Tag Archives: Majdia

Nadia News: পরীক্ষায় সেরার সেরা! মাজদিয়ার লিচু পাড়ি দিচ্ছে ইজরায়েল

কৃষ্ণগঞ্জ: নদিয়ার লিচু চলল ইজরায়েলের বাজারের । ভরা গরম মানেই আম, জাম, লিচু, কাঁঠালের মরসুম। আর নদিয়ার কৃষি প্রধান অঞ্চল গুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলির চাষের উপর। পাশের রাজ্য কেন দেশের সীমানা পাড়িয়ে সুদূর ইজরায়েলে চলল নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার লিচু। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আম বিখ্যাত । এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরাজ শিরোপা নিতে চলেছে মাজদিয়ার লিচু । লিচু যেমন মিষ্টি তেমনি রং আবার দেখতেও বড় বড় । পাশাপাশি এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয়নি । ইজরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে মাজদিয়ার লিচুকে পছন্দ করে ।

আরও পড়ুন:  ঘূর্ণিঝড়ের দাপটে আখ ও কলা চাষে ব্যাপক ক্ষতি

যেহেতু এই লিচু গুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়েছে সেই জন্য ইসরাইলের বাজারে এবার কাঁপাতে চলেছেন নদিয়ার লিচু এমনটাই দাবি জানাচ্ছেন এই লিচু চাষিরা। খুশি ব্যবসায়ীরাও। স্থানীয় বাসিন্দাদের দাবি এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনই পরবর্তীতে আরও বেশি সংখ্যক চাষি অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবে। কৃষ্ণগঞ্জের লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে আজ সকলের আলোচনার বিষয়বস্তু । হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা জৈব পদ্ধতিতে লিচু চাষ করে ইজরায়েলের বাজারে পৌছে গেল মাজদিয়ার লিচু।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath