Tag Archives: kidney care

Dialysis: ডায়ালিসিস করানোর সমস‍্যা! কাকদ্বীপ হাসপাতালে সর্বক্ষণ মিলবে পরিষেবা

কাকদ্বীপ: কাকদ্বীপ হাসপাতালে এবার সর্বক্ষণ মিলছে ডায়ালিসিস পরিষেবা। হাসপাতালের নতুন ভবনে পাঁচ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটে দিনে ২০ থেকে ২৫ জন পরিষেবা পাচ্ছেন। গতবছরের শেষের দিকে এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল। এবার সেই কাজ শেষ হয়েছে। কাজ শেষের পর কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এই ডায়ালিসিস ইউনিট ঘুরে দেখেছেন।

এই ডায়ালিসিস ইউনিটে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও থাকছে ৩ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী। মূলত পিপিপি মডেলে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ভবনে পাঁচ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: ‘অরবিন্দকে আটকে রাখা যাবে না’, দিল্লিতে গর্জন কেজরিওয়ালের স্ত্রীর! মোদিকে ‘ম‍্যাচ ফিক্সার’ খোঁচা রাহুলের?

এতদিন ডায়ালিসিসিসের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ বা কলকাতার হাসপাতালে যেতে হত প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক মন্টুরাম পাখিরাও এবিষয়ে জানিয়েছেন, ‘‘ডায়ালিসিস চালু করার জন্য অনেকদিন ধরে চেষ্টা হচ্ছিল।এবার তা পূরণ হয়েছে। গরিব মানুষরাও উপকৃত হবে এর ফলে।’’

এর সঙ্গে সিটি স্ক্যান, এইচডিইউ-১৮ বেডের পরিমাণ বাড়ানো, রাত্রি যাপনের জন্য স্থান এবং সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও হাসপাতাল চত্বরে পরিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত থাকছে। সব মিলিয়ে নতুন বছরে কাকদ্বীপ হাসপাতালে আরও অনেক নতুন পরিষেবা মিলবে। ফলে খুশি সকলেই।

নবাব মল্লিক