Tag Archives: web series

General Knowledge: দেখেন তো সবাই! এবার বলুন তো ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি? খুবই চেনা নাম কিন্তু

মির্জাপুর ৩- এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যা মুক্তি পেয়েছে সম্প্রতি। বর্তমান সময়ে, ওয়েব সিরিজের জন্য মানুষের মধ্যে আলাদা ক্রেজ রয়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
মির্জাপুর ৩- এর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যা মুক্তি পেয়েছে সম্প্রতি। বর্তমান সময়ে, ওয়েব সিরিজের জন্য মানুষের মধ্যে আলাদা ক্রেজ রয়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
সপ্তাহান্তে বা অবসর সময়ে, লোকেরা ওয়েব সিরিজ দেখে তাঁদের সময় কাটায়, কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি ছিল? যা মানুষের খুব পছন্দ হয়েছিল।
সপ্তাহান্তে বা অবসর সময়ে, লোকেরা ওয়েব সিরিজ দেখে তাঁদের সময় কাটায়, কিন্তু আপনি কি জানেন ভারতের প্রথম ওয়েব সিরিজ কোনটি ছিল? যা মানুষের খুব পছন্দ হয়েছিল।
মির্জাপুর ৩ শুধু নয়, সম্প্রতি মুক্তি পাওয়া পঞ্চায়েত ৩- এর জন্য মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ভারতের প্রথম ওয়েব সিরিজের নাম 'পারমানেন্ট রুমমেটস (Permanent Roommates)'। এই ওয়েব সিরিজটি তৈরি করেছে TVF অর্থাৎ ভাইরাল ফিভার । এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে। এই ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল ।
মির্জাপুর ৩ শুধু নয়, সম্প্রতি মুক্তি পাওয়া পঞ্চায়েত ৩- এর জন্য মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ভারতের প্রথম ওয়েব সিরিজের নাম ‘পারমানেন্ট রুমমেটস (Permanent Roommates)’। এই ওয়েব সিরিজটি তৈরি করেছে TVF অর্থাৎ ভাইরাল ফিভার । এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে। এই ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল ।
ইউটিউবে প্রকাশিত হয়েছিলপার্মানেন্ট রুমমেট কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি কিন্তু পেয়েছিল ইউটিউবে । এই সিরিজের প্রথম পর্বটি ৩১ অক্টোবর ২০১৪-এ মুক্তি পায় । সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে ।
ইউটিউবে প্রকাশিত হয়েছিল
পার্মানেন্ট রুমমেট কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি কিন্তু পেয়েছিল ইউটিউবে । এই সিরিজের প্রথম পর্বটি ৩১ অক্টোবর ২০১৪-এ মুক্তি পায় । সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গেছে সুমিত ব্যাস এবং নিধি সিংকে ।
'পারমানেন্ট রুমমেটস' সিরিজের তিনটি সিজন এ পর্যন্ত মুক্তি পেয়েছে। এর প্রথম সিজন ২০১৪ সালে মুক্তি পায় । প্রথম সিজনের সাফল্যের পর এর দ্বিতীয় সিজন আসে ২০১৬ সালে । এর তৃতীয় সিজনটির জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল এবং এর তৃতীয় সিজন ৭ বছর পর ২০২৩ সালে মুক্তি পায়।

‘পারমানেন্ট রুমমেটস’ সিরিজের তিনটি সিজন এ পর্যন্ত মুক্তি পেয়েছে। এর প্রথম সিজন ২০১৪ সালে মুক্তি পায় । প্রথম সিজনের সাফল্যের পর এর দ্বিতীয় সিজন আসে ২০১৬ সালে । এর তৃতীয় সিজনটির জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল এবং এর তৃতীয় সিজন ৭ বছর পর ২০২৩ সালে মুক্তি পায়।

‘মির্জাপুর সিজন ৩’ কবে ওটিটি-তে আসছে? মুক্তির তারিখ জানালেন নির্মাতারা

কলকাতা: ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ‘মির্জাপুর সিজন ৩’-এর জন্য। তবে আগের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে, চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। অথচ সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে টিজারের কথা ঘোষণা করা হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি।

ভক্তরা ভেবেছিলেন, চলতি মাসেই অপেক্ষার অবসান ঘটবে। নতুন সিজন দেখতে পাবেন তাঁরা। কিন্তু এই ঘোষণার পরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এই বিলম্বের কারণে স্বাভাবিক ভাবেই হতাশ ভক্তরা।

এদিকে সম্প্রতি একটি টিজার দিয়েছে Amazon Prime Video। সেই প্রচারমূলক ভিডিও-য় দেখা গিয়েছে অভিনেতা প্রমোদ পাঠককে। যাঁকে মির্জাপুরে জেপি যাদবের ভূমিকায় দেখা গিয়েছে।

আরও পড়ুন- কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন?

প্রচারমূলক ভিডিও-র ওই ক্লিপটিতে জেপি যাদব একটি নির্দিষ্ট তারিখের কথা বলছেন। আর সেই তারিখটি হল ২২ অগাস্ট। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি নিজের জায়গায় একদম দৃঢ় থাকেন। আর ওই তারিখটি জানান। বলেন, “আমার কথা মিলিয়ে নেবেন।”

কোনও রকম সন্দেহ নিয়ে বেশ বিরক্তিও প্রকাশ করে নিজের বক্তব্যের উপরেই জোর দেন তিনি। জানান যে, “এটা একজন রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি।” ফলে ভক্তদের কাছে আস্থা রাখার জন্য আর্জিও জানান। এরপর শেষ হয় যাদবের বক্তব্য।

এদিকে, আগামী ২২ অগাস্ট কী হতে চলেছে, সে নিয়ে এখন জল্পনা তুঙ্গে ভক্তদের। আর ‘মির্জাপুর’-এর আসন্ন নতুন সিজনের সঙ্গে এই তারিখের সম্পর্কই বা কী, সেটা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

যদিও আদৌ ‘মির্জাপুর’-এর নয়া সিজন ২২ অগাস্ট আসবে কি না, সে নিয়ে ধন্দে ভক্তরা। হতাশা চেপে রাখতে পারছেন না। একজন মন্তব্য করেন, “যদি এটা একজন নেতার প্রতিশ্রুতি হয়, তাহলে এটা নিশ্চয়ই মিথ্যা।”

আরও পড়ুন- কেউ ধরে রাখলেন পুরনো আসন, কারও ভাগ্যে শিকে ছিঁড়ল প্রথমবারই, TMC-র একঝাঁক তারকা!

আর একজন আবার জোরের সঙ্গে মুক্তির দিন হিসেবে বলেন যে, “নিশ্চিত ভাবেই ২১ অথবা ২২ জুন!” তবে মুন্না চরিত্রটি নিয়েও জোর জল্পনা চলছে ভক্তমহলে। এক ভক্ত বলেন যে, “শেষে গিয়ে মুন্নার প্রত্যাবর্তন হতে চলেছে।”

আর একজনের বক্তব্য, “রাজনৈতিক নেতাদের কথা যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। তাঁদের বিশ্বাস করা খুবই কঠিন। ২২ অগাস্ট, ২০২৫!”

Bengali Web Series : পরীমণি থেকে পাওলি! নববর্ষে একগুচ্ছ সিরিজ নিয়ে হাজির ‘হইচই’! তালিকায় থাকছে আরও বড় বড় চমক

কলকাতা : নববর্ষে মানেই নতুন উপহার, আর হইচইও দর্শকদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির। চেনা ছকের বাইরে একেবারে নতুন আঙ্গিকের গল্প নিয়ে আসছে হইচই। প্রেম থেকে রহস্য বা কোর্ট রুম ড্রামা নানা স্বাদের গল্প নিয়ে তৈরি হইচই ৷ নতুন বছরে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করেছে হইচই। কী কী থাকছে তালিকায়? দেখে নিন

সোমবার সোশাল মিডিয়ায় নানা ছোট ছোট ঝলকে হইচই শেয়ার করে নিয়েছে দর্শকদের সঙ্গে। তাদের পক্ষ থেকে ১৪টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি সিরিজের দ্বিতীয় পার্ট আসছে বলে জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয় ৷ থাকছে আরও বড় চমক। ‘মহানগর’, ‘কারাগার’ মতো বহু বাংলাদেশের সিরিজে এপার বাংলার দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁদের জন্য হইচই দিল সুখবর, বাংলাদেশের ৫টি নতুন সিরিজও আসছে এই বছর৷

আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবারও ফিরছেন হইচইতে তবে গোরা হয়ে নয়, তাঁকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে ৷ আসছে নতুন ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হবে স্ট্রিমিং।

আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই বাহারি মিষ্টি, হালখাতা! আরও এক নতুন দায়িত্ব জুড়ে গেল এবার: তৃণা

তাছাড়াও হইচই-তে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ ৷ ‘লজ্জা’র বিরাট সাফল্যের পর আবার পরিচালক অদিতি রায় ‘পরিণীতা’ নিয়ে ফিরছেন। এখানে মূল চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ এছাড়াও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’ ৷ মুখ্য চরিত্রে থাকবেন শোলাঙ্কি রায় ৷

