Tag Archives: Hooghly

Jagadhatri Puja 2023: চন্দননগরের পর রিষড়ায় জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে গোটা শহর

হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হলেও জেলায় এখনও উৎসবের মরশুম। চন্দননগরের পর হুগলি রিষড়ায় এখনও চলছে জগদ্ধাত্রী পুজো। বহু সংখ্যক মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ারে ভাসছে হুগলির রিষড়া।

হুগলির রিষড়ায় রয়েছে মোট ১১৭ টি জগদ্ধাত্রী পুজো। তাদের মধ্যে ৯৮ টি বারোয়ারি পুজো রয়েছে। মণ্ডপে মণ্ডপে থিমের টেক্কা দিচ্ছে বারোয়ারি পুজো গুলি। অপরূপ মণ্ডপ সজ্জা মন কেড়েছে দর্শনার্থীদেরও।

আরও পড়ুন: রোজ এক গ্লাস গাজরের জুস খেলে কী হয় জানেন? শরীরের বদল জানলে চমকে যাবেন

চন্দননগরের যখন নবমীর পুজো শুরু হয় দিন থেকে শুরু হয় রিষড়ায় ষষ্ঠীর পুজো। ঠিক চন্দননগরের মতো এখানেও ষষ্ঠী, সপ্তমী , অষ্টমী, নবমীর দিন পর্যন্ত চলে দেবীর আরাধনা। এখানেও বেরোয় শোভাযাত্রা। এই বছর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে মোট ১৭ টি পুজো কমিটি। শুক্রবার মহানবমীর দিনে রিষড়ার রাস্তার অনেক জায়গাতেই পুলিশের তরফ থেকে নোএন্ট্রি করা হয়েছে। রাত যত বাড়ে ততই ভিড় নামে ঠাকুর দেখার।

রাহী হালদার

Hooghly News: ঝরনার খাদে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ মিলল না এখনও, উদ্বেগে পরিবার

আরামবাগ: কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ওড়িশায় ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ আরামবাগের ছাত্র৷ চরম উদ্বেগে পরিবার পরিজনরা। কলকাতার আশুতোষ কলেজের সায়েন্সের এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তারাশঙ্কর সরকার। ওই ছাত্র হুগলির আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার বাসিন্দা। জানা যায়, দিন চারেক আগে কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিলেন পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরেই তাঁদের ফেরার কথা ছিল। তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে নিখোঁজ পড়ুয়ার পরিবার।

সূত্রের খবর, একটি ঝরনা দেখানোর জন্য থামানো হয়েছিল ছাত্রছাত্রীদের গাড়ি৷ সব ছাত্রছাত্রীই সেই সময় গাড়ি থেকে নামেন৷ নামেন তাঁদের সঙ্গে থাকা শিক্ষকেরাও৷ তারাশঙ্কর ও তাঁর এক বন্ধুও ছিলেন সেই দলে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝরনার সৌন্দর্য দেখার জন্য খাদের খুব কাছাকাছি চলে যায় তারাশঙ্কর ও তার এক বন্ধু৷

আরও পড়ুন: ৪টে তেজপাতা আর সঙ্গে চন্দন, পূর্ণিমার পরের দিন এই ভাবে কাজটা করলেই…হাতেনাতে ফল! অর্থ-প্রেমে ভরে যাবে জীবন

সেখানেই বন্ধুর সঙ্গে সেলফি তুলতে গিয়ে কোনও ভাবে ২০ ফুট গভীর খাদে পড়ে যান ওঁরা দু’জনে। এক ছাত্রকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা গেলেও ঝরনার জলের তোড়ে ভেসে যান তারাশঙ্কর। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজও।

পরিবারের তরফে জানানো হয়েছে, কলেজ থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল পড়ুয়াদের। ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামেন তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ।

আরও পড়ুন: একে একে নিভছে শৈশব, হারিয়ে যাচ্ছে কৈশোর! সামনে এল শিউরে ওঠার মতো রিপোর্ট

তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা হাজির হন ওড়িশায়। তাঁদের এই ঘটনা নিয়ে সন্দেহ রয়েছে। পরিবারের দাবি, এই ঘটনার পিছনে কোনও গুরুতর পরিকল্পনা আছে। রহস্য রয়েছে। যে আগে পড়ে গেলেন,, তাঁর কিছু হল না আর তারপরেই তারাশঙ্কর পড়েই নিখোঁজ হয়ে গেলেন কীভাবে? সেই প্রশ্নই তুলছে পরিবার। তাঁদের আরও অভিযোগ, কলেজের পক্ষ থেকে কোনও সহযোগিতা করা হচ্ছে না। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

Suvojit Ghosh

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ছেলে, অডিও বার্তায় স্বস্তি পুড়শুড়ার পরিবারে! দেখুন ভিডিও

ছেলের চিন্তায় কার্যত খাওয়া, ঘুম উড়ে গিয়েছিল হুগলির পুড়শুড়ার নিমডিঙির বাসিন্দা পরমাণিক পরিবারের৷ কারণ যে ৪১ জন শ্রমিক উত্তর কাশীর ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ওই পরিবারের ছেলে জয়দেব৷ একই অবস্থা পুড়শুড়ার হরিণখালির বাসিন্দা শৌভিক পাখিরার পরিবারেও৷ জয়দেবের সঙ্গে শৌভিকও ওই সুড়ঙ্গেই বন্দি৷ শেষ পর্যন্ত পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো ক্যামেরায় রেকর্ড করা জয়দেবের বার্তা এসে পৌঁছল তাঁর বাবা, মায়ের কাছে৷