Tag Archives: Mouth Ulcers

Mouth Ulcer Remedy: মুখে ঘা হওয়ায় কিছু খেতে কষ্ট হচ্ছে? এই ঘরোয়া উপায়ে একদম সেরে যাবে, জানুন

প্রায়শই অনেকের ঠোঁটের মধ্যে ছোট কিংবা বড় আকারের ফুসকুড়ির মতো হতে দেখা যায়। অনেক সময় সেই জায়গাটি লাল হয়ে থাকে। আবার অনেক সময় লাল অংশের মাঝখান সাদা হয়ে থাকে।
প্রায়শই অনেকের ঠোঁটের মধ্যে ছোট কিংবা বড় আকারের ফুসকুড়ির মতো হতে দেখা যায়। অনেক সময় সেই জায়গাটি লাল হয়ে থাকে। আবার অনেক সময় লাল অংশের মাঝখান সাদা হয়ে থাকে।
ঠোঁটে কিংবা মুখের মধ্যে এই ধরনের ঘা হলে ব্যথা ও অস্বস্তিতে পড়তে হয় বেশ অনেকটাই। এক্ষেত্রে যেকোন ধরনের খাবার খাওয়া অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এটা হলে একেবারে অবহেলা করা উচিত নয়।
ঠোঁটে কিংবা মুখের মধ্যে এই ধরনের ঘা হলে ব্যথা ও অস্বস্তিতে পড়তে হয় বেশ অনেকটাই। এক্ষেত্রে যেকোন ধরনের খাবার খাওয়া অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এটা হলে একেবারে অবহেলা করা উচিত নয়।
চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, একাধিক কারণে এই ধরনের ঘা হতে পারে। তবে মূলত শরীরে ডিহাইড্রেশন, হরমোন জনিত সমস্যা, ভিটামিনের ঘাটতির কারণে এই সমস্যা হয়ে থাকে শরীরের মধ্যে।
চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, একাধিক কারণে এই ধরনের ঘা হতে পারে। তবে মূলত শরীরে ডিহাইড্রেশন, হরমোন জনিত সমস্যা, ভিটামিনের ঘাটতির কারণে এই সমস্যা হয়ে থাকে শরীরের মধ্যে।
এই ধরনের ঘায়ের জেরে প্রচণ্ড সমস্যা বা ব্যথা হলে হালকা উষ্ণ গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করা অনেকটা ভাল। এরফলে ঘায়ের জন্য হওয়া ব্যথা কিছুটা কমে। এবং ঘায়ের মধ্যের জীবাণু মরে যায়।
এই ধরনের ঘায়ের জেরে প্রচণ্ড সমস্যা বা ব্যথা হলে হালকা উষ্ণ গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করা অনেকটা ভাল। এরফলে ঘায়ের জন্য হওয়া ব্যথা কিছুটা কমে। এবং ঘায়ের মধ্যের জীবাণু মরে যায়।
ঘায়ের জন্য হওয়া ব্যথা কমাতে এবং ঘা নিরায়মের জন্য ভালো কাজ দিয়ে থাকে লবঙ্গ। লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল গুণ। ঘা খুব সহজেই এই ধরনের ঘা সারাতে দ্রুত সাহায্য করে থাকে।
ঘায়ের জন্য হওয়া ব্যথা কমাতে এবং ঘা নিরায়মের জন্য ভালো কাজ দিয়ে থাকে লবঙ্গ। লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল গুণ। ঘা খুব সহজেই এই ধরনের ঘা সারাতে দ্রুত সাহায্য করে থাকে।
ঘায়ের মধ্যে জ্বালা করতে থাকলে কিছুটা মধু লাগাতে পারেন ঘায়ের স্থানে। এতে অনেকটাই আরাম পাওয়া যায়। তবে কয়েক ঘণ্টা অন্তর অন্তর ঘায়ের স্থানে মধু লাগালে বেশ কার্যকরী ফল পাওয়া যায়।
ঘায়ের মধ্যে জ্বালা করতে থাকলে কিছুটা মধু লাগাতে পারেন ঘায়ের স্থানে। এতে অনেকটাই আরাম পাওয়া যায়। তবে কয়েক ঘণ্টা অন্তর অন্তর ঘায়ের স্থানে মধু লাগালে বেশ কার্যকরী ফল পাওয়া যায়।
মুখের এই ধরনের ঘা কমাতে হলুদও বেশ অনেকটাই কার্যকরী। কাঁচা হলুদ বেঁটে নিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। এরপর ব্যথা, জ্বালা হয় এবং ঘা দ্রুত কমে যাবে। বেশি কষ্ট পেতে হবে না ঘায়ের ফলে।
মুখের এই ধরনের ঘা কমাতে হলুদও বেশ অনেকটাই কার্যকরী। কাঁচা হলুদ বেঁটে নিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। এরপর ব্যথা, জ্বালা হয় এবং ঘা দ্রুত কমে যাবে। বেশি কষ্ট পেতে হবে না ঘায়ের ফলে।
বেকিং সোডার উপকারী গুণাগুণ এই ধরনের ঘা সারতে বেশ অনেকটাই উপযোগী বলে প্রমাণিত। এক কাপ হালকা উষ্ণ গরম জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করলে ভাল উপকার পাওয়া যায়।
বেকিং সোডার উপকারী গুণাগুণ এই ধরনের ঘা সারতে বেশ অনেকটাই উপযোগী বলে প্রমাণিত। এক কাপ হালকা উষ্ণ গরম জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করলে ভাল উপকার পাওয়া যায়।