Tag Archives: La Liga

Barcelona beat Espanyol : কোচিং জীবনের দ্বিতীয় ইনিংসে বার্সেলোনাকে জিতিয়ে শুরু করলেন জাভি

বার্সেলোনা -১
এস্পানিয়ল -০

#বার্সেলোনা: ঘরের ছেলে ঘরে ফিরতেই জয় পেল বার্সেলোনা। সৌভাগ্য নিয়ে এসেছেন বলা যেতে পারে। নিয়ে এসেছেন দায়বদ্ধতা। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের সাফল্য পেয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এবার প্রিয় ক্লাবের কঠিন সময়ে কোচ হিসেবে নতুন পরিচয়ে এসেছেন তিনি। জাভির নতুন অধ্যায়ের প্রথম ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

আরও পড়ুন -Australian Open vaccination : অস্ট্রেলিয়ান সরকারের ভ্যাকসিনের নীতি নিয়ে বিরক্ত জোকোভিচ, নাও খেলতে যেতে পারেন

পেনাল্টি থেকে গোলটি করেছেন মেমফিস ডিপাই। স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সা। পরপর দুই হারের পর দুই ড্র করে পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছিল তারা। এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিতেও পুরো নব্বই মিনিটে অন্তত ১৬টি শট করেছে বার্সা। যার ছটি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোল হয়েছে মাত্র একটি।

অন্যদিকে ১২ শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখেও গোল পায়নি এস্পানিওল। তাদের দুটি শট আবার প্রতিহত হয়েছে বার পোস্টে। স্প্যানিশ লিগে পরপর চার ম্যাচে জয়হীন, চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কা- সব মিলিয়ে ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে বার্সার কোচ রোনাল্ড কোম্যানকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে গত ৬ নভেম্বর ঘোষণা করা হয় জাভির নাম। তবে আন্তর্জাতিক বিরতির কারণে সপ্তাহ দুয়েক পর প্রথমবার ডাগআউটে দাঁড়ালেন তিনি।

শনিবার রাতে বার্সার কোচের জন্য ‘জাভি, জাভি’ স্লোগানে মেতেছিলেন ক্যাম্প নুয়ে থাকা ৭৪ হাজারের বেশি দর্শক। যা শেষ ম্যাচের প্রায় দ্বিগুণ দর্শকের রেকর্ড। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচটিতে বেশ উজ্জীবিত ফুটবলই খেলেছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই এস্পানিওলের রক্ষণে একের পর এক আক্রমণ করেছে তারা। তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৮ মিনিট পর্যন্ত।

পেনাল্টি পেয়ে সেটিতে গোল দিতে ভুল করেননি মেমফিস। এরপর ৬১ মিনিটের সময় আরও একবার জালের ঠিকানা খুঁজে পেয়েছিল বার্সা। কিন্তু ফ্রেংকি ডি ইয়ংয়ের করা সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এই জয়ের পর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। জাভি জানিয়েছেন তিনি যে ধরনের ফুটবল খেলানোর চেষ্টা করছেন, সেটা রপ্ত করতে একটু সময় লাগবে ছেলেদের। বার্সিলোনার সোনার সময় তিনি ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার।

Sergio Aguero Chest Pain : বার্সেলোনার জার্সিতে খেলতে খেলতেই বুকের ব্যথায় শুয়ে পড়লেন আগুয়েরো ! ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

#বার্সেলোনা: নিজের সেরা সময় অনেকটাই পেছনে ফেলে এসেছেন তিনি। মারাদোনার জামাই সের্হিও আগুয়েরো নিজের কপালকে দুষতেই পারেন! শনিবার ছিল শশুর দিয়েগো মারাদোনার জন্মদিন। প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন না করে বার্সেলোনায় গিয়েছিলেন। সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই বার্সা থেকে বিদায় নেন মেসি। সিটি ছাড়লেন যখন, তখনই বিভিন্ন চোটে পর্যুদস্ত ছিলেন।

আরও পড়ুন – Shane Warne T20 World Cup prediction : সেমিফাইনাল এবং ফাইনালে কোন দল উঠবে, বেছে নিলেন ওয়ার্ন

