Tag Archives: ICC World Cup 2023

ভারতে আর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ নেই! তালিকায় টিম ইন্ডিয়ার একাধিক মহাতারকা

সদ্য শেষ হল ভারতের মাটিতে আয়োজিত আইসিসি একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়া। যার ফল ভারতী দল ও ফ্যানেরা সকলেই হতাশ।
সদ্য শেষ হল ভারতের মাটিতে আয়োজিত আইসিসি একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়া। যার ফল ভারতী দল ও ফ্যানেরা সকলেই হতাশ।
এই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ফলে ভারতের মাটিতে আর আইসিসি-র একদিনের বিশ্বকাপ খেলা ও জেতার সুযোগ থাকল না বর্তমান টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ারের। তালিকায় একের পর এক তারকারা।
এই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ফলে ভারতের মাটিতে আর আইসিসি-র একদিনের বিশ্বকাপ খেলা ও জেতার সুযোগ থাকল না বর্তমান টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ারের। তালিকায় একের পর এক তারকারা।
কারণ ২০২৩-এর পর ২০২৭ সালে ফের ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আর ২০৩১ সালে ফের ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর।
কারণ ২০২৩-এর পর ২০২৭ সালে ফের ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আর ২০৩১ সালে ফের ভারতের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর।
২০৩১ সালে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না।
২০৩১ সালে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না।
সেই তালিকায় সবার আগে নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের। রোহিত শর্মার বর্তমান বয়স ৩৭, বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর।
সেই তালিকায় সবার আগে নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের। রোহিত শর্মার বর্তমান বয়স ৩৭, বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর।
ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত তারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আর ২০২৩ সালে তো এদের বয়স যা দাঁড়াবে তাতে খেলার কোনও সম্ভাবনাই নেই। ফলে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জেতার স্বপ্ন আর পূরণ হবে এই সকল ক্রিকেটারদের।
ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত তারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আর ২০২৩ সালে তো এদের বয়স যা দাঁড়াবে তাতে খেলার কোনও সম্ভাবনাই নেই। ফলে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জেতার স্বপ্ন আর পূরণ হবে এই সকল ক্রিকেটারদের।

Team India: বিশ্বকাপ ফাইনাল হারের পর ফের খারাপ খবর! বাজে সময় পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এখনও হতাশ ভারতীয় খেলোয়াররা। বিশ্বকাপ ফাইনালের ৪ দিনের মধ্যেই ফের মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু তার আগে ফের খারাপ খবর ভারতের জন্য।
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এখনও হতাশ ভারতীয় খেলোয়াররা। বিশ্বকাপ ফাইনালের ৪ দিনের মধ্যেই ফের মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু তার আগে ফের খারাপ খবর ভারতের জন্য।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এনসিএ-তে তাঁকে তড়িঘড়ি সুস্থ করে সেমিফাইনালের আগে দলে ফেরানোর চেষ্টা করা হলেও শেষমেশ তা হয়নি।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এনসিএ-তে তাঁকে তড়িঘড়ি সুস্থ করে সেমিফাইনালের আগে দলে ফেরানোর চেষ্টা করা হলেও শেষমেশ তা হয়নি।
প্রথমে হার্দিকের চোট হাল্কা মনে করা হলেও পরে জানা যায় চোট গুরুতর। গ্রেড ওয়ান লিগামেন্ট ছিঁড়েছে তারকা ক্রিকেটারের। মাঝে হার্দিককে এনএসিএ-তে বোলিং অনুশীলন করানো হয়। তখনও ব্যথা অনুভব করেন তিনি। ৩ বলের বেশি বোলিং করেননি।
প্রথমে হার্দিকের চোট হাল্কা মনে করা হলেও পরে জানা যায় চোট গুরুতর। গ্রেড ওয়ান লিগামেন্ট ছিঁড়েছে তারকা ক্রিকেটারের। মাঝে হার্দিককে এনএসিএ-তে বোলিং অনুশীলন করানো হয়। তখনও ব্যথা অনুভব করেন তিনি। ৩ বলের বেশি বোলিং করেননি।
ফলে চিকিৎসকদের এখন ধারণা হার্দিকের চোট সারতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। তবে কবে হার্দিক মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তা নিয়ে ফ্যানেদের কৌতুহল রয়েছে।
ফলে চিকিৎসকদের এখন ধারণা হার্দিকের চোট সারতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। তবে কবে হার্দিক মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তা নিয়ে ফ্যানেদের কৌতুহল রয়েছে।
অবশেষে জানা গেল হার্দিক মাঠে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের চোটের যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না হার্দিক। ডিসেম্বরে দক্ষিণ সফর ও নতুন বছরে আফগানিস্তান সিরিজেও পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। হার্দিক এখন টেস্ট খেলেন না।
অবশেষে জানা গেল হার্দিক মাঠে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের চোটের যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না হার্দিক। ডিসেম্বরে দক্ষিণ সফর ও নতুন বছরে আফগানিস্তান সিরিজেও পাওয়া যাবে না তারকা অলরাউন্ডারকে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। হার্দিক এখন টেস্ট খেলেন না।
হার্দিকের বর্তমানে চোট সারলেও রিহ্যাব চলছে। ফলে পুরোপুরি সুস্থ হতে এখনও কম করে মাস পাঁচেক সময় লাগবে। পরিস্থিতি যা তাতে আগামী বছর মার্চ-এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না হার্দিক। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আইপিএল থেকে মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া।
হার্দিকের বর্তমানে চোট সারলেও রিহ্যাব চলছে। ফলে পুরোপুরি সুস্থ হতে এখনও কম করে মাস পাঁচেক সময় লাগবে। পরিস্থিতি যা তাতে আগামী বছর মার্চ-এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না হার্দিক। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আইপিএল থেকে মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া।

