Tag Archives: IOC

Independence Day: ২০৩৬-এ অলিম্পিক্সে আয়োজক দেশের স্বপ্ন দেখছে ভারত,প্রস্তুতি শুরু- লালকেল্লা থেকে ঘোষণা মোদির

নয়াদিল্লি: অলিম্পিক্স আয়োজন করতে ভারত সক্ষম, শীঘ্রই ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারবে। আগামী ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজন করতে সক্ষম হবে বলেই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই কথাই জানান তিনি।
অলিম্পিক্সে ভারত-সহ সৌদি আরব, কাতার এবং তুরস্ক প্রত্যেকেই চাইছে আয়োজক দেশ হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে। তবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাচনের মাধ্যমেই আয়োজক দেশ চূড়ান্ত হবে।
ভারতের অলিম্পিক্সে আয়োজক দেশ হিসাবে অংশগ্রহণ করার প্রসঙ্গে তিনি জানান, “এটা আমাদের স্বপ্ন যে আমরা ২০৩৬ সালের অলিম্পিক্সে আয়োজক দেশ হবো। এই জন্য ইতিমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।”

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! দিল্লি থেকে বার্তা
গতবছরই ভারত জি২০ সামিট সফল ভাবে সম্পন্ন করেছিল। নয়াদিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন শহরে এই জি২০ আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “ভারত সফল ভাবে জি২০ আয়োজন করে দেখিয়ে দিয়েছে আমরা বড় যে কোনও অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পারি।”
ভারত এর আগে শেষবার বড় মাপের খেলার আয়োজন করেছিল ২০১০ সালে কমনওয়েলথ গেমস যা আয়োজিত হয়েছিল দিল্লিতে। ২০৩৬ সালে আয়োজন হতে চলা অলিম্পিক্সের আয়োজক শহর হিসাবে দেখা পরিকল্পনা করা হচ্ছে আহমেদাবাদকে।
অলিম্পিক্স আয়োজনের ঘোষণার পাশাপাশি সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অলিম্পিক্স থেকে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ, মোট ছয়টি পদক জয় অর্জন করে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ, আমাদের তরুণ প্রজন্ম ভারতের মাথা উঁচু করছে। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি প্রতি অ্যাথলিট এবং খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি।”
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে পিস্তল শুটার মনু ভাকের, তিনি দুটি ব্রোঞ্জ পদক পান। হকির প্রত্যেক খেলোয়াড়ের তারকা গোলকিপার পি আর শ্রীজেশের কথাও।

Paris Olympics 2024: প্যারসে ঐতিহাসিক সাফল্য, মনু ভাকেরকে শুভেচ্ছা জানালেন আইওসি মেম্বার নীতা আম্বানি

প্যারিস: ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে প্যারিস অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। তাঁর হাত ধরেই প্যারিসে খুলেছে ভারতের পদকের খাতা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। এই ঐতিহাসিক সাফল্যের পর মনু ভাকেররে শুভেচ্ছা জানিয়েছেন আইওসি মেম্বার তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানি।

মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি জানিয়েছেন, “একটি অবিশ্বাস্য মুহূর্ত! আমাদের সর্বকনিষ্ঠ মহিলা শুটার প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ভারতের পদক তালিকার সূচনা করেছে। অভিনন্দন, মনু ভাকের! অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং আমাদের সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসাবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আমি নিশ্চিত আপনার আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে এবং তাদের সব কিছু দিতে অনুপ্রাণিত করবে। ভারতের পতাকা এইভাবে শীর্ষে রাখুন। গো ইন্ডিয়া গো আমাদের সবাইকে গর্বিত কর!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরকে। পদক জয়ী শুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন,”সাবাশ মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য, ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্য আরও বিশেষ কারণ, তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন৷”

প্রসঙ্গত, শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: শুটিংয়ে আরও পদক জয়ের সুযোগ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অর্জুন বাবুতা

তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকেরের। হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। প্রত্যাশার চাপ নিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু ভাকের। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শুটার।