Tag Archives: Real Madrid

Real Madrid: ৯ মিনিটেই স্বপ্ন শেষ ডর্টমুন্ডের, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

কেন রিয়াল মাদ্রিদকে বলা হয়ে ইউরোপে ক্লাব ফুটবলের রাজা, তা আরও একবার প্রমাণ করল স্প্যানিশ ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মানির ডর্টমুন্ডকে হারিয়ে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল।
কেন রিয়াল মাদ্রিদকে বলা হয়ে ইউরোপে ক্লাব ফুটবলের রাজা, তা আরও একবার প্রমাণ করল স্প্যানিশ ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মানির ডর্টমুন্ডকে হারিয়ে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল।
ওয়েম্বলিতে খেলার শুরুটা কিন্তু খারাপ করেনি জার্মান ক্লাব। একের পর এক আক্রমণ গড়ে তুলছিল তারা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও খেলায় আধিপত্য বজায় রেখেছিল বরুশিয়া ডর্টমুন্ড। সুযোগ কাজে লাগাতে পারলে ৩ গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড।
ওয়েম্বলিতে খেলার শুরুটা কিন্তু খারাপ করেনি জার্মান ক্লাব। একের পর এক আক্রমণ গড়ে তুলছিল তারা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও খেলায় আধিপত্য বজায় রেখেছিল বরুশিয়া ডর্টমুন্ড। সুযোগ কাজে লাগাতে পারলে ৩ গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড।
কিন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে খোলস ছেডডে বেরোয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৪ মিনিট থেকে ৮৩ মিনিট। মাত্র ৯ মিনিটেই জার্মান ক্লাবের যাবতীয় স্বপ্ন শেষ করে দেয় রিয়াল। প্রথমার্ধের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ডর্টমান্ডকে।
কিন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে খোলস ছেডডে বেরোয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৪ মিনিট থেকে ৮৩ মিনিট। মাত্র ৯ মিনিটেই জার্মান ক্লাবের যাবতীয় স্বপ্ন শেষ করে দেয় রিয়াল। প্রথমার্ধের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ডর্টমান্ডকে।
ম্যাচের ৭৪ মিনিটে ড্যানি কার্ভাহালের গোলে প্রথমে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৮৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালের হয়ে ব্যবধান ২-০ করেন।
ম্যাচের ৭৪ মিনিটে ড্যানি কার্ভাহালের গোলে প্রথমে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৮৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালের হয়ে ব্যবধান ২-০ করেন।
২ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার মত কোনও জায়গা ছিল না ডর্টমুন্ডের কাছে। শেষ বাঁশি বাজতেই সেলিব্রেশনে মাতেন রিয়াল। সর্বোচ্চ খেতাব জয়ের রেকর্ড আগেই ছিল তাদের দখলে। এবার ১৫ তম বারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস তৈরি করল রিয়াল মাদ্রিদ।
২ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার মত কোনও জায়গা ছিল না ডর্টমুন্ডের কাছে। শেষ বাঁশি বাজতেই সেলিব্রেশনে মাতেন রিয়াল। সর্বোচ্চ খেতাব জয়ের রেকর্ড আগেই ছিল তাদের দখলে। এবার ১৫ তম বারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস তৈরি করল রিয়াল মাদ্রিদ।

সত্য়িই কী সমকামী ইকের ক্য়াসিয়াস, মুখ খুললেন কিংবদন্তী গোলরক্ষক

‘আমি সমকামী। আশা করছি আপনারা আমাকে সম্মান করবেন।’ রবিবার বিকেলে স্পেনের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকের ক্য়াসিয়াসের ট্য়ুইটার হ্য়ান্ডেল থেকে এই পোস্ট গোটা ফুটবল বিশ্বে ঝড়। কিন্তু কেন হঠা এমন পোস্ট প্রাক্তন কিংবদন্তী গোলরক্ষকের তা নিয়ে শুরু হয় জল্পনা। তাহলে সেই কারণেই স্ত্রীর সঙ্গে ডিভোর্স, না এটা কোনও বিজ্ঞাপনী চমক। তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন।

