Tag Archives: Kolkata International Film Festival 2023

Kolkata International Film Festival 2023: আরও জমজমাট KIFF-র ক্লোজিং সেরিমনি, অতিথি তালিকায় থাকছেন কে কে? দেখে নিন

কলকাতাঃ  আজ, মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরিমনি। রবীন্দ্র সদনে বিকেল ৫টায় শুরু হবে ক্লোজিং অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হাইদরি। এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ টলিউডের সব বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন রবীন্দ্র সদনে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মনোনীত ছবিগুলিকে পুরস্কৃত করা হবে আজকের অনুষ্ঠানে। রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ‘বিয়ের পর একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে…!’ বিয়ে,ট্রোলিং নিয়ে অকপট পরমব্রত

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, লাভলী মৈত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার-সহ টলিউডের বেশ কিছু নায়িকারা। সঞ্চালনার দায়িত্বে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত এবছর শহরে ছিলেন না তাই উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারেননি। তবে সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

এবছর বেশ জাঁকজমকপূর্ণ ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হয় শহরের ২৩ টি ভেন‍্যুতে। এত ভেন‍্যুতে  আগে চলচ্চিত্র উৎসবে ছিল না। দর্শকরাও হই হই করে ছবি দেখেছেন এই সাতটা দিন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে এসেছেন অনুরাগ কাশ্যপ,সৌরভ শুক্লা, তিগমানশু ধুলিয়া, সুধীর মিশ্রা সহ বহু বিশিষ্টজনেরা। সৌরভ শুক্লা ও মনোজ বাজপেয়ী চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসে অংশ নেন। এইসব অভিজ্ঞ অভিনেতাদের ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এছাড়াও প্রতিদিনই চলে বিভিন্ন বিষয় নিয়ে ‘সিনে আড্ডা ‘। বহু নামিদামি শিল্পীরা ‘সিনে আড্ডা’য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র থেকে গান সবকিছু নিয়ে জমজমাট ছিল এই আড্ডা জোন।

৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুম্বই ও কলকাতার একগুচ্ছ তারকা সমাবেশে সূচনা হয়েছিল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাজির ছিলেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী-সহ টলিউডের নামিদামী কলাকুশলীরা। এবার ১২ই ডিসেম্বর বিকেল পাঁচটায় রবীন্দ্রসদনে সমাপন হতে চলেছে। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আবার অপেক্ষায় একটা বছরের।

Salman Khan in KIFF: KIFF পড়তে গিয়ে KISS পড়েছি ভুল করে! চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠেই মস্করা সলমন খানের

কলকাতা: কলকাতায় সলমন খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন বলিউডের ভাইজান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। বলিউড এবং টলিউডের তাবড় তাবড় শিল্পীদের দেখা মিলল মঞ্চে। সলমন ছাড়াও ছিলেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।

বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে। সবার বক্তব্য শেষ হওয়ার পর দর্শকদের উল্লাসধ্বনি পেরিয়ে এল সলমনের গলা।

আরও পড়ুন: চেন্নাইতে বন্যার কবলে আমির খান! নৌকা করে উদ্ধার বলি তারকাকে, ভাইরাল ছবি দেখুন

সলমন বললেন, ‘‘মমতাদি আমাকে বলেছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে আসতে। সোনাক্ষী জানে, একবার যো ম্যায়নে যব কমিটমেন্ট কর দেতা হু, তব ম্যায় খুদ কে ভি নেহি সুনতা (‘ওয়ান্টেড’ ছবিতে নিজের সংলাপ)। আমি মনে করি, এটা অন্যতম বৃহৎ ফিল্ম ফেস্টিভ্যাল। আমি সত্যি এটা দেখতে চেয়েছিলাম যে দিদির বাড়িটা আমার বাড়ির থেকে গিয়ে ছোট কিনা। দেখলাম সত্যি! দিদির ঘর আমার ঘরের থেকে ছোট। আমার এটা নিয়ে সত্যি হিংসা হচ্ছে। আমার ঘরে অনেকেই এসেছেন। এটা আমার কাছে সত্যি আশ্চর্যের। কীভাবে এই রকম একটি পদে আসীন কেউ এত ছোট ঘরে থাকেন?’’ তারপর বাংলায় তিনি বললেন, ‘‘আমি তোমাকে ভালোবাসি।’’

মঞ্চে দাঁড়িয়ে মস্করাও করে নিলেন সলমন। তিনি বললেন, ‘‘আমি প্রথমে শুনেছিলাম KISS, পড়ে আমি বুঝলাম KIFF (কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল), যেভাবে ভালবাসা, সম্মান সবটা জড়িয়ে রয়েছে।’’

Anil Kapoor in KIFF: বালিগঞ্জ গেস্ট হাউসে ৪৫ দিন, কলকাতার মাঠেই খেলাধুলো, KIFF-এ এসে নিজের মুখেই সত্যি ফাঁস অনিলের

