Tag Archives: Kolkata Bus

Kolkata Road Tax: ৩ মাসের পরিবর্তে বছরে এককালীন করদান, রোড ট্যাক্সের নিয়ম নিয়ে আপত্তি বাস মালিকদের

কলকাতা: রাজ্যের পরিবহন দফতর একটি নোটিফিকেশন জারি করেছে যে  ১১.০৬.২০২৪  থেকে রোড ট্যাক্স বিষয়ে, যার সঙ্গে বাণিজ্যিক গাড়ির বিষয় যুক্ত রয়েছে, বর্তমানে বেসরকারি বাসের যা অবস্থা ৩ মাস অন্তর রোড ট্যাক্স দিতে অনেকেই দিতে পারে না। বেসরকারি বাস মালিকরা বলছেন, ”এখন পরিবহন দফতর জানাচ্ছে, ৩ মাসের পরিবর্তে এককালীন বছরে রোড ট্যাক্স দিতে হবে। এটা এই মুহূর্তে গোদের উপর বিষফোঁড়া বাস মালিকদের কাছে।”

কলকাতার বাসের রোড ট্যাক্স একরকম, জেলার যেসব এক্সপ্রেস বাস চলে তার রোড ট্যাক্স আর একরকম। বেসরকারি বাস মালিকদের অন্যতম প্রতিনিধি তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, সরকারের রাস্তায় বাস চালালে তো  দিতে হবে, কিন্তু তার পাশাপাশি রাস্তার অবস্থা তো ঠিক রাখতে হবে।এবার বর্ষা আসছে, বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা হবে। এর দায়ভার কে নেবে, প্রশ্ন তুলছেন বেসরকারি বাস মালিকরা।

আরও পড়ুন: আন্তর্জাতিক রেল পথের সমীক্ষার কাজ দ্রুত শুরু করতে চলেছে রেল, গুরুত্ব পেতে চলেছে চিকেন নেক

রোড ট্যাক্স সময়মতো দিতে না পারলে ফাইন দিতে হয়। ঠিক মতো রাস্তা মেরামত না করার জন্য আমাদের গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়, এবং দুর্ঘটনা ঘটে। এই সার্বিক বিষয়টি সরকারকে দেখতে অনুরোধ করছেন বাস মালিক সংগঠনের অন্যতম প্রতিনিধি টিটো সাহা৷

বেসরকারি বাস মালিকদের তরফে দাবি তোলা হয়েছে, ১৫ বছরের বয়স ভিত্তিক যেসব বাস/মিনিবাস  বাতিল হয় প্রায় প্রতি দিন এক দু’টো, তাদের Road Tax,C F, Insurance-এর জন্য কী ব্যবস্থা আছে? তার জন্য একটি সঠিক গাইডলাইন করা হোক। অনেক বাসমালিক গাইডলাইন ঠিক না থাকার জন্য সমস্যায় পড়ছে। এই ব্যাপারে একটি সঠিক পরিকল্পনা  ও পরিকাঠামো দরকার।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি বাস মালিকদের দাবি মেনেই একাধিক সিদ্ধান্ত দেখা হচ্ছে। আর গাড়ির মালিকরা যাতে সুবিধা পায় তাই একাধিক সিদ্ধান্ত সরলীকরণ করা হচ্ছে। প্রয়োজনে বাস মালিকরা বা তাদের সংগঠন এসে কথা বলুক।

Kolkata Bus: রাস্তায় কম বেসরকারি বাস, ভোগান্তি আরও বাড়বে? লাখো মানুষের জন্য বিরাট খবর

কলকাতা: গত এপ্রিল মাসে ভোটের কাজ শুরু হওয়ার পর থেকে বেসরকারি বাস, মিনিবাস নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন। গত শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় লোকসভা নির্বাচন হয়। সেই জন্য বেশ কিছু বাস তুলে নেওয়া হয়েছিল। আবার শেষ দফায় ভোট কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আসনগুলিতেগুলিতে। তাই গত ২৭ ও ২৮ তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির মধ্যে চলাচল করা বাস, মিনিবাসের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে বলেই খবর।

পরিবহণ দফতর সূত্রে খবর, শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার স্থানীয় থানা ও মোটর ভেহিকেলস বিভাগ বাস নিচ্ছে। তাই গত কয়েকদিন ধরে রাস্তায় বেসরকারি বাস কম সংখ্যাতেই পাওয়া যাচ্ছে। এই সময় যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ। কারণ, এই ৯০ শতাংশ বাস রাস্তা থেকে তুলে নেওয়া হলে তার বিকল্প পরিবহণের বন্দোবস্ত করা সম্ভব নয় বলেই জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। ৪ জুন ভোটগণনা।

আরও পড়ুন: ‘করিডর’ বাংলার ‘এই’ জায়গা, মালদহ থেকে যা উদ্ধার করল পুলিশ, চক্ষু চড়কগাছ সকলের

