Tag Archives: pankaj tripathi

CCTV Footage: দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ! মৃত্যু হয় পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

কলকাতা: বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও তাঁর স্বামী ধানবাদের নিরসায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পশ্চিমবঙ্গের দিকে আসার পথে তাঁর বোন এবং ভগ্নিপতির গাড়ি শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির। তাঁর বোন সবিতাও গুরুতর আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷

পঙ্কজ ত্রিপাঠির বোন সবিতা তিওয়ারির অবস্থা গুরুতর। সবিতা তিওয়ারিকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তাঁর গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিকেল ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ রাকেশের গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি মাথায় চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়। এবং তাঁদের নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, বোনের অবস্থাও গুরুতর আশঙ্কাজনক, শোকের ছায়া পরিবারে

বিহার: আবারও এক দুঃসংবাদ৷ বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই বোঝা যাচ্ছে৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন৷

শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের জিটি রোডের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ভগ্নিপতির মৃত্যু হয়৷ পঙ্কজের বোনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তড়িঘড়ি করে ধানবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ-তে ভর্তি রয়েছেন পঙ্কজের বোন৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিলেন রাজেশ ও তাঁর স্ত্রী সরিতা তিওয়ারি৷ নিরসা মার্কেট চকে পৌঁছানোর আগেই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ সঙ্গে সঙ্গে দুমরে-মুচড়ে যায় গাড়ি৷

পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাদের ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই রাজেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এবং সরিতাকে সার্জিক্যাল আইসিইউতে ভর্তি রাখা হয়৷ জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রেলে কর্মরত ছিলেন৷ গ্রাম থেকে চিত্তরঞ্জন আসার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ উল্লেখ্য, ২০২৩ সালে বাবাকে হারান পঙ্কজ ত্রিপাঠি৷ বছর ঘুরতে না ঘুরতে ফের শোকের ছায়া অভিনেতার পরিবারে৷ অভিনেতার গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন৷

Manoj Bajpayee ‘Kidnapped’: মনোজ বাজপেয়ীকে ‘অপহরণ’! ওয়েবসিরিজ নিয়ে বচসা, পঙ্কজ-আলির কাণ্ডে শিউরে উঠলেন ভক্তরা

মুম্বই: ‘মির্জাপুর’-এর ভক্তদের জন্য দারুণ সুখবর। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই ক্রাইম ড্রামার জনপ্রিয়তা এখন তুঙ্গে! ফলে ভক্তরা এই সিরিজের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। গত ১৯ মার্চ এক বিশেষ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন শোয়ের কলাকুশলীরা। আর ভক্তদের চমকে দিয়ে তাঁরা জানান যে, খুব শীঘ্রই আসতে চলেছে ‘মির্জাপুর সিজন থ্রি’।

ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগল এবং শ্বেতা ত্রিপাঠীর মতো তারকারা। ওই সেগমেন্টে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মনোজ বাজপেয়ী। আলি ফজল এবং শ্বেতা ত্রিপাঠী তাঁকে ‘অপহরণ’ করার চেষ্টা করেন। এমনকী ওই শোয়ের তৃতীয় সিজন কবে মুক্তি পাবে, সেই বিষয়ে জানানোর জন্য জোরও করেন। এরপর নিজের বিখ্যাত সংলাপ শোনা যায় আলির মুখে। তিনি বলেন, “শুরু মজবুরি মে কিয়ে থে পর অব মজা আ রাহা হ্যায়।” এরপর তাঁদের সঙ্গে যোগ দেন পঙ্কজ ত্রিপাঠীও। তিনিও মুক্তির দিন প্রকাশ্যে আনার জন্য মনোজ বাজপেয়ীকে জোরাজুরি করেন।

আরও পড়ুন: রেজাউলের সঙ্গে ডিভোর্সের আগে থেকেই ‘একা’! ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা, চেনেন কি

ওই অনুষ্ঠানে আলি ফজল বলেন, “আগের সিজনের মতো মির্জাপুর ৩-এও ভক্তরা পাবেন সেই একই রকম স্বাদ। তবে এবারের সিজনে কিছু নতুন চরিত্র সামনে আসবে ঠিকই, আবার কিছু পুরনো চরিত্র বিদায় নেবে।” এমনকী অভিনেতা এ-ও জানান যে, মির্জাপুরের তৃতীয় সিজনে প্রচুর মালমশলাও থাকবে।

