Tag Archives: KIFF 2023

KIFF 2023: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল একাধিক বাংলা ছবি৷ সেই তালিকায় প্রথমেই রয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’৷ মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তৈরি এই ছবি পুরস্কার পেল ‘স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে৷

এ ছাড়া ‘রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সেরা ছবি হল ইজরায়েলের চিলড্রেন অফ নোবডি৷ একই বিভাগে সেরা পরিচালকের শিরোপা পেলেন ভেনেজুয়েলার চিত্র পরিচালক কার্লোস ড্যানিয়েল মালাভে, তাঁর ছবি ‘ওয়ান ওয়ে’-এর জন্য৷ সেরা ছবিটির পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা, আর সেরা পরিচালক পেলেন ২১ লক্ষ টাকা৷

আরও পড়ুন –    চলছে সংস্কারের কাজ, বাতিল অসংখ্য ট্রেন, কোনওটা চলছে ভিন্ন রুটে, দেখুন তালিকা

আরও পড়ুন –    ‘আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি,’ মোদির সঙ্গে বৈঠক নিয়ে বললেন মমতা

‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে সেরা বাংলা ছবির পুরস্কার পেল ‘মন পতঙ্গ’৷ ছবির পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি৷ ছবির প্রযোজক অঞ্জন বসু৷ সেরা ভারতীয় ডকুমেন্টারি হিসাবে পুরস্কার পেল রমেন বোরা ও শিবানু বোরা পরিচালিত চ্যালেঞ্জ৷ এ ছাড়া সেরা ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসাবে পুরস্কার পেল কামিল সইফ পরিচালিত ‘লাস্ট রিহার্সাল’ এ ছাড়া আলোচিত ছবি ‘ব্রোকেন ড্রিমস স্টোরিস ফ্রম দ্যা মায়ানমার ক্যু’ছবিটি৷ এই ছবিটির পরিচালনা করেছেন নাইনফোল্ড মোজাইক৷

এ ছাড়া বেঙ্গলি প্যানোরামা বিভাগে সেরার পুরস্কার পেল অমর্ত্য সিনহা পরিচালিত ‘অসম্পূর্ণ’৷ আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস ক্যাটাগরিতে স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড পেল হাওবাম পবন কুমার পরিচালিত ছবি ‘জোসেফ সন’৷

Kolkata International Film Festival 2023: আরও জমজমাট KIFF-র ক্লোজিং সেরিমনি, অতিথি তালিকায় থাকছেন কে কে? দেখে নিন

কলকাতাঃ  আজ, মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরিমনি। রবীন্দ্র সদনে বিকেল ৫টায় শুরু হবে ক্লোজিং অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হাইদরি। এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ টলিউডের সব বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন রবীন্দ্র সদনে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মনোনীত ছবিগুলিকে পুরস্কৃত করা হবে আজকের অনুষ্ঠানে। রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ‘বিয়ের পর একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে…!’ বিয়ে,ট্রোলিং নিয়ে অকপট পরমব্রত

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, লাভলী মৈত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার-সহ টলিউডের বেশ কিছু নায়িকারা। সঞ্চালনার দায়িত্বে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত এবছর শহরে ছিলেন না তাই উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারেননি। তবে সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

এবছর বেশ জাঁকজমকপূর্ণ ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হয় শহরের ২৩ টি ভেন‍্যুতে। এত ভেন‍্যুতে  আগে চলচ্চিত্র উৎসবে ছিল না। দর্শকরাও হই হই করে ছবি দেখেছেন এই সাতটা দিন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে এসেছেন অনুরাগ কাশ্যপ,সৌরভ শুক্লা, তিগমানশু ধুলিয়া, সুধীর মিশ্রা সহ বহু বিশিষ্টজনেরা। সৌরভ শুক্লা ও মনোজ বাজপেয়ী চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসে অংশ নেন। এইসব অভিজ্ঞ অভিনেতাদের ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এছাড়াও প্রতিদিনই চলে বিভিন্ন বিষয় নিয়ে ‘সিনে আড্ডা ‘। বহু নামিদামি শিল্পীরা ‘সিনে আড্ডা’য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র থেকে গান সবকিছু নিয়ে জমজমাট ছিল এই আড্ডা জোন।

৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুম্বই ও কলকাতার একগুচ্ছ তারকা সমাবেশে সূচনা হয়েছিল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাজির ছিলেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী-সহ টলিউডের নামিদামী কলাকুশলীরা। এবার ১২ই ডিসেম্বর বিকেল পাঁচটায় রবীন্দ্রসদনে সমাপন হতে চলেছে। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আবার অপেক্ষায় একটা বছরের।

KIFF 2023: অনুরাগ কাশ্যপের ছবির প্রদর্শনীতে ধস্তাধস্তি নন্দনে! পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিশ

কলকাতা: কান ফিল্ম ফেস্টিভেলে কেনেডি-র বিরাট সাফল্য। দেশজুড়ে অপেক্ষা অনুরাগ কাশ্যপের এই ছবি মুক্তির। আর তার আগেই ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে রবিবার ‘কেনেডি’র দেখানো করা হয়। সেই ছবির জন্য দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। রবিবার দুপুর থেকেই নন্দনে হল ১-এর সামনে ছিল বিরাট লাইন। কিন্তু স্ক্রিনিংয়ের সময় কাটল ছন্দ। ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা।

কলকাতা চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিনই ঘটল এই কাণ্ড। কেনেডি-র প্রদর্শন ঘিরে দুপুর থেকেই দর্শকের লাগামছাড়া ভিড় ছিল। সন্ধ্যা ৭ টায় এই ছবি দেখানো হয়েছে নন্দন ১-এ। বহু দর্শক রবিবার নন্দন ১ সামনে প্রায় দু-আড়াই ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দর্শকাসন ছিল সীমিত। তাই এতক্ষন দাঁড়িয়ে থাকার পরও অনেকেই হলে প্রবেশ করতে পারেননি সিট সংখ্যা অল্প থাকায়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অনেকেই সেখানেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। পুলিশ এসে পুরো ঘটনা নিয়ন্ত্রণে এনে।

আরও পড়ুন: গুটখা কাণ্ডে নোটিস শাহরুখ, অক্ষয়, অজয়কে! ‘কী করে এমন বিজ্ঞাপন করেন…’ ভর্ৎসনা অভিনেতাদের

সানি লিওন ও রাহুল ভাট অভিনীত ছবি ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কারণ, প্রথমত ছুটির ছুটির দিন, দ্বিতীয়ত কান, সিডনির মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেনেডি-র সাফল্য, পাশাপাশি এখন ভারতে মুক্তি পায়নি ছবিটি তাই এই সুযোগ সিনেপ্রেমীরা মূলত হাতছাড়া করতে চাননি। অন্যদিকে, নন্দন কতৃপক্ষ জানান, সিট সংখ্যা সীমিত থাকার কারণে এই সমস্যা দেখা দেয়।

অন্যদিকে অনুরাগ বলেন, ‘‘কলকাতায় এই ছবি দেখানোর স্বপ্ন ছিল আমার। প্রতি বছরই আমি এই শহরে আসি। বেশ কিছু পুরনো বন্ধু এখানে আছে। খাবারের নিরিখে কলকাতা আমার সবথেকে পছন্দের। তাই প্রতি বছরই এখানে আসি কেবল খাওয়ার জন্য।’’

আরও পড়ুন: ‘তোমার শেষ কাজ দেখে…’ ‘অ্যানিম্যাল’-এ রশ্মিকার কাজ দেখে এ কী বললেন অমিতাভ! শোরগোল নেটপাড়ায়

অনিদ্রার সমস্যায় জর্জরিত এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প দেখানো হয়েছে কেনেডি-তে। দুর্নীতিতে ভরা সমাজে তার লড়াইকে তুলে ধরা হয়েছে। সেই চরিত্রেই রয়েছেন রাহুল ভাট। অন্যদিকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে সানি লিওনকে। সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারী অথবা মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