 

পাশাপাশি, সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’য় দেখা যাবে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তীকে ৷ এগুলির সঙ্গে বেশ কিছু সিরিজের দ্বিতীয় পার্ট আসছে যেমন, ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ ও সাহানা দত্ত পরিচালিত ‘গভীর জলের মাছ ২’ ৷ বাংলাদেশের সিরিজেরও থাকছে বিরাট চমক। অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’, সেখান মুখ্য ভূমিকায় থাকবেন পরীমণিকে ৷ এছাড়া জয়া আহসানের ‘জিম্মি’, মোশারফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, মেহজাবীন চৌধুরীর ‘মিথ্যেবাদী’৷

Mirzapur Season 3 : অপেক্ষার অবসান, আসছে ‘মির্জাপুর সিজন ৩’! কবে মুক্তি পাচ্ছে এই ক্রাইম থ্রিলার? দেখে নিন

বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। আসলে ভক্তরা এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এমনিতে কলিন ভাইয়া-রূপী পঙ্কজ ত্রিপাঠী তো সকলের মন জিতে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজনকেও দর্শকরা প্রচুর ভালবাসা দিয়েছেন। এবার পালা তৃতীয় সিজনের। কিন্তু এই বহু প্রতীক্ষিত তৃতীয় মরশুমের বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।

মুক্তির দিনক্ষণ এবং প্রেক্ষাপট:
চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র। করণ অংশুমানের তৈরি এই সিরিজে উন্মোচিত হতে চলেছে অ্যাকশনধর্মী এই ক্রাইম থ্রিলারের আরও এক রক্তক্ষয়ী অধ্যায়। ছবির প্রেক্ষাপটে ফুটে উঠতে চলেছে ত্রিপাঠী পরিবারের লড়াই, প্রতিশোধ এবং জটিল গতিপ্রকৃতি। এই মরশুমে যা আরও গভীর হতে চলেছে।

আরও পড়ুন : শাস্ত্রীয় সঙ্গীত ‘নাদ’-এর আসর যেন চাঁদের হাট! বিক্রম ঘোষ থেকে পূর্বায়ন চট্টোপাধ্যায়ের সুরে ভাসল কলকাতাবাসী

কে কোন ভূমিকায়?
‘মির্জাপুর সিজন ৩’-ও বেশ তারকাখচিত হতে চলেছে। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কলিন ভাইয়ার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর থাকছেন গুড্ডু পণ্ডিত-রূপী আলি ফজলও। এর পাশাপাশি ফুলচাঁদ মুন্না ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। আবার বীণা ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন রসিকা দুগলকে। আর গজগামিনী গোলু গুপ্তার ভূমিকায় থাকছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা।

আরও পড়ুন : ‘এই’ কারণেই জয়ার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অমিতাভ! যা ঘটেছিল তারপর…, জানলে অবাক হবেন

আপডেট এবং ভক্তদের প্রত্যাশা:
মূলত ‘মির্জাপুর সিজন ২’-এ যে নাটকীয় জায়গায় গল্প শেষ হয়েছিল, সিজন ৩-তে তার পরবর্তী অংশ দেখা যাবে। এর মধ্যে অন্যতম হল কলিন ভাইয়ার ভাগ্য নির্ধারণ, গুড্ডুর প্রতিশোধ স্পৃহা। এর পাশাপাশি আরও কিছু নতুন চরিত্র আত্মপ্রকাশ করতে চলেছে। যা নিঃসন্দেহে কাহিনির প্রেক্ষাপটে আরও গভীরতা যোগ করবে।

‘মির্জাপুর সিজন ৩’-এর আসন্ন মুক্তি দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। তাঁরা মূলত এই ক্রাইম ড্রামার পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, দারুণ কাস্ট, দুর্দান্ত প্লটলাইন – সব মিলিয়ে বেশ জমজমাটি হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’।

Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না

মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে। ভারতের মধ্যযুগীয় প্রখ্যাত সুফী সাধকের ভূমিকায় তাঁর ফার্স্ট লুক প্রকাশিত। ধর্মেন্দ্র অভিনয় করবেন “তাজ : ডিভাইডেড বাই ব্লাড” সিরিজে। ইতিহাসনির্ভর এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন সেলিম চিস্তীর চরিত্রে।

সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন “তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।” পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।

আরও পড়ুন :  লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক

 

মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।

 

এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।

MS Dhoni Atharva Novel : নতুন ওয়েব সিরিজে ধোনি যেন বাহুবলী! অথর্ব লুকে ঝড় তুললেন মাহি

#চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে সিনেমা হয়েছে। এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি সুপার হিট হয়েছিল বাজারে। অর্থাৎ রিয়েল লাইফের পাশাপাশি ধোনি যে রিল লাইফেও দাগ কাটতে পারেন সেটা প্রমাণিত। যদিও সিনেমায় মাহির ভূমিকায় ছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু এবার রিল লাইফের পর্দায়ও মহেন্দ্র সিং ধোনি নিজে অবতীর্ণ হলেন। এক যোদ্ধা এবং অঘরির রূপে। নাম অথর্ব।

আরও পড়ুন – U19 World Cup Final : অনূর্ধ্ব উনিশ ফাইনালে ভারতের কাঁটা হতে প্রস্তুত ইংল্যান্ডের এই দুই ক্রিকেটার ! চিনে নিন

গল্পের মোড়কে এরকম, এই অঘরিকে ছলে বলে কৌশলে বন্দী বানানোর চেষ্টা হয়। তারপর নিজের দিব্যদৃষ্টি দিয়ে সে সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। বাকি গল্পের জন্য অপেক্ষা করতেই হবে দর্শকদের। বিজ্ঞাপনে বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর বিভিন্ন লুকের সঙ্গে পরিচিত ভক্তরা। এমনকী আইপিএলের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে আকর্ষণীয় লুকে। তবে এবার তিনি অবতীর্ণ নয়া ভূমিকায়।

আরও পড়ুন – 23 Years Old Batter Azam Khan: ৪ ওভারে ৬৭! ২৩ বছরের ব্যাটারের মারে চোখে সর্ষে ফুল দেখলেন পাকিস্তানের আফ্রিদি

মহেন্দ্র সিং ধোনি একটি ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। যেটি গ্রাফিক নভেল ‘অথর্ব- দ্য অরিজিন’-এর ফার্স্ট লুক। তাতে ধোনিকে দেখা গিয়েছে এক যোদ্ধার ভূমিকায়। পৌরাণিক কাহিনি-নির্ভর এই ওয়েব সিরিজে (sci-fi web series) মাহি অবতীর্ণ নতুন লুকে, যেরকমটা আগে তাঁকে কখনও দেখা যায়নি। মোশন পোস্টারে যে অ্যানিমেটেড চরিত্রে অথর্ব-রূপে ধোনি অবতীর্ণ হয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি দানবদের সঙ্গে লড়াই করছেন।

এই গ্রাফিক নভেলটি লিখেছেন রমেশ থামিলমনি। আধুনিকতার মোড়কে লেখক রমেশ থামিলমনি যে ভারতের প্রথম পৌরাণিক সুপারহিরোকে সামনে আনতে চলেছেন তা সকলের মন জয় করবে বলে নিশ্চিত ধোনি। থামিলমনি বলেছেন, ধোনি নিজেই এক আকর্ষণীয় চরিত্র। তাঁকেই অথর্ব-রূপে পাওয়া এক পরম প্রাপ্তি। ধোনির চরিত্র-সহ এই গ্রাফিক নভেলের প্রতিটি চরিত্রের পিছনে নিরলস গবেষণা রয়েছে বলেও দাবি লেখকের।

প্রত্যেকেই প্রশংসা করেছেন ধোনির এই নিউ লুকের। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আপনাকে দেখে বাহুবলী মনে হচ্ছে। অর্থাৎ প্রথম লুক প্রকাশ থেকেই ধোনির তুলনা হতে শুরু করেছে প্রভাসের সঙ্গে। ২০২০ সালে ধোনি এন্টারটেনমেন্ট একটি sci-fi ওয়েব সিরিজ এনেছিল। এই প্রজেক্টটির সঙ্গেও তাঁর সংস্থা ও স্ত্রী সাক্ষী ধোনি যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে।

বিশ্বব্যাপী ধোনির ফ্যান বেস বিশাল। সেই সঙ্গে ছোটদের কাছেও এই নতুন প্রজেক্ট বিপুল জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে। টিজ়ারে ওয়েব সিরিজ়কে নিউ এজ গ্র্যাফিক নভেল বলেছেন ধোনি। ২০১৯ সালে ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী তৈরি করেছিলেন তাঁদের প্রযোজনা সংস্থাটি। তখন থেকেই ছবি ও ওয়েব সিরিজ় তৈরির পরিকল্পনা চলছিল তাঁদের।

অভিনয়ের কিছু পাঠ ধোনির একেবারে অজানা তেমন নয়। তবে এই পৌরাণিক কাহিনী সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান বা ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে বলছেন রমেশ থামিলমনি। প্রাচীন ভারতের যোদ্ধা এবং অঘরির যৌথ ককটেল অথর্ব, দ্যা অরিজিন।