Tag Archives: lift

লিফটে আটকে গেলে প্রথমে কোন কাজটা করতে হয়? জেনে রাখুন, বিপদ কাটবে

কলকাতা: আমরা অনেকেই বেশিরভাগ সময়ে লিফট ব্যবহার করি। অনেক সময় এমন হতে পারে যে লাইট নিভে গিয়ে কেউ লিফটে আটকে গিয়েছেন। এমন সময় হঠাৎ ভয় লাগা স্বাভাবিক।

অনেকেই হয়তো কল্পনা করেননি যে, নিচে নামার পরিবর্তে একটি লিফট উপরে যেতে শুরু করে এবং রকেটের গতিতে ছুটে ছাদে ধাক্কা খায়, তাহলে কী হবে? এটি এমন একটি বিষয় যা মনে মারাত্মক ভয় সৃষ্টি করে। একই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর-১৩৭-এ।

এখানে পারস টায়রা সোসাইটির টাওয়ার-৫-এর লিফট হঠাৎ করে চতুর্থ তলায় খারাপ হয়ে যায় এবং ব্রেক ফেল করায় লিফটটি নিচে নামার পরিবর্তে দ্রুত গতিতে উঠে ছাদের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন- সিলিং ফ্যান কোন উচ্চতায় ব্যবহার করলে ঘর হবে বরফের মতো ঠান্ডা! আসল কায়দা জানুন

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁরা প্রায় প্রতিদিনই লিফট ব্যবহার করেন। কিন্তু লিফটে যদি কখনও কিছু ভুল হয়ে যায়, তাহলে কী কী বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে তা হয়তো জানেন না।

আতঙ্কিত না হওয়া- লিফটে আটকে যাওয়া আতঙ্কের কারণ হতে পারে। লিফটে লোকের সংখ্যার উপর নির্ভর করে, সবাই যদি আতঙ্কে প্রবল ভাবে শ্বাস নিতে শুরু করে, তবে অস্বস্তি বাড়বে। শান্ত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং লিফটে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও শান্ত রাখার চেষ্টা করতে হবে।

অ্যালার্ম বাজানো- লিফটে অ্যালার্ম টিপে কারও সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করতে হব। প্রয়োজনে লিফটের বোতাম টিপে ফোন করা যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে পারে এমন কাউকে কথা বলতে দিতে হবে।

লিফট বা অ্যালার্ম কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে, লিফটের পিছনের দিকে দাঁড়িয়ে থাকা উচিত। যাতে লিফট কোম্পানি বা কেউ যখন দরজা খোলার চেষ্টা করে, তাদের ভিতরে প্রবেশের জন্য একটি জায়গা থাকে।

কারও লাফ দেওয়া উচিত নয়- যখন লিফট ভেঙে যায়, তখন কিছু মানুষ ঘাবড়ে যায় এবং লাফিয়ে লিফট চালানোর চেষ্টা করে। কিন্তু এতে লিফটের স্টেবিলাইজার সিস্টেম প্রভাবিত হয় এবং এটিকে স্থির রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে।

আরও পড়ুন- অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারালেও আর চিন্তা নেই, কোথায় আছে বলে দেবে জি-মেল আইডি

দরজা খোলার চেষ্টা না করা– কেউ যখন লিফটে আটকে থাকবেন, তখন অনেকেই দরজা খুলতে আগ্রহী হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। দরজা খোলা থাকা অবস্থায় লিফট চলতে শুরু করলে লিফট থেকে মানুষের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কখনই লিফটের দরজা নিজে খোলার চেষ্টা না করাই ভাল।

Lift in Home: এবার আপনার বাড়িতেও লিফট! বাঁকুড়ার উদ্ভাবক অর্ধেক দামে করে ফেলেছেন কামাল, নতুন ফিচার্সে ঠাসা

বাঁকুড়া: বাঁকুড়ার ব্যক্তি নিজের হাতে বানানো লিফট লাগিয়েছেন নিজের বাড়িতে। বাজারে যেসব লিফট পাওয়া যায় সেই লিফটগুলির প্রায় অর্ধেক মূল্যে লিফট পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাঁকুড়ার উদ্ভাবক চঞ্চল সিং। এছাড়াও থাকছে তিন তিনটে এক্সট্রা ফিচার। তাঁর আগে চঞ্চল সিং জানিয়েছেন ঠিক কি কারণে নিজের বাড়ির লিফট নিজেই বানালেন।

এর আগে ইলেকট্রিক জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন তিনি, এবার নিজের বাড়িতে বয়স্ক মানুষদের অনুরোধে সস্তায় লাগালেন লিফট। এক বছর আগে পরীক্ষামূলক ভাবে শুরু করেন লিফটের কাজ। তবে খবর ছড়িয়ে পড়তেই চঞ্চল সিংয়ের কাছে লিফট বানিয়ে দেওয়ার অনুরোধও আসতে থাকে। নিজে বানিয়েছেন বলেই সমস্যা গুলি বুঝতে সুবিধা হয়েছে নির্মাতা চঞ্চল সিং এর। অসুবিধা বুঝে তিনি নিজের মস্তিষ্কপ্রসূত তিন তিনটি সেফটি ফিচার লাগিয়েছেন অতিরিক্ত।

আরও পড়ুন – Astro Tips: যেমন তেমন করে কালো সুতো বেঁধে ক্ষতি ডেকে আনবেন না, জ্যোতিষের পরামর্শে নিয়ম মানলেই কামাল করবে এই ‘ধাগা’

বাঁকুড়ার ব্যক্তির তৈরি এই লিফটে রয়েছে বিশেষ সুরক্ষার ফিচার। লিফটে লাগানো রয়েছে অতিরিক্ত পাওয়ার ব্যাংক প্রযুক্তি। লোডশেডিং হলে বা কারেন্ট চলে গেলে, অতিরিক্ত দুই ঘণ্টা কার্যকরী থাকবে এই লিফট। লাগানো রয়েছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি। এছাড়াও লিফটের কেবল ছিড়ে গেলে, নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কষে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে লিফট, পোশাকি নাম মেকানিজম ব্রেক সিস্টেম।

কেবল ছিঁড়ে অন্যান্য সেফটি ফিচার কম্প্রোমাইজ হয়ে গেলেও, নিচে লাগানো রয়েছে কুশন। ফলে কুশনে গিয়ে ধাক্কা মারলে ক্ষতি এড়ানো যাবে অনেকটাই। ইতিমধ্যেই এই লিফট আরও সাতটি বাড়িতে বাণিজ্যিকভাবে লাগিয়েছেন চঞ্চল সিং। বাঁকুড়া জেলা তথা জেলার বাইরে থেকে এসেছে লিফটের অর্ডার। এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার ফ্রি সার্ভিস।

ইতিমধ্যেই লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র পেয়ে গেছেন চঞ্চল সিং। নিজের মস্তিষ্কপ্রসূত এই লিফট বাণিজ্যিক রূপ দিতে বদ্ধপরিকর তিনি। বাঁকুড়া এই উদ্ভাবক এবং নির্মাতা একের পর এক চমকপ্রদ ব্যবহারযোগ্য মেশিন বানিয়ে বাঁকুড়ার নাম পৌঁছে দিচ্ছেন ভারতের বিভিন্ন কোণায়।

Neelanjan Banerjee