Tag Archives: Lovely Maitra

Lovely Maitra controversy: বেফাঁস মন্তব্যের জের, বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল

কলকাতা: লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের করা একটি মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই মন্তব্যের জেরেই লাভলি মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল বলে জানা গিয়েছে।

আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে একটি অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সেখানেই তিনি ‘বদলা-বদল’ প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “বদল তো ২০১১-এ হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি”।

আরও পড়ুন: ‘আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন’, দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা

সেই সঙ্গে তিনি চিকিৎসকদের একাংশকে আক্রমণ করে বলেন, “কসাইতে পরিণত হচ্ছেন ডাক্তাররা”। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সতর্ক করা হয় তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে। সেই সঙ্গে দলের পক্ষ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে ভবিষ্য়তে বিরত থাকতে বলা হয় লাভলি মৈত্রকে।

আরও পড়ুন: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা-সহ একাধিক সুপারিশ

আরজি কর কাণ্ডের পরে চিকিৎসকদের আন্দোলন নিয়ে এমনিতেই চাপে রাজ্য। দলের পক্ষ থেকে বারবার চিকিৎসকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হচ্ছে। এর মধ্যেই এই ধরনের মন্তব্যে সমালোচনা শুরু হয়।

Bangla News: সারারাত শিকলে বেঁধে মার! জামালের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন একাধিক, সোনারপুরকাণ্ডে ধৃত দুই

সোনারপুরঃ সোনারপুরে জামালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক নির্যাতিত মহিলা। আরও একজন মহিলাকে এবং তাঁর স্বামীকে সারারাত ধরে মারধর করার অভিযোগ। রুবিজান বিবি নামে এক গৃহবধূর অভিযোগ তাঁর স্বামী শাহরুখ শেখকে চেনের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হবে এবং আইন আইনের পথে চলবে বলে স্পষ্টবার্তা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের। একই সঙ্গে তিনি বলেন জামালের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

আরও পড়ুনঃ বাড়ি বাংলায়, চাষের জমি ওড়িশায়, জানুন বাংলার শেষ গ্রামের নানা অজানা কথা

সোনারপুর কান্ডে ২ জনকে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ, মুজিত খাঁ ও অরবিন্দ সরদার , সোনারপুরের প্রতাপ নগর থেকে গ্রেফতার, ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে।

জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলা রশিদা বিবির বাড়িতে মঙ্গলবার রাতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। এই ঘটনায় অভিযোগ কারি মহিলা লাভলী মৈত্রের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন। জামালের হাতে নির্যাতিতা মহিলা রশিদা বিবি বলেন এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন কিন্তু বিচার পাননি। সেই কারণেই তিনি বিজেপির অগ্নিমিত্রা পাল এর দারস্থ হয়েছিলেন। এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন সাহায্য করেনি তা দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।

জামালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগে তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্ত জামাল পলাতক। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় মঙ্গলবারই মজিদ খাঁ ও অরবিন্দ সরদার নামে দুজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ভেতরের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।