Tag Archives: Barcelona

East Bengal: মেসির সঙ্গে বার্সায় খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে, আরও শক্তি বাড়ল লাল-হলুদের

কলকাতা: লিওনেল মেসির সঙ্গে একসময় বার্সেলোনায় খেলা খেলোয়ার আসতে চলেছে ইস্টবেঙ্গলে। সেই খবর জানা গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার হয়ে গেল সরকারি ঘোষণা। ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রেস বিবৃতির মাধ্যমে স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের ক্লাবে যোগ দেওয়ার কথা জানানো হয়।

বার্সেলোনার স্বর্ণযুগে মেসি-পিকে-ইনিয়েস্তা-জাভি-পুওলদের সঙ্গে খেলেছেন ভিক্টর ভ্যাসকোয়েজ। খেলেছেন মেসির বর্তমান লিগ মেজর সকার লিগের ক্লাবেও। শুধু মাঝমাঠের দক্ষতা নয়, প্রয়োজনে নেমে রক্ষণ সামাল দেওয়া থেকে, গোল করা সব বিষয়েই পারদর্শী এই স্প্যানিশ মিডিও। ভিক্টর ভ্যাসকোয়েজে দলে যোগ দেওয়ায় খুশি ক্লাব কর্তা থেকে কোচ কার্লোস কুয়াদ্রাত, ফ্যানেরা সকলেই।

নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি স্প্যানিশ মিডফিল্ডারও। তিনি জানিয়েছেন,?আমি খুব খুশি ইস্টবেঙ্গলের মতো এক জনপ্রিয় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি এই ক্লাবের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই ক্লাবের ফ্যানেরা কতটা কতটা দলকে ও ফুটবলারদের ভালবাসে তাও জেনেছি। আমি মাঠে নামার জন্য ও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।?

আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: শনিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি, কোথায় মিলবে টিকিট? দাম কত? রইল সব তথ্য

খুব শীঘ্রই কলকাতায় পা রাখবেন লাল-হলুদের নতুন বিদেশী। সুপার কাপ জয়ের পর দলটাপ শরীরী ভাষাই পাল্টে গিয়েছে। এবার সামনে রয়েছে আইএসএল ও এএফসির মত কঠিন লড়াই। তার আগে ভিক্টর ভ্যাসকোয়েজের মত সৃজনশীল ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

অবিকল যেন মেসির ঝলক পায়ে, তরুণ আর্জেন্টাইন প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার কিংবদন্তিরা

#বার্সেলোনা: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি বার্সিলোনার ক্লাবে খেলে যাওয়া অন্যতম সেরা ফুটবলার বলে মনে করা হয়। ২০২১ এ বার্সিলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সাত বারের ব্যালন ডি অর বিজেতা মেসি বার্সিলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। স্প্যানিশ ক্লাবের হয়ে তিনি যেমন ক্লাবকে অনেক সম্মান এনে দিয়েছেন , তেমন নিজেও অনেক সম্মান পেয়েছেন।

২০ বছরেরও বেশি সময় বার্সিলোনার হয়ে খেলেছেন মেসি। এল এম টেনের বার্সিলোনা ছাড়ার পর স্প্যানিশ ক্লাব বেশ কিছুদিন তার অভাব বোধ করেছে, দলের পারফরম্যান্সও আশানূরুপ হয়নি।। কিন্তু জাভি হার্নান্দেজ দলের দায়িত্ব নেওয়ার পর ও বেশ কয়েকজন ম্যাচ জেতানো ক্ষমতাবাহী ফুটবলার আশার পর ঘুরে দাঁড়িয়েছে এই ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাব।

আরও পড়ুন – ‘পৃথিবীর সেরা ব্যাটসম্যান আমি, কোহলি দ্বিতীয়’, অবাক দাবি করে ভাইরাল পাক ব্যাটার

