Tag Archives: Neeraj Chopra

নীরজ চোপড়ার জ্যাভেলিনের ওজন কত জানেন? উচ্চতাই বা কত? জেনে নিন

সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একেবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।

Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া

প্যারিস: পুরো দেশবাসীর নজর ছিল তাঁর দিকে। যাবতীয় আশা-ভরসা তাঁর দিকে। প্যারিস অলিম্পিক্সে ট্র্যাকে নেমে সেই ভরসার দাম রাখলেন নীরজ চোপড়া। টোকিওর ফর্ম ধরে রাখলেন প্যারিসে। প্রথম থ্রো-তেই ফাইনালের জন্য নিজের টিকিট পাকা করে ফেললেন ভারতের সোনার ছেলে। বুঝিয়ে দিলেন এবার সোনা জিততেই এসেছেন তিনি।

অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা। নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।

আরও পড়ুনঃ India vs Sri Lanka: হার থেকে শিক্ষা, শেষ মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল! থাকছে কোন চমক

প্রসঙ্গত, গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ। বিগত চারবছরে আরও একাধিক ইভেন্টে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন নীরজ। মাঝে নীরজের চোট নিয়ে একটু চিন্তা ছিল। তবে প্যারিসে শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি পুরো ফিট। আরও এক সোনার স্বপ্ন দেখছে গোটা দেশ।

অলিম্পিক্সে নীরজ চোপড়ার ইভেন্ট কবে? ভারতের সোনা জয়ের বড় সুযোগ ‘সেদিন’

কলকাতা: ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনার পদক জিতেছিলেন। তিনি টানা দ্বিতীয়বার গেমসে সোনার পদক জয়ের অভিপ্রায় নিয়ে প্যারিসে পৌঁছেছেন।

নীরজ চোপড়া তাঁর ভক্তদের প্যারিসে আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। স্পোর্টস ভিলেজ-এর ছবি শেয়ার করে নীরজ লিখেছেন, হ্যালো প্যারিস! এখানে পৌঁছে উত্তেজিত বোধ করছি।

আরও পড়ুন- রুদ্ধশ্বাস লো স্কোরিং ম্যাচে সুপার ওভার জয়, শ্রীলঙ্কাকে চুনকাম করল টিম ইন্ডিয়া

প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার ইভেন্ট কবে? ভারতীয় ক্রীড়া অনুরাগীরা জানতে চাইছেন, কখন তাঁদের প্রিয় তারকা নীরজ চোপড়াকে প্যারিস অলিম্পিক্সে জ্যাভেলিন নিক্ষেপ করতে দেখা যাবে!

আরও পড়ুন- অলিম্পিক্সের ইন্ডিয়া হাউজে ভারতের শ্যুটিং টিমকে অভিনন্দন জানালেন নীতা

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের সম্পূর্ণ সময়সূচী দেখে নিন-

পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ ৬ অগাস্ট, ২০২৪ -এ শুরু হবে। ভারতীয় সময় দুপুর ১:৫০ থেকে গ্রুপ এ কোয়ালিফিকেশন ম্যাচগুলি শুরু হবে। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল ম্যাচ ৮ অগাস্ট, ২০২৪-এ খেলা হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

Jio Cinema অ্যাপে প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। এছাড়া স্পোর্টস 18 চ্যানেল এবং দূরদর্শনের স্পোর্টস চ্যানেলে এর সরাসরি সম্প্রচার দেখতে পারেন।

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ৮৭.৫৮ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতেছিলেন। এর পর নীরজ ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্ব পার করে রুপোর পদক জিতে নেন। এর পর ২০২৩ সালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতে নেন নীরজ।

এছাড়াও তিনি ২০২৩ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার দূরত্ব পার করে সোনার পদক জিতেছিলেন। প্যারিস অলিম্পিক্সে ৯০ মিটার টার্গেট করেছেন নীরজ।

অলিম্পিক্সের উদ্বোধনে নেই ‘সোনার ছেলে’, কী করছেন নীরজ, দেখে নিন ভিডিও

প্যারিস: শুক্রবার শুরু হচ্ছে অলিম্পিক্স। আগামী কিছুদিন ধরে বিশ্বজুড়ে সবার চোখ থাকবে এই “গ্রেটেস্ট শো অন আর্থ”- এর উপর। কিন্তু, এই প্রতিযোগীদের ভিড়ে ভারতের হয়ে কিন্তু এখনও ফ্রান্সেই পৌঁছান নি নীরজ চোপড়া। বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার এই ভারতীয় আপাতত রয়েছেন ফ্রান্স থেকে বহুদুরে তুরস্কে। গত টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এখন নিজেকে ডুবিয়ে রেখেছেন কঠোর অনুশীলনে।

আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা

প্যারিস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তুরস্কে তিনি ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন নিচ্ছেন। ভারতের মোট ১১৭ জন প্রতিযোগীর মধ্যে নীরজ চোপড়ার থেকে একটি সোনা পাওয়ার জন্য মুখিয়ে আছেন গোটা ভারতবাসী। এই জন্যই নিজেকে অনুশীলনে একদম ডুবিয়ে দিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত কোচ জানিয়েছেন। চলতি বছরে কোনও বড় প্রতিযোগিতায় নামেননি নীরজ। যতটা সম্ভব চোট আঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন। নিজেকে প্যারিস অলিম্পিক্সে মেলে ধরার জন্য তিনি যে কতটা মরিয়া তা তাঁর কোচের সোশ্যাল মিডিয়ায় ভাগ করা ভিডিওতেই দেখা যাচ্ছে।

আগামী ৬ অগাস্ট অলিম্পিক্সে জ্যাভ্লিন থ্রোয়ের যোগ্যতা নির্ণায়ক পর্ব। ফাইনাল হবে ৮ই অগাস্ট। নিজের সবটা দিয়ে স্বর্ণপদক আনতে মরিয়া নীরজ। ভারতবাসীরাও বুক বাঁধছেন। অলিম্পিক্সে আবারও একটা সোনা পাওয়ার।

Paris Olympics 2024: প্যারিসে হবে স্বপ্নপূরণ! ২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা

কলকাতা: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। গতবার টোকিওতে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছিল ভারতীয় দল। এবার তাক থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ। কোন কোন বিভাগে এবার পদক জিততে পারে ভারত, ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা হতে পারে, চলুন দেখে নেওয়া যাক।

নীরজ চোপড়া: টোকিও অলিম্পিক্সে জেশবাসীর স্বপ্নপূরণ করেছিলেন নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভেলিন থ্রোয়ে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন তিনি। এবারও ভারতের পদক জয়ের অন্যতম সেরা দাবিদার নীরজ। তাঁর কাছে দ্বিতীয় সোনার আশায় দেশবাসী। চোট নিয়ে কিছুটা সমস্যা থাকলেও পদক জিততে নিজের সেরাটা দিতে তৈরি সোনার ছেলে।

পিভি সিন্ধু: প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ২০১৬-রে রুপো, ২০২০-তে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা শাটলার। এবার প্যারিসে টানা ৩ পদক জয় শুধু নয়, সোনা জেতার স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল পিভি সিন্ধু।

লভলিনা বরগোহাঁই: ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই। নিজের খেলাতেও বেশ কয়েকটি পরিবর্তন করেছেন তিনি। বদলে ফেলেছেন নিজের ওয়েট ক্যাটেগরিও। কঠোর পরিশ্রম করেছেন অলিম্পিক্সকে পাখির চোখ করে। এবার গোল্ড টার্গেট করে নামছেন ভারতীয় বক্সার।

মীরাবাঈ চানু: টোকিওতে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছিলেন মহিলা ভারত্তোলক মীরাবাই চানু। তারপরও একাধিক প্রতিযোগিতায় দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার অধরা সোনা সোনা জয়ের লক্ষ্যে প্যারিসে নামছেন চানু। স্বপ্ন দেখছে ১৪০ কোটির দেশ।

ভিনেশ ফোগাট: কুস্তিতে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার হলেন ভিনেশ ফোগাট। আগের দুটি অলিম্পিক একেবারেই ভালো কাটেনি। রিও এবং টোকিওতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। এবার ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে। এবার আত্মবিশ্বাসী ভিনেশ ফোগাট।

নিখাত জারিন: প্যারিস অলিম্পিক্সে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মহিলা বক্সার নিখাত জারিন। এর আগে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার পদক জিতেছেন ভারতীয় জারিন। এবার প্রথম অলিম্পিক্সের মঞ্চে নামতে চলেছেন তিনি। পদক জয়ের লক্ষ্যে নিজের সেরাটা দিতে তৈরি নিখাত জারিন।

চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি: ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার হলেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি জুটি। ২০২০ অলিম্পিক্স একেবারেই ভালো যায়নি তাদের। ২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। ২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এবার সেরাটা দিতে তৈরি এই জুটি।

ভারতীয় পুরুষ হকি দল: ভারতীয় পুরুষ হলি দল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল। বিশ্বের বৃহত্তম স্পোর্টস ইভেন্টে তাদের চার দশকের দীর্ঘ পদকের খরা কেটেছিল টোকিওতে। উল্লেখযোগ্য বিষয় হল সেই ব্রোঞ্জ পদক জয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়ই বর্তমান স্কোয়াডের অংশ। এবারই ভারতীয় পুরুষ হকি দল পদক জয়ের অন্যতম দাবিদার।

আরও পড়ুনঃ Team India: কে হবে টিম ইন্ডিয়ার ৩ ফরম্যাটের অধিনায়ক? নাম জানিয়ে দিলেন প্রাক্তন তারকা