কলকাতা: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। বলিউড থেকে টলিউড, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘড়ির কাঁটা ধরে শুরু হল অনুষ্ঠান।

এবার বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত হয়েছেন সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। অনিলকে সংবর্ধনা দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।

আরও পড়ুন: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

‘এভারগ্রিন’ অনিল কাপুর মঞ্চে উঠে হিন্দি, ইংরেজি এবং ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘‘কলকাতা আমার জন্য শুধু শহর নয়, আমার ফিল্ম জীবন কলকাতা থেকে শুরু হয়। ৪৩ বছর আগে কলকাতাতেই সূত্রপাত। ১৯৭৯ সালে আমি মুম্বই থেকে কলকাতার ট্রেন ধরে হাওড়ায় আসি, তারপর বাসে করে বালিগঞ্জের একটি গেস্ট হাউসে থাকি। আমার প্রথম ছবি কলকাতাতে শ্যুট হয়। রাজ্য সরকার ফান্ড করে আমার ছবির জন্য। পরবর্তী ৪৫ দিন আমার বাড়ি ছিল সেই গেস্ট হাউস। কলকাতার নানা জায়গা ছিল আমার খেলার মাঠ।’’

মৃণাল সেন, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, কিশোর কুমার, জয়া ভাদুরী বচ্চন, অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সলিল চৌধুরী, হেমন্ত কুমার, ঋষিকেশ মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি বাঙালি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানালেন মিস্টার ইন্ডিয়া। বিশেষ সম্মান জানালেন উত্তম কুমারকে।

অনিলের কথায়, ‘‘নায়ক নামে একটি ছবি আছে আমার। আমি সেখানে নায়ক ছিলাম। পরে জানতে পারি, বাংলায় সত্যজিৎ রায় পরিচালিত একটি ছবি ছিল, যেটির নামও নায়ক। উত্তম কুমার অভিনয় করেছিলেন। দেখলাম আমি। বুঝলাম, ওই ছবিটা কেবল বাংলার নয়, গোটা বিশ্বের কাছে উপহার। ১৯৬৬ সালের সেই ছবি আজও প্রাসঙ্গিক।’’ শেষে সত্যজিৎ রায়ের প্রতিভা নিয়ে কথা বললেন অনিল।

KIFF 2023: ‘…সত্যিই দিদিকে হিংসা করি’, KIFF-এর মঞ্চে মমতাকে নিয়ে মনের কথা উজাড় করলেন সলমন

কলকাতা: ২৯-এ পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউড থেকে টলিউড, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘড়ির কাঁটা ধরে শুরু হল অনুষ্ঠান। মহেশ ভাট, অনিল কাপুর, সোনাক্ষী সিনহাদের পাশে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বোলন করলেন সলমন থুরি ‘ভাইজান’।

মঞ্চে সলমন উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি বলেন, “আপনারা এ ভাবে চিৎকার করতে থাকুন। আমাকে কথা বলার সুযোগ দেবেন না। কারণ বলার আর কিছু নেই। আমার বলার কিছু নেই। সিনিয়ররাই সব বলে দিয়েছেন।” এর পরেই বাংলায় তিনি প্রশ্ন করেন, “কেমন আছ?” ‘ভাইজান’-কে উত্তর দিতে আরও একবার হর্ষধ্বনিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম।

সলমন জানান, মাস কয়েক আগেই একটি কনসার্টের জন্য কলকাতায় আসেন তিনি। তখনই মমতার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানান। ‘দিদি’র অনুরোধ রাখতেই ফের এই শহরে আসার প্রতিশ্রুতি দেন সলমন। মঞ্চে সে কথা জানাতে গিয়ে বলে ওঠেন ‘ওয়ান্টেড’ ছবির সেই বিখ্যাত সংলাপ, ‘একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া…’।

আরও পড়ুন: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা

আরও পড়ুন: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

 

এখানেই থেমে থাকেননি সলমন। তিনি বলেন, “যখন দিদি আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যিই ওঁর বাড়িটা আমার বাড়ির থেকে ছোট কি না।” নিজের সেই কৌতুহলের উত্তর পেয়েছিলেন অভিনেতা। সে কথা জানালেন দর্শককেও। খানিক বিস্ময় জড়ানো গলায় বললেন, “আমি সত্যিই দিদিকে হিংসা করি। ওঁর বাড়ি আসলেই আমার বাড়ির থেকে ছোট। এটা ভেবে ঈর্ষা হয় যে, এমন বড় মাপের একজন মানুষের বাড়ি আমার বাড়ির থেকেও ছোট।”

কলকাতা থেকে চলচ্চিত্র, নিজের ভালবাসা, অনুভূতির কথা উজাড় করলেন সলমন। সঙ্গেই চলতে থাকল স্বভাবসিদ্ধ রসিকতা। ‘ভাইজান’-এর কথায় আপ্লুত সকলেই।

