Tag Archives: Lord Ganesh

Ganesh Chaturthi 2024: বাড়িতে গণেশ পুজো করবেন? সিদ্ধিদাতার ভোগে এগুলি রাখতেই হবে! জেনে নিন পুরোহিতের মত

আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
আগামী শনিবার ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ঠিক এই দিন ঘরে উমাপুত্রের পুজো করলে অবশ্যই ভোগে এই চার জিনিস দিতে ভুলবেন না। জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
উমাপুত্র গণেশের ভীষণ প্রিয় লাড্ডু। তাই গণেশ পুজোর দিন তাঁর ভোগে মোতিচুরের লাড্ডু দিতে ভুলবেন না। তাঁকে আটটি লাড্ডু নিবেদন করলে সব বিঘ্ন কেটে যায়।
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
ভগবান গণেশের আরও একটি প্রিয় মিষ্টি হল মোদক। মোদক ছাড়া গণেশ চতুর্থীর পুজো সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়। তাই রংবেরঙের বিভিন্ন মোদক গণপতির ভোগে দিতে পারেন।
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
সিদ্ধিদাতা বিঘ্নহর্তার খুব পছন্দের হলুদ রঙের মিষ্টি। তাই গণেশ চতুর্থীর পুজোতে মোটেও হলুদ রঙের মিষ্টি দিতে ভুলবেন না। লাড্ডু, হলুদ মোদকের পাশাপাশি আরও অন্যান্য হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করতে পারেন।
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।
ফলের মধ্যে কলার পাশাপাশি নারকেল অর্পণ করলে প্রসন্ন হন ভগবান গণেশ। তাই এদিন ভগবানকে গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই অর্পণ করবেন। এই চার রকমের মিষ্টি অর্পণ করলে ভগবান গণেশ ভীষণ খুশি হবেন।

Ganesha Blessings: টাকার গদিতে বসবেন, শ্রী গণেশের পায়ে নিবেদন করুন এই ৫টি পাতা, সব বাধা দূর হবে, সুখের সাগরে ভাসবেন