নির্মাতাদের বক্তব্য, সিজন থ্রি-তে সিংহাসনে দাবিদার হিসেবে একজন নতুন প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে গুড্ডু (আলি) এবং গোলু (শ্বেতা)-কে। তাঁরা কি এই আগুনের খেলায় সফল হতে পারবেন না কি বহিরাগত শক্তি চিরতরে ক্ষমতার আসন ধ্বংস করে দেবে? প্রথম দু’টি সিজনেদুর্দান্ত সাফল্যঅর্জন করেছিল মির্জাপুর। এবার ভক্তরা তৃতীয় মরশুমের মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

Pankaj Tripathi: অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে চাননি পঙ্কজ! ভয়ের কারণ জানলে অবাক হবেন

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। ‘ম‍্যায় অটল হুঁ’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর লুক ইতিমধ‍্যেই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু জানেন কী প্রথমে এই চরিত্রে অভিনয় করতেই চাননি পঙ্কজ।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে ‘ম‍্যায় অটল হুঁ’ ছবিতে অভিনয় সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘‘এই ছবির অফার যখন প্রথম পাই, আমার অভিনয় করার ইচ্ছে ছিল না। আমি নিশ্চিত ছিলাম না। আমার মনে হয়েছিল আমি বোধহয় পারব না।’’

আরও পড়ুন: হঠাত্‍ এ কী অবস্থা বিগ-বির? বড় অস্ত্রোপচার হল অমিতাভ বচ্চনের! এখন কেমন আছেন অভিনেতা?

পঙ্কজ ত্রিপাঠী জানান, ‘‘কিন্তু ছবির নির্মাতারা আমাকে ভরসা দেন। তারা বলেন, আপনিই(পঙ্কজ) একমাত্র পছন্দ। আপনি যদি না বলেন, তাহলে এই ছবি করাই হবে না। আমি আপ্লুত হয়ে পড়েছিলাম এই কথা শুনে।’’

তবে শুধু ছবির নির্মাতারাই নয়, এ ছবিতে অভিনয় করতে পঙ্কজ ত্রিপাঠীকে ভরসা জুগিয়েছেন আরও কিছু ব‍্যক্তি। অভিনেতা জানান, ‘‘মিডিয়াতে দিল্লি থেকে আমার দু তিন জন বন্ধু বান্ধব রয়েছেন। ‘ফুকরে ৩’-এর শ‍্যুট চলাকালীন তাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন তাঁরা দেখেন আমি অটল জির সম্পর্কে লেখা একটি বই পড়ছি। তখন আমি তাদের এই ছবি সম্পর্কে বলি। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম। তবে, ওঁরা আমাকে আশ্বস্ত করেন। ভরসা দিয়ে বলেন যে আমি নিশ্চয়ই পারব। আমাকে ঘিরে থাকা মানুষেরা সকলেই আমার এই চরিত্র করতে মনোবল বাড়িয়েছেন।’’

‘ম‍্যায় অটল হুঁ’ পঙ্কজ ত্রিপাঠীর কেরিয়ারে একটি অন‍্যতম ছবি হতে চলেছে। এই প্রথম কোনও বাস্তব চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে দু দশক কাটিয়ে ফেলেছেন অভিনেতা। তবুও কি ছবি মুক্তির আগে ভয় পাচ্ছেন তিনি? তিনি বলেন, ‘‘আমি সচরাসচর ছবি মুক্তির আগে ভয় পাই না। আমি একই সঙ্গে নার্ভাস এবং এক্সাইটেড।’’ সেইসঙ্গে পঙ্কজের বিশ্বাস মানুষ এই ছবিকে যথেষ্ট ভালবাসা দেবেন।

Pankaj Tripathi: ‘আমি গ‍্যাংস্টারদের আদর্শ’, অভিনেতা নাকি সত‍্যিকারের গ‍্যাংস্টার? এ কী বললেন ‘গ‍্যাংস অফ ওয়াসেপুর’ খ‍্যাত পঙ্কজ?

