Tag Archives: Medical Collage

Top Medical Colleges List 2024: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

নিট ইউজি অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজেবিলিটি টেস্টের ফল প্রকাশিত। ২৪ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার দেশের সেরা মেডিক্যাল কলেজ, কোর্স এবং ভর্তি প্রক্রিয়ায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
নিট ইউজি অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজেবিলিটি টেস্টের ফল প্রকাশিত। ২৪ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার দেশের সেরা মেডিক্যাল কলেজ, কোর্স এবং ভর্তি প্রক্রিয়ায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
১। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, দিল্লি (AIIMS): এনআইআরএফ র‌্যাঙ্কিং অনুসারে দিল্লির এইমস দেশের সেরা মেডিক্যাল কলেজ।কোর্স এবং ভর্তি - দ্বাদশ শ্রেণীর পর শিক্ষার্থী NEET স্কোরের ভিত্তিতে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারেন।
১। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, দিল্লি (AIIMS): এনআইআরএফ র‌্যাঙ্কিং অনুসারে দিল্লির এইমস দেশের সেরা মেডিক্যাল কলেজ।
কোর্স এবং ভর্তি – দ্বাদশ শ্রেণীর পর শিক্ষার্থী NEET স্কোরের ভিত্তিতে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারেন।
২। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড় (PGIMER): দেশের সেরা মেডিক্যাল কলেজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ।কোর্স ও ভর্তি- অকুপেশনাল থেরাপি, ফিজিও থেরাপি, রেডিও থেরাপি এবং অনকোলজি, মেডিসিন এবং স্পেসালাইজেশন কোর্স করানো হয়। দ্বাদশ শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর থাকলে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যাবে।
২। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড় (PGIMER): দেশের সেরা মেডিক্যাল কলেজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ।
কোর্স ও ভর্তি- অকুপেশনাল থেরাপি, ফিজিও থেরাপি, রেডিও থেরাপি এবং অনকোলজি, মেডিসিন এবং স্পেসালাইজেশন কোর্স করানো হয়। দ্বাদশ শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর থাকলে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যাবে।
৩। খ্রিস্টান মেডিক্যাল কলেজ, (সিএমসি) ভেলোর: এটি বেসরকারি মেডিক্যাল কলেজ।কোর্স ও ভর্তি: এমবিবিএস, বিএসসি নার্সিং, ব্যাচেলর ইন মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তির জন্য নিটে উর্ত্তীর্ণ হতে হবে।
৩। খ্রিস্টান মেডিক্যাল কলেজ, (সিএমসি) ভেলোর: এটি বেসরকারি মেডিক্যাল কলেজ।
কোর্স ও ভর্তি: এমবিবিএস, বিএসসি নার্সিং, ব্যাচেলর ইন মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তির জন্য নিটে উর্ত্তীর্ণ হতে হবে।
৪। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, (NIMHANS) বেঙ্গালুরু: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ মানসিক স্বাস্থ্যের জন্য শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান।কোর্স ও ভর্তি: বিএসসি রেডিওলজি, বিএসসি অ্যানেস্থেসিওলজির মতো কোর্স করা যায়। দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।
৪। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, (NIMHANS) বেঙ্গালুরু: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ মানসিক স্বাস্থ্যের জন্য শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান।
কোর্স ও ভর্তি: বিএসসি রেডিওলজি, বিএসসি অ্যানেস্থেসিওলজির মতো কোর্স করা যায়। দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।
৫। জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুদুচেরি (JIPMER): এটি সরকারি প্রতিষ্ঠান। নিওনাটোলজি, পিএমআর, পেডিয়াট্রিক সার্জারি, সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজির মতো বিভাগ রয়েছে।কোর্স ও ভর্তি: এমবিবিএস ছাড়াও, স্নাতক স্তরে ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যালাইড মেডিকেল সায়েন্স, বিএসসি নার্সিং, বিএসসি নিউরো টেকনোলজি, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন। নিট ইউজি পরীক্ষা দিয়ে এমবিবিএস কোর্সে এবং দ্বাদশ শ্রেণীতে ৪৫ শতাংশ নম্বর থাকলে বিএসসি কোর্সে ভর্তি হওয়া যায়।
৫। জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুদুচেরি (JIPMER): এটি সরকারি প্রতিষ্ঠান। নিওনাটোলজি, পিএমআর, পেডিয়াট্রিক সার্জারি, সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজির মতো বিভাগ রয়েছে।