ইকের ক্য়াসিয়াসের অ্য়াকাউন্ট থেকে এই ট্য়ুইট করার পর তাকে সমর্থন করেন একদা তার সতীর্থ কার্লোস পুয়োল। এছাড়া আরও অসংখ্য় ব্য়ক্তি সমর্থন করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকাকে। কিন্তু কিছুক্রণের মধ্য়েই সেই ট্য়ুইট ডিলিট হয়ে যাওয়ায় জল্পনা আরও বাড়ে। কেন এমনটা করলেন তারকা ফুটবলরা তা নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে তার সমকামী হওয়ার ট্য়ুইট নিয়ে মুখ খুললেন ইকের ক্য়াসিয়াস।

প্রাক্তন গোলরক্ষক জানান তার অ্য়াকাউন্ট হ্য়াক করে এই কাণ্ড ঘটনা হয়েছে। এছাড়া তার অজান্তে হ্য়াকার এই ট্য়ুইট করলেও এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইকের ক্য়াসিয়াস। ট্য়ুইটারে তিনি লিখেছেন,’আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এখন অবশ্য সব ঠিক হয়ে গিয়েছে। আমার অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি। আর অবশ্যই, এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি।’

প্রসঙ্গত, স্পেনের জার্সি গায়ে ২০১০ বিশ্বকাপ ,২০০৮ এবং ২০১২ ইউরো কাপ জিতেছেন ক্য়াসিয়াস। অধিনায়কও ছিলেন তিনি জাতীয় দলের। ২০০০-২০১৬ সালের মধ্যে স্পেনের জাতীয় দলের হয়ে ১৬৭টি ম্যাচে খেলেছেন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৭২৫ টি ম্য়াচ খেলেছেন তিনি। যা রেকর্ড। ক্লাব ফুটবলে তার ঝুলিতে রয়েছে তিনটি চ্য়াম্পিয়ন্স ট্রফি ও ৫টি লা লিগা।

Rohit Sharma, Real Madrid : ইউরোপ সেরা হওয়ার পর রোহিত শর্মাকে মাদ্রিদে আহ্বান রিয়েলের! কারণটা জানেন নাকি?

#মুম্বই: ইউরোপের সেরা ক্লাব ফুটবল প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ আবার ঘরে তুলেছে রিয়েল মাদ্রিদ। প্রচন্ড খুশি রোহিত শর্মা। অনেকেই ভাবতে পারেন রোহিত ক্রিকেটের জগতের সুপারস্টার। কার সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের কি সম্পর্ক? আসল ব্যাপারটা হচ্ছে রোহিত শর্মা ভারতে রিয়েল মাদ্রিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরও পড়ুন – Jos Buttler vs Rashid Khan : আইপিএল ফাইনালে আজ `খুনে’ বাটলারকে থামাতে গুজরাতের সেরা বাজি রশিদ খান

কয়েক বছর আগেই তাকে বেছে নেয় রিয়াল মাদ্রিদ কর্তারা। বিখ্যাত বর্ণাবিউ স্টেডিয়ামে গিয়ে অতীতে রিয়ালের খেলা দেখে এসেছেন রোহিত শর্মা। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন মাদ্রিদে ছিলেন তখন থেকেই তিনি রিয়েল ভক্ত। পরে রোনাল্ডো দল ছেড়ে দিলেও রিয়েল ছাড়া অন্য ক্লাবকে সমর্থন করেন না হিটম্যান।

প্যারিসের মাটিতে লিভারপুলকে হারিয়ে নিজেদের ১৪ তম ইউরোপ সেরা ট্রফি জয় করেছে স্পেনের বিখ্যাত ক্লাব। রোহিত সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, হালা মাদ্রিদ। স্প্যানিশ ভাষায় এই কথার মানে জয় মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ রোহিতকে ধন্যবাদ জানিয়েছে এবং সময় করে মাদ্রিদে এসে চ্যাম্পিয়নস লিগ ট্রাফিক দেখে যেতে আহ্বান জানিয়েছে।

আপাতত আইপিএল শেষ হওয়ার মুখে। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগেই বিদায় নিয়েছে। রোহিত শর্মা পরিবারের সামনে ছুটি কাটাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। তবে যাই হোক, রিয়াল মাদ্রিদ এবং রোহিতের সম্পর্ক যে কতটা মধুর তা আবার সামনে এল।

হিটম্যান জানিয়েছেন বেশিরভাগ পণ্ডিতরা এবার চ্যাম্পিয়ন হিসেবে লিভারপুলকে ধরলেও, তিনি জানতেন শেষ পর্যন্ত বাজিমাত করবে তার প্রিয় দল। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেমা, টনি ক্রুজদের সঙ্গে মাদ্রিদে গিয়ে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।

UEFA Champions League Final: লিভারপুলকে হারিয়ে ফের চ্যাম্পিয়নস লিগ জয় রিয়ালের, ফাইনালে ঘটল অবিশ্বাস্য ঘটনা!

#প্যারিস: গোটা বিশ্ব তাকিয়েছিল এই ম্যাচের দিকে। আর সেই UEFA Champions League Final-এ ফের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, তাও কিনা শুরু হল পাক্কা ৩৬ মিনিট দেরিতে! ফাইনাল শুরু হওয়ার আগে লিভারপুল (Liverpool) সমর্থকরা যখন মাঠে ঢুকছিলেন, তখনই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকী পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে পর্যন্ত হয়।

যদিও শেষমেশ লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদেরই ছাড়িয়ে গেল স্পেনের রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে ও গোলরক্ষক থিবো কুর্তোয়ার অসাধারণ দক্ষতায় ইয়র্গেন ক্লপের শিষ্যদের ১-০ ব্যবধানে হারাল কার্লো আনসেলোত্তির শিষ্যরা। অথচ পুরো ম্যাচেই একক দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। কিন্তু শেষ হাসিটা হেসেছে রিয়ালই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রিয়ালই যে সেরা দল, তা আরও একবার প্রমাণ করল তারা। কারণ এই লিগে দ্বিতীয় শীর্ষে থাকা এসি মিলান ৭টি শিরোপা জিতেছে। আর লা গ্যালাকটিকোরা ২০১৮ সালের পর ফের ট্রফির স্বাদ পেল। এর আগে ১৯৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬৬ (ইউরোপিয়ান কাপ), ৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬ ও ২০১৮ (চ্যাম্পিয়নস লিগ নাম করণের পর) জিতেছিল। অপরদিকে ২০১৯ সালের পর সপ্তম শিরোপা জেতা হল না লিভারপুলের।

একমাত্র কোচ হিসেবে ৪টি চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড গড়লেন আনসেলোত্তি। আর চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫টি গোল করেছেন রিয়ালের করিম বেনজেমা। এদিন দর্শক-সমর্থকদের মাঠের বাইরের বিশৃঙ্খলার কারণে ৩৬ মিনিট পর ম্যাচটি শুরু হয়। তবে ম্যাচে ভিনি গোল দিলেও জয়ের মূল নায়ক রিয়ালের গোলরক্ষক কুর্তোয়া। কারণ তাঁর ৯টি সেভই বদলে দেয় ম্যাচের রং।