এই মরসুমে মাত্র একজন ফুটবলারকেই সই করিয়েছে বার্সিলোনা। তিনি হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস রোমান। ১৮ বছর বয়সী এই প্রতিশ্রুতিমান ফরোয়ার্ড আর্জেন্টাইন ক্লাব ফেরোর থেকে বার্সিলোনার রিজার্ভ দল বারকা এতলেতিক দলে যোগ দিয়েছেন। এই দল স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল লিগে খেলবে। লুকাস রোমানকে নিয়ে বার্সিলোনা টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

ফেরো ক্লাবের সভাপতি ড্যানিয়েল পানদলফি স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বার্সিলোনার তরফে তাকে জানানো হয়েছে, লুকাস রোমান তাদের মেসিকে মনে করিয়ে দিচ্ছে। তিনি বলেন, তারা আমায় জানিয়েছে, এই ১৮ বছরের ফুটবলারের মধ্যে এমন কিছু তারা দেখেছে , যা লিওনেল মেসির কথা তাদের মনে করাচ্ছে।

বার্সা সমর্থক জানান, তার সঙ্গে মেসির তুলনা করার কোনো প্রয়োজন নেই, তাকে নিজের কেরিয়ার বানাতে দাও, অনবরত তুলনা করা হতে থাকলে তার পক্ষে ভালো হবে না। মেসির মত প্রতিভাকে একজন মানুষ তার জীবনে একবারই দেখতে পান। একটাই মেসি হয়, যেমন করে একটাই পেলে, একটাই মারাদোনা, একটাই ক্রুফ, একটাই মদ্রিচ, একটাই সিআরসেভেন।

লুকাসের বা পায়ের কন্ট্রোল নিয়ে ইতিমধ্যেই বড় বয়ান দিয়েছেন বুসকেটস। মেসির প্রাক্তন সতীর্থ মনে করেন লুকাস দুটো বছর নিজেকে মানিয়ে নিতে পারলে স্প্যানিশ ফুটবলে নতুন ঝড় তুলবে।

নাইট ক্লাবে মহিলার সঙ্গে নোংরামি প্রমাণিত! যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার নেইমারের বন্ধু

#বার্সেলোনা: বার্সেলোনা ফুটবল ক্লাবের সোনালী সময়ের ফুটবলার ছিলেন তিনি। ব্রাজিল জাতীয় দলেও খেলে গিয়েছেন দীর্ঘদিন ধরে। এবারের কাতার বিশ্বকাপে ছিলেন ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার। যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলের ফুটবলার দানি আলভেস। বার্সেলনার একটি নাইট ক্লাবে গত ডিসেম্বরে এক মহিলাকে সে যৌন হেনস্থা করে বলে পুলিশ জানিয়েছে।

তাকে জিজ্ঞাসাবয়দের জন্য বার্সেলোনা পুলিশ স্টেশনে ডাকা হয় এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়। ক্যাটালোওনিয়ার আঞ্চলিক পুলিশ ফোর্স এর মুখপাত্র জানিয়েছেন এরপর কোর্টে তাকে পেশ করা হবে। চলতি মাসের দু তারিখে এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানায় যে ড্যানি আলভেজ তাকে শারীরিকভাবে নিগ্রহ করে।

আরও পড়ুন – জসপ্রীত বুমরাহর ক্যারিয়ার কী শেষ? নাকি ফিরবেন বিশ্বকাপে? জেনে নিন সত্যিটা

স্পেনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই যৌন হেনস্থার ঘটনা বার্সেলোনার একটি নাইট ক্লাবে গত ৩০ ডিসেম্বর রাতে ঘটে। আলভেজ অবশ্য সেদিন রাতে নাইট ক্লাবে থাকার কথা স্বীকার করলেও স্পেনের একটি গণমাধ্যমে জানান যে, তিনি আগে ওই মহিলাকে কখনোই দেখেননি।

