Tag Archives: Neeraj Chopra

Neeraj Chopra: সোনা মিস! নিজের মুখেই কারণ ব্যাখ্যা করলেন ইতিহাস তৈরি করা নীরজ চোপড়া

#ওরিয়ন: নীরজ চোপড়া, যিনি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস করে ফেললেন৷  তাঁর দক্ষতাকে কুর্নিশ করছে সকলেই৷

 সোনা মিস হয়েছে, কিন্তু কারণটা কি তা নিজেই জানিয়েছেন আসলে পছন্দের পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল না৷  তাই তিনি সোনার থেকে দূরে রুপোতেই থামলেন৷  গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৯০.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে  স্বর্ণপদক জিতেছেন। পিটার্স ৬টি অ্যাটম্পটের  মধ্যে ৩বার ৯০ মিটার অতিক্রম করেছেন, যেখানে ভারতীয় তরুণ তুর্কির সেরা থ্রো মাত্র ৮৮.১৩ মিটার ছুঁড়েছিলেন৷ এখানেই ২ জনের মধ্যে ফারাক হয়েছিল৷

 

আরও পড়ুন – Newtown News: নিয়মের বাইরের সময়ে ঢুকলেই পার্কে দিতে হবে ৫০০ টাকা, আজব নিয়ম গেল উঠে

নীরজ চোপড়া জানিয়েছেন, যে ‘‘হাওয়ার পরিস্থিতি আমার বিরোধী হয়ে গিয়েছিল।  এছাড়াও এরপরে কুঁচকির মধ্যে একটি চাপ ছিল, এটি শক্ত হয়ে যায়। পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের মধ্যে, আমি চেষ্টা করেছি, যাই হোক না কেন আমি খুশি।’’ রুপো জেতার পর তিনি কথা দিয়েছেন সামনের দিনে তিনি আরও ভাল করার চেষ্টা করবেন। সামনেই আরও একবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ থাকছে সেখানেও তিনি সেরা দেওয়ার চেষ্টা করবেন৷

এদিক সোনা জয়ী প্রতিপক্ষ  পিটার্সের প্রশংসা করেছেন তিনি৷   তাঁর মতে – পিটার্স কৌশলী যুদ্ধ করে তাঁকে মাত দিয়েছেন। পাশাপাশি তিনি স্বীকার করেছেন পিটার্স স্মার্টলি পারফর্ম করেন। নীরজ মনে করেছেন তিনিও নিজের  সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে সোনা পেতে পারেননি।

 

আরও পড়ুন – Neeraj Chopra: ছুঁড়েই বুঝেছিলেন কেল্লাফতে, সঙ্গে সঙ্গেই সিংহের চিৎকার, দেখুন নীরজ চোপড়ার ভাইরাল ভিডিও

এর পাশাপাশি নীরজ চোপড়া এও বলেন যে তিনি এদিন যখন পারফর্ম করছিলেন তখন তাঁর মাথায় অলিম্পিক্সের পারফরম্যান্স ছিল না বলেই জানিয়েছেন৷

দেখে নিন ঠিক কী বলেছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে  রুপো জয়ী অ্যাথলিট

 

 

হাতে মাত্র হাতে গোনা চারটি দিন তারপরেই বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২৷ ভারতীয় দল সেই মঞ্চ থেকে একাধিক পদক পাবে এমন সম্ভবনা দেখছে ভারতীয় ক্রীড়ামহল৷ সেই আশাতেই আরও হাওয়া লাগল যখন অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপোর পদক জিতলেন৷ দুটো সর্বোচ্চ পারফরমারদের মঞ্চেই সেরা পারফরম্যান্স ভারতীয় নীরজ চোপড়ার৷

Neeraj Chopra: ছুঁড়েই বুঝেছিলেন কেল্লাফতে, সঙ্গে সঙ্গেই সিংহের চিৎকার, দেখুন নীরজ চোপড়ার ভাইরাল ভিডিও

#ওরিয়ন: নীরজ চোপড়া- এই নামটা এখন ভারতের ঘরে ঘরে৷ এই সব টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করতে যায়- এই প্রবাদটাকেই যখন মানুষ মেনে নিয়েছে তখন সেই মিথটাকে সমূলে পারফরম্যান্স দিয়ে নড়িয়ে দিলেন এই তরুণ তুর্কি৷ ২৪ বছরের কাঁধ অবধি চুল এই ছেলেটি যে শুধু ফুলঝুরির মতো জ্বলতে আসেনি নিজের পরপর পারফরম্যান্স দিয়ে তা বুঝিয়ে দিচ্ছে৷