কোর্স ও ভর্তি: এমবিবিএস ছাড়াও, স্নাতক স্তরে ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যালাইড মেডিকেল সায়েন্স, বিএসসি নার্সিং, বিএসসি নিউরো টেকনোলজি, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন। নিট ইউজি পরীক্ষা দিয়ে এমবিবিএস কোর্সে এবং দ্বাদশ শ্রেণীতে ৪৫ শতাংশ নম্বর থাকলে বিএসসি কোর্সে ভর্তি হওয়া যায়।
৬। অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর: এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। সারা দেশে ৭টি ক্যাম্পাস রয়েছে।কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে এখানে মেডিসিন বিভাগে এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
৬। অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর: এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। সারা দেশে ৭টি ক্যাম্পাস রয়েছে।
কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে এখানে মেডিসিন বিভাগে এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
৭। সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (SGPGIMS), লখনউ: এই বিশ্ববিদ্যালয়ে ৩৩টি বিভাগ রয়েছে।কোর্স ও ভর্তি: এই ইনস্টিটিউট থেকে বিএসসি এবং বিপিটি (ব্যাচেলর ইন ফিজিওথেরাপি) কোর্সে ভর্তি হওয়া যায়। দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এরপর নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।
৭। সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (SGPGIMS), লখনউ: এই বিশ্ববিদ্যালয়ে ৩৩টি বিভাগ রয়েছে।
কোর্স ও ভর্তি: এই ইনস্টিটিউট থেকে বিএসসি এবং বিপিটি (ব্যাচেলর ইন ফিজিওথেরাপি) কোর্সে ভর্তি হওয়া যায়। দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এরপর নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।
৮। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী: এই বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিভাগ রয়েছে।কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে এমবিবিএস, বিডিএস এবং বিএএমএস (ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) এর মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
৮। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী: এই বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিভাগ রয়েছে।
কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে এমবিবিএস, বিডিএস এবং বিএএমএস (ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) এর মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
৯। কস্তুরবা মেডিক্যাল কলেজ, উডুপি: কেএমসি মনিপাল এবং কস্তুরবা মেডিক্যাল কলেজ ম্যাঙ্গালোর একসঙ্গে কেএমসি নামে পরিচিত। এই দুটিই বেসরকারি মেডিক্যাল কলেজ।কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে কেএমসি মনিপালে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
৯। কস্তুরবা মেডিক্যাল কলেজ, উডুপি: কেএমসি মনিপাল এবং কস্তুরবা মেডিক্যাল কলেজ ম্যাঙ্গালোর একসঙ্গে কেএমসি নামে পরিচিত। এই দুটিই বেসরকারি মেডিক্যাল কলেজ।
কোর্স ও ভর্তি: নিট ইউজি পরীক্ষার স্কোরের ভিত্তিতে কেএমসি মনিপালে এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
১০। শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরম: এই সরকারি মেডিক্যাল কলেজে বায়োকেমিস্ট্রি, সেলুলার অ্যান্ড মলিকুলার কার্ডিওলজি, ইমেজিং সায়েন্সেস অ্যান্ড ইন্টারভেনশন রেডিওলজি বিভাগ, মাইক্রোবায়োলজির মতো বিভাগ রয়েছে।কোর্স ও ভর্তি: দ্বাদশ শ্রেণীর নম্বর এবং ইনস্টিটিউট স্তরের প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার এবং অ্যানেস্থেসিয়া টেকনোলজি এবং ডিপ্লোমা ইন অ্যাডভান্সড ইমেজিং অ্যান্ড মেডিকেল টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
১০। শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরম: এই সরকারি মেডিক্যাল কলেজে বায়োকেমিস্ট্রি, সেলুলার অ্যান্ড মলিকুলার কার্ডিওলজি, ইমেজিং সায়েন্সেস অ্যান্ড ইন্টারভেনশন রেডিওলজি বিভাগ, মাইক্রোবায়োলজির মতো বিভাগ রয়েছে।
কোর্স ও ভর্তি: দ্বাদশ শ্রেণীর নম্বর এবং ইনস্টিটিউট স্তরের প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার এবং অ্যানেস্থেসিয়া টেকনোলজি এবং ডিপ্লোমা ইন অ্যাডভান্সড ইমেজিং অ্যান্ড মেডিকেল টেকনোলজির মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়ারা।