Tag Archives: Kanthi

Death News: মাত্র ১৮-তেই শেষ তরতাজা প্রাণ! গেম খেলাই চরম কাল হল, মর্মান্তিক মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্রর, পরিবারে শোক-হাহাকার

কাঁথি: মোবাইলে অনলাইন গেম কেড়ে নিল ছাত্রের প্রাণ। ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ‘। বিজ্ঞান প্রযুক্তি’র কাল হয়ে দাঁড়াল কাঁথির এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। অনলাইনে মোবাইলের গেম আসক্ত হয়ে টাকা যোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক দ্বাদশ শ্রেণির ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত ছাত্র অর্ঘ্য ভট্টাচার্য (১৮)। অর্ঘ্য কাঁথি মডেল ইনস্টিটিউশনে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। অর্ঘ্য খুবই মেধাবী ছাত্র ছিল। মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের ছায়া নেমেছে শেরপুর সহ কাঁথি মডেল ইনস্টিটিউশনে শিক্ষক থেকে ছাত্র মহলের। জানাগেছে, অর্ঘ্য ভট্টাচার্য বাবা-মা একমাত্র সন্তান।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সাম্প্রতি কয়েক মাস আগে বাবা মার কাছে মোবাইল কেনার জন্য বায়না ধরে অর্ঘ্য ভট্টাচার্য। ছেলের আপত্তি মেনে নিয়ে একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন। তারপরেই অর্ঘ্য অনলাইনে মোবাইলে ফ্রী- ফায়ার গেমে আশক্ত হয়ে পড়ে। মোবাইল কিনে দেওয়ার পর তেমনি পড়াশোনায় মন দিচ্ছিল না দ্বাদশ শ্রেণীর ছাত্র। অনলাইন গেম খেলার জন্য আর্থিক টাকা না পেয়ে আত্মহত্যা সিদ্ধান্ত নেয় অর্ঘ্য ভট্টাচার্য। সোমবার সকালে বাড়ির সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়ে কাঁথি থানা পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

কাঁথি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি বলেন, অনলাইনে মোবাইলে গেম খেলার জন্য এমনই পরিণতি। শুধু অর্ঘ্য নয় বেশ কয়েকজন বন্ধু-বান্ধবরা অনলাইনে গেমে আশক্ত হয়েছে ৷ কাঁথি থানায় এক পুলিশ আধিকারিক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷

সূত্র মারফত জানা গেছে, রবিবার গভীর রাত পর্যন্ত মোবাইলে অনলাইন গেম খেলার সময় কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে কল করে কথা বলতে বলতে বাড়ির বাইরে ডেকেছিল। যদিও এই ঘটনা কতটা সত্য রয়েছে তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।

পঙ্কজ দাশরথী

Lok Sabha Elections 2024 Uttam Barik: দুই উত্তম, দু’জনেই লোকসভার প্রার্থী! কাঁথিতে ‘নেমসেক’ জটিলতা, চিন্তায় ভোটাররা

কাঁথি: শুধুমাত্র নামের কারণেই লোকসভা ভোটে বাড়তি নজর কাড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রের এক নির্দল প্রার্থী। একই নামে রাজনৈতিক দলের এক প্রার্থী ও নির্দলের প্রার্থী হওয়ায় ভোট গ্রহণের সময় বিড়ম্বনায় পড়তে পারেন ভোটারাও। চলতি মাসের ২৫ তারিখ ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার কর্মসূচি চলছে জোরকদমে। কিন্তু নির্দল প্রার্থী নিজের ভোটের প্রচার না করেও তাঁর নাম ভোটারদের মুখে মুখে ঘুরছে। কাঁথি লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক বিরোধী দলের পাশাপাশি নির্দল প্রার্থী মিলিয়ে মোট ৯ জন প্রার্থী রয়েছে। তাঁদের মধ্যে এক নির্দল প্রার্থীর নাম একটি রাজনৈতিক দলের প্রার্থীর নামের সঙ্গে এক হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে ওই নির্দল প্রার্থী।

আরও পড়ুন: আপনার কি হার্ট অ্যাটাক হতে পারে? শরীরের ‘এই’ বিশেষ অংশের মাপে রয়েছে ইঙ্গিত! জানলে চমকে যাবেন