প্রাক্তন বার্সেলোনা এবং জুভেন্টাস খেলোয়ার, আলভেজ জানিয়েছেন, তিনি সেখানে আরও অনেকের সঙ্গে মজা করছিলেন সবাই জানে যে তিনি নাচতে ভালোবাসেন সুন্দর সময় কাটাতে চান কিন্তু অন্যকে বিরক্ত না করে। বর্তমানে মেক্সিকান আউটফিট পুমা উনাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলভেস ফুটবল বিশ্বকাপের পর বার্সেলোনাতে ছুটি কাটাতে গিয়েছিলেন।

উল্লেখ্য, বার্সেলোনার আদালত সম্প্রতি জানিয়েছিল যে এক ফুটবলারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের বিরুদ্ধে তারা তদন্ত চালাচ্ছে। দনির স্ত্রী জোয়ানা সানস জানিয়েছেন ব্রাজিলের ফুটবলার এরকম করতেই পারেন না। তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এসব সস্তায় নাম কামানোর চেষ্টা। তবে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ অন্য কথা বলছে।

Barcelona beat Espanyol : কোচিং জীবনের দ্বিতীয় ইনিংসে বার্সেলোনাকে জিতিয়ে শুরু করলেন জাভি

বার্সেলোনা -১
এস্পানিয়ল -০

#বার্সেলোনা: ঘরের ছেলে ঘরে ফিরতেই জয় পেল বার্সেলোনা। সৌভাগ্য নিয়ে এসেছেন বলা যেতে পারে। নিয়ে এসেছেন দায়বদ্ধতা। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের সাফল্য পেয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এবার প্রিয় ক্লাবের কঠিন সময়ে কোচ হিসেবে নতুন পরিচয়ে এসেছেন তিনি। জাভির নতুন অধ্যায়ের প্রথম ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

আরও পড়ুন -Australian Open vaccination : অস্ট্রেলিয়ান সরকারের ভ্যাকসিনের নীতি নিয়ে বিরক্ত জোকোভিচ, নাও খেলতে যেতে পারেন

পেনাল্টি থেকে গোলটি করেছেন মেমফিস ডিপাই। স্প্যানিশ লা লিগায় চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সা। পরপর দুই হারের পর দুই ড্র করে পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছিল তারা। এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিতেও পুরো নব্বই মিনিটে অন্তত ১৬টি শট করেছে বার্সা। যার ছটি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোল হয়েছে মাত্র একটি।

অন্যদিকে ১২ শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখেও গোল পায়নি এস্পানিওল। তাদের দুটি শট আবার প্রতিহত হয়েছে বার পোস্টে। স্প্যানিশ লিগে পরপর চার ম্যাচে জয়হীন, চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কা- সব মিলিয়ে ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে বার্সার কোচ রোনাল্ড কোম্যানকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে গত ৬ নভেম্বর ঘোষণা করা হয় জাভির নাম। তবে আন্তর্জাতিক বিরতির কারণে সপ্তাহ দুয়েক পর প্রথমবার ডাগআউটে দাঁড়ালেন তিনি।

শনিবার রাতে বার্সার কোচের জন্য ‘জাভি, জাভি’ স্লোগানে মেতেছিলেন ক্যাম্প নুয়ে থাকা ৭৪ হাজারের বেশি দর্শক। যা শেষ ম্যাচের প্রায় দ্বিগুণ দর্শকের রেকর্ড। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচটিতে বেশ উজ্জীবিত ফুটবলই খেলেছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই এস্পানিওলের রক্ষণে একের পর এক আক্রমণ করেছে তারা। তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৮ মিনিট পর্যন্ত।

পেনাল্টি পেয়ে সেটিতে গোল দিতে ভুল করেননি মেমফিস। এরপর ৬১ মিনিটের সময় আরও একবার জালের ঠিকানা খুঁজে পেয়েছিল বার্সা। কিন্তু ফ্রেংকি ডি ইয়ংয়ের করা সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এই জয়ের পর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। জাভি জানিয়েছেন তিনি যে ধরনের ফুটবল খেলানোর চেষ্টা করছেন, সেটা রপ্ত করতে একটু সময় লাগবে ছেলেদের। বার্সিলোনার সোনার সময় তিনি ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার।

Barcelona vs Dynamo Kyiv preview : দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বার্সেলোনার কঠিন লড়াই আজ কিয়েভের বিরুদ্ধে

#কিয়েভ: লিও মেসি ক্লাব ছেড়েছেন। ছেড়েছেন লুইস সুয়ারেজ। এরপর থেকেই বার্সেলোনা সর্মথকরা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিলেন। বার্সেলোনার শনির দশা কোনওমতেই কাটছে না। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি খুইয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। দায়িত্ব সামলাচ্ছেন অম্তবর্তীকালীন কোচ সের্গে বারহুয়ান। তা সত্ত্বেও দলের হাল ফেরেনি। গত ম্যাচে আলাভেসের মতো দুর্বল প্রতিপক্ষের কাছেও আটকে গিয়েছে কাতালন ক্লাবটি। লা লিগা পয়েন্ট টেবিলে নবম স্থানে ধুঁকছে তারা।

আরও পড়ুন – Messi vs Leipzig UCL : লেইপজিগের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে চোটে কাহিল মেসিকে ছাড়াই নামবে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগেও তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছেন সের্গিও বুস্কেতসরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-ই’র লড়াইয়ে ডায়নামো কিয়েভের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালেই গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাদের। যা গত দু’দশকে হয়নি। তবে ঘরের মাঠে ক’দিন আগেই এই ডায়নামো কিয়েভকে হারিয়েছিল বার্সেলোনা। সেই আত্মবিশ্বাসই এই ম্যাচে ভরসা জোগাচ্ছে মেম্ফিস ডিপেদের।

তবে এই ম্যাচে নামার আগে বার্সেলোনার সবচেয়ে চিন্তার কারণ চোট সমস্যা। অনিশ্চিত মার্টিন ব্রেথওয়েট, পেদ্রি, সের্গি রবার্তো। খেলতে পারবেন না জেরার্ড পিকে ও সের্গিও আগুয়েরো। ভাঙাচোরা দল নিয়েই তাই ডায়নামো কিয়েভের চ্যালেঞ্জ সামলাতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। পক্ষান্তরে, ডায়নামো কিয়েভের অবস্থা আরও খারাপ। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলে সবার শেষে রয়েছে তারা। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় গোলের মুখ খুলতে পারেনি ইউক্রেনের ক্লাবটি।

তা সত্ত্বেও পচা শামুকে পা কাটতে দিতে নারাজ বার্সেলোনা। গ্রুপ-ই’র অপর ম্যাচে ঩ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। ধারাবাহিকতা বজায় রাখাই এখন লক্ষ্য তাদের। উল্লেখ্য, চলতি মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে জার্মান জায়ান্টরা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বুন্দেশলিগাতেও শীর্ষে রয়েছে তারা।

তবে গত সপ্তাহে মনচেনগ্লাডবাখ সবাইকে দেখিয়ে দিয়েছে, এই বায়ার্নকেও হারানো সম্ভব। জার্মান কাপে রবার্ট লিওয়ানডস্কিদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল তারা। তবে অপেক্ষাকৃত দুর্বল বেনফিকা স্বপ্নেও এমনটা ভাবছে না বলেই বিশেষজ্ঞদের ধারণা। বার্সেলোনাকে জয় এনে দেওয়ার দায়িত্ব থাকবে অনসু ফাটি, গাভী, দেস্টদের ওপর।

Sergio Aguero Chest Pain : বার্সেলোনার জার্সিতে খেলতে খেলতেই বুকের ব্যথায় শুয়ে পড়লেন আগুয়েরো ! ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

