Tag Archives: KBC

Amitabh Bachchan: ‘আরশোলার মৃত্যু নেই…!’ জীবনের কোন ব্যক্তিগত মুহূর্তের কথা বলে ফেললেন অমিতাভ?

নয়া দিল্লি: ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন অভিনেতা অমিতাভ বচ্চন। কত রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে ছবির শুটিং করতে গিয়ে! বহু প্রাণী দেখেছেন। কাছ থেকে বিপদ প্রত্যক্ষ করেছেন। কিন্তু একটি প্রাণীকে দেখলেই এখনও আতঙ্কে শিউরে ওঠেন বিগ বি! সেটি আর কিছুই নয়, আরশোলা!

আরশোলার ভয় আজ অবধি কাটাতে পারেননি বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সর্বশেষ পর্বে নিজমুখেই স্বীকার করলেন সেই মজার গল্প। ভাগ করে নিলেন ব্যক্তিগত অভিজ্ঞতাও। বেঙ্গালুরু থেকে প্রতিযোগী প্রণতি পেদিপতি হট সিটে বসার পর অমিতাভ বচ্চন নিজের আতঙ্কের কথা বলতে শুরু করেন। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সার পা নিয়ে কথোপকথন শেষমেশ আরশোলার দিকে চলে যায়। এর পরে, বিগ বি তাঁর আরশোলার ভয় সম্পর্কে এক অভিজ্ঞতার কথা বলেন।

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

গল্প শুনে হেসেই মরছেন উপস্থিত সবাই। অমিতাভ বললেন, “আরশোলা ভয় পায় না এমন কেউ আছে নাকি!…আরশোলার মৃত্যু নেই!” অমিতাভ জানান, একবার কীটনাশক পাউডার ভর্তি বোতলে পুরে রেখেছিলেন আরশোলা। কিন্তু সেটি মরেনি! এক সপ্তাহ পর বোতল থেকে বেরিয়ে দিব্যি ফড়ফড় করে উড়ে যায় সেই আরশোলা! এতে তিনি অবাক হয়ে যান। এ কথা শোনার পর সেখানে বসে থাকা দর্শকরা হাসি থামাতে পারেননি।

 

এই হাল্কা মুহুর্তের পরে, বিগ বি কথোপকথন প্রণতির পেশার দিকে মোড় নেন। একজন অ্যান্ড্রয়েড অটোমোটিভ ডেভেলপার, প্রণতি গাড়ির প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন, “আমি একজন গাড়ি উত্সাহী।” তবে তিনি গাড়ি চালান না। খেলাটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রণতি জানান, যে কেবিসি হটসিটে আসতে পারা তাঁর বাবার স্বপ্ন ছিল।

২৫ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি প্রণতি। প্রণতি গেমটিতে আর্নি লাইফলাইন ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে 12,50,000 টাকা জিতেছেন। তবে ২৫ লাখ টাকার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। প্রশ্ন ছিল, 1778 সালে, কোন সাম্রাজ্যের রানির সম্মানে নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম ‘টেরেসা’ রাখা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর ছিল- হ্যাবসবার্গ। প্রণতি প্রশ্নের উত্তর সম্পর্কে নিশ্চিত ছিলেন না তাই তিনি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 12,50,000 টাকা নিয়ে বাড়ি চলে যান।

Amitabh Bachchan: অবিবাহিত মেয়েরা আসলে ‘বোঝা’; KBC-র মঞ্চে এ কথা শুনে যা বললেন অমিতাভ, শুনে চমকে উঠবেন

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র একটি পর্বে এক প্রতিযোগী অবিবাহিত মহিলাদের বোঝার সঙ্গে তুলনা করেছিলেন। যা শুনে আর চুপ করে থাকতে পারেননি বলিউড সুপারস্টার স্বয়ং অমিতাভ বচ্চন। রীতিমতো ওই প্রতিযোগীকে একহাত নিলেন তিনি। ঠিক কী হয়েছিল সেই এপিসোডে?

আসলে প্রতিযোগী কৃষ্ণ সেলুকর ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে জানান যে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও করোনা অতিমারীর লকডাউনে চাকরি খোওয়াতে হয়েছিল তাঁকে। আর চাকরি হারানোর পর নিজের সেই পরিস্থিতিকে অবিবাহিত মহিলার সঙ্গে তুলনা করেছিলেন। কৃষ্ণ সেলুকরের কথায়, “স্যার আমি যদি বলি যে, অবিবাহিত মেয়েরা পরিবারের উপর বোঝার মতো থাকেন, আর একটা বয়স হওয়ার পরে বাড়ির ছেলেরাও ঠিক তেমনভাবেই বোঝা হয়ে যায় পরিবারের উপর।”

আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও

এখানেই বাধা দেন অমিতাভ। স্পষ্ট করে বুঝিয়ে দেন, মেয়েরা বোঝা নয়। বি-টাউনের সুপারস্টার বলেন যে, “একটা কথা বলছি আপনাকে। মেয়েরা কখনওই বোঝা হয় না। মহিলারা ঘরের অনেক বড় গরিমা হয়ে থাকেন।”
শুরুর দিন থেকে অর্থাৎ সেই ২০০০ সাল থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসি সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। তবে শুধুমাত্র তৃতীয় সিজনেই দেখা যায়নি বলিউডের শাহেনশাহ। বরং তাঁর জায়গায় কেবিসি-র তৃতীয় সিজন সঞ্চালনা করতে দেখা গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে। চলতি মাসের গোড়ার দিকে সোনি টিভিতে এই শোয়ের ১৬-তম সিজন প্রিমিয়ার হয়েছিল। এই সিজনের প্রথম পর্বেই বেশ আবেগঘন হয়ে পড়েছিলেন বিগ বি। যাঁরা কেবিসি দেখছেন, আর তাঁর এই সফরে যাঁদেরকে পাশে পেয়েছেন, তাঁদের প্রতি একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

অমিতাভ বলেন যে, “নতুন সিজন শুরু হচ্ছে আজ থেকে। আজ আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। আর তার কারণ হল, আপনাদের এই এত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর ক্ষমতা নেই কোনও ভাষার।” বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, “আপনাদের প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ জানানোর জন্য কোনও ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আসলে আপনাদের প্রার্থনাই কৌন বনেগা ক্রোড়পতি-কে একটা নতুন জীবন দিয়েছে। যা ফের এই মঞ্চকে আলোকিত করেছে। আর এটা আবার একটা পরিবারকে মিলিয়ে দিয়েছে। আর আপনাদের সামনে আমায় এনে দিয়েছে। কেবিসি-র পুনরুত্থান, পুনর্গঠন এবং পুনর্জন্মের জন্য আমি এই দেশের মানুষকে কুর্নিশ করছি।”

একটি ফোন কলেই বদলে গেল e-Rickshaw চালকের ভাগ্য, রাতারাতি হয়ে গেলেন লক্ষ লক্ষ টাকার মালিক !