চলচ্চিত্র উৎসব হোক বা বইমেলা, গোপালবাবু গেলেই সেলফি তোলার ভিড় 

গায়ে রং মেখে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়াই নেশা এবং দক্ষিণ ২৪ পরগনা গোপাল মন্ডলের।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
গায়ে রং মেখে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়াই নেশা এবং দক্ষিণ ২৪ পরগনা গোপাল মন্ডলের।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
গায়ে রং মেখে জীবন্ত মডেল সাজেন তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা প্রাঙ্গনেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
গায়ে রং মেখে জীবন্ত মডেল সাজেন তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা প্রাঙ্গনেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
কোথাও কোনও মেলা অথবা সরকারি অনুষ্ঠান হলে তিনি চলে যান বিভিন্ন থিমের জীবন্ত মডেল সেজেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
কোথাও কোনও মেলা অথবা সরকারি অনুষ্ঠান হলে তিনি চলে যান বিভিন্ন থিমের জীবন্ত মডেল সেজেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সেই জায়গাতে গিয়ে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন তিনি ঘন্টার পর ঘন্টাছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সেই জায়গাতে গিয়ে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন তিনি ঘন্টার পর ঘন্টাছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
তার এই শিল্পকলা দেখে তাজ্জব হয়ে যান সকলে, রীতিমতো সেলফি তোলার হিড়িক লাগে তার সঙ্গেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
তার এই শিল্পকলা দেখে তাজ্জব হয়ে যান সকলে, রীতিমতো সেলফি তোলার হিড়িক লাগে তার সঙ্গেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক কিংবা বই মেলা প্রত্যেক জায়গাতেই দেখা মেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির গোপাল বাবুকেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক কিংবা বই মেলা প্রত্যেক জায়গাতেই দেখা মেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির গোপাল বাবুকেছবি ও তথ্য: মৈনাক দেবনাথ

KIFF 2023: নেই শাহরুখ, অমিতাভ! তুঙ্গে ছিল জল্পনা! উৎসবের মঞ্চে কারণ স্পষ্ট করলেন মমতা স্বয়ং

কলকাতাঃ গতকাল, মঙ্গলবার থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশবিদেশের তারকাদের ভিড়। এবার বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত ছিলেন সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।

আরও পড়ুনঃ ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক

শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন না। শাহরুখ-অমিতাভকে দেখার জন্য প্রতিবছর দর্শকরা আগ্রহে থাকেন কিন্তু এবার তাঁদের ছাড়াই সম্পন্ন হল অনুষ্ঠান। উৎসবে বক্তব‍্য রাখতে গিয়ে কেন তাঁরা আসেননি সেই কথা সকলের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

তিনি বললেন, ‘এবছর শাহরুখ, অমিতাভজি এবং জয়াজি উপস্থিত থাকতে পারেননি। অনেকেই জিজ্ঞেস করেছেন কী এমন হয়েছে, কেন এলেন না তাঁরা? অমিতাভজির শরীর ঠিক নেই। এবং শাহরুখ মেয়ের ছবির প্রচারে শাহরুখ। তবে আগামীদিনে তাঁরা আবার আসবেন।’

প্রসঙ্গত, চলতি বছরের বিশ্ব বঙ্গ বানিজ‍্য সম্মেলন-এ মুখ‍্যমন্ত্রী শাহরুখ খানের বদলে সৌরভ গঙ্গোপাধ‍্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন। চলতি বছরে শাহরুখের ফিল্ম ফেস্টিভ্যালে অনুপস্থিতি সকলের মনে প্রশ্ন তৈরি করে। তবে, সেই প্রশ্নের উত্তর স্বয়ং মুখ‍্যমন্ত্রী নিজেই দিয়ে দেন।

KIFF 2023: ভাইজানকে ভাইফোঁটায় আমন্ত্রণ ‘দিদি’র! উত্তরে কী বললেন সলমন?

শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইনডোরে ২৯ তম ফিল্ম ফেস্টিভালের সূচনায় মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিলেন বলিউড তারকা Salman Khan। অনুষ্ঠানে যোগ দেন Anil Kapoor, Shatrughan Sinha, Sonakshi Sinha, Mahesh Bhatt। ছিলেন Sourav Ganguly ও। ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

KIFF 2023: ‘বিভেদের বিরুদ্ধে বাংলা লড়াই করতে জানে,’ উৎসবের মঞ্চে সলমনকে কোন বার্তা মমতার?

