Tag Archives: Kolkata Waterlogged

Waterlogged Districts Measure: জল জমে দুর্ভোগ! কী ভাবে আটকানো যায় বন্যা? জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব

কলকাতা:  টানা বৃষ্টিতে জেলায় জেলায় রাস্তাঘাট জলমগ্ন। জল ঢুকেছে বাড়িঘরেও। জলমগ্ন রাস্তায় যানজট। দুর্ভোগে নিত্যযাত্রীরাও। একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে দুপুর ২টো থেকে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।

বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব।ইতিমধ্যেই জল ছাড়ছে ডিভিসি। পাশাপাশি আরও একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর সহ একাধিক দফতরকে।

ইতিমধ্যেই ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে জেলাশাসকদের মুখ্যসচিব।জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন। জেলাশাসকদের সব ছুটি বাতিল করা হয়েছে শনিবার। বদলে ডাকা হল বৈঠক।

আরও পড়ুন- বিমানবন্দরে জলস্রোত! যেন নদীতে দাঁড়িয়ে বিমান, কলকাতা বিমানবন্দরের ভিডিও দেখলে চমকাবেন

বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। কী পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে? কোথায় কত জল জমছে? নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে? প্রতিমুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। বিপর্যয় মোকাবিলা করার নানা উপায় নিয়ে কথা হবে শনিবারের বৈঠকে।

Kolkata airport waterlogged: রানওয়েতে জলস্রোত! যেন নদীতে দাঁড়িয়ে বিমান, কলকাতা বিমানবন্দরের ভিডিও দেখলে চমকাবেন

কলকাতা: স্রোতের মতো এদিক থেকে ওদিক যাচ্ছে জল। দেখলে মনে হবে নদী, কিন্তু আসলে এটি কলকাতা বিমানবন্দরের ছবি। রানওয়ে ভেসে গিয়েছে। বিমানের চাকা ডুবে যাওয়ার জোগাড় আর একটু হলেই। অতি বৃষ্টিতে এমনই চমকপ্রদ ছবি নেতাজি সুভাষ বিমানবন্দরের।

শুক্রবার সারাদিন লাগাতার বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। শনিবার ভোর রাত থেকেই কলকাতার পথঘাট জলমগ্ন। নবান্ন থেকে পাম্প করে জল বের করার নির্দেশ দেওয়া হলেও কার্যত জলযন্ত্রণার ছবিই স্পষ্ট শহর জুড়ে। ইতিমধ্যে নজরে এল কলকাতা বিমানবন্দরের জলমগ্ন রানওয়ের ভিডিও।

ভিডিওতে দেখা যায়, সারি দিয়ে দাঁড়িয়ে একের পর এক বিমান। সেগুলির পাশ দিয়ে ঢেউ খেলছে বৃষ্টির জলে। যদিও ফ্লাইট সব সময় মতোই উড়েছে। কোনওটিতে দেরি হয়নি বলেই সূত্রের খবর। জলমগ্ন বিমানবন্দরে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় বিপুল যানজট। বিমানবন্দর সূত্রে যাত্রীদের অনুরোধ করা হয়েছে হাতে সময় নিয়ে বেরোনোর।

শহর জুড়ে জলমগ্ন পরিস্থিতির পাশাপাশি যানজট নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এই অবস্থায় জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ এসেছে। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের।