Tag Archives: Namibia

Wildlife Culling in Drought: হাতি, জেব্রা, জলহস্তী…! ৭২৩ টি বন্যপ্রাণী নিধন করা হবে এই দেশের অধিবাসীদের খাবার যোগাতে! শতাব্দীর ভয়াবহতম খরায় বিধ্বস্ত!

ভয়াবহ খরার মুখোমুখি নামিবিয়া৷ দেশজুড়ে তীব্র হয়েছে খাদ্যসঙ্কট৷ কার্যত এমনই পরিস্থিতি, ১.৪ মিলিয়ন দেশবাসীর মুখে খাবার জোগানোর জন্য নিধন করতে হবে অজস্র পশু৷
ভয়াবহ খরার মুখোমুখি নামিবিয়া৷ দেশজুড়ে তীব্র হয়েছে খাদ্যসঙ্কট৷ কার্যত এমনই পরিস্থিতি, ১.৪ মিলিয়ন দেশবাসীর মুখে খাবার জোগানোর জন্য নিধন করতে হবে অজস্র পশু৷

 

বিশেষজ্ঞদের মতে, গত শতকের ভয়ঙ্করতম খরা চলছে আফ্রিকার এই দেশে৷ নামিবিয়া সরকার জানিয়েছে প্রায় ৭২৩ টি বন্যপ্রাণী নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জলসঙ্কটে বেহাল চাষবাসের পাশাপাশি গৃহপালিত পশুপালনও৷ তাই বন্যপ্রাণীর উপর ভরসা করা ছাড়া উপায় কার্যত নেই৷
বিশেষজ্ঞদের মতে, গত শতকের ভয়ঙ্করতম খরা চলছে আফ্রিকার এই দেশে৷ নামিবিয়া সরকার জানিয়েছে প্রায় ৭২৩ টি বন্যপ্রাণী নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জলসঙ্কটে বেহাল চাষবাসের পাশাপাশি গৃহপালিত পশুপালনও৷ তাই বন্যপ্রাণীর উপর ভরসা করা ছাড়া উপায় কার্যত নেই৷

 

এই ৭২৩ টি প্রাণীর মধ্যে আছে ৩০ টি জলহস্তী, ৬০ টি মোষ, ৫০ টি ইম্পালা, ১০০ টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০ টি জেব্রা, ৮৩ টি হাতি, ১০০ টি এলান্ড (এক ধরনের অ্যান্টিলোপ)৷
এই ৭২৩ টি প্রাণীর মধ্যে আছে ৩০ টি জলহস্তী, ৬০ টি মোষ, ৫০ টি ইম্পালা, ১০০ টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০ টি জেব্রা, ৮৩ টি হাতি, ১০০ টি এলান্ড (এক ধরনের অ্যান্টিলোপ)৷

 

ইতিমধ্যেই ১৫০-র বেশি প্রাণী নিধন করে ৬৩ টন মাংসের যোগান দেওয়া হয়েছে৷ সেই দেশের পরিবেশ, বন ও পর্যটনমন্ত্রী জানিয়েছেন দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য এটা প্রয়োজনীয় পদক্ষেপ৷ সাংবিধানিক নির্দেশ মেনেই দেশের প্রাকৃতিক সম্পদকে তাঁরা দেশবাসীর মঙ্গলে কাজে লাগাচ্ছেন৷
ইতিমধ্যেই ১৫০-র বেশি প্রাণী নিধন করে ৬৩ টন মাংসের যোগান দেওয়া হয়েছে৷ সেই দেশের পরিবেশ, বন ও পর্যটনমন্ত্রী জানিয়েছেন দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য এটা প্রয়োজনীয় পদক্ষেপ৷ সাংবিধানিক নির্দেশ মেনেই দেশের প্রাকৃতিক সম্পদকে তাঁরা দেশবাসীর মঙ্গলে কাজে লাগাচ্ছেন৷

 

আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশে খরাপ্রবণ অঞ্চলে অবস্থিত নামিবিয়া৷ এর আগেও এই দেশে একাধিকবার খরা হয়েছে৷ নামিবিয়ার পাশাপাশি অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবোয়েতেও চলছে খরা৷
আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশে খরাপ্রবণ অঞ্চলে অবস্থিত নামিবিয়া৷ এর আগেও এই দেশে একাধিকবার খরা হয়েছে৷ নামিবিয়ার পাশাপাশি অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবোয়েতেও চলছে খরা৷
আফ্রিকা মহাদেশে এ বার খরা পরিস্থিতি আরও তীব্র করেছে বিশ্ব আবহাওয়ার এল নিনো পরিস্থিতি৷
আফ্রিকা মহাদেশে এ বার খরা পরিস্থিতি আরও তীব্র করেছে বিশ্ব আবহাওয়ার এল নিনো পরিস্থিতি৷