আরও পড়ুন: তৃণমূলের ঝান্ডা নিয়ে ঠিকাদারি করা যাবে না, হলদিয়া থেকে চরম হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার প্যারিসের স্তাদে দে ফ্রান্সে ম্যাচের প্রথম ১০ মিনিট দু’দল সমান তালে খেলেছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। আর এই আক্রমণ চলে প্রথমার্ধের শেষ অবধি। গোলের সুযোগ পেলেও অবশ্য তা কাজে লাগাতে পারেনি তাঁরা। খেলার ১৬ মিনিটে প্রথম সুযোগটি পান মোহামেদ সালাহ। তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর থিয়াগো আলকান্ত্রাও গোল মিস করেন। কিন্তু পরের মিনিটেই সালাহ গোলের জন্য শট নিলেও তা ছিল দূর্বল, যা রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া।

আরও পড়ুন: ভয়কে জয় করতে চেয়েছিলেন, সিয়াচেনে পৌঁছনোই হল না খড়্গপুরের বাপ্পার

২০তম মিনিটে ট্রেন্ট আর আলেক্সান্ডার-আর্নল্ডের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। তবে সবচেয়ে বড় সুযোগটি আসে পরের মিনিটেই। সাদিও মানের জোড়াল শট পোস্টে বাধা পড়ে। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে লিভারপুল। যেখানে লুইস দিয়াসের প্রচেষ্টা ব্যর্থ করেন দেন রিয়াল ডিফেন্ডার কারবাহাল। ৫৫তম মিনিটে ফের বঞ্চিত হয় দলটি। এবার আর্নল্ডের ক্রস ছুঁতে পারেননি থিয়াগো। ৩ মিনিট পের সালাহ মিস করেন। তবে ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ফেদে ভালভার্দের দূরের ক্রস থেকে ব্রাজিলিয়ান ভিনি ডান পায়ের আলতো টোকায় আলিসনকে পরাস্থ করেন। আনন্দের ভাসে রিয়াল শিবির। সেই এক গোলের ব্যবধানই শেষ পর্যন্ত ধরে রাখে রিয়াল।

Champions League 2020-21: Shakhtar-র বিরুদ্ধে ধামাল জয়, চ্যাম্পিয়ন্স লিগে ৫-০ গোলে জিতল Real Madrid

#কিয়েভ:  চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2021-22) জোরালো কামব্যাক রিয়েল মাদ্রিদের (Real Madrid) ৷ শাখতার দোনেক্সের বিরুদ্ধে ৫-০ গোলে ম্যাচ জিতলেন বেঞ্জিমারা৷ এদিনের রাতে ফুটবল (Football) পায়ে মাঠ দাপাল স্প্যানিশ জায়ন্টরা৷ কার্লো আনসেলোত্তির রিয়েল মাদ্রিদ শেরিফের কাছে হঠাৎ হেরে যাওয়ায় রিয়েল মাদ্রিদ ফ্যানরা চমকে গিয়েছিলেন কিন্তু এদিন আর কোনও ভুলচুক হয়নি৷ শাখতার দোনেক্সের (Shakhtar Donetsk vs  Real Madrid) বিরুদ্ধে ৫-০ গোলে জিতল  রিয়েল মাদ্রিদ৷

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League 2021-22) শুরুর দিকে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে৷ আগের মরশুমেই শাখতার দোনেক্সের বিরুদ্ধে রিয়েল মাদ্রিদ হেরে গিয়েছিল৷ ফলে কেউই ম্যাচ হেভিওয়েট হিসেবে শুরু করেনি৷ কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই ম্যাচ থেকে হারিয়ে গেছে শাখতার দোনেক্স (Shakhtar Donetsk vs  Real Madrid)৷ আর ম্যাচ ধার জমিয়েছে রিয়েল মাদ্রিদ৷ রিয়েলের হয়ে এদিন নজর কেড়ে নেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেঞ্জিমা৷

আরও পড়ুন- ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি-র এক নম্বর দল ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা কোথায়, জানুন দল

শাখতার দোনেক্সের রক্ষণের ছিদ্র দিয়ে বড় বড় আক্রমণ শানায় রিয়েল মাদ্রিদ৷ খেলার ৩৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন কিরিভস্তভ৷ ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা৷