টোকিও অলিম্পিক্সে -র পর এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের মঞ্চেও ভারতকে এনে দিলেন পোডিয়াম ফিনিশ৷ একাধিক দুরন্ত পারফরম্যান্স এর মধ্যেও ছিলেন নীরজ চোপড়া৷ ওরিগন ফের একবার তাঁর সিংহ বিক্রম দেখল৷

 

আরও পড়ুন – Commonwealth Games 2022: শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২২, এই সব ভারতীয় প্রতিযোগীর উপর ভরসা রাখছে দেশ

 

নিজের চতুর্থ অ্যাটেম্পটে সেরাটা ছোঁড়েন তিনি৷ যা টপকে গেল তাঁর অলিম্পিক্সের সোনা জয়ের থ্রোকেও৷ অলিম্পিক্সে নীরজ চোপড়া ছুঁড়েছিলেন ৮৭.৫৮ মিটার৷  এদিন নীরজ চোপড়া নিজের চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার ছোঁড়েন৷

আর ছোঁড়ার সঙ্গ সঙ্গেই তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে গলা থেকে বেরিয়ে আসে সিংহের গর্জন৷ তরুণ এই অ্যাথলিটের সিংহের সঙ্গে মানানসই কেশরটিও আছে তাই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে৷

দেখে নিন ভাইরাল ভিডিও

 

এদিকে হাতে মাত্র হাতে গোনা চারটি দিন তারপরেই বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২৷ ভারতীয় দল সেই মঞ্চ থেকে একাধিক পদক পাবে এমন সম্ভবনা দেখছে ভারতীয় ক্রীড়ামহল৷ এদিকে ছেলের এই পারফরম্যান্সে আনন্দের জোয়ারে ভাসছেন নীরজ চোপড়ার মা-বাবা, প্রতিবেশী সকলেই৷

 

আরও পড়ুন – Astro Tips: শনি ও শুক্রের যোগ! ৩ রাশির জাতক-জাতিকারা জীবনে পদে পদে বিপদের সম্ভবনা

 

বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে এর আগে একমাত্র পদক পেয়েছিলেন ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জ৷ তাও ২৯ বছর আগে, কিন্তু কোনও পুরুষ আজ অবধি সেই কৃতিত্ব এনে দিতে পারেননি৷ ভারতকে ফের একবার মেডেলের পোডিয়ামে দাঁড় করানোর অনন্য সম্মান এনে দিলেন নীরজ চোপড়া৷

 

Rohan Yadav javelin: ভবিষ্যতের নীরজ চোপড়াকে পেয়ে গেল ভারত? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১৫ বছরের কিশোর

#নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঐ ভিডিওতে উত্তর প্রদেশের এক ছোট গ্রাম দাভিয়াতে এক কিশোরকে বর্শা ছুড়তে দেখা যাচ্ছে। ঐ ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন ভারত কি তাহলে পরবর্তী নীরজ চোপড়াকে পেয়ে গেল ? কিশোরের নাম রোহন যাদব। বয়স মাত্র ১৫।

আরও পড়ুন – Argentina vs Colombia : গোল করে নায়ক মার্টিনেজ, আর্জেন্টিনা মেসি ছাড়াই হারাল কলম্বিয়াকে

রোহনের কোচ দক্ষিণ আমেরিকার পেরুর বাসিন্দা মাইকেল মাসেলমান নিজে ঐ ভিডিওটি করে তার টুইটারে পোস্ট করেছেন। তার টুইটে রোহনের কোচ লিখেছেন রোহন যত দূরে বর্শা নিক্ষেপ করেছে তাতে বিশ্বের প্রথম দশ অনুর্দ্ধ ১৮ নিক্ষেপকারীর মধ্যে রোহনের নাম আসবে। ঐ ভিডিওটি ৭ হাজারেরও বেশি বারবার টুইট করা হয়েছে। সবাই কৌতূহলী হয়ে পড়েছেন এই তরুণ অ্যাথলিটকে নিয়ে।

আরও পড়ুন – IND vs WI: ভারতে এল ওয়েস্ট ইন্ডিজ দল, ১৯ বছরের আগের মতো ‘কাণ্ড’ করতে চান পোলার্ডরা