ভারত কেন বিশ্বকাপ ফাইনাল হারল? শামি বলে দিলেন আসল কারণ, দোষ কার?

ভারতের বিশ্বকাপ ফাইনালে হারটা যেন ভারতীয় সমর্থকরা এখনও মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়া মহম্মদ শামিকে নিজের বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকে।
ভারতের বিশ্বকাপ ফাইনালে হারটা যেন ভারতীয় সমর্থকরা এখনও মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়া মহম্মদ শামিকে নিজের বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকে।
এবার বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই তিনি জানিয়ে দিলেন, কেন ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল!
এবার বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই তিনি জানিয়ে দিলেন, কেন ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল!
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন শামি। ফাইনালে অবশ্য আহামরি বোলিং করতে পারেননি তিনি। তবে উইকেট তুলতে পেরেছিলেন।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন শামি। ফাইনালে অবশ্য আহামরি বোলিং করতে পারেননি তিনি। তবে উইকেট তুলতে পেরেছিলেন।
বিশ্বকাপ শেষে শামি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরেছেন। সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখনই জানান, ভারতের বিশ্বকাপ ফাইনালে হারের আসল কারণ।
বিশ্বকাপ শেষে শামি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরেছেন। সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখনই জানান, ভারতের বিশ্বকাপ ফাইনালে হারের আসল কারণ।
শামি স্পষ্ট জানান, ভারতীয় দল রান কম করেছিল। অন্তত ৩০০ রান করলে ম্যাচটা জেতার আশা থাকত। মাত্র ২৪০ রান করে ফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন কাজ।
শামি স্পষ্ট জানান, ভারতীয় দল রান কম করেছিল। অন্তত ৩০০ রান করলে ম্যাচটা জেতার আশা থাকত। মাত্র ২৪০ রান করে ফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন কাজ।
শামির নামে একটি স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। শামি এদিন বলেন, কমবয়সী ক্রিকেটাররা ট্রেনিং করার জায়গা পাবে এতে। রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তারা সুযোগ পাবে।
শামির নামে একটি স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। শামি এদিন বলেন, কমবয়সী ক্রিকেটাররা ট্রেনিং করার জায়গা পাবে এতে। রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তারা সুযোগ পাবে।

‘অনেক হয়েছে, এবার ওঁকে ওয়ান ডে থেকে বাদ দিন’, ফাইনালে হারের পর এই ক্রিকেটারের উপর ক্ষিপ্ত দর্শকরা