দেখে নিন খেলার ম্যাচের ভিডিও

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের গতি আরও বাড়ায় রিয়েল মাদ্রিদ৷ ৫১ মিনিটে গোল করেন ভিনিয়াস জুনিয়ার৷ ৫৬ মিনিটে নিজের নামের পাশে আরও একটি গোল লিখে নেন৷

৬৪ মিনিটে রিয়েল মাদ্রিদের হয়ে গোল করেন রড্রিগো৷ সংযুক্তি সময়ে করিম বেঞ্জিমা গোল করে যান৷

La Liga: সাবমেরিনের ধাক্কায় থমকে গেল লস ব্ল‍্যাঙ্কোসদের দৌড়,  La Liga-য় গোলশূন্য ড্র Real Madrid

রিয়েল মাদ্রিদ (০)- ভিয়ারিয়েল (০)

# কলকাতা : দুরন্ত ছন্দে থাকা করিম বেনজিমা চেনা ফর্মের ধারে কাছে ছিলেন না। মায়োরকার বিরুদ্ধে হ্যাটট্রিক করা মার্কো আসেন্সিও ছাপ ফেলতে ব্যর্থ। মাঝমাঠে ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকা মদ্রিচ চেষ্টা করলেন বটে কিন্তু দিনটাই যে রিয়াল মাদ্রিদের ছিল না।

লা লিগার সপ্তম ম্যাচে এসে ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা। ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোলশূন্য ড্র। ৭ ম‍্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এদিন প্রথম অর্ধে থাকলেন মিইয়ে থাকলেন মিলিতাও, ক্যাসেমিরো, করিম বেনজেমারা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে ইসকো, হ‍্যাজার্ড, কামাভিঙ্গাকে মাঠে নামান কোচ কার্লোস আন্সেলোত্তি। তাতে ভিয়ারিয়াল ডিফেন্সে রিয়ালের চাপ তৈরি হল বটে, কিন্তু গোলের লকগেট খুলতে ব্যর্থ লস ব্লাঙ্কোসরা। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ০, ভিয়ারিয়াল ০।

আরও পড়ুন- বিশাল Solar Storm পৃথিবীতে আছড়ে পড়তে পারে, গ্লোবাল Internet Black Out-র আতঙ্কে প্রহর গুনছে দুনিয়া

শনিবার ঘরের মাঠে শেষ মিনিট পর্যন্ত গোলের সন্ধানে ঝাঁপায় বেঞ্জেমারা। প্রথম অর্ধে ভিয়ারিয়ালের মাঝমাঠে আটকে যান ক‍্যসেমিরো, অ্যাসেন্সিওরা। ইস্কো, হ‍্যাজার্ডরা পরিবর্ত হিসেবে আসার পর দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এমেরির দল। ১৩ মিনিটে দাঞ্জুমার শট বাঁচায় রিয়াল কিপার কুর্তোয়া। ২১ মিনিটে বেঞ্জেমার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে বক্সের মধ্যে নাচোকে কড়া ট্যাকল করে আলবিওল। আন্সেলোত্তির দলের পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি।

আরও পড়ুন – Jobs: AIIMS-এ প্রচুর পদে প্রফেসর নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

