Tag Archives: kalna news

Purba Bardhaman News: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা 

অম্বিকা কালনা: দু’দিন ধরে একটানা বৃষ্টি৷ যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে কালনা শহরের বিভিন্ন এলাকা। যার মধ্যে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছে, কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের কথায় এই সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘ বহু বছর ধরেই তাঁদের এহেন সমস্যার সম্মুখীন হতে হয়। অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। বর্তমানে এই এলাকার পরিস্থিতি সত্যিই ভয়াবহ।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে জলের তলায় রাজ্যের কৃষিজমি, কপালে ভাঁজ চাষিদের, পুজোর মরসুমে সবজির দাম আকাশছোঁয়ার আশঙ্কা

টানা বৃষ্টিতে রাস্তার মধ্যে জল জমেছে৷ এমনকি স্থানীয়দের বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। অভিযোগ করেছেন ঘরের মধ্যেও পা রাখার জায়গা নেই। কোনও রকমে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের।

আরও পড়ুন: টানা বৃষ্টিপাতের জের, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ডুবল সড়ক পথ, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরিজিৎ সাহা জানিয়েছেন, “ড্রেন পরিষ্কার না করার কারণেই এই জল জমছে। প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে এই সমস্যা হয়। অল্প বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। তাও আজ অবধি কোনও সুরাহা মেলেনি। প্রায় ১৫ বছর ধরে ড্রেন পরিষ্কারই হয়নি।’’

রাস্তার পাশাপাশি এই এলাকার বেশিরভাগ ঘরেও জল ঢুকেছে। স্থানীয়দের কথায় বিগত প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হয়নি ।

এছাড়াও নিকাশি ব্যবস্থা ঠিক না থাকা এবং ড্রেন পরিস্কার না হওয়ার বিষয়েও অভিযোগ জানিয়েছেন অনেকেই। সকলের দাবী, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে এবং ড্রেন পরিস্কার না করার কারণেই প্রত্যেকবছর এহেন সমস্যার সৃষ্টি হয় ।

যদিও এই বিষয়ে এলাকার কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত জানিয়েছেন, ‘‘ আমাদের পক্ষ থেকে বিভিন্ন কাজ করা হয়। তবে মানুষকেও সচেতন হতে হবে, ড্রেনের মধ্যে আবর্জনা ফেললে চলবে না। আমরা মাপ-যোগ করেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।”

জমা জলের কারণে এই এলাকায় বিভিন্ন পোকামাকড়-সহ বাড়তে পারে ডেঙ্গুর প্রভাব। এছাড়াও ঘরের মধ্যে বিষধর সাপ প্রবেশের বিষয় নিয়েও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

সব মিলিয়ে বর্তমানে চরম সমস্যায় রয়েছেন পূর্ব বর্ধমানের কালনার এই এলাকার বাসিন্দারা। তবে শুধু এই এলাকা নয়, কালনা শহরের আরও বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার মত ঘটনা ঘটেছে।

বনোয়ারীলাল চৌধুরী

A complaint has been filed: অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা কর্মীকে মারধর, পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের

অম্বিকা কালনা: উল্টো রথের দিন অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা কর্মীকে মারধরের প্রেক্ষিতে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে এই ঘটনাটি জানিয়ে চিঠি দেওয়া হল৷

উল্টো রথের দিন অম্বিকা কালনার রাজবাড়ি চত্বরে অবস্থিত ‘লালজি মন্দিরে’ ভোগ খাওয়ানোর বন্দোবস্ত ছিল। সেখানেই টোটো করে মন্দিরে ভিতর জলের ড্রাম প্রবেশ করাতে যান আনন্দ দত্ত। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ম অনুযায়ী মন্দিরে চত্বরে টোটো ঢোকার নিয়ম নেই৷ তাই  আনন্দ দত্তকে বাধা দেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা।

সমস্যার সূত্রপাত ঘটে এরপর থেকেই৷ আনন্দ দত্ত নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে ফেলে দেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তাকর্মীকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। মন্দির চত্বরে অনেকেই এই ঘটনাটিকে ক্যামেরা বন্দি করছিলেন৷ স্থানীয়দের অভিযোগ, আনন্দ দত্ত তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে মোবাইলে তোলা বেশ কিছু ফুটেজ জোর করে ডিলিট করান।

এরই মধ্যেই আজ সামনে এল আরও একটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা যায় পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র এক আধিকারিককে রীতিমতো শাসানোর ভঙ্গিতে কথা বলছেন৷ ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র তরফ থেকে গোটা ঘটনাটি পূর্ব বর্ধমানের জেলাশাসককে জানানো হয়েছে।