Tag Archives: Job
Job: জেলায় স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ! কত বেতন? কীভাবে আবেদন করবেন? রইল আবেদনের খুঁটিনাটি
Job Opportunity: বিরাট, রোহিতদের প্লেনে এবার আপনিও , তাও নিখরচায়, শুধু করে নিন এই কোর্স
কলকাতা: ব্যস্ত জীবন। দৈনন্দিন চাপ বেড়েছে। সঙ্গে বেড়েছে অসুস্থতা। অফিসে একটানা বসে কাজ করার ফলে পেশিতে চাপ পড়ে। ফলে অনেকেই পিঠ বা কোমরের ব্যথায় ভোগেন। এসবের চিকিৎসা করেন ফিজিতথেরাপিস্ট। বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই ফিজিওথেরাপির পেশায় ঝুঁকছেন। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগও রয়েছে।
বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সমন্বয়কারী ডঃ সত্যেন্দ্র সিং বলেছেন, বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসার একটা অংশ। ফিজিওথেরাপিতে মূলত শরীরের বাইরে অর্থাৎ পেশিতে চিকিৎসা করা হয়। মূলত হাড় এবং পেশির আঘাতের শুশ্রূষা করাই ফিজিওথেরাপিস্টদের কাজ। তিনি বলেন, পেশির টান ও ব্যথা সারাতে চিকিৎসক ওষুধের সঙ্গে ফিজিওথেরাপিও দিতে বলেন। এর আওতায় ম্যাসাজ, ব্যায়াম বা ইলেক্ট্রোথেরাপির মাধ্যমে রোগীর চিকিৎসা করা হয়।
বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে: বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স পড়ানো। ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হয় ছাত্র-ছাত্রীদের। বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সে মোট ৪০টি আসন রয়েছে। কোর্সের মেয়াদ ৪.৫ বছর। ফি ৫২ হাজার টাকা। ছাত্র-ছাত্রীরা বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bujhansi.ac.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
একজন ফিজিওথেরাপিস্টের কাজ হল হাসপাতাল বা স্বাস্থ্য কর্মসূচি বা প্রকল্পে সংশ্লিষ্ট সার্জনের (চিকিৎসক) নির্দেশ অনুযায়ী ফিজিওথেরাপির মাধ্যমে রোগীদের চিকিৎসা করা, প্রয়োজনীয় সতর্কতা বা ওষুধের বিষয়ে পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা।
ফিজিওথেরাপি কোর্স শেষ করে এই ক্ষেত্রগুলিতে কাজ পাওয়া যায়: ফিজিওথেরাপি কোর্স করার পর তরুণ, তরুণীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। নার্সিং হোম এবং ক্লিনিকেও তাঁদের জন্য কাজের সুযোগ রয়েছে। কেউ স্পোর্টস ইনজুরি এবং পুনর্বাসন কেন্দ্রেও চাকরি পেতে পারেন। এর পাশাপাশি, আইপিএল-এর বিভিন্ন টিমের করা যায়। সুযোগ মিলতে পারে ভারতীয় ক্রিকেট টিমেও। বিরাট, রোহিতদের সঙ্গে বিনামূল্যে দেশ-বিদেশে ঘোরার সুযোগ মিলবে। পাশাপাশি পিএইচডি করার পর কলেজে শিক্ষকের চাকরিও মিলতে পারে।
Viral Resignation Letter: মাত্র তিনটি শব্দ লিখে চাকরি থেকে ইস্তফা, অদ্ভুত Resignation Letter এখন ভাইরাল
#নয়াদিল্লি: চাকরিক্ষেত্রে একেকজনের একেকরকম অভিজ্ঞতা। কেউ দারুন সব সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ পান। কারও অফিসের পরিবেশ এতটাই ভাল লাগে যে সেটা বাড়ির মতোই অনুভূতি দেয়। তবে ভাল বস পাওয়া সত্যিই বিরল একটা ব্যাপার।
অনেক বছর আগেও অফিসের পরিবেশ এখনকার মতো হয়তো ছিল না। সহকর্মীর সঙ্গে তখনও হয়তো প্রতিযোগিতা ছিল। তবে তার পরও অফিসে সম্পর্ক তৈরি হত। এখন সেসব অনেকটাই কমেছে। বিশেষ করে বেসরকারি অফিসে সম্পর্কের রসায়ন হয় অন্যরকম।
আরও পড়ুন- মুরগি কবে থেকে গৃহস্থ বাড়িতে জায়গা পেয়েছে, জানেন?
বেসরকারি চাকরি যাঁরা করেন তাঁদের অফিস বদলের সম্ভাবনা থাকে বেশি। ভাল অফার পেলে অনেকেই নতুন চাকরিতে যোগ দিতে দুবার ভাবেন না। আর এখন তো একই অফিসে দীর্ঘদিন কেউ থাকলে তাঁকে নিয়েই অনেক সময় প্রশ্ন উঠে যায়। এমন সময়ে দাঁড়িয়ে অফিস, সহকর্মী, বস-এর সঙ্গে নাম কে ওয়াস্তে সুসম্পর্ক রাখেন অনেকে।
পুরনো অফিসের বস বা সহকর্মীদের প্রতি অনেকের মনে আবার রাগ জন্মায়। কেউ কেউ আবার সেই রাগ অফিস ছাড়ার সময় ইস্তফাপত্র লিখে জাহির করে দিয়ে যান। কেউ আবার চুপচাপ চলে যেতেই পছন্দ করেন। তবে এক ব্যক্তি এতটাই কম শব্দে অফিস ছাড়ার ঘোষণা করলেন যে তিনি রেগে আছেন কি না ঠিক বোঝা গেল না।
কেউ কেউ বলছেন, এটাই পৃথিবীর সব থেকে ছোট ইস্তফাপত্র। সেই পত্রে একজন ব্যক্তি লিখলেন, বাই বাই স্যর। অর্থাত্, মাত্র তিনটি শব্দে তিনি চাকরি ছাড়ার কথা তাঁর বসকে জানিয়ে দিলেন। যাওয়ার সময় আর বেশি শব্দ খরচ করলেন না।
@ikaveri নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে সেই ইস্তফাপত্রের একটি ছবি শেয়ার করা হয়েছিল। সেই ছবি দেখার পর অনেকেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন। অনেকেই লিখলেন, কোনও এক সময় তাঁরাও এতটাই কম শব্দ ইস্তফাপত্রে লিখে চাকরি ছেড়েছিলেন।
Short and sweet. pic.twitter.com/KYXYgeq2tl
— Kaveri ?? (@ikaveri) June 14, 2022
আরও পড়ুন- সবচেয়ে বড় ধূমকেতু পৃথিবীর এত কাছে! চমকে গিয়েছে খোদ NASA
দলে রয়েছেন বেশ কয়েকটি অফিসর বস। তাঁরাও লিখলেনস কোনও এক সময় তাঁরাও সহকর্মীর থেকে এতটাই কম শব্দে লেখা ইস্তফাপত্র পেয়েছেন।