Tag Archives: KKR vs RCB

RCB vs KKR: টস জিতলেন বিরাট কোহলি, কলকাতার বিরুদ্ধে আগে বল করবে আরসিবি

বেঙ্গালুরু: সেদিন ইডেনে হাজির ছিলেন শাহরুখ খান। তার সামনে বেঙ্গালুরুকে হারিয়েছিল নাইট রাইডার্স। তারপর থেকেই ব্যর্থতার শুরু কলকাতার। এপ্রিলের প্রথম সপ্তাহে ইডেনে সেই ম্যাচে ৮১ রানে আরসিবি’কে হারিয়েছিল কলকাতা। পাশাপাশি, ঘরের মাঠে পাঁচ ম্যাচ খেলে দুটোতে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্সরা। অর্থাৎ, ফাফ ডু’প্লেসি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েলরা চিন্নাস্বামীতে মোটেও অপরাজেয় নন।

সাত ম্যাচের মাত্র দুটোতে জিতেছে নীতীশ রানার দল। সেই জয় এসেছে শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিংয়ের একক অবিশ্বাস্য নৈপুণ্যে। নাহলে উভয় ম্যাচেই শোচনীয় অবস্থায় ছিল নাইটদের। প্রশ্ন উঠছে, খাদের কিনারা থেকে কলকাতা কি ঘুরে দাঁড়াতে পারবে? এটা ঘটনা যে কুড়ি ওভারের কোটিপতি লিগে তা অসম্ভব নয়।

চন্দ্রকান্ত পণ্ডিতের দল তাই সবাইকে চমকে দিয়ে জয়ের সরণিতে ফিরতেই পারে। তবে এই মুহূর্তে কলকাতাকে কিছুতেই জমাট দেখাচ্ছে না। ওপেনিং জুটি পাল্টে যাচ্ছে নিয়মিত। এবং কোনও পরীক্ষাই সফল হচ্ছে না। নীতীশ, বেঙ্কটেশ আয়াররা ধারাবাহিক নন। জগদীশন, মনদীপ সিংরা চরম ব্যর্থ। আন্দ্রে রাসেলকে দেখাচ্ছে অতীতের ছায়া। ব্যাটে বড় শট আসছে না।

কোনও ম্যাচে পুরো কোটার বোলিংও করছেন না। স্রেফ সুনাম ভাঙিয়ে খেলে চলেছেন। আর এক ক্যারিবিয়ান, সুনীল নারিনকেও বড্ড সাদামাটা দেখাচ্ছে। পেস বোলিংও ছন্নছাড়া। ডু’প্লেসি ও বিরাটের ওপেনিংই দলের শক্তি। এরপর ম্যাক্সওয়েল ছাড়া কেউ ব্যাটে এখনও পর্যন্ত ঝড় তুলতে পারেননি। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে বলা যায় না সব সময় ফেভারিট দল জিতবে। কিন্তু পারফরম্যান্স অনুযায়ী আজ বিরাট কোহলির দল কেকেআরের বিরুদ্ধে ফেভারিট এতে আশ্চর্যের কিছু নেই। বেঙ্গালুরু দলে পরিবর্তন নেই। কলকাতার একটি পরিবর্তন। খেজরলিইয়ার জায়গায় দলে এলেন বৈভব অরোরা।

KKR vs RCB: এক ম্যাচ হেরেই দিশেহারা কেকেআর? আরসিবি ম্যাচে দলে হতে পারে বড় পরিবর্তন

কলকাতা: নতুন অধিনায়ক ও নতুন কোচের অধীনে জয় দিয়ে আইপিএল ২০২৩ মরসুম শুরু করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ৭ রানে হারতে হয়েছে কেকেআরকে। তবে প্রথম ম্যাচ হারের পর নাইটদের ব্যাটিং-বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে অধিনায়ক নীতিশ রানার অধিনায়কত্ব। ফলে ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নামার আগে চাপে রয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দল।

এখনও পর্যন্ত যা খবর দ্বিতীয় ম্যাচের নামার আগে দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে তা নিয়ে সংশয়ে রয়েছে কেকেআর টিম ম্যানেজম্যান্ট। ইতিমধ্যেই প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নারায়ণ জগদীশান অনুশীলনে একের পর এক বাউন্ডারি মারছেন। অবলীলায় খেলছেন পেসারদের। ভিডিও শেয়ার করে কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়েছে নারায়ণ জগদীশানের জন্য তৈরি থাকুন।

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না এন জগদীশান। যা নিয়ে প্রশ্নও উঠেছিল। কারণ গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন জগদীশান। টানা ৫টি শতরান করেছিলেন। এর আগে সিএসকেতে ছিলেন জগদীশান। কিন্তু খুব একটা সুযোগ পাননি। আইপিএল ২০২৩-এর নিলামে তাকে দলে নেয় কেকেআর। সুযোগ আসলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন এন জগদীশান।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতে প্রথম ট্রেন যাত্রা কবে, কোন স্টেশনে থেকে কোথায় গিয়েছিল, যাত্রী ছিল কারা

প্রসঙ্গত, কলকাতা নাইটরাইডার্সের পরবর্তী ম্যাচ ৬ তারিখ। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেন গার্ডেন্সে দীর্ঘ দিন পর খেলবে কেকেআর। ২০১৯ সালের পর আর ইডেনে হয়নি আইপিএলে কেকেআের ম্যাচ। কেকেআর বনাম আরসিবি ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তবে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হয় সেটাই দেখার।