মাসেলমান একবছর ধরে রোহন যাদবকে কোচিং করাচ্ছেন। তার মতে রোহন একজন প্রতিশ্রুতিমান কিশোর। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে মাসেলমান বলেন, আমার সঙ্গে রোহনের পরিচয় হয় গত বছর সোশ্যাল মিডিয়ায়। ও আমাকে ওর বর্শা ছোড়ার ভিডিও পাঠাত, আমি ওর সঙ্গে যোগাযোগ রাখতাম। আমি এরপর ওকে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিই। একজন প্ৰতিশ্রুতিমান বর্শা নিক্ষেপকারীকে তিল তিল করে গড়ে তুলছি।

আমি রোহনের দাদা রোহিত যাদবকেও কোচিং করিয়েছি। রোহিত ভারতের যুব রেকর্ড ভেঙেছিল ও ২০১৯ সালে অনুর্দ্ধ ১৯ এ বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিল। তাকে অনেকেই পরবর্তী নীরজ চোপড়া বলে মনে করছেন, এতে তার কেমন লাগছে এই প্রশ্ন করা হলে রোহনের বিনয়ী উত্তর, নীরজ ভাই বর্শার রাজা। আমি তো সবে শুরু করেছি। নীরজ চোপড়া আমার রোল মডেল, আমার দাদাও আমার অনুপ্রেরণা।

কিন্তু আমায় অনেকটা পথ যেতে হবে, আমি কঠোর পরিশ্রম করছি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া রোহন যাদবের মেধাকে স্বীকৃতি দিক, এটাই আশা রোহনের কোচ মাসেলমানের। মাসেলমান জানান, আমি রোহনকে ট্রেনিংয়ের সূচি পাঠাই ও তাকে কোচিং করাই। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া তাকে তুলে নিক ও তাদের তত্ত্বাবধানে ট্রেনিং দিক এটাই আমার লক্ষ্য।

নীরজকে তারা অসাধারণভাবে গড়ে তুলেছেন, রোহনকে কিভাবে যোগ্য করে তুলতে হবে তারা ভালোভাবেই জানে। আমার লক্ষ্য মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করা, তাদের ট্রেনিং দেওয়া, তাদের সম্পর্কে সকলকে অবহিত করা। রোহন যাদবের শেখার ইচ্ছে প্রচুর। পরিশ্রম করতে ভয় পায় না। ওর ওপর একটু নজর দেওয়া হলে জ্যাভলিনে আরো একজন সুপারস্টার পাবে ভারত’।

Neeraj Chopra : অলিম্পিকের সোনার ছেলে নীরজ চোপড়ার সামনে তুমুল নাচ RJ মালিশকার! মুহূর্তেই Viral Video…

#মুম্বই : অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে (Neeraj Chopra) অভিনন্দন জানাতে চেয়েছিলেন একটু অন্যরকম ভাবে। আর তা করতে গিয়েই চূড়ান্ত সমালোচনার মুখে পড়লেন জনপ্রিয় রেডিও জকি মালিশকা মেন্ডনসা (Malishka Mendonsa)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এমনকী অনেকে এও অভিযোগ তুলেছেন, নীরজের উপর ভারচুয়ালি ‘অশালীন অত্যাচার’ করা হয়েছে। এই ব্যবহার একেবারেই ‘উপযুক্ত’ নয় বলেই মত নেটিজেনদের বড় অংশের।

জানা যায় রেড এফএম স্টেশনে অনলাইন সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল নীরজকে। সে ডাকে সাড়াও দেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। এফএম স্টেশনে হাজির হয়েছিলেন ভারচুয়ালি। আর নীরজের সাফল্যে মালিশকারা ঠিক কতখানি খুশি, তা বোঝাতেই তিনি ও তাঁর সহকর্মীরা নীরজকে নাচ করে দেখান। ১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ ছবির জনপ্রিয় গান ‘উড়ে জব জব জুলফে’ গানটিতে নাচ করতে দেখা যায় মালিশকাদের। দেখা যায়, ল্যাপটপের পর্দায় ভেসে নীরজের মুখ। আর তাঁর সামনেই স্টুডিওয় জমে উঠেছে মালিশকাদের নাচ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই সেলিব্রেশনেরই ভিডিও পোস্ট করেন মালিশকা। আর তারপরই ঝড় ওঠে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

