Tag Archives: Resignation

Delhi New CM Atishi Marlena: বিদায় নিচ্ছেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর পদে অতীশি মারলেনা! তিনিই হবেন রাজ্যের তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন অতীশি মারলেনা। কেজরিওয়ালের দিল্লির বাসভবনে পরিষদীয় বৈঠকের পরেই এই সিদ্ধান্তে আসা হয়েছে। অতীশির নাম প্রস্তাব করা হয়েছিল সেখানেই। সব ঠিক থাকলে আজ, মঙ্গলবারই ইস্তফা দিতে পারেন আপ শীর্ষ নেতা। দুনীর্তির দায় মুক্ত হয়েই তিনি ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন৷ আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর এমনটাই ঘোষণা করেছেন কেজরিওয়াল। বিকেল সাড়ে ৪টে নাগাদ লেফটেন্যান্ট গভর্নর ভি কে স্যাক্সেনার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- মোদির পোষ্যকে নিয়ে হইচই! ছোট্ট মিষ্টি এই বাছুর বিশ্বে বিরল! জানলে চমকে যাবেন…

শীলা দীক্ষিত ও সুষমা স্বরাজের পর অতীশি হতে চলেছেন দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। আপ নেতা গোপাল রাইয়ের মতে, অতীশিকে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রথমত, বিজেপির চাপ সত্ত্বেও তাঁকে দিল্লির জনগণের সেবা চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি হল, বিজেপি যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকারের ইতিবাচক কাজগুলিকে নষ্ট করার চেষ্টা হলে তিনি বাঁচাবেন।

দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরীওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এ-ও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। ১৩ সেপ্টেম্বর, অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তার দু’দিন পরে, রবিবার, কেজরিওয়াল জানিয়েছিলেন, যে তিনি ৪৮ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।

আরও পড়ুন- ‘সঞ্চয় করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন না…’ সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারমণ

তিনি দিল্লিতে আগাম নির্বাচন চেয়েছিলেন, এবং লোকেরা তাকে “সততার শংসাপত্র” না দেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে কেজরীওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচ জন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা ছিল আপের অন্দরে। এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গহলৌত, গোপাল রাই এবং ইমরান হুসেন। এই পাঁচ বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরীওয়ালের স্ত্রী সুনীতাও। সে ভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও স্বামীর গ্রেফতারির পর সুনীতাকেই দলের সামনের সারিতে দেখা গিয়েছিল। সেই সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি কেজরীওয়ালের বার্তাও তুলে ধরতেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন অতিশী।

Mamata Banerjee on Anti Rape Bill: ‘আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন’, দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা

কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও, তিনি বলেন, “আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন।”

আরও পড়ুন: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা-সহ একাধিক সুপারিশ

রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে। রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোড় করে বলছি নারীদের কথা, মা-বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি”।

আরও পড়ুন: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের

সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, “মুল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলের তিনটি বিষয় আছে, তা হল বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার”।

নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, “১০৮ কোটি ৭৯ লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাকি আছে”। পাশাপাশি ধর্ষণ আটকাতে কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী”।

Bangladesh PM Sheikh Hasina resigns: উত্তাল বাংলাদেশের আঁচ রাজ্যেও! সীমান্তে কী সাবধানতা নিচ্ছে রাজ্য পুলিশ?

কলকাতা: বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ভাবে নজরদারির নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার মনোজ ভার্মার। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলার এসপিদের ও পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা।

সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷

সোমবার রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷

হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷

আরও পড়ুন- কথা বললেই দুর্গন্ধে লোক পালায়? চুপিচুপি মুখে দিন এইগুলো, জীবন বদলে যাবে! 

Viral Resignation Letter: মাত্র তিনটি শব্দ লিখে চাকরি থেকে ইস্তফা, অদ্ভুত Resignation Letter এখন ভাইরাল

#নয়াদিল্লি: চাকরিক্ষেত্রে একেকজনের একেকরকম অভিজ্ঞতা। কেউ দারুন সব সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ পান। কারও অফিসের পরিবেশ এতটাই ভাল লাগে যে সেটা বাড়ির মতোই অনুভূতি দেয়। তবে ভাল বস পাওয়া সত্যিই বিরল একটা ব্যাপার।

অনেক বছর আগেও অফিসের পরিবেশ এখনকার মতো হয়তো ছিল না। সহকর্মীর সঙ্গে তখনও হয়তো প্রতিযোগিতা ছিল। তবে তার পরও অফিসে সম্পর্ক তৈরি হত। এখন সেসব অনেকটাই কমেছে। বিশেষ করে বেসরকারি অফিসে সম্পর্কের রসায়ন হয় অন্যরকম।

আরও পড়ুন- মুরগি কবে থেকে গৃহস্থ বাড়িতে জায়গা পেয়েছে, জানেন?

বেসরকারি চাকরি যাঁরা করেন তাঁদের অফিস বদলের সম্ভাবনা থাকে বেশি। ভাল অফার পেলে অনেকেই নতুন চাকরিতে যোগ দিতে দুবার ভাবেন না। আর এখন তো একই অফিসে দীর্ঘদিন কেউ থাকলে তাঁকে নিয়েই অনেক সময় প্রশ্ন উঠে যায়। এমন সময়ে দাঁড়িয়ে অফিস, সহকর্মী, বস-এর সঙ্গে নাম কে ওয়াস্তে সুসম্পর্ক রাখেন অনেকে।

পুরনো অফিসের বস বা সহকর্মীদের প্রতি অনেকের মনে আবার রাগ জন্মায়। কেউ কেউ আবার সেই রাগ অফিস ছাড়ার সময় ইস্তফাপত্র লিখে জাহির করে দিয়ে যান। কেউ আবার চুপচাপ চলে যেতেই পছন্দ করেন। তবে এক ব্যক্তি এতটাই কম শব্দে অফিস ছাড়ার ঘোষণা করলেন যে তিনি রেগে আছেন কি না ঠিক বোঝা গেল না।

কেউ কেউ বলছেন, এটাই পৃথিবীর সব থেকে ছোট ইস্তফাপত্র। সেই পত্রে একজন ব্যক্তি লিখলেন, বাই বাই স্যর। অর্থাত্, মাত্র তিনটি শব্দে তিনি চাকরি ছাড়ার কথা তাঁর বসকে জানিয়ে দিলেন। যাওয়ার সময় আর বেশি শব্দ খরচ করলেন না।

@ikaveri নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে সেই ইস্তফাপত্রের একটি ছবি শেয়ার করা হয়েছিল। সেই ছবি দেখার পর অনেকেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন। অনেকেই লিখলেন, কোনও এক সময় তাঁরাও এতটাই কম শব্দ ইস্তফাপত্রে লিখে চাকরি ছেড়েছিলেন।

আরও পড়ুন- সবচেয়ে বড় ধূমকেতু পৃথিবীর এত কাছে! চমকে গিয়েছে খোদ NASA

দলে রয়েছেন বেশ কয়েকটি অফিসর বস। তাঁরাও লিখলেনস কোনও এক সময় তাঁরাও সহকর্মীর থেকে এতটাই কম শব্দে লেখা ইস্তফাপত্র পেয়েছেন।