Tag Archives: Mango Tree

Vastu: বাড়ির আমগাছই বসাবে টাকার পাহাড়ে! কিন্তু সামান্য এই ভুলেই তছনছ সংসার, ভাগ্য বদলানোর চাবিকাঠি এটাই

*বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে আপনার, আমার ভাগ্য। এমনকি আম পাতা দিয়েও পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
*বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে আপনার, আমার ভাগ্য। এমনকি আম পাতা দিয়েও পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
*বাস্তুশাস্ত্র মতে, কিছু এমন উপায় রয়েছে যা সহজেই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে আনতে পারে। আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে খুব সহজেই। এই সকল বিষয়গুলি খুব সহজেই করা সম্ভব। সংগৃহীত ছবি।
*বাস্তুশাস্ত্র মতে, কিছু এমন উপায় রয়েছে যা সহজেই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে আনতে পারে। আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে খুব সহজেই। এই সকল বিষয়গুলি খুব সহজেই করা সম্ভব। সংগৃহীত ছবি।
*জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশারদ জানিয়েছেন, বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যে কোনও মানুষের ভাগ্য। এ ছাড়া আমের পাতা দিয়েও সমৃদ্ধি আনারও সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
*জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশারদ জানিয়েছেন, বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যে কোনও মানুষের ভাগ্য। এ ছাড়া আমের পাতা দিয়েও সমৃদ্ধি আনারও সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
*আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে সহজেই, শুভ দিকও বহন করে। তবে এই গাছ বাড়ির বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। গাছটি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রোপণ করুন, শুভ হবে। সংগৃহীত ছবি।
*আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে সহজেই, শুভ দিকও বহন করে। তবে এই গাছ বাড়ির বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। গাছটি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রোপণ করুন, শুভ হবে। সংগৃহীত ছবি।
*আমগাছ বাড়ির মধ্যে থাকলে সেটা সেই পরিবারে ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পরিবারের মধ্যে আনন্দের ধারা লেগেই থাকে প্রতিনিয়ত। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়। সংগৃহীত ছবি।
*আমগাছ বাড়ির মধ্যে থাকলে সেটা সেই পরিবারে ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পরিবারের মধ্যে আনন্দের ধারা লেগেই থাকে প্রতিনিয়ত। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়। সংগৃহীত ছবি।
*বাড়ির একেবারে কাছে খুব উঁচু আমগাছ লাগানো শুভ নয়। যাতে সেই আমগাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির সামনে ৫-৬ মিটারের গাছ লাগানো বা রাখা ভাল। সংগৃহীত ছবি।
*বাড়ির একেবারে কাছে খুব উঁচু আমগাছ লাগানো শুভ নয়। যাতে সেই আমগাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির সামনে ৫-৬ মিটারের গাছ লাগানো বা রাখা ভাল। সংগৃহীত ছবি।
*বাড়ির কাছে বড় আমগাছ থাকলে এবং সেই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে। তবে বাড়ির সামনে ৫-৬ মিটারের বেশি উঁচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে। সংগৃহীত ছবি।
*বাড়ির কাছে বড় আমগাছ থাকলে এবং সেই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে। তবে বাড়ির সামনে ৫-৬ মিটারের বেশি উঁচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে। সংগৃহীত ছবি।
*অনেক সময় দেখা যায় বহুকাল ধরেই বাড়িতে আম গাছ রয়েছে এবং তা ছায়া দিচ্ছে। এ ক্ষেত্রে গাছ কেটে না ফেলে বরং বাড়ির সামনে লাগাতে পারেন তুলসি গাছের চারা। আম গাছের ছায়ার কুপ্রভাব থেকে রক্ষা করবে তুলসী। সংগৃহীত ছবি।
*অনেক সময় দেখা যায় বহুকাল ধরেই বাড়িতে আম গাছ রয়েছে এবং তা ছায়া দিচ্ছে। এ ক্ষেত্রে গাছ কেটে না ফেলে বরং বাড়ির সামনে লাগাতে পারেন তুলসি গাছের চারা। আম গাছের ছায়ার কুপ্রভাব থেকে রক্ষা করবে তুলসী। সংগৃহীত ছবি।
*পুজোর সময় ঘরে আমপাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এতে আর্থিক লাভ হয়। বাড়ির সদর দরজায় যদি আমের পাতা ঝুলিয়ে রাখা হয় সারি ভাবে, তবে পরিবারের কুনজর থেকে রক্ষা পায়। সংগৃহীত ছবি।
*পুজোর সময় ঘরে আমপাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এতে আর্থিক লাভ হয়। বাড়ির সদর দরজায় যদি আমের পাতা ঝুলিয়ে রাখা হয় সারি ভাবে, তবে পরিবারের কুনজর থেকে রক্ষা পায়। সংগৃহীত ছবি।

Bangla Video: চাঁদিফাটা গরমে বিয়ের ভোজ খেতে এসে নবদম্পতির থেকে বিশেষ উপহার পেলেন অতিথিরা

মুর্শিদাবাদ: এই মধ্য বৈশাখে গোটা বাংলা যেন গরম তাওয়ার উপর বসে আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা কহতব্য নয়। টানা কয়েক সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলায় মানুষের শরীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। অনেকেই এই গরমে আর সুস্থ থাকতে পারছেন না। এই বাংলাতেই পারদ ইতিমধ্যে এই ৪৭ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে। এমন অবস্থায় দাবদাহ থেকে রক্ষা পেতে অভিনব কাণ্ড ঘটালেন এক নব দম্পতি।

বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতেরা প্রত্যেকে নবদম্পতির থেকে উপহার পেলেন একটি করে চারা গাছ। দিলেন সেটিকে যত্ন করে বড় করার প্রতিশ্রুতি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোত কমল দেখল বিরল এক বৌ-ভাতের অনুষ্ঠান। যেখানে ফাটেনি শব্দবাজি, ব্যবহার হয়নি প্লাস্টিক বা থার্মোকলের জিনিস। বদলে বিয়ের অনুষ্ঠান থেকে এল পরিবেশ রক্ষার এক সুন্দর বার্তা।

আর‌ও পড়ুন: হাজারদুয়ারির টাঙ্গা চালকরা কেমন আছেন? সমর্থনের রং নিয়ে মিলল বড় আভাস

এই তীব্র গরমের মধ্যে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঠিক সেই সময় নবদম্পতি আশিস দাস ও তোর্ষা দাস পরিবেশের কথা ভেবেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন। তাঁদের একটাই উদ্দেশ্য, প্রচন্ড দাবদাহ থেকে পরিবেশকে রক্ষা করতে সকলের মধ্যে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেওয়া। এই লক্ষ্যে যে গাছগুলি বেশি করে অক্সিজেন ত্যাগ করে তেমনই গাছের চারা তুলে দিয়েছেন আমন্ত্রিত অতিথিদের হাতে। এক একটি চারা গাছের দাম পড়েছে ৩৫-৪০ টাকা।

কৌশিক অধিকারী