Tag Archives: June Malia

Lok Sabha Elections 2024: মেদিনীপুরের সভা থেকে বিরোধীদের গল্প শুনিয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেদিনীপুর লোকসভা কেন্দ্র জিততে মরিয়া তৃণমূল। এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। প্রথমে বেলদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এরপর দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফের দাঁতন ২ ব্লকের খণ্ডরুইতে সভা করলেন।

June Malia: ভোটের ঠিক আগেই বড় চমক দিলেন জুন মালিয়া, অগ্নিমিত্রাকে উড়িয়ে দিতে বিরাট চাল TMC প্রার্থীর!

পশ্চিম মেদিনীপুর: ভোটের আর খুব বেশি বাকি নেই। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী ২৫ মে। তার আগেই নিজের বিধানসভা এলাকায় উন্নয়নের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিধায়ক থাকাকালীন নিজের কেন্দ্রে কতটা উন্নতি করেছেন, তার বিস্তারিত প্রকাশ করেছেন তিনি। যা ভোটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

হাতে এখনও ১৫ দিন বাকি। তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া তাঁর রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। এদিন তিনি জেলার ফেডারেশন হলে একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন জুন। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক হওয়ার জন্য লড়েছিলেন। এলাকার মানুষ অভিনেত্রীকে বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

তারপর কেটেছে তিন বছর। ফের লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। সাতটি বিধানসভাতে ঘুরে প্রচার চালাচ্ছেন। প্রচারে গিয়ে শোনাতেন নিজের বিধানসভায় উন্নয়ন ও মানুষের পাশে থাকার কথা। এবারে আর মুখে নয়, সেই উন্নয়ন কাজের রিপোর্ট কার্ড পেশ করলেন জুন মালিয়া। বৈঠক করেই যা প্রকাশ করেন।

আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে

জুন মালিয়ার মেদিনীপুর সদর বিধানসভায় কাজের রিপোর্ট কার্ড লোকসভা নির্বাচনে অনেকটা কাজে আসবে বলে জানাচ্ছে তৃণমূল।বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী-সহ অন্যরা।

রিপোর্ট কার্ড পেশ করে প্রার্থী জুন মালিয়া বলেন, “এই তিন বছরে এই মেদিনীপুর বিধানসভার জন্য একাধিক কাজ করেছি। যার বেশিরভাগটাই গ্রামের উপর ভিত্তি করে। কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সেতু নির্মাণ, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, বাতিস্তম্ভ এবং যাত্রী প্রতীক্ষালয়-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প।” সব মিলিয়ে তার কয়েক লক্ষ টাকার কাজ হয়েছে। যা রিপোর্ট কার্ডে লিখেছেন জুন। সাধারণ মানুষ যা জানতে পারবেন। বিপক্ষ অগ্নিমিত্রা পালকে হারিয়ে কি সংসদে যেতে পারবেন জুন, জুনে কি ফল হয় তা সময় বলবে।

রঞ্জন চন্দ

June Malia TMC Lok Sabha Elections 2024: এত দিনের অভিনেত্রী, অথচ সম্পত্তির পরিমাণ এরকম! ‘নেত্রী’ জুনের টাকা-সোনার অঙ্ক চমকে দিচ্ছে সকলকে

পশ্চিম মেদিনীপুর: আপাতত তিনি মেদিনীপুরের বিধায়ক। তবে বড় দায়িত্ব দিয়েছে দল। লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তাঁকে। তিনি জুন মালিয়া। বয়স তাঁর ৫৪ হলেও এখনও তিনি রোদে ঘুরে প্রচার করছেন এবং বিপক্ষ প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জোর টক্কর দিতে প্রস্তুত।

তবে টলিউড তারকা, মেদিনীপুরের বিধায়ক লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার সম্পত্তির পরিমাণ জানেন?

