Tag Archives: Indian Embassy

Indian Rescued: বিদেশের মাটিতে সাইবার প্রতারণার শিকার, লাওসের মাটি থেকে থেকে উদ্ধার ৬৩৫ ভারতীয়

ভিয়েনতিয়েন: লাওসের সাইবার প্রতারণার কেন্দ্রে আটকে পড়া অন্তত ৪৭জন ভারতীয়দের দেশ ফেরাল লাওসের ভারতীয় দূতাবাস৷ শনিবার, দক্ষিণপূর্ব এশিয়ার ভারতীয় দূতাবাস থেকে এই উদ্ধারকার্যের কথা জানানো হয়েছে৷

লাওসে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই জাল চাকরির ফাঁদে পা দিয়ে ভারত থেকে লাওসে চলে যান৷ তারপর এখানে এসে তাঁরা প্রতারণার শিকার হন৷ এর জন্য ভারতীয় প্রশাসন নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে৷

আরও পড়ুন: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের

ভারতীয় প্রশাসন এখনও পর্যন্ত ৬৩৫ জন ভারতীয়দের লাওসের সাইবার প্রতারণার কেন্দ্র থেকে উদ্ধার করেছে৷ তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: পুজোর বাসনে কালচে ছোপ পড়ে যাচ্ছে? রইল মোক্ষম উপায়, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

ভারতীয় দূতাবাস তাদের অফিসিয়াল সাইট থেকে বিবৃতি প্রকাশ করেছে৷
সেখান থেকে জানা গিয়েছে দূতাবাসের কর্মকর্তারা আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য রাজধানী ভিয়েনতিয়েন থেকে হোকিওতে যান৷

লাওসে ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন উদ্ধারকারী ভারতীয়দের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁদের সমস্যার কথাও তিনি শুনেছেন৷

উদ্ধারকারী ভারতীয়দের মধ্যে অন্তত ৩০ জন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন৷ বাকি আরও ১৭ জন শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন৷

Israel Iran Tension: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

ইজরায়েল: মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ ইজরায়েল গাজা আক্রমণের পর থেকেই সেখানকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ গত ১৩ জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইজরায়েলী বিমানহানায় মৃত্যু হয়েছে ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতা মহম্মদ ডেইফ৷

গত বৃহস্পতিবার, বিবৃতি জারি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)৷ এরপর ইজরায়েলের গোলান হাইটসে হামলা চালায়, হিজবুল্লাহ৷ তারপরই দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।

আরও পড়ুন: লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা

এই ঘটনার ফলশ্রুতিতে ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও বেশি যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠানোর ঘোষণা করে৷ সম্ভাব্য ইরানের আক্রমণ থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

আরও পড়ুন: হিজবোল্লাকে ভারী মূল্য চোকাতে হবে, ইজরায়েলের উপর হামলার পরই চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর

মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে সেক্রেটরি লয়েড অস্টিন, ইউরোপ ও মধ্য প্রাচ্যে অতিরিক্ত ব্যালেস্টিক-সহ, সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারে মোতায়েনের আদেশ দিয়েছেন৷

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণকে প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বাহিনী ও অস্ত্র মোতায়েন করার ব্যাপারে নেতানিয়াহু ও বাইডেনের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে৷ প্রসঙ্গত, এপ্রিল মাসে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে নিক্ষেপ করা বেশ কিছু মিসাইল ও ড্রোন সেখানে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিতে সক্ষম হয়৷

মধ্যপ্রাচ্যে ইরানের হুঁশিয়ারী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে পৌঁছেছে৷ এই অবস্থায় ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ এড়ানোর পরামর্শ এল৷

গত, শুক্রবার তেল আভিভের ভারতীয় দূতাবাস থেকে একটা উপদেশ জারি করা হল৷ সেখানে ক্রমবর্ধমান যুদ্ধের পরিস্থিতিতে সেখানকার ভারতীয়দের সমস্ত রকম সুরক্ষা প্রোটোকল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, ‘‘সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন’’