Tag Archives: Indian Airforce

Surya Kiran Air Show: শিলিগুড়ির আকাশে রঙ-বেরঙের ‌যুদ্ধবিমান! অবাক চোখে দেখল পড়ুয়ারা

শিলিগুড়ি: আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম। তারই ছটায় শুক্রবার রঙিন হয়ে উঠল শিলিগুড়ির আকাশ। নীল আকাশে বায়ুসেনার পারফরম্যান্স দেখে মুগ্ধ শহরবাসী।

আরও পড়ুন: কুল বাঁচানোর জালে আটকা পড়ে প্রাণ হারাচ্ছে পাখি

এদিন বিভিন্ন স্কুলের শতাধিক পড়ুয়ারা ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ দলের এই পারফরম্যান্স দেখার জন্য সকাল সকাল হাজির হয়েছিল। শুক্রবার সকাল ১০ টায় এই স্টান্ট ফ্লাইং টিম এয়ার ফোর্স স্টেশন বাগডোগরা থেকে উড়ান দেয়। বিমানবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই এয়ার’শোর উদ্দেশ্য হল সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং দেশের যুবকদের বায়ুসেনায় যোগ দিতে উদ্বুদ্ধ করা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3

সূর্য কিরণ অ্যারোবেটিক দল, যা SKAT নামে পরিচিত ১৯৯৬ সালে এই টিমটি গঠিত হয়। SKAT বিশ্বের এয়ারক্রাফ্ট অ্যারোবেটিক টিমের অন্যতম। এশিয়ার মধ্যে এই টিম একমাত্র যারা নয়টি বিমান নিয়ে একসঙ্গে পারফরম্যান্স করে। এই এয়ার শো’র মাধ্যমে পাইলটরা তাঁদের অসাধারণ দক্ষতা সকলের সামনে তুলে ধরেন। সূর্যকিরণ ছাড়াও এদিন হেলিকপ্টার চিতা, সুখোই বিমান এবং মিগ বিমান এয়ার শো-তে অংশ নেয়।

অনির্বাণ রায়