কলকাতা:  আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ বিভেদের বিরুদ্ধে বাংলা লড়াই করতে জানে। তোমার কোনও সমস্যায় বাংলা পাশে আছে। হিন্দি সিনেমার টাইগারকে মমতার বার্তা, বাংলা লড়াই করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এটা আদর্শের লড়াই। বাংলা লড়াইয়ের জন্য প্রস্তুত।

আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷

মমতা বলেন, ‘এই দায়িত্বটা আমাকে পালন করতে হয়। কারণ এটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে। এরপরেই সলমনের কাছে বিশেষ আবেদন রাখেন মমতা৷ বলেন, আমি সলমন খান,অনিল কাপুরকে বলব আপনারা এখানেও ছবি করতে পারেন।বেঙ্গল এখন ফিল্ম ডেস্টিনেশন। আপনারা আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত হন। এবার ভাইজানকে বলতে হবে।’ সলমনকে উদ্দেশ্য় করে বলেন, ‘আপনি পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আসবেন৷ আপনার যখন দরকার পড়বে আমাদের ডাকবেন, চলে আসব।’ এরপরেই সলমনকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানান মমতা৷

আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

KIFF 2023: ‘আপনারা এখানেও ছবি করতে পারেন’ সলমন অনিলকে আহ্বান মমতার! উত্তরে ভাইজান বললেন…

কলকাতা: আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷

মমতা বলেন, ‘এই দায়িত্বটা আমাকে পালন করতে হয়। কারণ এটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে। এরপরেই সলমনের কাছে বিশেষ আবেদন রাখেন মমতা৷ বলেন, আমি সলমন খান,অনিল কাপুরকে বলব আপনারা এখানেও ছবি করতে পারেন।বেঙ্গল এখন ফিল্ম ডেস্টিনেশন। আপনারা আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত হন। এবার ভাইজানকে বলতে হবে।’ সলমনকে উদ্দেশ্য় করে বলেন, ‘আপনি পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আসবেন৷ আপনার যখন দরকার পড়বে আমাদের ডাকবেন, চলে আসব।’ এরপরেই সলমনকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানান মমতা৷

আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

KIFF 2023 : সলমনের সামনে সৌরভ! দাদা এমন কথা বললেন, তাজ্জব হয়ে গেলেন ভাইজান!

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ প্রথমদিন। আর এই প্রথমদিনেই দর্শকদের জন্য ছিল বিরাট চমক। কলকাতায় সলমন খান। ভাইজানের ভক্ত শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে। সলমনের ক্যারিশ্মা কতটা, তা এদিন আন্দাজ করলেন অনেকেই।

সলমন খান যখন কথা বলতে উঠলেন, তখন চিৎকারের চোটে কান পাতা দায়। সলমন বুঝলেন, এই শহর তাঁকে একরকম ভালবাসে। ঠিক আগের মতো। সলমন এর আগেও বহুবার এসেছেন কলকাতায়। এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে এবার হয়তো তিনি সব থেকে বেশি চমকে গেলেন।

আরও পড়ুন- ধুতি পরা নিয়ে ঝামেলা! বিরাট কোহলির ঝা চকচকে রেস্তোরাঁয় ধুন্ধুমার কাণ্ড

আসলে সলমন খানকে বড় চমকটা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সৌরভ বললেন, আমি এই প্রথম সলমন খান এর সঙ্গে ব্যাক্তিগতভাবে সাক্ষাৎ করলাম। এটা দুর্ভাগ্যজনক। এতদিন সলমন খানের সঙ্গে সাক্ষাৎ হয়নি ব্যাক্তিগতভাবে। এই শহর সবার জন্য। এই শহর অনেক মেধাকে তুলে এনেছে।

সৌরভের এই কথা শুনে সলমন তখন সত্যিই ভাবতে বসলেন। দাদার সঙ্গে ভাইজানের ব্যক্তিগত আলাপ তা হলে এই প্রথম! কিং খানের সঙ্গে দাদার সম্পর্ক অনেকদিনের। সেই সম্পর্ক কেকেআরের সূত্র ধরে কিছুটা তেতো হয়েছিল। তবে পেশাদারিত্বের গণ্ডিতে দুজনের কেউই সেই তিক্ততা বুঝতে দেননি।

আরও পড়ুন-সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! রইল দুরন্ত ভিডিও

সলমনের সঙ্গে এই প্রথম একই মঞ্চে দেখা গেল সৌরভকে। এর আগে বহুবার শাহরুখ আর সৌরভকে একই মঞ্চে দেখা গিয়েছে। তবে এবার সলমন আর সৌরভকে একসঙ্গে দেখল কলকাতা, বাংলা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F