Tag Archives: Kolkata Station

Kolkata Station: উৎসবে কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে

আবীর ঘোষাল, কলকাতা: দুর্গা পুজো উৎসবের একটি অন্যতম আকর্ষণ হল অনবদ্য আলোকসজ্জা। আনন্দ নগরীতে আলো, ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মিশ্রণে উৎসবটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। কলকাতা স্টেশনও এই সময় সেজে উঠেছে মায়াবী সাজে ৷

আরও পড়ুন- সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার সঙ্গে সুপারহিট বিভিন্ন ‘ফিউশন’ মিষ্টিও, বিজয়ার মিষ্টির বাজার একনজরে

কলকাতা রেল স্টেশন (পূর্বতন চিৎপুর) কলকাতাকে পরিষেবা প্রদানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলির মধ্যে একটি। ২০০০ সাল থেকে স্টেশনটির আমূল পরিবর্তন করা হয়েছে ৷ এটিকে দুরপাল্লার যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণের জন্য একটি প্রধান পরিবহণ কেন্দ্রে রূপান্তর করার চেষ্টা অনেকদিন ধরেই চলছে। কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন দিকে উল্লেখযোগ্য বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ মেল/এক্সপ্রেস ট্রেন চলে। এছাড়াও, এটি ভারতের একমাত্র আন্তর্জাতিক স্টেশন যেখানে দুটি আন্তর্জাতিক ট্রেন যেমন, মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস যথাক্রমে ঢাকা ও খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। এই স্টেশন দৈনিক প্রায় ৫০ হাজার মানুষকে পরিষেবা প্রদান করে থাকে।

আরও পড়ুন– আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম, তারপর কি ফের হাওয়া বদল? জেনে নিন আবহাওয়ার আপডেট

দূর্গাপুজো উপলক্ষ্যে বিশাল সংখ্যক যাত্রীদের স্বাগত জানাতে কলকাতা স্টেশনকে দুর্দান্ত আলোয় সাজানো হয়েছে। এই ধরনের আলোর দীপ্তিময় রোশনাইয়ে ঢাকা কলকাতা স্টেশনটি দর্শনার্থীদের ভ্রমণকে বদলে দেয় অবিস্মরণীয় অভিজ্ঞতায় এবং তাদের মধ্যে আলাদা আবেগ জাগিয়ে তোলে।

Digha special train: টিকিট পাওয়াই মুশকিল এই ট্রেনের! বর্ষায় দিঘা যেতে হলে কী করবেন জেনে নিন

কলকাতা: বর্ষা এলেই মন সমুদ্রে যেতে চায়। ছুটি দু’দিনের হলে কাছেপিঠেই বেড়ানোর জায়গা খুঁজতে হয়। ঘরের কাছেই দিঘা, তবু এতদিন যেতে হত হাওড়া থেকে। ৭ জুলাই রথের দিন চালু হয়েছে কলকাতা স্টেশন থেকে দিঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। বাঙালির জন্য এটাই বর্ষার মরশুমে পূর্ব রেলের নতুন আকর্ষণীয় উপহার।

এই ট্রেনে চেয়ারকার,স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। অনেকেই এর মধ্যে ট্রেনে চেপে ঘুরেও এসেছেন পছন্দের ঠিকানায়। চালু হওয়া মাত্রই এই ট্রেনের জনপ্রিয়তা তুঙ্গে। এতো বেশি যে জায়গা পাওয়াই মুশকিল! আগামী শনিবার ১৩ জুলাইয়ের রিজার্ভেশন ফুল! যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন দিঘা যাবেন ভাবছেন,সেদিনও ওয়েটিং লিস্ট।

বৃষ্টির দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন। যদি পরের সপ্তাহে দিঘায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলেও এখন থেকেই টিকিট কাটতে হবে। সপ্তাহান্তে কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় ছেড়ে সন্ধ্যা ৬টা৫০ এ দিঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দিঘা-কলকাতা স্পেশাল ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যা ৭টা১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১টা৫৫ মিনিটে।

আরও পড়ুন-কলকাতার এই বড় ঝিল সংস্কারের কাজ শুরু হল অবশেষে! কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার

যাঁরা কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান,তমলুক,মেচেদা,কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান তাঁরাও কিন্ত এই ট্রেনে চড়ে পড়তে পারেন। অর্থাৎ অল্প দূরত্ব কিংবা সোজা দিঘা, দু’ক্ষেত্রেই দারুণ চাহিদা এই ট্রেনের টিকিটের।