তাই পয়লা জুন শেষ পর্বের ভোট হয়ে গেলেও সব গাড়ি যে বাসমালিকদের কাছে ফিরে আসবে, তার কোনও নিশ্চয়তা নেই বলেই জানাচ্ছে কলকাতা পুলিশের একটি সূত্র। কারণ, ভোটগণনার আগে ভোটকর্মীদের জন্য পরিবহণের বন্দোবস্ত করতেও বিরাট আয়োজন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এমতাবস্থায় কলকাতা শহর ও শহরতলিতে আগামী কয়েক দিন যানবাহনের আকাল থাকবে বলেই মনে করছে পরিবহণ সংগঠনগুলি। এ ক্ষেত্রে পরিবহণ দফতরের কিছু করার নেই বলেই জানা যাচ্ছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একদিকে গত ২৭ মে থেকে কলকাতা সহ বেশকিছু জেলায় ঝড় বৃষ্টিতে বাস ঠিকমতো রাস্তায় নামতে পারেনি।  শ্রমিকরা আগের দিন ঘরবাড়ি বাঁচাতে ও পরিবারের পাশে থাকতে আগেরদিন বাড়ি চলে গিয়েছে, তার উপর ১ জুন শেষ নির্বাচন, নির্বাচনে পুলিশ ও নির্বাচন দফতর ২৯ মে বাস/ মিনিবাস দখল নিতে শুরু করেছিল, এই উভয় চাপে আগামী ২ জুন পর্যন্ত মানুষের অসুবিধা হবে এবং রাস্তায় বাস অন্য দিনের তুলনায় অনেক কম থাকবে।              ‌

West Bengal Transport Department: প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে, রাস্তায় নামানো হচ্ছে আরও বেশি সংখ্যায় এসি বাস

আবীর ঘোষাল, কলকাতা: শীতাতপ নিয়ন্ত্রিত বাস আরও বেশি সংখ্যায় রাস্তায় নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। একাধিক এসি বাস বিভিন্ন ডিপোয় রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে। বহু ক্ষেত্রে যাত্রী না মেলায় বাস চালিয়ে লাভ হবে না বলে ডিপোয় রাখা হয়েছিল। এবার চাহিদা বাড়ছে। তাই এই সব বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর।

মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস জুড়ে ১০০টিরও বেশি সরকারি বাস রাস্তায় পরিষেবা দেবে। তার মধ্যে বেশিরভাগই এসি বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, এখনও প্রায় ৬০ শতাংশ এসি বাস ডিপোয় রয়েছে। যেগুলোর মধ্যে ভলভোর ৬৩টি বাসের মধ্যে ২৫ টি রাস্তায় চলছে। বাকি অশোক লেল্যান্ডের ৩৫০টি বাসের মধ্যে ১৩০টি বাস রাস্তায় চলে। যদিও ডিপোয় থাকা বাসগুলির মধ্যে কিছু বাসকে সারিয়ে নিয়ে রাস্তায় নামানো হবে।

আরও পড়ুন- অভিনয় করেছিলেন ৮ জন নামীদামি তারকা; বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কালজয়ীর তকমা লাভ করেছিল প্রায় ৪৪ বছরের পুরনো এই ছবিটি

সূত্রের খবর, চলতি মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে একগুচ্ছ এসি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে আলোচনাও সেরে ফেলেছে তারা। শহরের পরিবহণ পরিষেবার উপরে চাপ কমাতে এমনিতেই এপ্রিল মাসের জুড়ে রাজ্যে ১০০টির বেশি সরকারি বাস নামানো হবে। সেই ১০০টির মধ্যে থাকবে অনেক সংখ্যায় এসি বাস। এই বাসগুলির মধ্যে রয়েছে এসি ভলভো ও সাধারণ বাতানুকূল বাস।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ চলবে, আবহাওয়ার পরিবর্তন শীঘ্রই, বৃষ্টির পূর্বাভাস কবে ও কোথায়? জেনে নিন

চলতে চলতে বাসের এসি বিকল হয়ে গেলে, অত্যাধিক গরমে বাসের ভিতর ঠিক মতো ঠান্ডা না হলে যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে চালককে। আবার এসি বাসগুলির রক্ষাণবেক্ষণেও বিপুল খরচ। এদিকে সরকারি বাস পরিষেবাও কমেছে। তার সঙ্গে কমেছে বেসরকারি বাসও। যার জেরে সমস্যার পড়েছেন নিত্যযাত্রীরা। সকালে তাঁরা অফিস যাওয়ার সময় বাস পেলেও দুপুরের দিকে বাস অমিল হয়ে পড়ছে। এমনকী, অফিস থেকে বাড়ি ফেরার সময়ও বাস পাচ্ছেন না তাঁরা। কারণ,গরমের চোটে বাস আর ট্রিপ খাটছে না। তাই অফিস ফেরত যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘প্রচণ্ড গরমে দুপুরের দিকে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। বাসে যাত্রী হচ্ছেই না। বিকেলের পর অনেক বাস চালক আর গাড়ি চালাতে চাইছেন না। তাই গাড়ির সংখ্যা রোজ কমছে।’’ বাস সংগঠনের নেতা রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই তাপপ্রবাহের পরিস্থিতিতে আমরাও কি করে সারাক্ষণ বাস চালাতে বলি। তবে গরম একটু কমলে আগের মতোই বাস চলবে।’’ এর পাশাপাশি নির্বাচন কমিশন অনেক বাস নিয়েছে ভোটের কাজে।