বার্সায় যোগ দেওয়ার পরও দুই মাস চোটের কারণে মাঠে নামতে পারেননি। চোট থেকে ফিরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহেই গোল করেছিলেন, যার পুরস্কার পেয়েছিলেন আলাভেসের বিপক্ষে গত ম্যাচে, মূল একাদশে সুযোগ পেয়ে। মূল একাদশে সুযোগ পাওয়ার আনন্দ আর বেশিক্ষণ উদ্‌যাপন করতে পারলেন কোথায়! মাত্র ৪০ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। চিন্তা বাড়িয়েছে আগুয়েরোর বের হয়ে যাওয়ার কারণ। আশঙ্কা করা হচ্ছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ মাঠে পড়ে যান আগুয়েরো। বোঝা যাচ্ছিল, মাথা ঝিমঝিম করছে তাঁর, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে বসেছিলেন আগুয়েরো। বারবার বুকের দিকে ইঙ্গিত করছিলেন। পরে তাঁর জায়গায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনিওকে মাঠে নামানো হয়। মাঠ ছাড়ার সময় বোঝা যাচ্ছিল, অনেক কষ্টে চোখের জল আটকে রেখেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। পরে আগুয়েরোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুকের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগুয়েরোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আগুয়েরোর হৃৎস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট বেশি ছিল; যদিও হাসপাতালে নেওয়ার পর সে সমস্যা ঠিক হয়ে গেছে বলে জানা গেছে।

পরে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার ভারপ্রাপ্ত কোচ সের্হিও বারহুয়ান বলেন, ‘আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও আমাকে বলল, ওর মাথা ঝিমঝিম করছে। তারপর ওর কী হয়েছে, এটা জানার জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না আমি।’ জানা গেছে, আগুয়েরোর এ সমস্যা নতুন নয়। ১২ বছর বয়স থেকেই এ সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুয়েরো এখন স্থিতিশীল। তবে দুদিন তাকে হাসপাতালে রাখা হবে পর্যবেক্ষণের জন্য।

La Liga: সাবমেরিনের ধাক্কায় থমকে গেল লস ব্ল‍্যাঙ্কোসদের দৌড়,  La Liga-য় গোলশূন্য ড্র Real Madrid

রিয়েল মাদ্রিদ (০)- ভিয়ারিয়েল (০)

# কলকাতা : দুরন্ত ছন্দে থাকা করিম বেনজিমা চেনা ফর্মের ধারে কাছে ছিলেন না। মায়োরকার বিরুদ্ধে হ্যাটট্রিক করা মার্কো আসেন্সিও ছাপ ফেলতে ব্যর্থ। মাঝমাঠে ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকা মদ্রিচ চেষ্টা করলেন বটে কিন্তু দিনটাই যে রিয়াল মাদ্রিদের ছিল না।

লা লিগার সপ্তম ম্যাচে এসে ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা। ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোলশূন্য ড্র। ৭ ম‍্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এদিন প্রথম অর্ধে থাকলেন মিইয়ে থাকলেন মিলিতাও, ক্যাসেমিরো, করিম বেনজেমারা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে ইসকো, হ‍্যাজার্ড, কামাভিঙ্গাকে মাঠে নামান কোচ কার্লোস আন্সেলোত্তি। তাতে ভিয়ারিয়াল ডিফেন্সে রিয়ালের চাপ তৈরি হল বটে, কিন্তু গোলের লকগেট খুলতে ব্যর্থ লস ব্লাঙ্কোসরা। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ০, ভিয়ারিয়াল ০।

আরও পড়ুন- বিশাল Solar Storm পৃথিবীতে আছড়ে পড়তে পারে, গ্লোবাল Internet Black Out-র আতঙ্কে প্রহর গুনছে দুনিয়া