নির্বাচনী হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অগ্নিমিত্রা পালের ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৮ লক্ষ ১১ হাজার ৪৪৭ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ১০ লক্ষ ১ হাজার ৮০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় কমে হয় ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে কমে তাঁর আয়ের পরিমাণ দাঁড়ায় ৮ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১৩ লক্ষ ২৩ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম অভীক ভবিষ্যতে কী হতে চান? উত্তর শুনলে চমকে যাবেন

অন্যদিকে, বেশ ভাল আয় করেন জুন মালিয়ার স্বামী সৌরভ চট্টোপাধ্যায়। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ২৪ লক্ষ ১৪ হাজার ৯৬৫ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ২৭ লক্ষ ৩৭ হাজার ৫৯০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর কমে হয় ৩০ লক্ষ ৪৯ হাজার ৭৭০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে তার আয়ের পরিমাণ দাঁড়ায় ৩৪ লক্ষ ৭৩ হাজার ৬৬০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ হয় ২৫ লক্ষ ৯৯ হাজার ১৭০ টাকা।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

যদিও তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে কোনও থানায় কোনও অভিযোগ নেই। তবে মনোনয়ন জমার প্রাক্কালে তাঁর হাতে ছিল ২২ হাজার ৫৩৫ টাকা এবং তাঁর স্বামীর হাতে ছিল ২৭ হাজার ৯৫৪ টাকা। জুন মালিয়ার সঞ্চয়, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট, একাধিক বীমা এবং ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকার সোনা মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকার। তবে প্রার্থীর নিজের নেই কোনও ব্যক্তিগত গাড়ি।

অন্যদিকে, তাঁর স্বামীর সঞ্চয়, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেসমেন্ট, একটি টয়োটা ফর্চুনার গাড়ি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতার পিকনিক গার্ডেনে রয়েছে একটি ফ্ল্যাট, পাশাপাশি বালিগঞ্জ সার্কাস এভিনিউতেও রয়েছে একটি ঘর। সব মিলিয়ে বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৪৮৪ টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর রয়েছে শুধুমাত্র এই জয়েন্ট প্রপার্টি।

প্রার্থী জুন মালিয়ার নামে রয়েছে হোম লোন যা তাঁকে পরিশোধ করতে হবে ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা। অন্যদিকে, হোম লোন, অটো লোন মিলিয়ে তাঁর স্বামীকে পরিশোধ করতে হবে ১ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮৪৬ টাকা। মেদিনীপুর বিধানসভা থেকে নির্বাচিত হওয়ার পর দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে আগামী ২৫-এ জোর টক্কর হতে চলেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তবে কে জয় লাভ করে তা বলবে সময়।

রঞ্জন চন্দ

June Malia TMC: জুনকে দেখেই জড়িয়ে ধরলেন বৃদ্ধা, তারকা প্রার্থীকে দেখে কী বললেন তিনি?

অভিনব জনসংযোগে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। প্রতিদিনের মতো শুক্রবারও প্রচারে মেদিনীপুরের তারকা প্রার্থী।
অভিনব জনসংযোগে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। প্রতিদিনের মতো শুক্রবারও প্রচারে মেদিনীপুরের তারকা প্রার্থী
সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রচার করলেন জুন মালিয়া।
সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রচার করলেন জুন মালিয়া।
শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের রঘুনাথপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন প্রার্থী।
শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের রঘুনাথপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন প্রার্থী।
অন্যান্য ভক্তদের সঙ্গে শিব মন্দিরে গিয়ে পুজো দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
অন্যান্য ভক্তদের সঙ্গে শিব মন্দিরে গিয়ে পুজো দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
শুধু তাই নয় পুজোর পরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের নানান অভাব অভিযোগ।
শুধু তাই নয় পুজোর পরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের নানান অভাব অভিযোগ।
তারকা প্রার্থীকে পাশে পেয়ে প্রার্থীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় যুব-প্রজন্মকে। বেশ আনন্দের সঙ্গেই তাঁদের সঙ্গে মিশে যান প্রার্থী।
তারকা প্রার্থীকে পাশে পেয়ে প্রার্থীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় যুব-প্রজন্মকে। বেশ আনন্দের সঙ্গেই তাঁদের সঙ্গে মিশে যান প্রার্থী।