 প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতিটি শুভ কাজ শুরু করার আগে প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের দূর্বা ঘাস অত্যন্ত প্রিয়। সেই কারণে ভগবান গণপতির পুজোর সময় অবশ্যই দূর্বা ঘাস নিবেদন করা হয়। তবে দূর্বা ঘাস ছাড়াও আরও ৫টি গাছের পাতা রয়েছে, যেগুলি তাঁর অত্যন্ত পছন্দের। অর্থাৎ ওই পাঁচটি গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে জেনে নেওয়া যাক সেই গাছগুলির সম্পর্কে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতিটি শুভ কাজ শুরু করার আগে প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের দূর্বা ঘাস অত্যন্ত প্রিয়। সেই কারণে ভগবান গণপতির পুজোর সময় অবশ্যই দূর্বা ঘাস নিবেদন করা হয়। তবে দূর্বা ঘাস ছাড়াও আরও ৫টি গাছের পাতা রয়েছে, যেগুলি তাঁর অত্যন্ত পছন্দের। অর্থাৎ ওই পাঁচটি গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে জেনে নেওয়া যাক সেই গাছগুলির সম্পর্কে।
ভগবান গণেশের উদ্দেশ্যে এই পাতাগুলি নিবেদন করা আবশ্যক:১. জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুবই পছন্দ করেন। যাঁরা চাকরি খুঁজছেন, কিংবা চাকরিতে পদোন্নতি চাইছেন অথবা বেতনবৃদ্ধি কামনা করছেন, তাঁদের অর্জুন গাছের ৫টি অথবা ৭টি পাতা ভগবান গণেশের উদ্দেশ্যে অর্পণ করা উচিত। সপ্তাহে বুধবার করে এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।
ভগবান গণেশের উদ্দেশ্যে এই পাতাগুলি নিবেদন করা আবশ্যক:
১. জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুবই পছন্দ করেন। যাঁরা চাকরি খুঁজছেন, কিংবা চাকরিতে পদোন্নতি চাইছেন অথবা বেতনবৃদ্ধি কামনা করছেন, তাঁদের অর্জুন গাছের ৫টি অথবা ৭টি পাতা ভগবান গণেশের উদ্দেশ্যে অর্পণ করা উচিত। সপ্তাহে বুধবার করে এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কেতকী ফুলের কোমল পাতা ভগবান গণপতির উদ্দেশ্যে নিবেদন করলেও তিনি প্রসন্ন হন। বিশেষ করে যাঁরা একটি নতুন উদ্যোগ বা কাজ শুরু করতে চলেছেন, তাঁদের এই গাছের পাতা অবশ্যই নিবেদন করা উচিত। প্রচলিত বিশ্বাস, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের বারোটি নামের মধ্যে কোনও একটি নাম জপ করলে দ্রুত লাভ পাওয়া যায়।
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কেতকী ফুলের কোমল পাতা ভগবান গণপতির উদ্দেশ্যে নিবেদন করলেও তিনি প্রসন্ন হন। বিশেষ করে যাঁরা একটি নতুন উদ্যোগ বা কাজ শুরু করতে চলেছেন, তাঁদের এই গাছের পাতা অবশ্যই নিবেদন করা উচিত। প্রচলিত বিশ্বাস, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের বারোটি নামের মধ্যে কোনও একটি নাম জপ করলে দ্রুত লাভ পাওয়া যায়।
৩. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ভগবান গণেশের উদ্দেশ্যে শিম গাছের পাতা নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তের মনের আকাঙ্ক্ষা শীঘ্রই পূরণের আশীর্বাদ দেন। শিম পাতা নিবেদন করার আগে ভাল করে দেখে নিতে হবে, তা যেন কাটা বা ছেঁড়া না হয়। কোনও কাজে বারবার বাধার সম্মুখীন হলে এই উপায় অবশ্যই অবলম্বন করা উচিত।
৩. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ভগবান গণেশের উদ্দেশ্যে শিম গাছের পাতা নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তের মনের আকাঙ্ক্ষা শীঘ্রই পূরণের আশীর্বাদ দেন। শিম পাতা নিবেদন করার আগে ভাল করে দেখে নিতে হবে, তা যেন কাটা বা ছেঁড়া না হয়। কোনও কাজে বারবার বাধার সম্মুখীন হলে এই উপায় অবশ্যই অবলম্বন করা উচিত।
৪. জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শিবের পাশাপাশি ভগবান গণেশেরও অত্যন্ত প্রিয় আকন্দ গাছের পাতা। এই পাতা নিবেদন করলে ভগবান গণেশ খুবই খুশি হন। যাঁরা আর্থিক সঙ্কটে ভুগছেন, তাঁরা কমপক্ষে ১১টি আকন্দ পাতা নিবেদন করতে পারেন। এতে তাঁদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে।
৪. জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শিবের পাশাপাশি ভগবান গণেশেরও অত্যন্ত প্রিয় আকন্দ গাছের পাতা। এই পাতা নিবেদন করলে ভগবান গণেশ খুবই খুশি হন। যাঁরা আর্থিক সঙ্কটে ভুগছেন, তাঁরা কমপক্ষে ১১টি আকন্দ পাতা নিবেদন করতে পারেন। এতে তাঁদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে।
৫. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধবার ভগবান গণেশের প্রিয় দিন। তাই এই দিন সাদা বা হলুদ রঙের কলকে ফুল গাছের পাতা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কলকে গাছের পাতা নিবেদন করলে সব ধরনের সঙ্কট দূর হয় এবং একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৫. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধবার ভগবান গণেশের প্রিয় দিন। তাই এই দিন সাদা বা হলুদ রঙের কলকে ফুল গাছের পাতা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কলকে গাছের পাতা নিবেদন করলে সব ধরনের সঙ্কট দূর হয় এবং একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।