বিশ্বকাপ ফাইনালের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু শোকের আবহ এখনও কাটেনি। লিগ পর্যায়ে টানা ৯ ম্যাচ জেতে ভারত। সেমিফাইনালেও অপরাজিত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় মেনে নিতে পারছে না দেশবাসী। চলছে হা-হুতাশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই।২০১৪ সাল থেকে এমনটাই চলছে।
বিশ্বকাপ ফাইনালের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু শোকের আবহ এখনও কাটেনি। লিগ পর্যায়ে টানা ৯ ম্যাচ জেতে ভারত। সেমিফাইনালেও অপরাজিত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় মেনে নিতে পারছে না দেশবাসী। চলছে হা-হুতাশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই। ২০১৪ সাল থেকে এমনটাই চলছে। (Photo Courtesy: X)
আইসিসি টুর্নামেন্ট মানেই যেন নাকানি-চোবানি খাবে টিম ইন্ডিয়া। নকআউটে হার রুটিন হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। কাপ আর ঘরে ওঠেনি। ২০২৩ বিশ্বকাপেও সেই একই জিনিস। ফাইনালে পৌঁছেই ভরাডুবি তারকাখচিত টিম ইন্ডিয়ার। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছক্কা – ভারতীয় ক্রিকেটারদের ঝুলিতে। রেকর্ডের ছড়াছড়ি।
আইসিসি টুর্নামেন্ট মানেই যেন নাকানি-চোবানি খাবে টিম ইন্ডিয়া। নকআউটে হার রুটিন হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। কাপ আর ঘরে ওঠেনি। ২০২৩ বিশ্বকাপেও সেই একই জিনিস। ফাইনালে পৌঁছেই ভরাডুবি তারকাখচিত টিম ইন্ডিয়ার।
সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছক্কা – ভারতীয় ক্রিকেটারদের ঝুলিতে। রেকর্ডের ছড়াছড়ি। (Photo: X)
কিন্তু কাপ অধরা থেকে গিয়েছে। তারকা ক্রিকেটারদের কেউই ভারতকে আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি। কিন্তু সবচেয়ে বেশি কথা হচ্ছে টিম ইন্ডিয়ার একজনকে নিয়েই। অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর ভরসা রেখেছিলেন। বার বার সুযোগ দিয়েছেন টিমে। আত্মবিশ্বাস জুগিয়েছেন।
কিন্তু কাপ অধরা থেকে গিয়েছে। তারকা ক্রিকেটারদের কেউই ভারতকে আইসিসি টুর্নামেন্ট জেতাতে পারেননি। কিন্তু সবচেয়ে বেশি কথা হচ্ছে টিম ইন্ডিয়ার একজনকে নিয়েই। অধিনায়ক রোহিত শর্মা তাঁর উপর ভরসা রেখেছিলেন। বার বার সুযোগ দিয়েছেন টিমে। আত্মবিশ্বাস জুগিয়েছেন। (Photo: X)
কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। তিনি আর কেউ নন, সূর্যকুমার যাদব। টি২০-তে তিনি যতটা সফল, ওয়ান ডে-তে ঠিক ততটাই ব্যর্থ।ফাইনালে তখন ধুঁকছে ভারত। বিরাট, জাদেজা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ৩৬ তম ওভারে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। নিজেকে প্রমাণ করার আদর্শ পরিবেশ।
কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। তিনি আর কেউ নন, সূর্যকুমার যাদব। টি২০-তে তিনি যতটা সফল, ওয়ান ডে-তে ঠিক ততটাই ব্যর্থ। ফাইনালে তখন ধুঁকছে ভারত। বিরাট, জাদেজা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ৩৬ তম ওভারে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। নিজেকে প্রমাণ করার আদর্শ পরিবেশ।
এমন পরিস্থিতি থেকে টি২০-র বহু ম্যাচে বড় রান করেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী যে হল! ব্যাটিং দেখে মনে হল, কীভাবে বাউন্ডারি মারতে হয় ভুলেই গিয়েছেন সূর্যকুমার। ডেথ ওভারে কুলদীপ ক্রিজে আসার পরেও সিঙ্গল নিয়ে গেলেন সূর্য। কুলদীপ বরং বড় শট মারার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত ২৮ বলে ১৮ রান করেন সূর্য। ইনিংসে মাত্র একটা বাউন্ডারি।
এমন পরিস্থিতি থেকে টি২০-র বহু ম্যাচে বড় রান করেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী যে হল! ব্যাটিং দেখে মনে হল, কীভাবে বাউন্ডারি মারতে হয় ভুলেই গিয়েছেন সূর্যকুমার।
ডেথ ওভারে কুলদীপ ক্রিজে আসার পরেও সিঙ্গল নিয়ে গেলেন সূর্য। কুলদীপ বরং বড় শট মারার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত ২৮ বলে ১৮ রান করেন সূর্য। ইনিংসে মাত্র একটা বাউন্ডারি। Photo: X
ওভার বাউন্ডারির নাম-গন্ধ নেই। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। মোট রান ১০৬। গড় ১৭। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে ৪৯ রান করেন। এটা ছাড়া বলার মতো ইনিংস আর নেই। বাকি ম্যাচগুলোতে ২৫-এর বেশি রানও তুলতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ব্যাপক ট্রোলড হচ্ছেন সূর্যকুমার। অনেকেই বলছেন, টি২০-তেই ঠিক আছে। ওয়ান ডে-তে আর ওঁকে দলে নেওয়া ঠিক হবে না। দাবি উঠছে, সূর্যকুমারের বদলে নতুন খেলোয়াড়দের জায়গা দেওয়া হোক।  
ওভার বাউন্ডারির নাম-গন্ধ নেই। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। মোট রান ১০৬। গড় ১৭। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে ৪৯ রান করেন। এটা ছাড়া বলার মতো ইনিংস আর নেই। বাকি ম্যাচগুলোতে ২৫-এর বেশি রানও তুলতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ব্যাপক ট্রোলড হচ্ছেন সূর্যকুমার। অনেকেই বলছেন, টি২০-তেই ঠিক আছে। ওয়ান ডে-তে আর ওঁকে দলে নেওয়া ঠিক হবে না। দাবি উঠছে, সূর্যকুমারের বদলে নতুন খেলোয়াড়দের জায়গা দেওয়া হোক।

একটা বিশ্বকাপ হেরে দুঃখিত? এই ভারতীয় খেলোয়াড় ২৬টা বিশ্বকাপ জিতলেন, চেনেন?

ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে বলে মন খারাপ? জানেন কি, এমন একজন ভারতীয় খেলোয়াড় আছেন, যিনি ২৬বার বিশ্বকাপ জিতেছেন!
ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে বলে মন খারাপ? জানেন কি, এমন একজন ভারতীয় খেলোয়াড় আছেন, যিনি ২৬বার বিশ্বকাপ জিতেছেন!
ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্য়াম্পিয়ানশিপে  তুন রেকর্ড গড়লেন ভারতের পঙ্কজ আডবানী। এই নিয়ে ২৬বার খেতাব জিতলেন তিনি।
ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্য়াম্পিয়ানশিপে তুন রেকর্ড গড়লেন ভারতের পঙ্কজ আডবানী। এই নিয়ে ২৬বার খেতাব জিতলেন তিনি।
ভারতের আরেক খেলোয়াড় সৌরভ কোঠারিকে ফাইনালে  হারালেন পঙ্কজ আডবানী।
ভারতের আরেক খেলোয়াড় সৌরভ কোঠারিকে ফাইনালে হারালেন পঙ্কজ আডবানী।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপে পিছিয়ে থেকেও শেষমেশ জেতেন তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপে পিছিয়ে থেকেও শেষমেশ জেতেন তিনি।
ম্যাচ যত গড়ায় ততই একের পর এক ভুল করতে থাকেন সৌরভ। ফলে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন পঙ্কজ।
ম্যাচ যত গড়ায় ততই একের পর এক ভুল করতে থাকেন সৌরভ। ফলে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন পঙ্কজ।
পঙ্কজ এদিন বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার কাছে আসল। এই খেতাব আমি আগেও জিতেছি। আবারও জিতলাম। অর্থাৎ আমি ধারাবাহিক ভাল পারফর্ম করেছি। এটাই শান্তি দেয়।
পঙ্কজ এদিন বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার কাছে আসল। এই খেতাব আমি আগেও জিতেছি। আবারও জিতলাম। অর্থাৎ আমি ধারাবাহিক ভাল পারফর্ম করেছি। এটাই শান্তি দেয়।
২০০৩ সালে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছিলেন পঙ্কজ আডবানী।
২০০৩ সালে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছিলেন পঙ্কজ আডবানী। বিলিয়ার্ডস ও স্নুকার দু’টি খেলাতেই বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ।

Mohammed Shami and Hasin Jahan: ‘আমার অভিশাপের প্রভাব’…হাসিনের নতুন পোস্ট! শামির বিশ্বকাপে জয় আটকাতে এ কী করলেন, তোলপাড়

বিশ্বকাপে মহম্মদ শামি মাঠে যত আগুন ঝরিয়েছেন, হাসিন জাহান ততোধিক নিজের দ্বর্থ্যবোধক পোস্টে ভরিয়ে দিয়েছেন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল৷ তিনি বিভিন্ন সময়েই প্রমাণ করেছেন তিনি সাহসী তবে এবার যে পোস্ট লিখলেন তাতে নেটিজেনরা অন্য গন্ধ পাচ্ছেন৷ ভারত বিশ্বকাপ হারার পরেই আশীর্বাদ ও অভিশাপ এবং সেগুলি কী করে ফলে তা নিয়ে একটি পোস্ট করেছেন শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান৷
বিশ্বকাপে মহম্মদ শামি মাঠে যত আগুন ঝরিয়েছেন, হাসিন জাহান ততোধিক নিজের দ্বর্থ্যবোধক পোস্টে ভরিয়ে দিয়েছেন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল৷ তিনি বিভিন্ন সময়েই প্রমাণ করেছেন তিনি সাহসী তবে এবার যে পোস্ট লিখলেন তাতে নেটিজেনরা অন্য গন্ধ পাচ্ছেন৷ ভারত বিশ্বকাপ হারার পরেই আশীর্বাদ ও অভিশাপ এবং সেগুলি কী করে ফলে তা নিয়ে একটি পোস্ট করেছেন শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান৷
নিজের পোস্টে তিনি লিখেছেন ‘‘মেরে দুয়া কা অসর ইতনা বুলন্দ হ্যায় তো সোচ, বদদুয়া কা অসর ক্যায়া হোগা, ইয়ে তো সভি জানতে হ্যায়৷ দুয়া অউর বদদুয়া কা অসর ইতনি জলদি নেহি হোতা৷’’
নিজের পোস্টে তিনি লিখেছেন ‘‘মেরে দুয়া কা অসর ইতনা বুলন্দ হ্যায় তো সোচ, বদদুয়া কা অসর ক্যায়া হোগা, ইয়ে তো সভি জানতে হ্যায়৷ দুয়া অউর বদদুয়া কা অসর ইতনি জলদি নেহি হোতা৷’’
অর্থাৎ আমার প্রার্থণার প্রভাব এতটা যদি বেশি হয় তো ভাব আমার অভিশাপের প্রভাব কতটা বেশি হবে, সেটা তো সবাই জানে৷ আশীর্বাদ ও অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে না৷
অর্থাৎ আমার প্রার্থণার প্রভাব এতটা যদি বেশি হয় তো ভাব আমার অভিশাপের প্রভাব কতটা বেশি হবে, সেটা তো সবাই জানে৷ আশীর্বাদ ও অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে না৷
এদিকে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করে হেরেছে আর তারপরেই হাসিনের এই পোস্টকে মোটেই ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷ তাঁরা সন্দেহ করছেন যেহেতু নিজের স্বামীর সঙ্গ অসদ্ভাব হাসিনের তাই তিনি যাতে বিশ্বকাপ না পান তাই চেয়েছিলেন কি হাসিন৷
এদিকে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করে হেরেছে আর তারপরেই হাসিনের এই পোস্টকে মোটেই ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷ তাঁরা সন্দেহ করছেন যেহেতু নিজের স্বামীর সঙ্গ অসদ্ভাব হাসিনের তাই তিনি যাতে বিশ্বকাপ না পান তাই চেয়েছিলেন কি হাসিন৷

 

মহম্মদ শামিকে নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান?‘‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাই আমাদের দল প্রতিটা খেলাতেই যেন সেরা খেলে, আমি চাইব ভারতীয় দল যেন জেতে৷’’
এদিকে এর আগে মহম্মদ শামিকে নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান? ‘‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাই আমাদের দল প্রতিটা খেলাতেই যেন সেরা খেলে, আমি চাইব ভারতীয় দল যেন জেতে৷’’
কাঁপিয়ে পারফর্ম করছেন মহম্মদ শামি সারা দেশ থেকে সারা পৃথিবীর ক্রিকেট ভক্ত এখন তাঁর গুণে বুঁদ হয়ে রয়েছেন৷ কিন্তু তাঁর থেকে বিছিন্না স্ত্রী হাসিন জাহান একেবারে আগুনের গোলা হয়ে রয়েছেন৷ তাঁকে প্রশ্ন করা মানেই উত্তর যেন খাপ খোলা তলোয়ার৷
বিশ্বকাপে কাঁপিয়ে পারফর্ম করছিলেন মহম্মদ শামি সারা দেশ থেকে সারা পৃথিবীর ক্রিকেট ভক্ত এখন তাঁর গুণে বুঁদ হয়েছিল, কিন্তু তাঁর থেকে বিছিন্না স্ত্রী হাসিন জাহান একেবারে আগুনের গোলা হয়ে ছিলেন তখন থেকেই, তাঁকে প্রশ্ন করা মানেই উত্তর যেন খাপ খোলা তলোয়ার৷
কীভাবে জীবন যাপন করেন আপনি? আর আপনার প্রতিটা পোস্টই কী মহম্মদ শামিকে খোঁচা দেওয়া?‘‘আপনি নিজের জীবন ফুল ফর্মে আনন্দ করে বাঁচি, বিন্দাস কাজ করি তাতে কেউ যদি কাউকে টার্গেট করছি ভাবে তাতে আমার কী আমার নিজের বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে ইমপর্ট্যান্ট৷’’
কীভাবে জীবন যাপন করেন আপনি? আর আপনার প্রতিটা পোস্টই কী মহম্মদ শামিকে খোঁচা দেওয়া?
‘‘আপনি নিজের জীবন ফুল ফর্মে আনন্দ করে বাঁচি, বিন্দাস কাজ করি তাতে কেউ যদি কাউকে টার্গেট করছি ভাবে তাতে আমার কী আমার নিজের বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে ইমপর্ট্যান্ট৷’’
শামির মেয়ে কী টিভিতে বাবার খেলা দেখে?‘‘আমার জীবনে বারবার জোর করে মহম্মদ শামিকে ঢুকিয়ে দেওয়া হয়৷  আমাদের বাড়িতে টিভি খুব কম চলে, বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
শামির মেয়ে কী টিভিতে বাবার খেলা দেখে?
‘‘আমার জীবনে বারবার জোর করে মহম্মদ শামিকে ঢুকিয়ে দেওয়া হয়৷  আমাদের বাড়িতে টিভি খুব কম চলে, বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
আপনার মেয়ের ক্রিকেট খেলা কী ভাল লাগে?‘‘যখন টিভি চলেই না তখন ও দেখে না৷ ওর কোনও শখও নেই ক্রিকেট খেলা দেখার৷ ও ক্রিকেট খেলা শিখবে না বলে জানিয়েছে, ওর ক্রিকেট খেলা ভাল লাগে না৷’’
আপনার মেয়ের ক্রিকেট খেলা কী ভাল লাগে?
‘‘যখন টিভি চলেই না তখন ও দেখে না৷ ওর কোনও শখও নেই ক্রিকেট খেলা দেখার৷ ও ক্রিকেট খেলা শিখবে না বলে জানিয়েছে, ওর ক্রিকেট খেলা ভাল লাগে না৷’’
ও কী ওর বাবা অর্থাৎ মহম্মদ শামির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না?‘‘নিজের বাবার বিষয়ে এখন তো কিছুই জিজ্ঞাসা করে না৷ শুরুর দিকে ও অস্বস্তিতে থাকত৷’’
ও কী ওর বাবা অর্থাৎ মহম্মদ শামির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না?
‘‘নিজের বাবার বিষয়ে এখন তো কিছুই জিজ্ঞাসা করে না৷ শুরুর দিকে ও অস্বস্তিতে থাকত৷’’

Ind vs Aus: পুরস্কার নেওয়ার পর এটা কী করলেন বিরাট? অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রীও

আহমেদাবাদ: প্যাট কামিন্স চেয়েছিলেন, স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের চুপ করাতে। বলেছিলেন, ‘এক লাখ দর্শককে চুপ করানোর মতো খুশি আর কিছুতেই নেই’। কামিন্স সফল। ফাইনালের রাতে শুধু স্টেডিয়াম নয়, ১৪০ কোটি ভারতীয়কে চুপ করিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ভরাডুবি হয়েছে ভারতের।

ব্যাটিং-বোলিং সবেতেই বিপর্যয়। টানা ১০ ম্যাচ জয়ের পর অপ্রত্যাশিত হার। মেনে নেওয়া কঠিন। ট্রাভিস হেড আর লাবুশেনের ব্যাটে ভর দিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। ফাইনালেও হাফ সেঞ্চুরি। সঙ্গে ওয়ার্নারের অবিশ্বাস্য ক্যাচ। স্বাভাবিকভাবেই ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ তিনিই। কিন্তু পুরস্কার নেওয়ার পর কী করলেন? সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন– বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন আদিবাসীদের কাছে পৌঁছনোই ছিল লক্ষ্য; আর জীবন দিয়ে তার মূল্য চোকাতে হয়েছিল জন চাউকে

ফাইনালে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি কেউই। মাঠেই কেঁদে ফেলেন সিরাজরা। কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠানে তো অংশ নিতেই হয়। নিয়ম রক্ষার মতোই মাঠে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কোনও রকমে যেন শরীরটাকে টেনে নিয়ে এসেছেন। মন মাঠে নেই। সর্বোচ্চ রানের জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হন বিরাট কোহলি। রবি শাস্ত্রী নাম ঘোষণা করেন। ভাবলেশহীন শুকনো মুখে মঞ্চে ওঠেন বিরাট। পুরস্কারটা কোনও মতে নিয়েই নেমে পড়েন। আসলে পুরস্কার নেওয়ার পর সঞ্চালকের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়াই রেওয়াজ। তবে শাস্ত্রী বুঝতে পেরেছিলেন, বিরাট ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই।

আরও পড়ুন– সোনার প্রাসাদ, হিরে-জহরত থেকে শুরু করে কয়েকশো বিলাসবহুল গাড়ি; ব্রুনেইয়ের সুলতানের সম্পত্তির পরিমাণ দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন বিরাট। সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একই সঙ্গে ফাইনালে সেঞ্চুরি করা ট্র্যাভিস হেডকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।

বিরাট কোহলি বিশ্বকাপের ১১টি ম্যাচে করেছেন ৭৬৫ রান। গড় ৯৫.৬২। এর মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ৬টি হাঁফ সেঞ্চুরি রয়েছে। এই বিশ্বকাপেই ওয়ান ডে সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ড ভাঙেন কোহলি। গড়েন নয়া মাইলফলক। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৬৭৩ রান) করার ক্ষেত্রেই সচিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। প্রসঙ্গত, সচিন ২০০৩ বিশ্বকাপে ভারতের হয়ে ৬৭৩ রান করেছিলেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