শনিবার ঘরের মাঠে শেষ মিনিট পর্যন্ত গোলের সন্ধানে ঝাঁপায় বেঞ্জেমারা। প্রথম অর্ধে ভিয়ারিয়ালের মাঝমাঠে আটকে যান ক‍্যসেমিরো, অ্যাসেন্সিওরা। ইস্কো, হ‍্যাজার্ডরা পরিবর্ত হিসেবে আসার পর দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এমেরির দল। ১৩ মিনিটে দাঞ্জুমার শট বাঁচায় রিয়াল কিপার কুর্তোয়া। ২১ মিনিটে বেঞ্জেমার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে বক্সের মধ্যে নাচোকে কড়া ট্যাকল করে আলবিওল। আন্সেলোত্তির দলের পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি।

আরও পড়ুন – Jobs: AIIMS-এ প্রচুর পদে প্রফেসর নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

দ্বিতীয়ার্ধে রডরিগোর পরিবর্তে কামাভিঙ্গাকে নামান আন্সেলোত্তি। ঝাঁঝ বাড়ে রিয়ালের আক্রমণের। অ্যাসেন্সিওর ফ্রিকিক থেকে মিলিতাওর হেড একটুর জন্য গোলের বাইরে যায়। বিরতির পরও প্রথম ১৫ মিনিট রিয়ালকে টক্কর দেয় ভিয়ারিয়াল। ৫৫ এবং ৫৭ মিনিটে দলকে বাঁচায় কুর্তোয়া। তবে ম্যাচের শেষ ৩০ মিনিট লস ব্লাঙ্কোসদের। বেঞ্জেমা-অ্যাসেন্সিও-ইস্কো ত্রয়ীর আক্রমণে নাজেহাল হয়ে যায় ভিয়ারিয়াল ডিফেন্স। ৮৩ মিনিট হ্যাজার্ডের ক্রস থেকে ইস্কোর হেড গোললাইন থেকে ফেরত পাঠায় ভিয়ারিয়াল কিপার। শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষ ডেরায় হানা দেয় রিয়ালের স্ট্রাইকিং ফোর্স। কিন্তু নিজেদের অপরাজিত তকমা অক্ষুন্ন রাখতে সক্ষম হয় এমেরির দল।

অন্য ম্যাচে দশজনে খেলে এস্পানিওলকে ২-০ গোলে হারাল সেভিয়া। লাল কার্ড দেখেন সেভিয়ার ডিলানি।

PARADIP GHOSH

La Liga | Luis Suarez: জোড়া গোলে নায়ক সুয়ারেজ, পিছিয়ে পড়ে জয় অ্যাটলেটিকোর

গেটাফে: ১ (ওবলাক-৪৫’ (OG),  কারলেস এলেনা- ৭৪’)

অ্যাটলেটিকো মাদ্রিদ: ২ (লুইস সুয়ারেজ- ৭৮’, ৯০’)

পারাদীপ ঘোষ: নায়ক সেই লুই সুয়ারেজ (Luis Suarez)। উরুগুয়ান স্ট্রাইকারের জোড়া গোলে লা লিগায় জয়ের হাইওয়েতে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atlético Madrid)। গেটাফের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লিগ টেবলের শীর্ষে দিয়েগো সিমিওনের দল। ৬ ম‍্যাচে গতবারের চ‍্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১৪। এক ম‍্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৩। পয়েন্ট টেবলে চার ম‍্যাচে আট পয়েন্ট নিয়ে আট নম্বরে আটকে বার্সেলোনা।

চড়া মেজাজের গেটাফে বনাম অ্যাটলেটিকো ম্যাচের শুরু থেকেই ছন্দপতন। গোটা ম‍্যাচে হলুদ কার্ড দেখলেন সাত জন। ৭৪ মিনিট ভার রিভিউ দেখে গেটাফের কার্লোস অ্যালেনাকে লাল কার্ড দেখান রেফারি। ম‍্যাচের বাকি সময়টা দশজনে খেলতে হয় গেটাফেকে। সংখ‍্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে ম‍্যাচে ফেরে দিয়েগো সিমিওনের দল।

আরও পড়ুন– রাশিফল ২২ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

৭৪ মিনিটে ১০ জন হয়ে যাওয়ার পর গেটাফের পক্ষে আর সম্ভব হয়নি গোলের লকগেট ধরে রাখার। প্রথমার্ধের শেষ মিনিটে অ্যাটলেটিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল গেটাফে। ৭৮ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান লুই সুয়ারেজ। স্কোরলাইন অ্যাটলেটিকো ১, গেটাফে ১।