দ্বিতীয়ার্ধে রডরিগোর পরিবর্তে কামাভিঙ্গাকে নামান আন্সেলোত্তি। ঝাঁঝ বাড়ে রিয়ালের আক্রমণের। অ্যাসেন্সিওর ফ্রিকিক থেকে মিলিতাওর হেড একটুর জন্য গোলের বাইরে যায়। বিরতির পরও প্রথম ১৫ মিনিট রিয়ালকে টক্কর দেয় ভিয়ারিয়াল। ৫৫ এবং ৫৭ মিনিটে দলকে বাঁচায় কুর্তোয়া। তবে ম্যাচের শেষ ৩০ মিনিট লস ব্লাঙ্কোসদের। বেঞ্জেমা-অ্যাসেন্সিও-ইস্কো ত্রয়ীর আক্রমণে নাজেহাল হয়ে যায় ভিয়ারিয়াল ডিফেন্স। ৮৩ মিনিট হ্যাজার্ডের ক্রস থেকে ইস্কোর হেড গোললাইন থেকে ফেরত পাঠায় ভিয়ারিয়াল কিপার। শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষ ডেরায় হানা দেয় রিয়ালের স্ট্রাইকিং ফোর্স। কিন্তু নিজেদের অপরাজিত তকমা অক্ষুন্ন রাখতে সক্ষম হয় এমেরির দল।

অন্য ম্যাচে দশজনে খেলে এস্পানিওলকে ২-০ গোলে হারাল সেভিয়া। লাল কার্ড দেখেন সেভিয়ার ডিলানি।

PARADIP GHOSH

LaLiga: Real Madrid vs Valencia: ৩ মিনিটের মধ্যে জোড়া গোল, পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

#কলকাতা : পিছিয়ে পড়েও দুরন্ত জয়। রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া (Real Madrid vs Valencia) ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে আবারো লা লিগা (LaLiga) টেবিলের শীর্ষে লস ব্ল‍্যাঙ্কোস (Real Madrid)। এ যেন ৯০ মিনিটের দুরন্ত থ্রিলারে জিতল রিয়াল মাদ্রিদ ( Real Madrid Win)। ৮৫ মিনিট পর্যন্ত ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা। ৮৬ থেকে ৮৮ মিনিটে বিপক্ষের অ্যাটাকিং থার্ডে আক্রমণের ঝড় তুলে জোড়া গোল। আর তাতেই ৩ পয়েন্ট রিয়ালের  (Real Madrid)  ঝুলিতে।

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া  (Real Madrid vs Valencia) ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে লা লিগার টেবিল শীর্ষে আবারও লস ব্ল‍্যাঙ্কোস । পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমসংখ‍্যক ম‍্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ১১।

আরও পড়ুন – Snakes নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা, Dinosaursদের অবলুপ্তির পরেই কীভাবে এল সাপ

ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে তেড়ে-ফুঁড়ে শুরু করেছিল ভ্যালেন্সিয়া। ৪-৪-২ ফরমেশনে মাঝমাঠের দখল নিতে ক্যাসেমিরো, মদরিচ, ভিনিসিয়াসদের সঙ্গে সমানে টক্কর ভ‍্যালেন্সিয়ার কোরিয়া, গ্যাব্রিয়েলদের। ম্যাচের প্রথমার্ধে  স্কোরলাইন গোল শূন্য।

আরও পড়ুন –Indian Cricket Team-এ হঠাৎ বদলের জোর হাওয়া, Rohit Captain হলে Vice Captain কে ?


দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে হুগো ডুরোর করা গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ব‍্যবধান ধরে রাখতে এরপর পুরো ভ‍্যালেন্সিয়া দলটাই নেমে আসে নিজেদের রক্ষণে। এগারো জন মিলে ডিফেন্স করার মাশুল দিতে হল লা লিগা জায়েন্টদের। ম‍্যাচে ০-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পরিবর্ত হিসেবে ইসকো, রডরিগো, জোভিককে মাঠে আনেন রিয়াল কোচ কর্লোস আনসেলোত্তি। ভ্যালেন্সিয়ার হোম গ্রাউন্ড এস্তাদিও মেসতায়া জুড়ে তখন রিয়াল  ঝড়। মদরিচ, ক‍্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, ইস্কোদের দাপটে ফুল ফুটছে এস্তাদিও মেসতায়ায়। অবশেষে ভ‍্যালেন্সিয়া ডিফেন্সের লকগেট ভেঙ্গে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে অসাধারণ গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন ১-১। দুই মিনিটের মধ্যে আবারও গোল। এবার সেই করিম বেনজেমা। স্কোরলাইন, রিয়াল মাদ্রিদ ২, ভ‍্যালেন্সিয়া ১।