#বার্সেলোনা: নিজের সেরা সময় অনেকটাই পেছনে ফেলে এসেছেন তিনি। মারাদোনার জামাই সের্হিও আগুয়েরো নিজের কপালকে দুষতেই পারেন! শনিবার ছিল শশুর দিয়েগো মারাদোনার জন্মদিন। প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন না করে বার্সেলোনায় গিয়েছিলেন। সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই বার্সা থেকে বিদায় নেন মেসি। সিটি ছাড়লেন যখন, তখনই বিভিন্ন চোটে পর্যুদস্ত ছিলেন।

আরও পড়ুন – Shane Warne T20 World Cup prediction : সেমিফাইনাল এবং ফাইনালে কোন দল উঠবে, বেছে নিলেন ওয়ার্ন

বার্সায় যোগ দেওয়ার পরও দুই মাস চোটের কারণে মাঠে নামতে পারেননি। চোট থেকে ফিরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহেই গোল করেছিলেন, যার পুরস্কার পেয়েছিলেন আলাভেসের বিপক্ষে গত ম্যাচে, মূল একাদশে সুযোগ পেয়ে। মূল একাদশে সুযোগ পাওয়ার আনন্দ আর বেশিক্ষণ উদ্‌যাপন করতে পারলেন কোথায়! মাত্র ৪০ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। চিন্তা বাড়িয়েছে আগুয়েরোর বের হয়ে যাওয়ার কারণ। আশঙ্কা করা হচ্ছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ মাঠে পড়ে যান আগুয়েরো। বোঝা যাচ্ছিল, মাথা ঝিমঝিম করছে তাঁর, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে বসেছিলেন আগুয়েরো। বারবার বুকের দিকে ইঙ্গিত করছিলেন। পরে তাঁর জায়গায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনিওকে মাঠে নামানো হয়। মাঠ ছাড়ার সময় বোঝা যাচ্ছিল, অনেক কষ্টে চোখের জল আটকে রেখেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। পরে আগুয়েরোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুকের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগুয়েরোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আগুয়েরোর হৃৎস্পন্দনের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট বেশি ছিল; যদিও হাসপাতালে নেওয়ার পর সে সমস্যা ঠিক হয়ে গেছে বলে জানা গেছে।

পরে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার ভারপ্রাপ্ত কোচ সের্হিও বারহুয়ান বলেন, ‘আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও আমাকে বলল, ওর মাথা ঝিমঝিম করছে। তারপর ওর কী হয়েছে, এটা জানার জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না আমি।’ জানা গেছে, আগুয়েরোর এ সমস্যা নতুন নয়। ১২ বছর বয়স থেকেই এ সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুয়েরো এখন স্থিতিশীল। তবে দুদিন তাকে হাসপাতালে রাখা হবে পর্যবেক্ষণের জন্য।

নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!

#নয়াদিল্লি: বার্সেলোনা (Barcelona) ফ্যানদের আশায় জল৷ এ মরশুম তো নয়ই ২০২৫ অবধি পিএসজি-র (PSG) জার্সিতেই খেলবেন নেইমার (Neymar) ৷ এ মরশুমের ট্রান্সফার উইন্ডোর সময় জোর গুঞ্জন ছিল এবার হয়ত নিজের পুরনো দলে ফিরতে পারেন তিনি৷ ফরাসি লিগের এক নম্বর দলের সঙ্গে নিজের চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছেন৷ আর তারই ফলশ্রুতি হল ব্রাজিলীয় (Brazil) তারকা ক্যাটালন জায়েন্টে ফেরত না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই খেলবেন৷

ন্যু ক্যাম্পে নেইমারের যাওয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল৷ কিন্তু নেইমার ফরাসি দলেই তাঁর ভবিষ্যত সিল করে নিলেন৷ ২৯ বছরের নেইমার যে ডিল সাইন করেছেন তাতে ২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷

 

