Tag Archives: Lake Gardens Station

Lake Gardens Guest House Murder: দম্পতি পরিচয় দিয়ে প্রেমিকাকে খুনের পরিকল্পনা! লেক গার্ডেন্সের গেস্ট হাউজে যুবকের সুইসাইড নোট

কলকাতা: গতকাল, বুধবার লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী এক যুবক। সঙ্গিনীর ঊরুতে গুলি করার পর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন তিনি। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে তরুণীকে। বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন।

আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে, খুন করার উদ্দেশ্য নিয়েই সঙ্গিনীকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন রাকেশ। সম্পর্কের টানাপড়েন থেকেই খুন করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সুইসাইড নোটে এমনই ইঙ্গিত রয়েছে, দাবি পুলিশের। ছ’সাত বছরের সম্পর্ক ছিল রাকেশ ও সেই তরুণীর।

আরও পড়ুন: রক্তাক্ত লেক গার্ডেন্সের গেস্ট হাউজ! সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক, ঘটনায় বড় ধোঁয়াশা

বছরখানেক ধরে সম্পর্কের অবনতি হয়েছে তাঁদের। তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করেছিল পরিবার। বিষয়টি জানতে পারেন রাকেশ। সে সব নিয়েই কথা বলতে তরুণীকে নিয়ে গেস্ট হাউজে গিয়েছিলেন রাকেশ। সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যে এর আগেও দু’দিন গেস্ট হাউসে নিয়ে এসে আলোচনাও করেছিলেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। তারপরও সফল না হওয়ায় এদিন খুন এবং আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন রাকেশ। তবে নাইন এমএম পিস্তল কোথা থেকে পেয়েছিলেন রাকেশ, তা এখনও স্পষ্ট নয়।

তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল ৪:৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির। কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত সেই তরুণী।

Lake Gardens Guest House Crime: রক্তাক্ত লেক গার্ডেন্সের গেস্ট হাউজ! সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক, ঘটনায় বড় ধোঁয়াশা

কলকাতা: লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে।

পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল ৪:৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির।

কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত সেই তরুণী।

পুলিশ সূত্রে খবর, প্রথমে যুবত তরুণীর ঊরুতে গুলি করেন। তারপর নিজেকে মাথায় গুলি করে আত্মঘাতী হন। ঘটনাস্থলে হোমিসাইড শাখার আধিকারিকরা উপস্থিত হয়েছেন। কেন ওই যুগল গেস্ট হাউজে উঠেছিলেন, কেন-ই বা গুলি করে আত্মঘাতী হলেন সেই যুবক, সব মিলিয়ে ধোঁয়াশা রয়েছে ঘটনা নিয়ে।

Rail: অবাক কাণ্ড কলকাতায়! দুটি রেল স্টেশন এতই কাছে, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! বলুন তো কোন দুটি স্টেশন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন।
আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস।
আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস।
আর সেই সূত্রেই এমন দুই স্টেশনের কথা আপনাদের জানাচ্ছি, যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র ১ সেকেন্ড! অবাক হয়ে যাচ্ছেন? দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, তা নিয়ে ধন্দ্বে পড়ে যাচ্ছেন?
আর সেই সূত্রেই এমন দুই স্টেশনের কথা আপনাদের জানাচ্ছি, যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র ১ সেকেন্ড! অবাক হয়ে যাচ্ছেন? দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, তা নিয়ে ধন্দ্বে পড়ে যাচ্ছেন?
এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে।
এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে।
কিন্তু এই স্টেশনদুটি ব্যতিক্রম। অবাক করা বিষয় হল, এই দুটি স্টেশন রয়েছে খাস কলকাতাতেই। স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। খুবই সামান্য দূরত্ব এই স্টেশনদুটির মধ্যে।
কিন্তু এই স্টেশনদুটি ব্যতিক্রম। অবাক করা বিষয় হল, এই দুটি স্টেশন রয়েছে খাস কলকাতাতেই। স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। খুবই সামান্য দূরত্ব এই স্টেশনদুটির মধ্যে।
এমনকি টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! শুনলে অবাক হয়ে যাবেন, এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।
এমনকি টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! শুনলে অবাক হয়ে যাবেন, এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।
অবশ্য দেশের আরও অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন আছে। কিন্তু এত কম দূরত্বের দুটি স্টেশন গোটা দেশে কোথাও নেই।
অবশ্য দেশের আরও অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন আছে। কিন্তু এত কম দূরত্বের দুটি স্টেশন গোটা দেশে কোথাও নেই।
আরও আশ্চর্যের বিষয় হল, ১২ কোচের ট্রেন দাঁড়িয়ে গেলে এই দুই স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে উঠে যেতে পারেন।
আরও আশ্চর্যের বিষয় হল, ১২ কোচের ট্রেন দাঁড়িয়ে গেলে এই দুই স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে উঠে যেতে পারেন।