Tag Archives: Kamakhya Temple

Siliguri News: বাংলার এই দশ মহাবিদ্যার মন্দিরে পালিত হচ্ছে অম্বুবাচীর রীতিনীতি

অনির্বাণ রায়, শিলিগুড়ি : শিলিগুড়িতেও রয়েছে দশমহাবিদ্যার মন্দির। রীতি মেনে হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীতে অসমের কামাখ্যা মন্দির দর্শন করতে যাঁরা যেতে পারেন না, তাঁদের জন্য শিলিগুড়ির নেপালি বস্তির দশমহাবিদ্যা মন্দির হয়ে উঠেছে আদর্শ জায়গা । আগামী ২৬ তারিখ পর্যন্ত পালিত হবে অম্বুবাচীর রীতিনীতি। অম্বুবাচী তিথির শেষ দিনে হবে বিশেষ অনুষ্ঠান।

কথিত, নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন দেবী। সারা বছর এই মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দির বন্ধ থাকে। হিন্দু ধর্মশাস্ত্রে অম্বুবাচীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। ইতিমধ্যেই অম্বুবাচী শুরু হয়েছে। শেষ হবে ২৬ জুন।  আগামী ২৬ তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হবে মায়ের মুখ ।২৬ তারিখ বেলা ২ টা ৩২ মিনিটে ভক্তদের মন্দির দর্শনের জন্য খুলে দেয়া হবে ।

আরও পড়ুন : পৃথিবীকে শুদ্ধ রাখার শপথ, বিশেষ তিথিতে পুজোর আয়োজন বৌদ্ধ স্তূপে

মন্দির কমিটির সম্পাদক বিজয় রাই বলেন, “তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হবে। আবার এ সময়ে প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। এই পোশাককে অম্বুবাচী বস্ত্র বলা হয়। শাস্ত্র মতে এখানে আগত ভক্তদের উপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা-ভক্তি-সহ সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।”

মন্দিরে আসা শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সময়ে অসমের কামাখ্যা মন্দিরের সবাই গিয়ে থাকেন। তবে শিলিগুড়িতে নেপালি বস্তি এলাকায় এই মন্দির হওয়ায় আমরা সবাই এখানেই আসছি।”

Indian Railways: সুখবর! রেলপথে কামাখ্যা-সহ অন্যান্য অংশের যোগাযোগ বাড়ছে

কামাখ্যাঃ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার কামাখ্যা-গোয়ালপাড়া-নিউ বঙাইগাঁও সেকশন পরিদর্শন দ্বৈতকরণ, বৈদ্যুতিকীকরণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব রঙিয়া ডিভিশনের অন্তর্গত কামাখ্যা-নিউ বঙাইগাঁও (ভায়া গোয়ালপাড়া) সেকশন বিস্তৃতভাবে পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন রঙিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী নীরজ গুপ্তা সহ হেড কোয়ার্টার এবং ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা।

আরও পড়ুনঃ এই গরমে যাত্রীদের সুবিধার জন্য চালু হল আরও স্পেশ্যাল ট্রেন! জেনে নিন স্টপেজ ও সময়সূচি

জেনারেল ম্যানেজার যাত্রা পথের স্টেশনগুলি পরিদর্শন করার পাশাপাশি সেকশনটিতে দ্বৈতকরণ ও বৈদ্যুতিকীকরণের কাজের অগ্রগতি এবং রেলওয়ে স্টেশনগুলিতে সুরক্ষা সম্পর্কিত সরঞ্জামগুলি খতিয়ে দেখেন। স্টেশনে তিনি রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বার্তালাপ করেন এবং বিভিন্ন বিষয়ে ফিডব্যাক গ্রহণ করেন ও বিভিন্ন সুরক্ষা সম্পর্কিত সামগ্রীর উপরে তাঁদের সচেতনতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। জেনারেল ম্যানেজার উইন্ডো ট্রেলিং পরিদর্শন করেন। তিনি মার্শালিং ইয়ার্ড এবং কোচিং ইয়ার্ড, মাইনোর ও মেজর ব্রিজ, রানিং রুম, হেল্থ ইউনিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি চলতে থাকা কার্যকলাপগুলির বিস্তৃত পরিদর্শন করেন এবং এই স্টেশনগুলির উন্নয়নমূলক পরিকল্পনাগুলি পরীক্ষা করেন।

এছাড়া তিনি নতুন স্টেশন বিল্ডিং, ক্রু লবি, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম এবং যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কাজও পরিদর্শন করেন। এছাড়াও তিনি নিউ বঙাইগাঁও স্টেশনের পুনর্বিকাশের কাজ পরিদর্শন করেন। উন্নত, অতিরিক্ত এবং বর্ধিত যাত্রী সুযোগ-সুবিধা প্রদানের জন্য অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত নিউ বঙাইগাঁও স্টেশনের পুনর্বিকাশ করা হবে। আপগ্রেডেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জেনারেল ম্যানেজারের এই পরিদর্শনের লক্ষ্য ছিল বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করা, বিভিন্ন স্থানের সুবিধাগুলির মূল্যায়ন করা, আধিকারিকদের সঙ্গে বার্তালাপ করা এবং অঞ্চলটিতে পরিকাঠামোমূলক উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা। চলমান কাজগুলি সম্পর্কে তাঁর ইতিবাচক মূল্যায়নে যাত্রীদের নিরাপদ, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যে একনিষ্ঠ প্রচেষ্টা রয়েছে তারই প্রতিফলন ঘটেছে।