পিএসজি তে থাকা নেইমার যা বলেছেন, ‘‘ আমি  প্যারিস সেন্ট জার্মেইনে (Paris Saint-Germain)-র সঙ্গে নিজের সম্পর্ক জারি রাখতে পেরে খুব খুশি৷ আমি প্যারিসে ভালো আছি৷ এই দলের সঙ্গী হতে পেরে খুশি৷ আমাদের কোচ দারুণ৷ এই ক্লাবের ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে৷ এটা থেকেই আমি বিশ্বাস করি আমাদের জন্য আরও বড় প্রজেক্ট রয়েছে৷ আমি এখন একজন ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে৷ আমি তাই এখানে চুক্তি বাড়াতে পেরে খুশি, আশা করি আরও অনেক ট্রফি জিততে পারব৷ ’’

এদিকে পিএসজি নাকি জোরকদমে লিওনেল মেসিকে (Lionel Messi) সই করানোর চেষ্টা করছে৷ কারণ এ মরশুমে তিনি ফ্রি প্লেয়ার হচ্ছেন ৷ তবে বার্সা আশাবাদী তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে পারবে৷

নেইমারকে পাওয়ার জন্য এ মরশুমে বার্সা দারুণ চেষ্টা করেছিল৷ তাদের নিজেদের অ্যাটাকিং ফোর্সের নিয়মিত মেমফিস ডিপে, সার্জেই অ্যাগুয়েরো, আর্লিং হ্যালান্ডের সঙ্গে৷

বার্সা ছাড়তে চান লিওনেল মেসি, ‘প্রস্তাব’ দিল কেকেআর

#কলকাতা: বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি৷ এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবল প্রেমীদের আগ্রহের বিষয় একটিই৷ শেষ পর্যন্ত সত্যিই মেসি বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কোন ক্লাবে যাবেন? আর বিশ্ব ফুটবলের প্রথম সারিতে থাকা তাবড় ক্লাবগুলি যে ফুটবলের রাজপুত্রকে পেতে ঝাঁপাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ তাই বলে মেসিকে দলে টানতে আগ্রহী কেকেআর?

হ্যাঁ, ট্যুইটারে বার্সা তারকাকে তাদের বেগুনি-সোনালি জার্সি পরার প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স৷ তবে গোটা বিষয়টিই করা হয়েছে মজা করে৷ এমন কি, নাইট রাইডার্সের জার্সি পরিহিত মেসির কাল্পনিক ছবিও পোস্ট করেছে কেকেআর৷

কেকেআর-এর এই ট্যুইটে সমর্থকরা তো বটেই, দলের ক্রিকেটাররাও বেশ মজা পেয়েছেন৷ দলের অন্যতম তারকা কুলদীপ যাদব কেকেআর ট্যুইটের জবাবে লিখেছেন, ‘২২০ মিলিয়ন ডলার নিয়ে তৈরি থাকো৷’

তবে সবাই যে বিষয়টিতে মজা পেয়েছেন এমনও নয়৷ একজন যেমন লিখেছেন,  অনেক হতাশা এবং অভিমান নিয়েই বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাইছেন মেসি৷ ফলে বিষয়টি নিয়ে এই ধরনের মজা করা উচিত নয়৷

শেষ পর্যন্ত আইনি জটিলতা কাটিয়ে মেসি বার্সা ছাড়তে পারেন কি না, তা সময়ই বলবে৷ কারণ, এখনও পর্যন্ত যা খবর তাতে মেসি দল ছাড়তে চাইলেও বার্সা কর্তৃপক্ষ এত সহজে তাঁকে ছাড়তে নারাজ৷ মেসিকে ধরে রাখতে নাকি তারা প্রয়োজনে আইনি লড়াইও করবে৷ তবে মেসি বার্সা ছাড়লে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি তাঁকে কেনার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে৷ এছাড়াও ফ্রান্সের পিএসজি এবং ইটালির ইন্টার মিলানও নাকি মেসিকে পেতে আগ্রহী৷