Tag Archives: Mohun Bagan day

Mohun Bagan Day: লাইফটাইম অ্যাচিভমেন্টে উত্তরপাড়ার প্রয়াত মোহনবাগান ফুটবলার বিমল মুখোপাধ্যায়

হুগলি: মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষসেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। উত্তরপাড়ার মুখোপাধ্যায় বাড়ির তিন প্রজন্ম যুক্ত মোহনবাগান দলের ফুটবল খেলার সঙ্গে। ১৯১১ এর অমর একাদশের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন মনমোহন মুখোপাধ্যায়।

তাঁর ছেলে বিমল মুখোপাধ্যায় পরবর্তীতে ছিলেন মোহনবাগান দলের অধিনায়ক। বিমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম আইএফএ লিগ জয় করে মোহনবাগান দল। বিমল মুখোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ফুটবল খেলতে। পরবর্তীতে তাঁর ছেলে নিখিল মুখোপাধ্যায় তিনিও ছিলেন মোহনবাগান দলের একজন খেলোয়াড়।

আরও পড়ুন – Mohun Bagan Day: বুট পরা পায়ের বিরুদ্ধে লড়েছিল খালি পা, ১৯১১ অমর একাদশের ফুসফুস ছিলেন উত্তরপাড়ার মনমোহন মুখোপাধ্যায়

আজ মোহনবাগান দিবস উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবের তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড তুলে দেওয়া হবে বিমল মুখোপাধ্যায়ের ছেলে নিখিল মুখোপাধ্যায়ের হাতে। অন্যদিকে উত্তরপাড়ায় সকাল থেকেই উৎসবের মেজাজ। মনমোহন মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে মোহনবাগান দিবস পালন করলেন উত্তরপাড়া পুরসভা।

উৎসবের মেজাজ আরও দ্বিগুণ হয়েছে কারণ এই বছর বর্ষসেরা সমর্থকের শিরোপা পেতে চলেছেন উত্তরপাড়ারই আর এক অন্ধ ভক্ত সমর্থক পেশার টোটো চালক অজয় পাসোয়ান ।

১৯১১ ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার টিমের সঙ্গে প্রথম ভারতীয় ফুটবল  দল হিসেবে যারা পরাস্ত করেছিল ইংরেজদের সেই মোহনবাগান একাদশের একজন যোদ্ধা ছিলেন মনমোহন মুখোপাধ্যায়। তাঁর পরিবারের তিন প্রজন্ম ধরেই যুক্ত মোহনবাগান দলের সঙ্গে। ১৯১১ এর আজকের দিনেই খালি পায়ে ইংরেজদের বুট পড়া সাহেবদের প্রথমবার পরাস্ত করেছিল বাংলার দামাল ১১ জন ফুটবলার যারা আজ অমর হয়ে রয়েছেন অমর একাদশ হয়ে। সেই কারণেই প্রতি বছর এই দিনটিকে বিশেষ করে মনে রাখার জন্য মোহনবাগান দিবস পালন করে কলকাতা মোহনবাগান ক্লাব।

Rahee Halder

Sourav Ganguly: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে বিশাল বড় দিন, বড় প্রাপ্তি হতে চলেছে ‘দাদার’

সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
সকাল থেকেই এদিন ময়দানের মোহনবাগান তাবু উৎসবমুখর। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। একইসঙ্গে এদিন হোসে মোলিনার অধীনে প্রথম অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড।
সকাল থেকেই এদিন ময়দানের মোহনবাগান তাবু উৎসবমুখর। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। একইসঙ্গে এদিন হোসে মোলিনার অধীনে প্রথম অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড।
সোমবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবস প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ একদিন। কারণ এদিন মোহনবাগান রত্নে ভূষিত হবেন সৌরভ।
সোমবার সন্ধ্যায় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবস প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ একদিন। কারণ এদিন মোহনবাগান রত্নে ভূষিত হবেন সৌরভ।
প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। এবার এই সম্মান পেয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজের ক্লাব ক্রিকেট কেরিয়ারে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচনের দিনও উপস্থিত ছিলেন সৌরভ। দেওয়া হয়েছিল সদস্য কার্ড।
নিজের ক্লাব ক্রিকেট কেরিয়ারে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচনের দিনও উপস্থিত ছিলেন সৌরভ। দেওয়া হয়েছিল সদস্য কার্ড।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন দেওয়া ছাড়াও এদিন গত মরশুমের সেরা ফুটবলারের রস্কার পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ফরোয়ার্ড হচ্ছেন মনবীর সিংহ। সেরা জুনিয়র ফুটবলারের পুরস্কার যাচ্ছে সুহেল ভাটের হাতে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন দেওয়া ছাড়াও এদিন গত মরশুমের সেরা ফুটবলারের রস্কার পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। সেরা ফরোয়ার্ড হচ্ছেন মনবীর সিংহ। সেরা জুনিয়র ফুটবলারের পুরস্কার যাচ্ছে সুহেল ভাটের হাতে।

Mohun Bagan Day: ব্রিটিশ ঔদ্ধত্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দিন, মোহনবাগান দিবসে উৎসবমুখর সবুজ-মেরুণ তাবু

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির বহু আবেগ ও ইতিহাস। এবং বাঙালির সেই আবেগের আরেক নাম মোহনবাগানও বটে।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির বহু আবেগ ও ইতিহাস। এবং বাঙালির সেই আবেগের আরেক নাম মোহনবাগানও বটে।
সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
ঐতিহাসিক মোহনাগান দিবস উপলক্ষ্যে রবিবার থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ২৮ জুলাই রবিবার প্রভাত ফেরির মধ্য দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়।
ঐতিহাসিক মোহনাগান দিবস উপলক্ষ্যে রবিবার থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ২৮ জুলাই রবিবার প্রভাত ফেরির মধ্য দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়।
২৮ জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোহনবাগান ফ্যান ক্লাবগুলির উদ্যোগে আয়োজিত করা হয় একাধিক রক্তদান শিবিরের। সোমবারও রয়েছো রক্তদান শিবির।
২৮ জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোহনবাগান ফ্যান ক্লাবগুলির উদ্যোগে আয়োজিত করা হয় একাধিক রক্তদান শিবিরের। সোমবারও রয়েছো রক্তদান শিবির।
মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন, অমরজ্যোতি প্রজ্জ্বলন থেকে বিকেলে রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন, অমরজ্যোতি প্রজ্জ্বলন থেকে বিকেলে রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
সোমবার সকাল থেকেই ক্লাবে ফ্যানেদের ভিড়। এই দিনে কোচ হিসাবে কলকাতায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্প্যানিশ হোসে মলিনা। বিশেষ দিনেই দল নিয়ে অনুশীলন করেন বাগান কোচ।
সোমবার সকাল থেকেই ক্লাবে ফ্যানেদের ভিড়। এই দিনে কোচ হিসাবে কলকাতায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্প্যানিশ হোসে মলিনা। বিশেষ দিনেই দল নিয়ে অনুশীলন করেন বাগান কোচ।