Tag Archives: Marigold Farming

Flower Cultivation: সপ্তাহে সপ্তাহে ১০ হাজার টাকা! শুধু শীতে নয়, বর্ষাতেও ‘এই’ ফুল চাষ করুন, প্রচুর টাকার লাভ, জানুন পদ্ধতি

উত্তর দিনাজপুর: একটা সময় ফুলের উৎপাদন বাড়ির উঠোন কিংবা ছাদের কোনায় টবের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে বিঘার পর বিঘা জমিতে ব্যাপক হারে চাষ শুরু হয়েছে ফুলের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিঘার পর বিঘা জমিতে বর্ষায় গাঁদা ফুল চাষ করছেন সন্দীপ সরকার।

আরও পড়ুন: মর্মান্তিক! রাতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ভয়ানক ঘটনা… অ্যাম্বুলেন্সেই মৃত্যু ৬ জনের

শীতের গাঁদা ফুল মূলত চাষ করা হলেও, বর্তমানে বর্ষাকালেও ব্যাপক হারে গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। গাঁদা ফুল চাষি সন্দীপ সরকার জানান, বৈশাখ মাসের দিকে রানাঘাট থেকে গাঁদা ফুলের বীজ এনে তিনি তাঁর তিন বিঘা জমিতে ফুল চাষ শুরু করেন। সপ্তাহে প্রায় পাঁচ থেকে সাত কুইন্টাল ফুল উৎপাদন হয়। বর্ষার মরশুম থেকে মূলত ফুল ফোটা শুরু করে।

সন্দীপ সরকার জানান, তিনি দিনাজপুর-সহ মালদহ, শিলিগুড়ি-সহ পাশের রাজ্য বিহারে যায়। অন্যান্য কৃষিকাজের থেকে ফুল চাষে লাভের পরিমাণ বেশি। তবে বর্ষার সময় এই গাঁদা ফুল চাষ করতে গেলে একটু বিশেষ যত্ন নিতে হয় গাছের। সঠিকভাবে পরিচর্যা করলে এক বিঘা জমি থেকে পুরো সপ্তাহে প্রায় ফুল আসবে কমপক্ষে এক কুইন্টাল অর্থাৎ ১০০ কেজি। ১ কেজি ফুলের দাম বাজারের ১০০ টাকা। তবে মোট আয় হবে ১০০×১০০=১০০০০ টাকা। এক বিঘা জমিতে এই গাঁদা ফুল চাষ করেই প্রতি সপ্তাহে আপনার দশ হাজার টাকার মতো লাভ হবে।

পিয়া গুপ্তা