Tag Archives: illegal alcohol

Women Protest: বোতল খুলে রাস্তায় মদ ঢালছেন মহিলারা!

নদিয়া: এলাকায় বিক্রি হচ্ছে মদ, ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে। আর তাই মদ বিক্রি বন্ধ করতে প্রতিবাদের অভিনব কৌশল নিলেন মহিলারা। রাস্তায় মদ ঢেলে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন তাঁরা।

স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ-প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল। তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন। বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তাঁরাই সমাধান করেন। এদিন শান্তিপুরের নৃসিংহপুর নতুন হালদার পাড়ায় গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে হাজির হন মহিলারা। সেখানে ঘরের মধ্যে থেকে একের পর এক বেআইনি মদের বোতল বের করে রাস্তায় ঢেলে দেন। শতাধিক মহিলার আন্দোলনের ফলে মদ বিক্রেতা প্রকাশ্যে অঙ্গীকার করেন, আর কোন‌ওদিন তিনি মদের ব্যবসা করবেন না।

আরও পড়ুন: নাকে অক্সিজেন নল, সঙ্গে সিলিন্ডার নিয়ে কারখানার গেটের সামনে কর্মীরা!

উল্লেখ্য, পাড়াগ্রামে বা বলা যেতে পারে জনবসতি এলাকার মধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যায় মদের ঠেক। স্থানীয় সমাজসেবীরা জানাচ্ছেন এই সমস্ত মদের ঠেক ষগুলি বিশেষ করে দেশীয় মদের ঠেকগুলি ঘন জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় তা পরিবেশ ও সমাজকে নষ্ট করে। পরিবারে একাধিক অশান্তি ডেকে আনে। এবং অনেক সময় কিছু মর্মান্তিক পরিণতী ঘটে যায়। আর তাছাড়া সংসারে নিয়মিত অশান্তি লেগেই থাকে। সেই কারণে এদিন সমাজসেবী মহিলা সংগঠন বাহিনী শান্তিপুরের নৃসিংহপুর নতুন হালদার পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে গিয়ে মদের দোকানে লাগালেন সচেতনতামূলক পোস্টার। পাশাপাশি বেশ কিছু মহিলারা মদের বোতল খুলে সকলের সামনেই রাস্তায় ঢেলে দিলেন মদ।

মৈনাক দেবনাথ