Tag Archives: Meta

Meta AI Feature: মেসেজের রিপ্লাই বা ফটো এডিটিং… এবার WhatsApp-এ সব করবে Meta AI, দেখুন নয়া ফিচার

হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেটে কাজ করছে বলে জানা গিয়েছে। এটি মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো ফটোর উত্তর দিতে এবং সেগুলি এডিটিংয়ে সহায়তা করবে। এই নতুন ফিচারটি WABetainfo দ্বারা হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে 2.24.14.20 দেখা গিয়েছে এবং শীঘ্রই এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্তর্ভুক্ত হতে চলেছে।
হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেটে কাজ করছে বলে জানা গিয়েছে। এটি মেটা এআই ব্যবহারকারীদের পাঠানো ফটোর উত্তর দিতে এবং সেগুলি এডিটিংয়ে সহায়তা করবে। এই নতুন ফিচারটি WABetainfo দ্বারা হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে 2.24.14.20 দেখা গিয়েছে এবং শীঘ্রই এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্তর্ভুক্ত হতে চলেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ একটি নতুন চ্যাট বাটন নিয়ে পরীক্ষা করছে যাতে ব্যবহারকারীদের পাঠানো ছবি সরাসরি মেটা এআই-এর সঙ্গে শেয়ার করা যাবে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ একটি নতুন চ্যাট বাটন নিয়ে পরীক্ষা করছে যাতে ব্যবহারকারীদের পাঠানো ছবি সরাসরি মেটা এআই-এর সঙ্গে শেয়ার করা যাবে।
মেটা এআই-তে ছবি পাঠানোর পর, ব্যবহারকারীরা চ্যাটবটকে একটি নির্দিষ্ট বস্তুকে আইডেনটিফাই করতে বা এডিট করে দিতে বলতে পারবেন। তাছাড়া, ব্যবহারকারীরা মেটা এআই-কে একটি টেক্সট প্রম্পটের মাধ্যমে একটি ছবিতে পরিবর্তনও করতে বলতে পারবেন।
মেটা এআই-তে ছবি পাঠানোর পর, ব্যবহারকারীরা চ্যাটবটকে একটি নির্দিষ্ট বস্তুকে আইডেনটিফাই করতে বা এডিট করে দিতে বলতে পারবেন। তাছাড়া, ব্যবহারকারীরা মেটা এআই-কে একটি টেক্সট প্রম্পটের মাধ্যমে একটি ছবিতে পরিবর্তনও করতে বলতে পারবেন।
WABetainfo দ্বারা শেয়ার করা ওই স্ক্রিনশটটি থেকে জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এর সাহায্যে ব্যবহারকারীদের তাঁদের ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। কারণ হোয়াটসঅ্যাপ এর সঙ্গে ডিলিটের ফিচারও যোগ করবে।
WABetainfo দ্বারা শেয়ার করা ওই স্ক্রিনশটটি থেকে জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এর সাহায্যে ব্যবহারকারীদের তাঁদের ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। কারণ হোয়াটসঅ্যাপ এর সঙ্গে ডিলিটের ফিচারও যোগ করবে।
ইতিমধ্যে, এর আগের WABetainfo রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছিল যে, হোয়াটসঅ্যাপ একটি ফিচারের উপর কাজ করছে যাতে ব্যবহারকারীরা মেটা এআই-এর সঙ্গে তাঁদের ফটো শেয়ার করে নিজেদের এআই ছবি তৈরি করতে পারবেন।
ইতিমধ্যে, এর আগের WABetainfo রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছিল যে, হোয়াটসঅ্যাপ একটি ফিচারের উপর কাজ করছে যাতে ব্যবহারকারীরা মেটা এআই-এর সঙ্গে তাঁদের ফটো শেয়ার করে নিজেদের এআই ছবি তৈরি করতে পারবেন।
মেটা এআই ব্যবহারকারীদের ফটো সেট করা, ফটো অ্যানালিসিস করা ইত্যাদি ফিচার দেবে। ব্যবহারকারীরা মেটা এআই সেটিংসে গিয়ে যে কোনও সময় তাঁদের সেটআপ করা ছবিগুলি ডিলিট করে ফেলতে পারবেন।
মেটা এআই ব্যবহারকারীদের ফটো সেট করা, ফটো অ্যানালিসিস করা ইত্যাদি ফিচার দেবে। ব্যবহারকারীরা মেটা এআই সেটিংসে গিয়ে যে কোনও সময় তাঁদের সেটআপ করা ছবিগুলি ডিলিট করে ফেলতে পারবেন।
মেটা এআই কনভারসেশনে ব্যবহারকারীরা ‘ইমাজিন মি’ প্রম্পটে প্রবেশ করলে এআই জেনারেটরটি চালু হবে। ব্যবহারকারীরা '@Meta AI imagine me' টাইপ করে অন্যান্য কনভারসেশনেও এই ফিচারটি উত্থাপন করার সুযোগ পাবেন। তবে ওই রিপোর্টে আরও জানা গিয়েছে যে, মেটা এআই কনভারসেশনের অন্যান্য মেসেজ পড়তে সক্ষম হবে না এবং ফলস্বরূপ ছবিটি অটোমেটিক প্রসেস হবে।
মেটা এআই কনভারসেশনে ব্যবহারকারীরা ‘ইমাজিন মি’ প্রম্পটে প্রবেশ করলে এআই জেনারেটরটি চালু হবে। ব্যবহারকারীরা ‘@Meta AI imagine me’ টাইপ করে অন্যান্য কনভারসেশনেও এই ফিচারটি উত্থাপন করার সুযোগ পাবেন। তবে ওই রিপোর্টে আরও জানা গিয়েছে যে, মেটা এআই কনভারসেশনের অন্যান্য মেসেজ পড়তে সক্ষম হবে না এবং ফলস্বরূপ ছবিটি অটোমেটিক প্রসেস হবে।
এই নতুন ফিচারটি ব্যবহারকারীরা ইচ্ছে অনুসারে ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করা শুরু করার আগে নির্দিষ্ট কিছু ফিচারও নির্বাচন করে নিতে পারেন।
এই নতুন ফিচারটি ব্যবহারকারীরা ইচ্ছে অনুসারে ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করা শুরু করার আগে নির্দিষ্ট কিছু ফিচারও নির্বাচন করে নিতে পারেন।