সিনে জগতের অন‍্যতম সেরা অভিনেতা তিনি। ‘গ‍্যাংস অফ ওয়াসেপুর’ থেকে শুরু করে ‘পাতাললোক’, সমস্ত কাজেই নিজের অভিনয় গুণের ছাপ রেখেছেন পঙ্কজ ত্রিপাঠী। কিন্ত ভাল অভিনয়ের কারণেই বড় বিপাকে পড়েছিলেন অভিনেতা।

জনপ্রিয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে সেই অদ্ভুত অভিজ্ঞতা জানালেন পঙ্কজ। অনুরাগ কশ‍্যপ পরিচালিত ‘গ‍্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে সুলতান কুরেশি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর চরিত্রের উপস্থিতি খুব বেশি সময় ছিল না। তবে স্বল্প দৈর্ঘ‍্যের উপস্থিতিতেই নজর কেড়েছিলেন অভিনেতা।

আরও পড়ুন: বলি নায়ককে ‘আরশোলা’ বলে ভর্ৎসনা করেছিলেন! এবার সেই অভিনেতারই ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা

চরিত্রের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন পঙ্কজ, যে অনেকে তাঁকে সত‍্যিকারের গ‍্যাংস্টার ভেবে বসেন। কিছু আসল গ‍্যাংস্টার তাঁকে নিজেদের আদর্শ ভেবে বসেন।

সাক্ষাত্‍কারে পঙ্কজ ত্রিপাঠী জানান, ‘‘অনেক গ‍্যাংস্টার আমাকে যোগাযোগের চেষ্টা করেন। উত্তর এবং দক্ষিণের বহু গ‍্যাংস্টার আমাকে তাঁদের আদর্শ ভেবে বসেন। তাঁরা সকলেই সুলতানকে ভীষণ পছন্দ করেছেন। তারপর অনেক লেখক আমাকে গল্প শোনাতে এসে ভাবতেন যে গল্প পছন্দ না হলে আমি পকেট থেকে ছুরিটা বের করব।’’

সাক্ষাত্‍কার চলাকালীন পঙ্কজ ত্রিপাঠী জানান, সিরিয়ালে অভিনয় করতে করতেই তিনি ‘গ‍্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে অভিনয় করার সুযোগ পান। এই ছবিতে পঙ্কজের অভিনয় প্রচুর প্রশংসা পায়।

ভাবতে পারছেন পঙ্কজ ত্রিপাঠির বছরে দু’দিন জন্মদিন! গোপন কথা ফাঁস করলেন নিজেই

#মুম্বই: বলিউড ও ওটিটিতে এখন জনপ্রিয় এক নাম- পঙ্কজ ত্রিপাঠি। তাঁর জন্মদিন নিয়ে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন সম্পর্কে ইন্টারনেটে দেওয়া তথ্যে দুটি তারিখ দেওয়া হয়েছে। এরমধ্যে একটি হল ৫সেপ্টেম্বর। জন্মদিন সংক্রান্ত দ্বিতীয় আরও এক তারিখ পাওয়া গেছে, তা ২৮ সেপ্টেম্বর। এই সমস্যা নিজেই দূর করেছেন অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠী ক্যামেরার সামনে এসে জানিয়েছেন কোনটি তাঁর আসল জন্মদিন। তবে তাঁর আসল জন্মদিন কবে?

নকল জন্মদিনের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প:

৫ সেপ্টেম্বর জন্মদিনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘ভাই গ্রামের স্কুলে ভর্তি হতে গিয়েছিল। ভর্তির জন্য পৌঁছলে শিক্ষক জিজ্ঞেস করলেন, জন্মদিন কবে? কী লিখবেন? ভাই বললেন– সেপ্টেম্বরের কথা মনে আছে কিন্তু তারিখ মনে নেই। কত তারিখ তা জেনে আসেননি বাড়ি থেকে। শিক্ষক হয়তো বলেছিলেন- ৫ সেপ্টেম্বর একটি ভালো দিন এবং এটি শিক্ষক দিবস, তবে ওটাই থাক। তারপর থেকে ৫ সেপ্টেম্বর আমার জন্মদিন হতে শুরু করে।

আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল ‘বিক্রম বেদা’র ট্রেলারের তারিখ

আরও পড়ুন: ‘কষ্টের কি জাত-ধর্ম আছে!’ পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার

পঙ্কজ ত্রিপাঠীকে এই জায়গায় পৌঁছতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে ২৮ সেপ্টেম্বর ১৯৭৬-এ জন্মগ্রহণ করেন। বিহারের এই ছোট্ট গ্রামে জন্ম থেকে বলিউডে এই সাফল্য়ের এই রাস্তা ছিল বেশ কঠিন। পঙ্কজ ত্রিপাঠিকে সেই পথে চলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। জানা যায়, পঙ্কজ ত্রিপাঠি পাটনার বিখ্যাত হোটেল মৌর্য হোটেলে কাজ করতেন।