ম্যাচের ৯০ মিনিটের মাথায় গেটাফে রক্ষণের ভুলে আবারো গোল করে যান উরুগুয়ান তারকা। স্কোরলাইন অ্যাটলেটিকো মাদ্রিদ ২, গেটাফে ১। অ্যাটলেটিকোর জার্সিতে ৪৪ ম‍্যাচে ২২ গোল হয়ে গেল সুয়ারেজের। বার্সেলোনা ছেড়ে এসেও যে গোল করার ক্ষমতায় মরচে ধরেনি, তা ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন উরুগুয়ান গোলমেশিন। গ্রিজম্যান, কারাসকোরা ফর্মের ধারে কাছে না থাকলেও সুয়ারেজের ওপর ভরসা করেই চ‍্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও ঝলমল করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

লা লিগার অন্য ম্যাচে অতিরিক্ত সময়ে র‍্যাদামেল ফালকাওর গোলে অ্যাথলেটিক কে ২-১ গোলে হারায় রায়ো ভ‍্যালকানো। আলভারো গার্সিয়ার গোলে ম‍্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর সিসের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয়ে যায় অ্যাথলেটিক ১, রায়ো ভ‍্যালকানো ১। ম‍্যাচের শেষ মিনিটে ভ‍্যালকানোকে জয় এনে দেয় ফালকাওর গোল।

LaLiga: Real Madrid vs Valencia: ৩ মিনিটের মধ্যে জোড়া গোল, পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

#কলকাতা : পিছিয়ে পড়েও দুরন্ত জয়। রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া (Real Madrid vs Valencia) ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে আবারো লা লিগা (LaLiga) টেবিলের শীর্ষে লস ব্ল‍্যাঙ্কোস (Real Madrid)। এ যেন ৯০ মিনিটের দুরন্ত থ্রিলারে জিতল রিয়াল মাদ্রিদ ( Real Madrid Win)। ৮৫ মিনিট পর্যন্ত ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা। ৮৬ থেকে ৮৮ মিনিটে বিপক্ষের অ্যাটাকিং থার্ডে আক্রমণের ঝড় তুলে জোড়া গোল। আর তাতেই ৩ পয়েন্ট রিয়ালের  (Real Madrid)  ঝুলিতে।

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া  (Real Madrid vs Valencia) ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে লা লিগার টেবিল শীর্ষে আবারও লস ব্ল‍্যাঙ্কোস । পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমসংখ‍্যক ম‍্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ১১।

আরও পড়ুন – Snakes নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা, Dinosaursদের অবলুপ্তির পরেই কীভাবে এল সাপ

ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে তেড়ে-ফুঁড়ে শুরু করেছিল ভ্যালেন্সিয়া। ৪-৪-২ ফরমেশনে মাঝমাঠের দখল নিতে ক্যাসেমিরো, মদরিচ, ভিনিসিয়াসদের সঙ্গে সমানে টক্কর ভ‍্যালেন্সিয়ার কোরিয়া, গ্যাব্রিয়েলদের। ম্যাচের প্রথমার্ধে  স্কোরলাইন গোল শূন্য।

আরও পড়ুন –Indian Cricket Team-এ হঠাৎ বদলের জোর হাওয়া, Rohit Captain হলে Vice Captain কে ?


দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে হুগো ডুরোর করা গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ব‍্যবধান ধরে রাখতে এরপর পুরো ভ‍্যালেন্সিয়া দলটাই নেমে আসে নিজেদের রক্ষণে। এগারো জন মিলে ডিফেন্স করার মাশুল দিতে হল লা লিগা জায়েন্টদের। ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পরিবর্ত হিসেবে ইসকো, রডরিগো, জোভিককে মাঠে আনেন রিয়াল কোচ কর্লোস আনসেলোত্তি। ভ্যালেন্সিয়ার হোম গ্রাউন্ড এস্তাদিও মেসতায়া জুড়ে তখন রিয়াল  ঝড়। মদরিচ, ক‍্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, ইস্কোদের দাপটে ফুল ফুটছে এস্তাদিও মেসতায়ায়। অবশেষে ভ‍্যালেন্সিয়া ডিফেন্সের লকগেট ভেঙ্গে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে অসাধারণ গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন ১-১। দুই মিনিটের মধ্যে আবারও গোল। এবার সেই করিম বেনজেমা। স্কোরলাইন, রিয়াল মাদ্রিদ ২, ভ‍্যালেন্সিয়া ১।

