Tag Archives: NarendraModi

Modi Swearing In: ৯ জুন, সন্ধে ৭টা ১৫ মিনিট! তৃতীয়বার সরকার গঠনে শপথগ্রহণ মোদির, তোড়জোড় শুরু

নয়াদিল্লি : রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি জানালেন নরেদ্র মোদি। এর আগে শুক্রবার সকালেই সংসদের সেন্ট্রাল হলে এনডিএ সংসদীয় বৈঠকে ভাষণ দিয়েছেন মোদি। সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি। এরপরেই জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রীত্বের দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মোদি।

রাষ্ট্রপতি ভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আগামী ৯ জুন, ২০২৪ তারিখে সন্ধ্যা ৭.১৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের দফতরের দায়িত্বভার গ্রহণ ও নিরপেক্ষতার শপথ পাঠ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এনডিএ-র এদিনের বৈঠক শুরু থেকেই মোদির পাশে দেখা যায় দুই গুরুত্বপূর্ণ জোট শরিককে। উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। আনুষ্ঠানিক ভাবে বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং লোকসভায় বিজেপি ও জাতীয় গণতান্ত্রিক জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন। এই সিদ্ধান্তকে সমর্থন করেন বিজেপি নেতা অমিত শাহও।

রাষ্ট্রপতির সাক্ষাতের পর মোদি তাঁর ভাষণে জানান আগামী দিনে নিজের লক্ষ্যে অটল থেকে দেশসেবায় নিয়োজিত হতে চান তিনি। আগামী ৯ জুন শপথগ্রহণ অনুষ্ঠানের আবেদন জানিয়েছেন বলেও জানান মোদি। প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের বিশ্ব নেতাদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। সবমিলিয়ে শুরু হয়ে গিয়েছে সরকার গঠনের বড় প্রস্তুতি।

Modi Vs Mamata: মোদির পাল্টা মমতা! ৭ম দফার আগেই জমে উঠল বাংলার ভোটচিত্র! এবার কোথায় চ্যালেঞ্জ?

কলকাতা: ফের মোদির পাল্টা সভা মমতার। সপ্তম ও শেষ দফা লোকসভা নির্বাচনের আগে ভোটরঙ্গ চরমে বাংলায়। মঙ্গলবারই রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে শহরে মোদি মমতার রোড শো আছে মঙ্গলবার। কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলেই দু’দুটি সভা প্রধানমন্ত্রীর।

এবার তারই পাল্টা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার বারুইপুরে মোদির পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন ও করতে পারেন মমতা। আজ বারুইপুরে যে মাঠে সভা করছেন সেই মাঠেই বুধবার সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ফের সূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১ টায় বারুইপুরে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী। তারপর উত্তর কলকাতায় মিছিল ও মেটিয়াব্রুজে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত বুধবারও নরেন্দ্র মোদি দক্ষিণ ২৪ পরগনায় সভা করবেন। কাকদ্বীপে সভা করবেন প্রধানমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও সভা করবেন দক্ষিণ ২৪ পরগনায়।