‘ভারত বিশ্বকাপে আলাদা বলে খেলেছে’, পাকিস্তানের বিস্ফোরক দাবি! ধুয়ে দিলেন শামি

এবার বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই পাকিস্তানের উপর ক্ষোভ ঝাড়লেন শামি।
এবার বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট। তবে বিশ্বকাপ মিটতেই পাকিস্তানের উপর ক্ষোভ ঝাড়লেন শামি।
শুধুমাত্র ফাইনাল ম্যাচের কথা বাদ দিলে এবার বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফর্ম করেছেন ভারতীয় পেসাররা। আর ভারতীয় পেসারদের এই সাফল্য দেখে পাকিস্তানের প্রাক্তন তারকা হাসান রাজা বলেছিলেন, ভারতের পেসারদের আলাদা বল দেওয়া হচ্ছে।
শুধুমাত্র ফাইনাল ম্যাচের কথা বাদ দিলে এবার বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফর্ম করেছেন ভারতীয় পেসাররা। আর ভারতীয় পেসারদের এই সাফল্য দেখে পাকিস্তানের প্রাক্তন তারকা হাসান রাজা বলেছিলেন, ভারতের পেসারদের আলাদা বল দেওয়া হচ্ছে।
শামি বিশ্বকাপ মিটে যাওয়ার পরই বলেছেন, আসলে আমার মনে হয় পাকিস্তান আমাদের সাফল্য সহ্য করতে পারে না। বিশ্বকাপের প্রথম চারটে ম্যাচে আমি খেলেনি। পরের ম্যাচগুলোতে পর পর উইকেট পাই। তার পর ওরা বলে, আমাদের নাকি আলাদা বল দেওয়া হয়।
শামি বিশ্বকাপ মিটে যাওয়ার পরই বলেছেন, আসলে আমার মনে হয় পাকিস্তান আমাদের সাফল্য সহ্য করতে পারে না। বিশ্বকাপের প্রথম চারটে ম্যাচে আমি খেলেনি। পরের ম্যাচগুলোতে পর পর উইকেট পাই। তার পর ওরা বলে, আমাদের নাকি আলাদা বল দেওয়া হয়।
শামি আরও বলেন, ওরা মানতেই চায় না যে ওদের থেকেও ভাল কেউ খেলতে পারে! ওয়াসিম আক্রম বারবার সেই শো-তে বলছিলেন, একই বাক্স থেকে বল দেওয়া হয় দুই দলের ক্রিকেটারদের। তবু সেই ব্যক্তি তা মানতে চাননি।
শামি আরও বলেন, ওরা মানতেই চায় না যে ওদের থেকেও ভাল কেউ খেলতে পারে!
ওয়াসিম আক্রম বারবার সেই শো-তে বলছিলেন, একই বাক্স থেকে বল দেওয়া হয় দুই দলের ক্রিকেটারদের। তবু সেই ব্যক্তি তা মানতে চাননি।
শামি আরও বলেন, ওই ব্যক্তি নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তার পরও কী করে তিনি এমন কথা বললেন কে জানে!
শামি আরও বলেন, ওই ব্যক্তি নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তার পরও কী করে তিনি এমন কথা বললেন কে জানে!
শামি নিজের রেকর্ড নিয়ে বলেন, এসব জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। মাঠে নামার আগে এসব রেকর্ড মাথায় থাকে না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই দলের জন্য পারফর্ম করি।
শামি নিজের রেকর্ড নিয়ে বলেন, এসব জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। মাঠে নামার আগে এসব রেকর্ড মাথায় থাকে না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই দলের জন্য পারফর্ম করি।

জ্যোতিষীর পোস্ট নিয়ে হইচই! বিরাট কোহলি আর কতদিন খেলবেন? বড় ভবিষ্যদ্বাণী

বিরাট কোহলি কি আর খেলবেন না একদিনের ক্রিকেটে? ভারতীয় দল বিশ্বকাপে হারার পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়।
বিরাট কোহলি কি আর খেলবেন না একদিনের ক্রিকেটে? ভারতীয় দল বিশ্বকাপে হারার পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়।
এরই মধ্যে খবর ছড়িয়েছে, বিরাট কোহলি আর পরের বিশ্বকাপে খেলবেন না। তবে এই খবরে কোনও সিলমোহর নেই। যদিও এক জ্যোতিষী ২০১৬ সালে কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই পুরনো পোস্ট এখন ভাইরাল। তা দেখে কোহলি ভক্তরা একটু স্বস্তি পেতে পারেন।
এরই মধ্যে খবর ছড়িয়েছে, বিরাট কোহলি আর পরের বিশ্বকাপে খেলবেন না। তবে এই খবরে কোনও সিলমোহর নেই। যদিও এক জ্যোতিষী ২০১৬ সালে কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই পুরনো পোস্ট এখন ভাইরাল। তা দেখে কোহলি ভক্তরা একটু স্বস্তি পেতে পারেন।
মহারাষ্ট্রের সেই জ্যোতিষী ২০১৬ সালে কোহলির জন্মছক বিচার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, কোহলির ভাগ্যে আরও একটা বিশ্বকাপ জয় আছে।
মহারাষ্ট্রের সেই জ্যোতিষী ২০১৬ সালে কোহলির জন্মছক বিচার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, কোহলির ভাগ্যে আরও একটা বিশ্বকাপ জয় আছে।
বিরাট কোহলি ২০২৭ ওডিআই বিশ্বকাপ জিতবেন। সেই জ্যোতিষী দাবি করেছিলেন এমনটাই।
বিরাট কোহলি ২০২৭ ওডিআই বিশ্বকাপ জিতবেন। সেই জ্যোতিষী দাবি করেছিলেন এমনটাই।
ওই জ্যোতিষী আরও দাবি করেছেন, ২০২৮ সালে অবসর ঘোষণা করবেন বিরাট কোহলি।
ওই জ্যোতিষী আরও দাবি করেছেন, ২০২৮ সালে অবসর ঘোষণা করবেন বিরাট কোহলি।
সেই জ্যোতিষী গত সাত বছরে কোহলিকে নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছেন, বেশিরভাগটাই মিলে গিয়েছে।
সেই জ্যোতিষী গত সাত বছরে কোহলিকে নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছেন, বেশিরভাগটাই মিলে গিয়েছে।