Whatsapp AI: সেলফি তুলে দিন, হোয়াটসঅ্যাপ সেটা থেকেই তৈরি করে দেবে এআই অবতার, আসছে নতুন ফিচার

নতুন এআই চ্যাটবট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেই নিয়েই এখন চলছে জোর চর্চা। এআই যে কোনও প্রশ্নের উত্তর তো দিচ্ছেই, ছবি তৈরি করা থেকে শুরু করে নিত্যনতুন রেসিপির খোঁজখবরও মিলছে এখানে। এর মধ্যেই এল বড় খবর। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের এআই টুল দিয়ে ইউজার এআই অবতার তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েডে এই ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে মেটা। এমনটাই জানিয়েছে Wabetainfo।

আরও পড়ুনঃ ২০২৩-২৪-এর ITR ফাইলিংয়ের শেষ তারিখ কবে? পোর্টালে রেজিস্টার-এর নিয়ম দেখে নিন

টিপস্টারদের দেওয়া খবর অনুযায়ী, Android বিটা 2.24.14.13 ভার্সনে এই ফিচার টেস্ট করে দেখছে মেটা। শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এই ফিচার রোল আউট করা হবে। জানা গিয়েছে, এই ফিচারে ইউজার নিজের ছবি তুলে মেটা এআইকে দিয়ে সেটা থেকে এআই জেনারেটেড ছবি তৈরি হয়ে যাবে। এবার সেই ছবিটা দিয়ে মেটা এআই-কে বলতে হবে, আমাকে কল্পনা করে একটা ছবি তৈরি করো অথবা @metaAI imagine me…” লিখে টাইপ করলেই চলে আসবে ইউজারের নিজস্ব অবতার।

এক্ষেত্রে ছবি বলতে সেলফি তুলতে হবে। অবতার তৈরির আগে সেই ছবি বিস্তারিত বিশ্লেষণ করবে এআই। হোয়াটসঅ্যাপ এআই সেই ছবি অন্য কাজে লাগাতে পারে ভেবে অনেকেই আশঙ্কিত হতে পারেন। তবে মেটা আশ্বস্ত করে বলেছে, ইউজারের ছবি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই ফিচার নিখুঁতভাবে তৈরি করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। টিপস্টাররাও একই কথা জানাচ্ছেন। তাঁরা বলছেন, এই ফিচারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইউজারদের। কারণ তাঁরা মেটা এআই সেটিংসে গিয়ে যে কোনও সময় তাঁদের সেটআপ ফটো ডিলিট করতে পারবেন।

আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা হল, এই ফিচারে ইউজারের গোপনীয়তা বজায় থাকবে তো? এই নিয়ে উদ্বেগের কিছু নেই তো? এই প্রশ্নেও আশ্বস্ত করেছে মেটা। জুকেরবার্গের সংস্থা জানিয়েছে, মেটা এআই কোনও বার্তাই পড়তে পারে না। কারণ আলাদা আলাদাভাবে কম্যান্ড দেওয়া হয়। সেলফি থেকে অবতার তৈরির প্রক্রিয়াও সেভাবেই কম্যান্ড করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ যেমন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, অন্য কেউ পড়তে পারে না। এআই অবতার তৈরির প্রক্রিয়াও সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে বড় কথা হল, এটা ডিফল্ট ফিচার হিসেবে আসছে না। ইউজার অনুমতি দিলে তবেই সক্রিয় হবে।

Meta AI: এআই টুল দিয়ে ফটো এডিট করলেই ‘এআই ইনফো’ ট্যাগ লাগাবে মেটা, ব্যাপক ক্ষুব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম ইউজাররা

এআই টুল দিয়ে ফটো এডিট করলেই ‘মেড বাই এআই’ ট্যাগ লাগিয়ে দিচ্ছিল মেটা। এই নিয়ে তীব্র বিতর্ক হয়। সম্প্রতি এক ফটোগ্রাফার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন। তারপরই সিদ্ধান্ত বদলাল মেটা। মার্ক জুকেরবার্গের সংস্থা জানিয়েছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এআই টুল দিয়ে ফটো এডিট করলে আর ‘মেড বাই এআই’ নয়, ‘এআই ইনফো’ ট্যাগ লাগানো হবে।

আরও পড়ুনঃ ‘এই তুমি বাংলা জানো?’ Whatsapp-এর নবাগত নীলচে বেগুনি বোতামের সঙ্গে খোশগল্প! ভাইরাল চ‍্যাট দেখলে পেটে খিল ধরবে

প্রকৃতপক্ষে এআই টুল দিয়ে তৈরি ইমেজে ‘মেড বাই এআই’ ট্যাগ লাগানো উচিত। কিন্তু সাধারণ ক্যামেরা, মোবাইল বা ফটোগ্রাফারের তোলা ছবি এইআই টুলে এডিট করলে কেন এই ট্যাগ লাগানো হবে, সেই প্রশ্ন অনেকেই তুলছিলেন। তাঁদের দাবি, এডিটেড ছবিতে এমন লেবেল লাগানো ঠিক নয়। এরপর মেটা জানায়, তারা সিদ্ধান্ত বদলাচ্ছে। পদ্ধতির মূল্যায়ন করা হচ্ছে। নতুন আপডেটে এডিটেড ছবিতে ‘মেড বাই এআই’ লেবেল থাকবে না।

এরপর ‘এআই ইনফো’ লেবেল নিয়ে আসে মেটা। কিন্তু এমন ট্যাগ হঠাৎ কেন আনা হল সেই নিয়ে বিশদ ব্যাখ্যায় যায়নি জুকেরবার্গের সংস্থা। সোজা কথায়, প্ল্যাটফর্ম এই লেবেলের মাধ্যমে কী বলতে চাইছে তা জানার জন্য ইউজারকে লেবেলে ট্যাপ করতে হবে। মেটার দাবি, এই টুল ব্যবহার করে কোনও ছবি এডিট করলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে এআই-এর তৈরি বলা যায়, যা কোনও মতেই মানতে রাজি নন নেটিজেনরা।

এআই টুল ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এআই এডিটেড ইমেজ। কিন্তু তার জন্য এমন লেবেল দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর। এআই সম্পাদিত ইমেজ বোঝানোর জন্য কোনও বুদ্ধিমান উপায় খুঁজে বের করার পক্ষেই মত দিচ্ছেন অধিকাংশ নেটিজেন। গোটা ছবিটাকেই এআই-এর তৈরি না বলে অন্য কিছু বলা হোক, দাবি তাঁদের। এই বিষয়ে স্পষ্ট দিকনির্দেশ প্রয়োজন। বিস্তারিত বুঝতে লেবেলে ক্লিক করার বদলে তাঁরা যেন সহজেই গোটা বিষয়টা বুঝে যান। মেটার মতো সংস্থাকে তাদের প্ল্যাটফর্মে এআই-এর গুণমান এবং উপস্থিতির বিষয়ে কড়া নজর রাখতে হয়। কিন্তু ভুল লেবেলিং বোঝায়, এই প্রক্রিয়ায় গুরুতর গলদ রয়েছে।