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কাঁথি। অধিকারী গড় নামে পরিচিত এই লোকসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই বিজেপির প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে এই দুই প্রার্থীর পাশাপাশি এক নির্দল প্রার্থী অন্যান্য প্রার্থীদের থেকে বাড়তি নজর কাটছে। কাঁথি লোকসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী। যাকে নিয়ে ইতিমধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটারদের আলোচনার বস্তু এখন দুই উত্তম বারিকের লড়াই। একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। অপরজন নির্দল প্রার্থী উত্তম বারিক। তবে দুই জনের বাবার নাম ও ঠিকানা স্বাভাবিক ভাবেই আলাদা। তৃণমূল প্রার্থীর বাবার নাম বীরেন্দ্র বারিক। বাড়ি গোটসৌরি, জামুয়া শংকরপুর। নির্দল প্রার্থীর বাবার নাম নারায়ণ বারিক। বাড়ি রামনগরের দামোদরপুর। কাঁথি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৯ জন।

বিজেপির সৌমেন্দু অধিকারী, তৃণমূলের উত্তম বারিক, কংগ্রেসের ঊর্বশী ভট্টাচার্য, বহুজন সমাজ পার্টির মাখন লাল মহাপাত্র, এসইউসিআইর মানস প্রধান, নির্দল অর্জুন কুমার মাইতি, নির্দল আহমদুল্লাহ খান, নির্দল উত্তম বারিক, নির্দল বিদেশ বসু মাইতি। চারজন নির্দল প্রার্থী রয়েছেন। দুই নম্বরে তৃণমূল প্রার্থী থাকলেও আট নম্বরে রয়েছেন নির্দল প্রার্থী উত্তম বারিক। দুই উত্তমকে নিয়ে জোর চর্চা কাঁথি লোকসভা কেন্দ্রে।

প্রসঙ্গত রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নাম বিভ্রাটের কারণে তৃণমূল প্রার্থীর ভোটে ভাগ বসাতে পারে একই নামের নির্দল প্রার্থী। তবে এ নিয়ে খুব বেশি ভাবিত নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। তিনি বলেন, “একই নামে প্রার্থী করা এটা বিরোধী বিজেপি দলের চক্রান্ত। নাম বিভ্রাটের কারণে তৃণমূলের কয়েকটা ভোট কাটা যায় যেতে পারে। তবে, ভোট হবে তৃণমূলের জোড়াফুলের প্রতীকে। তাই এটা নিয়ে ভাবার কোনও কারণ নেই।”

বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রে থাকলেও মূলত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের লড়াই কাঁথি লোকসভা কেন্দ্রে। নির্দল প্রার্থীদের প্রচারের খবরটুকু পাওয়া যায়নি। কিন্তু শুধুমাত্র একই নাম হওয়ার কারণে কাজে লোকসভা কেন্দ্রের উত্তম বারিক নামের নির্দল প্রার্থী ভোটারদের মুখে মুখে ঘুরছে। নাম বিভ্রাটের কারণে নির্দল প্রার্থী উত্তম বারিক শেষ পর্যন্ত কতগুলি ভোট পায় তা জানতে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের নজর ভোট গ্রহণের পর ভোটের ফলাফলে।

সৈকত শী

Accident: দিঘা যাওয়ার পথে গাড়িতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের, হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন

কাঁথি: ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কাঁথিতে৷ কাঁথি দইসাই -এর কাছে ঘটনাটি ঘটেছে৷ দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। দিঘা যাওয়ার পথে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে,ছোট গাড়ির ভেতরে থাকা সকলেই মারা গেছে । জানা গেছে, শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে দীঘা দিকে যাচ্ছিল ছোট প্রাইভেট গাড়িটি। সেখানেই বাসের সঙ্গে সংঘর্ষ হয় ।

আরও পড়ুন-বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য

মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সকলেই মারা যান, এমনভাবে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে যার ফলে গাড়ি থেকে মৃতদেহগুলিকে বের করানো কষ্টকর হয়। শেষমেশ অনেক চেষ্টার পর মারিশদা থানার পুলিশ মৃতদেহ গুলি গাড়ি থেকে বের করেছে। ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