টোটো চালিয়েই হত রোজগার। আর তা দিয়েই চলে যেত পরিবারের ভরণপোষণ। কিন্তু আচমকা একটি ফোন কল তাঁর জীবনকে একেবারে বদলে দিয়েছে। তবে তাঁর এই সাফল্যের পিছনে অবশ্য রয়েছে কঠোর পরিশ্রমও। আজ ওই টোটোচালকের সাফল্যের কাহিনিই শুনে নেওয়া যাক।
টোটো চালিয়েই হত রোজগার। আর তা দিয়েই চলে যেত পরিবারের ভরণপোষণ। কিন্তু আচমকা একটি ফোন কল তাঁর জীবনকে একেবারে বদলে দিয়েছে। তবে তাঁর এই সাফল্যের পিছনে অবশ্য রয়েছে কঠোর পরিশ্রমও। আজ ওই টোটোচালকের সাফল্যের কাহিনিই শুনে নেওয়া যাক।
আসলে বিহারের মুজফফরপুরের বাসিন্দা টোটোচালক পরশমণি সিং পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র হট সিট পর্যন্ত। যার ফলে এক লহমায় কোটিপতি হয়ে গিয়েছেন সাধারণ এই ই-রিকশাচালক।
আসলে বিহারের মুজফফরপুরের বাসিন্দা টোটোচালক পরশমণি সিং পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র হট সিট পর্যন্ত। যার ফলে এক লহমায় কোটিপতি হয়ে গিয়েছেন সাধারণ এই ই-রিকশাচালক।
মুম্বই থেকে ফিরে Local 18-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় মজেছিলেন পরশমণি। তিনি জানান যে, বিগত ২০ বছর ধরে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং সেই প্রচেষ্টারই ফল পেয়েছেন। ওই গেম শো থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতেছেন পরশমণি। আর তাঁর এই জয়ে আনন্দে ভাসছে গোটা পরিবার।
মুম্বই থেকে ফিরে Local 18-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় মজেছিলেন পরশমণি। তিনি জানান যে, বিগত ২০ বছর ধরে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং সেই প্রচেষ্টারই ফল পেয়েছেন। ওই গেম শো থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতেছেন পরশমণি। আর তাঁর এই জয়ে আনন্দে ভাসছে গোটা পরিবার।
পরশমণি সিং বলেন যে, সেই ২০০৩ সাল থেকেই কেবিসি-র জন্য চেষ্টা করে আসছেন তিনি। এর মধ্যে বেশ কয়েক বার কলও এসেছিল সেখান থেকে, কিন্তু কখনওই তিনি নির্বাচিত হননি। পরশমণি বলে চলেন, ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে করোনা অতিমারীর কারণে সৃষ্ট আর্থিক সঙ্কটের কারণে নিজের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর সংসার খরচ জোটাতে একটি টোটো কিনে তা চালাতে শুরু করেন।
পরশমণি সিং বলেন যে, সেই ২০০৩ সাল থেকেই কেবিসি-র জন্য চেষ্টা করে আসছেন তিনি। এর মধ্যে বেশ কয়েক বার কলও এসেছিল সেখান থেকে, কিন্তু কখনওই তিনি নির্বাচিত হননি। পরশমণি বলে চলেন, ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে করোনা অতিমারীর কারণে সৃষ্ট আর্থিক সঙ্কটের কারণে নিজের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর সংসার খরচ জোটাতে একটি টোটো কিনে তা চালাতে শুরু করেন।
প্রতিদিন সেখান থেকে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় হত তাঁর। সংসার খরচ জোগাতে কাজের পাশাপাশি কেবিসির জন্যও চেষ্টা চালিয়ে যেতে থাকেন তিনি। অবশেষে একটি ফোন কল পান, যা তাঁর ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। তবে অবশ্য একটি প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে খেলা থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে।
প্রতিদিন সেখান থেকে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় হত তাঁর। সংসার খরচ জোগাতে কাজের পাশাপাশি কেবিসির জন্যও চেষ্টা চালিয়ে যেতে থাকেন তিনি। অবশেষে একটি ফোন কল পান, যা তাঁর ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। তবে অবশ্য একটি প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে খেলা থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে।
কেবিসিতে জেতার পর পরশমণি সিং বলেছিলেন যে, কলেজ জীবনে গান লিখতে পছন্দ করতেন। এই সময়ে তিনি অনেক গান লিখেছিলেন। এর মধ্যে থেকে ওই মঞ্চে নিজের লেখা ‘অদ্ভুত তমতম’ গানটি গেয়ে শুনিয়েছিলেন তিনি। যা শুনে স্বয়ং অমিতাভ বচ্চনও আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। এদিকে পরশমণির অসুস্থতার কথা জানার পরে অমিতাভ বচ্চন তাঁর চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
কেবিসিতে জেতার পর পরশমণি সিং বলেছিলেন যে, কলেজ জীবনে গান লিখতে পছন্দ করতেন। এই সময়ে তিনি অনেক গান লিখেছিলেন। এর মধ্যে থেকে ওই মঞ্চে নিজের লেখা ‘অদ্ভুত তমতম’ গানটি গেয়ে শুনিয়েছিলেন তিনি। যা শুনে স্বয়ং অমিতাভ বচ্চনও আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। এদিকে পরশমণির অসুস্থতার কথা জানার পরে অমিতাভ বচ্চন তাঁর চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
পরশমণির তিন কন্যা রয়েছে। আর কেবিসি-তে জেতা এই পুরস্কারের অর্থ তিনি মেয়েদের পড়াশোনার জন্যই খরচ করবেন বলে জানান। ওই গেম শোয়ের সেটে পরশমণির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী অংশু দেবীও। তিনি Local 18-কে জানান যে, স্বামীর সাফল্যে তিনি এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া তো তাঁর কাছে পরম সৌভাগ্যের বিষয়! এদিকে পরশমণির জয়ের পর তাঁর স্ত্রীর হাতে উপহারস্বরূপ একটি স্বর্ণমুদ্রাও তুলে দিয়েছেন অমিতাভ বচ্চন।
পরশমণির তিন কন্যা রয়েছে। আর কেবিসি-তে জেতা এই পুরস্কারের অর্থ তিনি মেয়েদের পড়াশোনার জন্যই খরচ করবেন বলে জানান। ওই গেম শোয়ের সেটে পরশমণির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী অংশু দেবীও। তিনি Local 18-কে জানান যে, স্বামীর সাফল্যে তিনি এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া তো তাঁর কাছে পরম সৌভাগ্যের বিষয়! এদিকে পরশমণির জয়ের পর তাঁর স্ত্রীর হাতে উপহারস্বরূপ একটি স্বর্ণমুদ্রাও তুলে দিয়েছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চনের কেবিসি সেটে হুগলির জয়ন্ত, কী বললেন বিগ বি

গ্রামের মাটির বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কন বানেগা ক্রোড়পতি সেটে, হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে। সেখানে গিয়ে তুলে ধরলেন গ্রামের মানুষের আবেগ।