KIFF 2023: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা

কলকাতা: ২৯-এ পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউড থেকে টলিউড, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘড়ির কাঁটা ধরে শুরু হল অনুষ্ঠান।

শুরু থেকেই উচ্ছ্বাসের আমেজ উদ্বোধনী অনুষ্ঠানে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে অনুষ্ঠানের থিম সংয়ে মেতে উঠেছেন অতিথিরাও। সেই আনন্দ-আগ্রহ দুই সঞ্চালক জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চোখ এড়ায়নি।  তাঁদের অনুরোধেই সেই গানে মঞ্চে নেচে উঠলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট এবং সোনাক্ষী সিনহারা। হাসিমুখে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ হেন দৃশ্য বিরল।

আরও পড়ুন: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

আরও পড়ুন: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

 

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিগনেচার ফিল্মের মূল ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবিটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। কথা লিখেছেন শ্রীজাত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত।

Salman Khan-Sabitri Chatterjee: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

কলকাতা: শহরে ছবির উৎসব। শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশবিদেশের তারকাদের ভিড়। এবার বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত হয়েছেন সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।

বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে। সেখানে বিশেষ উল্লেখযোগ্য অবশ্যই সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী।

বাংলা সিনেমার স্বর্ণযুগে এই তিন নায়িকার অবদান সর্বদা অনঃস্বীকার্য। তাঁদের মধ্যে বয়োজ্যেষ্ঠা অভিনেত্রী সাবিত্রীকে ধরে ধরে মঞ্চের মাঝখানে নিয়ে আসা হল। সঞ্চালিকা জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার পর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন সংবর্ধনা দেওয়ার জন্য। জুন মাইকে ঘোষণা করলেন, ‘‘৬০ বছর ধরে আমাদের মনোরঞ্জন করেছেন, করে চলেছেন সাবিত্রীদি।’’

আরও পড়ুন: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্মান জানানোর জন্য নিজে হাতে তুলে দিলেন স্মারক। আর তাঁদেরই মাঝে আসন থেকে উঠে এলেন বলিউডের ভাইজান। সাবিত্রীর হাত ধরে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন সলমন। বাংলার মঞ্চে কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে আলাপ হল বলি তারকার।

উদ্বোধনী অনুষ্ঠান দেড় ঘন্টার। তারপরে হবে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজানো হয়েছে।

Kolkata International Film Festival 2023: KIFF-এর উদ্বোধনে নেই পরম! সব ছেড়ে কোথায় ‘মজে’ অভিনেতা? তার বদলে সঞ্চালনায় কে?

 প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷

প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷
আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায়।
চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন না।
সূত্রের খবর, শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন না।
তবে, এবার সঞ্চালনায়ও থাকছে নতুন মুখ। প্রতিবছর পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়ার একসঙ্গে এই দায়িত্ব পালন করতে দেখা যায়।
তবে, এবার সঞ্চালনায়ও থাকছে নতুন মুখ। প্রতিবছর পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়ার একসঙ্গে এই দায়িত্ব পালন করতে দেখা যায়।
তবে, চলতি বছর থাকছেন না পরমব্রত। সদ‍্য বিবাহিত অভিনেতা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করছেন না। তাই, পরমব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় দেখা যাবে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

তবে, চলতি বছর থাকছেন না পরমব্রত। সদ‍্য বিবাহিত অভিনেতা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করছেন না। তাই, পরমব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় দেখা যাবে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।
সূত্রের খবর, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন‍্যই নাকি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না। তবে, শেষ দিনের অনুষ্ঠানে সঞ্চালনার করার কথা আছে তাঁর।
সূত্রের খবর, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন‍্যই নাকি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না। তবে, শেষ দিনের অনুষ্ঠানে সঞ্চালনার করার কথা আছে তাঁর।

29th KIFF 2023: বড় চমক! KIFF-এ চাঁদের হাট, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় সলমন-কমল-সোনাক্ষী

কলকাতাঃ প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷ আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷

আরও পড়ুনঃ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিরাট চমক! অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছেন সলমন খান, কমল হাসন ও সোনাক্ষী সিন্‌হা। সূত্রের খবর, সুধীর মিশ্র, অনুরাগ বসু, মনোজ বাজপেয়ী এবং মণি রত্নমের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের দেখা যেতে পারে এবারের উৎসবে। সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন যে চলতি বছর স্পেন এবং অস্ট্রেলিয়া ফেস্টিভ্যালের ফোকাস কান্ট্রি। এই বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার প্রথম বাংলা প্যানারোমাকে প্রতিযোগিতামূলক বিভাগে অন্তর্ভুক্ত করেছে। যার পুরস্কার মূল্য ৭.৫ লাখ টাকা। প্রতিবছরের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আরও অনেক বেশি জাঁকজকম থাকছে৷