চ‍্যাম্পিয়নস লিগে মিলানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর লা লিগাতেও ((LaLiga) ) জয়ের ধারা অব‍্যাহত রাখলেন কার্লোস আন্সেলোত্তির ছেলেরা। লা লিগার খেতাব দৌড়ে আপাতত বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা সেভিয়ার থেকে একধাপ এগিয়েই রইল গতবারের রানার্সরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম‍্যাচ ২৩ সেপ্টেম্বর মায়োরকার বিরুদ্ধে।

PARADIP GHOSH

La Liga | Real Madrid: নায়ক বেঞ্জেমা, পিছিয়ে পড়েও লা লিগায় দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ: ৫ ( বেঞ্জিমা- ২৪’, ৪৬’, ৮৭’, ভিনি-৫৪’, ক্যামাভিঙ্গা-৭২’)

সেল্টা ভিগো: ২ (স্যান্টি মিনা-৪’, ফ্র্যাঙ্কো সার্ভি- ৩১’)

মাদ্রিদ: লা লিগায় (La Liga) দুরন্ত জয় রিয়াল (Real Madrid) ও অ্যাটলেটিকোর (Atletico Madrid)। পিছিয়ে পড়ে জয় জোড়া মাদ্রিদের। সেল্টাকে ৫-২ গোলে হারাল রিয়াল। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদও।

২-১ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জয়। টানটান ফুটবলে রবিবার রাতে লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবলেও শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।

৫৬০ দিন পর ফুটবল ফিরল সান্তিয়াগো বার্নাব্যুতে। ২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে দুরন্ত জয় আন্সেলোত্তির রিয়ালের। ম্যাচের শুরুতেই রিয়াল ডিফেন্সের ভুলে গোল করে যান মিনা। স্কোরলাইন, সেল্টা ডি ভিগো ১ – রিয়াল মাদ্রিদ ০।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় করোনা ছড়িয়েছেন বলে অভিযোগ! এবার মুখ খুললেন রবি শাস্ত্রী

ম‍্যাচের ২৪ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)। ৩২ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে আবারো গোল হয়। এবার কার্ভি। স্কোরলাইন, সেলটা ডি ভিগো ২, রিয়াল ১। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেন লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়ররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পান বেঞ্জেমা।

আরও খবর– ভারতের সহ অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ ইয়ান চ্যাপেলের

এরপর আর সেল্টা ডি ভিগোকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়ররের গোল। স্কোর লাইন ৩-২। ক্যাসেমিরো, হ্যাজার্ডদের দুরন্ত গতি ও শিল্পের সামনে তখন বেসামাল সেল্টা। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান ক্যামাভিঙ্গা। ম‍্যাচ শেষের মিনিট তিনেক আগে দলের হয়ে পঞ্চম ও নিজের হ্যাটট্রিক সেরে নেন কারিম বেঞ্জিমা। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ৫, সেল্টা ডি ভিগো ২। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লা লিগার টেবলে এখন শীর্ষে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা এস্পানিয়ল যে এইভাবে গত বারের চ্যাম্পিয়নদের গলার কাঁটা হয়ে উঠবে, কে ভেবেছিল! ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৪০ মিনিটে টমাসের গোলে এগিয়ে যায় এস্পানিয়ল। ৭৯ মিনিটে ফেরেইরা কারাসকোর গোলে সমতায় ফেরে গ্রিজমান, সুয়ারেজরা। অতিরিক্ত সময়ের ৯ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জয়সূচক গোল লেমার। স্কোরলাইন, অ্যাটলেটিকো মাদ্রিদ ২, এস্পানিয়ল ১। চার ম্যাচে এখনও পর্যন্ত ১০ পয়েন্ট গত বারের চ্যাম্পিয়নদের।