রেডিও জকি লেখেন, “মহিলারা…জুম কলের দিকে ক্যামেরা ঘোরার আগের মুহূর্ত। দেখুন আমরা কার জন্য নাচছি।” বছর তেইশের সোনাজয়ীর সামনে সেলিব্রেশনের এমন নাচ মেনে নিতে পারেনি নেটিজেনদের একাংশ। তীব্র সমালোচনায় বিদ্ধ করা হয়েছে মালিশকাকে। অনেকে লেখেন, ‘এই দৃশ্য অত্যন্ত লজ্জাজনক। জনএক্ষেত্রে লিঙ্গ উলটে গেলে কী হত বলতে পারেন? অর্থাৎ নীরজের জায়গায় কোনও মহিলা এবং মালিশকার স্থানে কোনও পুরুষ থাকলে তো বলা হত যৌন হেনস্তা করা হয়েছে।’

অন্য এক নেটিজেনের কথায়, অত্যন্ত লজ্জাজনক একটি দৃশ্য দেখতে ঠিক এমনই হয়। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, নীরজের জায়গায় কোনও মহিলা থাকলেও মুম্বই এই ঘটনা মেনে নিত তো? কয়েকজনের দাবি, মহিলাদের এমন নাচ দেখে নীরজের যে বেশ অস্বস্তি হচ্ছিল, তা তাঁর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

যদিও এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি মালিশকা। তবে জানিয়েছেন, সোনাজয়ী তারকার সাক্ষাৎকার নিয়ে তিনি উচ্ছ্বসিত। কিন্তু জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে সেলিব্রেশনে মেতে আপাতত নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন এই জনপ্রিয় রেডিও জকি।

Neeraj Chopra on Independence Day: লালকেল্লায় অলিম্পিক ‘স্বাধীনতা’র কারিগর, সোনার ছেলে নীরজের মন্তব্যে গায়ে কাঁটা দেবে!

#নয়াদিল্লি: লালকেল্লায় জীবনে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra on Independence Day)। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হতে পেরে আবেগাপ্লুত নীরজ জানালেন মনের কথা। নিজের ট্যুইটারে রবিবারের অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে এককথায় নীরজ বর্ণনা তিনি, ‘গর্বিত’। এদিন লালকেল্লায় অলিম্পিক্সের পদকজয়ী ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে দেশের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের সাফল্য গোটা দেশকে অনুপ্রেরণা দেবে।

এদিন ট্যুইটে নীরজ লিখেছেন, ‘ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হতে পারাটা গর্বের। খেলোয়াড় ও জওয়ান দুই হিসেবেই। আমাদের জাতীয় পতাকাকে অত উচ্চতায় উড়তে দেখে আমার হৃদয় আবেগে ভরে উঠেছিল। জয় হিন্দ’। রবিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সোনাজয়ী নীরজ চোপড়া, রুপোজয়ী মীরাবাই চানু, ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু, বজরং পুনিয়ারা। এ ছাড়া প্রাক্তন এবং বর্তমান অলিম্পিয়ান মিলিয়ে হাজির ছিলেন ২৪০ জন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তারাও হাজির ছিলেন।

জ্বরে ভুগতে থাকলেও রবিবার সুস্থ হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন নীরজ। তিনি বলেছেন, ‘এতদিন টিভিতে এই অনুষ্ঠান দেখতাম। আজ সামনে থেকে দেখছি। একটা নতুন অভিজ্ঞতা। অনেক দিন পর ব্যক্তিগত ইভেন্টে দেশ সোনা জিতেছে। দেশ যে আমার জন্য গর্বিত, এটা ভেবে আমি খুশি।’

প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘টোকিয়ো অলিম্পিক্সে দেশকে গর্বিত করা ক্রীড়াবিদরা আমাদের সঙ্গে রয়েছেন। গোটা দেশকে অনুরোধ করব ওঁদের কৃতিত্বকে তারিফ জানাতে। ওঁরা শুধু আমাদের হৃদয় জিতে নেননি, ভবিষ্যৎ প্রজন্মকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছেন।’ তাঁর কথায়, ‘একটা সময় খেলাধুলোকে সমাজের মূলস্রোতের অংশ বলে ধরাই হত না। বাবা-মায়েরা বলতেন, খেলাধুলো করলে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। এখন গোটা দেশে খেলাধুলো এবং ফিটনেসের ব্যাপারে মানুষ অনেক সচেতন। এ বারের অলিম্পিক্সেই সেটা ভালো ভাবে বোঝা গিয়েছে। দেশের পক্ষে এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। এই দশকে খেলাধুলোয় প্রতিভা, প্রযুক্তি এবং পেশাদারিত্বের দিক থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বোর্ডের পরীক্ষা হোক বা অলিম্পিক্স, ভারতের মেয়েদের দুর্দান্ত প্রদর্শন আমাদের সবাইকে গর্বিত করেছে।’