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। যদি সেই নামের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ না করা হয় তাহলে তার কারণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষাজগতের বিভিন্ন শাখা থেকেই উপাচার্য নিয়োগ হতে পারে। এই প্রক্রিয়ায় আগেকার কোনও সমস্যা মেটানোর থাকলে তা সুপ্রিম কোর্টে উত্থাপন করা যাবে। উচ্চশিক্ষা বিভাগ নোডাল বিভাগ হিসেবে কাজ করবে।

চেয়ারম্যানকে প্রতি কমিটির জন্য ৩ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়াও মিলবে ইকোনমি ক্লাসের বিমান ভাড়া। ৩ মাসের মধ্যে রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশ। এ দিন উপাচার্য নিয়োগ মামলার শুনানির পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে এই নিৰ্দেশকে ‘গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Mamata On Sandeshkhali: ‘বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে…’ বিজেপির ‘সন্দেশখালি’ অস্ত্র নিয়ে মুখ খুললেন ‘খুশি’ মমতা

বসিরহাট : ‘সন্দেশখালির রায়ে আমি খুশি’। বসিরহাট লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে সাংবাদিক বৈঠকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, “যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার করেছে, সেই সন্দেশখালিতেও আমরাই জিতেছি। উত্তরবঙ্গে ওদের হোম মিনিস্টারের মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে।”

একইসঙ্গে মমতা বলেন, “বাংলার মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। বিজেপির তৈরি করা সমীক্ষা দেখে আমার মনে হয়েছিল আমি কি নিজের ওপর আস্থা হারাচ্ছি? বিজেপি বাংলার প্রশাসনকে অপমান করেছে। একের পর এক ডিএম, আইসি বাতিল করেছে। বিজেপির এক গদ্দার এই সব করেছে। আমি খুশি বাংলার মানুষের রায়ে।”

গত জানুয়ারি মাস থেকে বাংলা তথা দেশের শিরোনামে উঠে আসে বাংলার এই অঞ্চল। ২০২৪ এর লোকসভা ভোটে শাহজাহান শেখ-খ্যাত উত্তর ২৪ পরগণার এই অঞ্চলই বাংলার ফলাফলে হয়ে উঠেছে বড় ফ্যাক্টর। আর সেই ফলাফলেও বিরাট চমক। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে ৩ লক্ষ ২৩ হাজার ২৪৭  ভোটে এগিয়ে রয়েছেন TMC-র হাজি নুরুল ইসলাম। উল্লেখযোগ্য ভাবে পিছিয়ে গেলেন বিজেপির রেখা পাত্র।