২০২৭ বিশ্বকাপে খেলবেন না বিরাট কোহলি? বড় খবর দিলেন ভারতের কোচ

বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তাঁর মতো স্বপ্ন হয়তো কেউ দেখেননি। বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তার পরও স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির।(Photo: X)
বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তাঁর মতো স্বপ্ন হয়তো কেউ দেখেননি। বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তার পরও স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির।
(Photo: X)
বিরাট কোহলি এবার বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জোড়া রেকর্ড ভেঙেছেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে তাঁর। রোহিত শর্মা নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাঁর ছোটবেলার কোচ বলেছিলেন, এই বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আর খেলবেন না। তবে বিরাট কোহলি কী করবেন, তা এখনও জানা যায়নি।
বিরাট কোহলি এবার বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জোড়া রেকর্ড ভেঙেছেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে তাঁর। রোহিত শর্মা নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাঁর ছোটবেলার কোচ বলেছিলেন, এই বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে আর খেলবেন না। তবে বিরাট কোহলি কী করবেন, তা এখনও জানা যায়নি।
এক বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ২০০৩ বিশ্বকাপে সচিন ৬৭৩ রান করেছিলেন। এবার সেই রানও টপকে গিয়েছেন বিরাট কোহলি। যে কোনও বড় মঞ্চে যেন তিনিই ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন।
এক বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ২০০৩ বিশ্বকাপে সচিন ৬৭৩ রান করেছিলেন। এবার সেই রানও টপকে গিয়েছেন বিরাট কোহলি। যে কোনও বড় মঞ্চে যেন তিনিই ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ঈশ্বর নিশ্চয়ই ওর জন্য ভাল কিছু ভেবে রেখেছেন। মনে রাখতে হবে, সচিন তেন্ডুলকরে বিশ্বকাপ জিততে আগে ছটা বিশ্বকাপে খেলতে হয়েছিল।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ঈশ্বর নিশ্চয়ই ওর জন্য ভাল কিছু ভেবে রেখেছেন। মনে রাখতে হবে, সচিন তেন্ডুলকরে বিশ্বকাপ জিততে আগে ছটা বিশ্বকাপে খেলতে হয়েছিল।
বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এমনকী ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আউচ হন দুর্ভাগ্যজনকভাবে।
বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এমনকী ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আউচ হন দুর্ভাগ্যজনকভাবে।
বাঙ্গার জাতীয় দল ও আরসিবিতেও কাছ থেকে দেখেছেন কোহলিকে। তিনি এদিন বিরাট প্রসঙ্গে বলেন, ও যা পারফর্ম করেছে তাতে ওর জয়ের খিদে সবাই দেখেছে। ফলে এত সহজে ও ছেড়ে দেবে না। ও সচিনের মতোই মহান ক্রিকেটার। বিরাট ভগবানের আশীর্বাদধন্য। ফলে ওর জন্য আরও ভাল কিছু অপেক্ষা করছে।
বাঙ্গার জাতীয় দল ও আরসিবিতেও কাছ থেকে দেখেছেন কোহলিকে। তিনি এদিন বিরাট প্রসঙ্গে বলেন, ও যা পারফর্ম করেছে তাতে ওর জয়ের খিদে সবাই দেখেছে। ফলে এত সহজে ও ছেড়ে দেবে না। ও সচিনের মতোই মহান ক্রিকেটার। বিরাট ভগবানের আশীর্বাদধন্য। ফলে ওর জন্য আরও ভাল কিছু অপেক্ষা করছে।
বাঙ্গার নিজের কথায়, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বিরাট কোহলি এখনই হাল ছাড়ছেন না। ফলে তিনি ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই আশা করা যায়।
বাঙ্গার নিজের কথায়, আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বিরাট কোহলি এখনই হাল ছাড়ছেন না। ফলে তিনি ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই আশা করা যায়।