Tag Archives: Kankalitala Temple

Birbhum Kankalitala Temple: বিপদসীমার উপরে কোপাইয়ের জলস্তর, লাগামছাড়া বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির

সৌভিক রায়, বীরভূম: নিম্নচাপের জেরে দু’দিন ধরে লাগামছাড়া বৃষ্টিপাত।আর এই প্রবল বৃষ্টির জেরে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে কঙ্কালীতলার সতীপীঠ।লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে গিয়েছে,যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে।কঙ্কালীতলা এলাকাটি একদিকে ঐতিহাসিক এবং ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ,তাই এই পরিস্থিতি ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বীরভূমের মধ্যে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পর প্রতিদিন কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন,তবে নদীর জলবৃদ্ধির কারণে মন্দিরের প্রায় এক বুক পর্যন্ত জল জমে গেছে,ফলে মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে সমস্ত পূজা- অর্চনা এবং ধর্মীয় কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।এই পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক না হলে মন্দিরের দৈনন্দিন কার্যক্রমে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : বাঁশেই তুঙ্গে দাম্পত্য প্রেম! দূর রোগ বালাই! শুধু বাড়ির এই ঘরে রাখুন ‘লাকি ব্যাম্বু’

স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে,তবে নদীর অবিরাম জলবৃদ্ধি এবং বৃষ্টির কারণে তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না।ভক্তদের নিরাপত্তা এবং মন্দিরের রক্ষার্থে প্রশাসন সতর্ক রয়েছে, তবে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

ভক্তরা মন্দিরে প্রবেশ করতে না পারায় তারা নিরুপায় হয়ে পড়েছেন।অনেকেই দূরদূরান্ত থেকে আসা সত্ত্বেও পুজো দেওয়ার সুযোগ পাচ্ছেন না।মন্দিরের আশেপাশের দোকানপাট এবং স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন, কারণ জলমগ্ন অবস্থার কারণে ব্যবসা বন্ধ হয়ে পড়েছে।এই জলবৃদ্ধির সমস্যা দীর্ঘস্থায়ী হলে মন্দির চত্বরের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কঙ্কালীতলা নন্দিরে পূণ্যার্থীদের জন্য এবার নতুন চমক, দেখুন ভিডিও

Birbhum News: এবার বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে নতুন চমক। আপনি চাইলেও যে সমস্ত জায়গা একসঙ্গে যেতে পারবেন না, সেই সমস্ত জায়গা দেখতে পাবেন বোলপুর কঙ্কালীতলা মন্দির এলে।

Birbhum News: বোলপুরের কঙ্কালীতলা মন্দির আসছেন! আপনার জন্য থাকছে নতুন চমক

বীরভূম: বীরভূম ভ্রমণে একাধিক বার আসা হয়েছে! বীরভূমের তারাপীঠ ঘুরেছেন, পাঁচটি সতীপীঠও ঘুরেছেন। তবে জানেন বীরভূম থেকে অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের থেকে কিছু দূরে কঙ্কালীতলা মন্দিরের নতুন কী আকর্ষণ রয়েছে। শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা। এখানেই রয়েছে সতীর ৫১ টি পীঠের অন্যতম সতীপীঠ। মন্দির চত্বরে রয়েছে একটি কুণ্ড, যা এখানকার প্রধান আকর্ষণ।

মন্দিরের ভিতরের কুণ্ডের ঈশাণ কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। সাধারণত অন্যান্য সতীপীঠগুলিতে পাথরের মূর্তির অবস্থান থাকে। কিন্তু কঙ্কালীতলার মন্দিরে পাথরের বেদীর ওপর পুজো করা হয় সতীর কালীরূপী চিত্রপট। বিশাল বিশাল গাছের ছায়ায় অবস্থিত এই সতীপীঠ। মন্দিরের একটু দূরেই রয়েছে শ্মশান।

আর এই মন্দিরে গেলেই দেখা মিলবে ৫১ টি সতীপীঠের। কী শুনে অবাক হচ্ছেন! শুনে অবাক হবার কিছু নেই। মন্দিরে প্রবেশ করার মুহূর্তে দেখতে পাবেন ৫১ টি সতীপীঠ প্রতীকী চিত্র। প্রসঙ্গত এর আগে বীরভূমের নলহাটির নলহাটেশ্বরী মন্দিরে আগত পর্যটকদের কথা মাথায় রেখে ৫১ টি সতীপীঠ এর প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। মন্দির কর্তৃপক্ষর দাবি মানুষ চাইলেও ৫১টি সতীপীঠ একসঙ্গে দর্শন করার সুযোগ পান না। আর সেই কারণেই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: সুপার এইটে উঠলেও ৫ বড় চিন্তা টিম ইন্ডিয়ার! কোন পথে সমধান? উত্তর অজানা

হাওড়া থেকে আগত এক পর্যটক দীপান্বিতা চট্টোপাধ্যায় বলেন,এর আগেও তিনি এই বোলপুর কঙ্কালীতলা মন্দির দর্শনের জন্য এসেছেন। তবে তিনি তখন এই প্রতীক চিত্র দেখতে পাননি। এখন তিনি বোলপুর এসে প্রতীকী চিত্র দেখতে পেরে অনেকটাই খুশি। কারণ বীরভূমের পাঁচটি সতীপীঠ ছাড়া অন্য কোন সতীপীঠ দর্শনের সুযোগ হয়নি তার।তবে বোলপুর এসে একসঙ্গে ৫১টি সতীপীঠ দর্শন করতে পেরে অনেকটাই আপ্লুত তিনি।

সৌভিক রায়