Tag Archives: Mamatabala Thakur

North 24 Parganas News: ঘর ফিরে পেতে আমরণ অনশনে মেয়ের সঙ্গে মমতাবালা, ঠাকুরবাড়িতে নতুন নাটক

ঠাকুরনগর: পৈত্রিক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে! জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অনশনে বসেছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ও মতুয়া ভক্তরা। সঙ্গে যোগ দিয়েছেন মমতা ঠাকুর নিজেও।

জানা গিয়েছে, পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায় ভাবে উচ্ছেদের অভিযোগে এনে ভিটে ফিরে পাওয়ার দাবি নিয়ে ঠাকুর বাড়িতে এই অনশন। মতুয়া ধর্ম মেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকেছিলেন শান্তনু ঠাকুর। সেই সময়ের ছবি সংবাদ মাধ্যমে দেখেছিল গোটা রাজ্য সহ মতুয়া ভক্তরা। পরে সেই ঘরে তালা দিয়ে দেন শান্তনু। বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরে থাকতেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এই ঘটনায় মমতা ঠাকুর অভিযোগ তুলেছিলেন শান্তনু ঠাকুর তার ঘর থেকে তাকে বিতাড়িত করেছে। তাই পৈতৃক ভিটেতে নিজেদের বাসস্থান ফিরে পেতে, বড় মা বীণাপাণি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা ঠাকুর অনশনে বসেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তির উপরে অধিকার থাকবে না?’ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মমতাবালা ঠাকুর সুর জড়িয়ে তিনি বলেন, ‘উনি সাংসদ হওয়ার পর থেকেই চরম অত্যাচার শুরু করেছেন ঠাকুরবাড়ির উপরে।’

যদিও শান্তনু ঠাকুর গোটা ঘটনার দায় ভক্তদের উপর চাপিয়ে বলেছেন, ‘ভক্তরাই ঠাকুর বাড়ির দেবোত্তর সম্পত্তি থেকে দখল করে রাখা ঘর উদ্ধার করেছেন।’ এখন পৈতৃক ভিটে ফিরে পাওয়া নিয়ে এই অনশনের কী পরিণতি হয়, সেদিকেই তাকিয়ে মতুয়া ভক্তরা৷ বনগাঁয় ভোটের ঠিক মুখে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির এই অভ্যন্তরীণ লড়াই অন্য মাত্রা পেয়েছে৷

Rudra Narayan Roy