Tag Archives: JEE Result

JEE Result 2024: কীভাবে পড়াশোনায় এল বিরাট সাফল্য? জরুরি টিপস দিলেন জয়েন্টে সপ্তম আলিপুরদুয়ারের অভীক

আলিপুরদুয়ার: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সেরা দশের মধ্যে সপ্তম আলিপুরদুয়ার জেলার অভীক দাস। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক। ইঞ্জিনিয়ারিং নিয়ে না এগিয়ে মহাকাশবিজ্ঞান নিয়েই পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চান তিনি। আলিপুরদুয়ারের শহরের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়ার জয়েন্টের ফলাফল দেখে খুশি সকলেই।

সর্বভারতীয় জেইই মেইনস পরীক্ষায় র‍্যাঙ্ক ৪৫৪। ইতিমধ্যে বেঙ্গালুরুর আইআই এস সি-তে গবেষণার সুযোগ পেয়েছেন অভীক। অ‍্যাস্ট্রোফিজিক্স বিষয় নিয়েই গবেষণা সেখানে চালিয়ে যাবেন তিনি। এ দিন রাতেই বেঙ্গালুরু থেকে ফিরে অভীক জানান, “জয়েন্টের এই ফল আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। সর্বভারতীয় স্তরে ভাল ফল হলেই রাজ্যস্তরের পরীক্ষাতেও স্বাভাবিকভাবে ফল ভাল হয়। প্রস্তুতি সর্বভারতীয় পরীক্ষার হিসেবে নিতে হয়।”

আরও পড়ুনঃ কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি? দিনে কতক্ষণ পড়াশুনা? চমকে দেবে জয়েন্টে দ্বিতীয় হালিশহরের শুভ্রদীপের রুটিন

অভীকের বাবা প্রবীরকুমার দাস আলিপুরদুয়ারের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। ছেলের সাফল্য কার্যত উচ্ছ্বসিত তিনি।

Annanya Dey

JEE Result 2024: কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি? দিনে কতক্ষণ পড়াশোনা? চমকে দেবে জয়েন্টে দ্বিতীয় হালিশহরের শুভ্রদীপের রুটিন

হালিশহর: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় হয়ে নজর কাড়ল উত্তর ২৪ পরগণার হালিশহরের কৃতি ছাত্র শুভ্রদীপ পাল। খুশির খবর বাড়িতে পৌঁছতেই রীতিমতো উচ্ছ্বসিত গোটা পরিবার। জানা গিয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত এই স্কুল থেকেই জয়েন্ট এন্ট্রান্সে দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে সে।

হালিশহর নান্না হসপিটাল রোডের বাসিন্দা নিশিত পাল ও শিপ্রা পালের একমাত্র সন্তান শুভ্রদীপ। রেলে চাকরির সুবাদে ছেলের পড়াশোনায় খুব বেশি সময় দিতে পারতেন না বাবা। ফলে মা-কেই অধিকাংশ সময় ছেলের সবদিক সামলাতে হত। ছোটবেলা থেকেই মেধাবী শুভ্রদীপ, অকপটে স্বীকার করেছেন বাবা-মাও। জয়েন্টের ফল ভাল হবে আশা করেছিলেন, তবে ছেলে যে রীতিমতো র‍্যাঙ্ক করবে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না পাল পরিবারের।

আরও পড়ুনঃ ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে?

কাউন্সেলিংয়ের জন্য বর্তমানে বাইরে রয়েছে ছেলে। এই অবস্থায় হালিশহরের বাড়িতে সাফল্যের এই খবর আসতেই খুশি সকলে। পাড়া-প্রতিবেশীরাও রীতিমতো এলাকার এই ছেলের সাফল্যে গর্বিত। শান্ত ও নম্র স্বভাবের শুভ্রদীপ আগামীদিনে আরও এগিয়ে যাক উচ্চশিক্ষায়, এখন সেই কামনাই করছেন সকলে।

Rudra Narayan Roy

JEE Main Result 2024: JEE মেন ফলপ্রকাশ! ১০০ পার্সেন্টাইল প্রাপ্তির তালিকায় প্রথম কোন রাজ্য? কেমন হল পশ্চিমবঙ্গের রেজাল্ট?

নয়াদিল্লি: প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেনের রেজাল্ট। ইঞ্জিনিয়ারিং ও বি.টেকে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আইআইটি, এনআইটিতে পড়ার সুযোগ পাওয়া যায়।

গত বছরের মতো, তেলেঙ্গানা এ বছরও সর্বোচ্চ ১০০ শতাংশের রেকর্ড করেছে। ২০২৩ সালে, তেলেঙ্গানার ১১ জন ছাত্র ১০০ শতাংশ স্কোর করেছিল। এ বছর এই সংখ্যা আরও বেড়ে ১৫ হয়েছে। তালিকায় এক নম্বরে নাম রয়েছে মহারাষ্ট্রের গজারে নীলকৃষ্ণ নির্মলকুমারের। দ্বিতীয় কর্নাটকের সানভি জৈন।

আরও পড়ুন: ওয়ান ডোর ফ্রিজের ‘ডিপ ফ্রিজারে’ কেন জমে যায় বরফ? আসল কারণ কী? ছোট্ট কাজেই সমস্যা গায়েব! জানুন দুর্দান্ত উপায়

২০২৪ এর পরীক্ষায় মোট ৯.২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রেশান করিয়েছিল, যার মধ্যে ৮.২ লক্ষ জেইই মেইন পরীক্ষায় অংশ নিয়েছিল।এবারের পরীক্ষায় ১০০ পার্সেন্টাইলারের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৩ জন পরীক্ষার্থী বেড়েছে কারণ মোট ৫৬ জন পরীক্ষার্থী পেপার 1 (BE/BTech) তে ১০০ NTA স্কোর পেয়েছে, যার মধ্যে দু’জন মেয়ে (কর্নাটকের সানভি জৈন এবং শায়না সিনহা দিল্লি থেকে ), এবং বাকিরা পুরুষ পরীক্ষার্থী৷ এই সংখ্যা ২০২৩ সালের ৪৩ থেকে বেড়েছে।

রাজ্যে JEE Main-এর ফলাফলের ভিত্তিতে তালিকায় পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম হয়েছে ঋতম বন্দ্যোপাধ্যায়। তার পার্সেন্টাইল ৯৯.৯৯৭২০৯১। এছাড়া স্কোর কার্ডে নাম রয়েছে বাংলার ভূমিকা সাহার। তৃতীয় লিঙ্গের (Third Gender) পরীক্ষার্থী হিসাবে ভূমিকা এবারের পরীক্ষায় ৫৬.৬৭৮৪৮২০ পার্সেন্টাইল পেয়েছে। সবচেয়ে বেশি ১০০ পার্সেন্টাইল পেয়েছে তেলেঙ্গানা (Telengana) থেকে। এর পরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। ১০০ পার্সেন্টাইল পাওয়ার তালিকায় এই দুই রাজ্যের পরীক্ষার্থীরা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

২০২৪-এর ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুটি সেশনে পরীক্ষাটি হয়। এবার জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের কাট অফ ৯৩.২ পার্সেন্টাইল। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের (EWS) ৮১.৩২, ওবিসিদের ৭৯.৬, তফসিলি জাতিদের (SC) ৬০.০৯ ও তফসিলি উপজাতিদের (ST) ৪৬.৬৯ পার্সেন্টাইল ধার্য করা হয়েছে। জেইই মেন-এর ফলাফল জানা যাচ্ছে https://jeemain.nta.ac.in/ ওয়েবসাইটে। পড়ুয়ারা বা অভিভাবকরা চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে নিজেদের ফলাফল জানতে পারেন।