চ‍্যাম্পিয়নস লিগে মিলানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর লা লিগাতেও ((LaLiga) ) জয়ের ধারা অব‍্যাহত রাখলেন কার্লোস আন্সেলোত্তির ছেলেরা। লা লিগার খেতাব দৌড়ে আপাতত বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা সেভিয়ার থেকে একধাপ এগিয়েই রইল গতবারের রানার্সরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম‍্যাচ ২৩ সেপ্টেম্বর মায়োরকার বিরুদ্ধে।

PARADIP GHOSH

La Liga | Real Madrid: নায়ক বেঞ্জেমা, পিছিয়ে পড়েও লা লিগায় দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ: ৫ ( বেঞ্জিমা- ২৪’, ৪৬’, ৮৭’, ভিনি-৫৪’, ক্যামাভিঙ্গা-৭২’)

সেল্টা ভিগো: ২ (স্যান্টি মিনা-৪’, ফ্র্যাঙ্কো সার্ভি- ৩১’)

মাদ্রিদ: লা লিগায় (La Liga) দুরন্ত জয় রিয়াল (Real Madrid) ও অ্যাটলেটিকোর (Atletico Madrid)। পিছিয়ে পড়ে জয় জোড়া মাদ্রিদের। সেল্টাকে ৫-২ গোলে হারাল রিয়াল। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদও।

২-১ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জয়। টানটান ফুটবলে রবিবার রাতে লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবলেও শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।

৫৬০ দিন পর ফুটবল ফিরল সান্তিয়াগো বার্নাব্যুতে। ২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে দুরন্ত জয় আন্সেলোত্তির রিয়ালের। ম্যাচের শুরুতেই রিয়াল ডিফেন্সের ভুলে গোল করে যান মিনা। স্কোরলাইন, সেল্টা ডি ভিগো ১ – রিয়াল মাদ্রিদ ০।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় করোনা ছড়িয়েছেন বলে অভিযোগ! এবার মুখ খুললেন রবি শাস্ত্রী

ম‍্যাচের ২৪ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)। ৩২ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে আবারো গোল হয়। এবার কার্ভি। স্কোরলাইন, সেলটা ডি ভিগো ২, রিয়াল ১। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেন লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়ররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পান বেঞ্জেমা।

আরও খবর– ভারতের সহ অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ ইয়ান চ্যাপেলের

এরপর আর সেল্টা ডি ভিগোকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়ররের গোল। স্কোর লাইন ৩-২। ক্যাসেমিরো, হ্যাজার্ডদের দুরন্ত গতি ও শিল্পের সামনে তখন বেসামাল সেল্টা। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান ক্যামাভিঙ্গা। ম‍্যাচ শেষের মিনিট তিনেক আগে দলের হয়ে পঞ্চম ও নিজের হ্যাটট্রিক সেরে নেন কারিম বেঞ্জিমা। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ৫, সেল্টা ডি ভিগো ২। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লা লিগার টেবলে এখন শীর্ষে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা এস্পানিয়ল যে এইভাবে গত বারের চ্যাম্পিয়নদের গলার কাঁটা হয়ে উঠবে, কে ভেবেছিল! ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৪০ মিনিটে টমাসের গোলে এগিয়ে যায় এস্পানিয়ল। ৭৯ মিনিটে ফেরেইরা কারাসকোর গোলে সমতায় ফেরে গ্রিজমান, সুয়ারেজরা। অতিরিক্ত সময়ের ৯ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জয়সূচক গোল লেমার। স্কোরলাইন, অ্যাটলেটিকো মাদ্রিদ ২, এস্পানিয়ল ১। চার ম্যাচে এখনও পর্যন্ত ১০ পয়েন্ট গত বারের চ্যাম্পিয়নদের।