মনু ভাকর: শুটিংয়ে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার মনু ভাকর। মনু ভাকেরের শুধুমাত্র একটি পদক নয় বরং একাধিক পদক জেতার সুযোগ রয়েছে। ২২ বছর বয়সী ক্রীড়াবিদ তিনটি পৃথক ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন। মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটাক মিক্সড এয়ার পিস্তল বিভাগেও অংশ নেবেন।

আমান সেহরাওয়াত: পুরুষ কুস্তিতে ভারতের একমাত্র আশা আমান সেহরাওয়াত। ২০ বছর বয়সী ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর যিনি প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন৷ ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিগীর ২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ এবং ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন।

Neeraj Chopra: নীরজ চোপড়া আবার গর্বিত করলেন ভারতকে! সোনা জিতেও খুশি নন সোনার ছেলে

দোহা: নীরজ চোপড়া এই তো কয়েকদিন আগেই দিল্লিতে অবস্থানকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের কষ্টের পক্ষে কথা বলেছিলেন। যোগ্য সম্মান জানিয়েছিলেন বজরং, সাক্ষীদের। এবার কাতারের রাজধানী দোহাতে স্বর্ণপদক জিতলেন নীরজ। তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, কি অসাধারণ পারফরমেন্স। এলেন, ছুঁড়লেন এবং জিতলেন। সত্যিকারের চ্যাম্পিয়ন।

নীরজ চোপড়া আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার এই জয় দেশের সবাই সেলিব্রেট করবে। গত বারের ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন এ বারও তার খেতাব ধরে রাখতে সক্ষম হলেন।৮৮.৬৭ মিটার থ্রো করে বাজিমাত করলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করলেন জাকুব ভ্যাডলেচ। তিনি থ্রো করলেন ৮৮.৬৩ মিটার। ফলে ২৫ বছর বয়সি ভারতীয় জ্যাভলার মাত্র ০.০৪ মিটারের ব্যবধানে জিতে শেষ হাসি হাসলেন।

এ দিনের ফাইনালে নীরজ চোপড়ার প্রথম থ্রো-ই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল। এই থ্রোয়ের উপর ভর করেই দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন তিনি । এই নিয়ে তৃতীয় বার ডায়মন্ড লিগের শীর্ষস্থান দখল করলেন নীরজ। গত বছর তিনি প্রথম ভারতীয় হিসেবে জিতেছিলেন ডায়মন্ড লিগের ট্রফি। এই বছর ও তার অন্যথা হল না। সোনা জিতলেও এখনও পর্যন্ত ৯০ মিটারের মাইলফলক অধরাই থাকল তাঁর কাছে।

টোকিও অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ এ দিন ৯ জন বিশ্বসেরা প্রতিযোগীকে পিছনে ফেললেন ফাইনালে। চোপড়ার এ দিনের থ্রোগুলি ছিল যথাক্রমে ৮৮.৬৭ মিটার, ৮৬.০৪ মিটার এবং ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি তাঁর ফাউল হয়। নীরজ চোপড়া অবশ্য জানিয়েছেন তিনি খুব একটা খুশি নন ব্যক্তিগতভাবে। সোনা জিতলেও ৯০ মিটার স্পর্শ করতে পারেননি। এটা তিনি চেয়েছিলেন।

তবে মাঝে চোট লাগার কারণে কিছুটা ফিটনেস কমে গিয়েছিল। তার আসল লক্ষ্য পরের বছর প্যারিস অলিম্পিকের আগে নিজেকে সম্পূর্ণ শক্তিশালী এবং ফিট করে নেওয়া। তার আগে অবশ্য বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলবেন।

অলিম্পিকের সোনা ছেলের হাতের মোয়া নয়! নীরজ চোপড়া কতটা কষ্ট করেন, দেখুন

#নয়াদিল্লি: অলিম্পিকে সোনা ছেলের হাতের মোয়া নয়। অলিম্পিকে সোনা জিততে ঠিক কেমন প্রস্তুতি নিতে হয়, দেখিয়ে দিলেন নীরজ চোপড়া।

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া আজকাল তাঁর ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছেন। তিনি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে তাঁকে রোপ ক্লাইম্বিং করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও শেয়ার করার সময় নীরজ ক্যাপশনে লিখেছেন, ‘রুকনা নেহি হ্যায়।’

আরও পড়ুন- জন্ম উদ্বাস্তু শিবিরে, চোখে বিশ্বজয়ের স্বপ্ন! জানুন তিন আফ্রিকান ফুটবলারের অজানা কাহিনী

২০২২ সাল ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার-এর জন্য দুর্দান্ত ছিল। চলতি বছরের সেপ্টেম্বরে জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের ফাইনালে সোনা জিতেছিলেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন তিনি ৮৮.৮৪ মিটার জ্যাভেলিন নিক্ষেপ করেছিলেন। নীরজ প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ডায়মন্ড লিগের ফাইনালে পদক জিতেছেন।

খেলোয়াড়রা তাঁদের ফিটনেস বজায় রাখার জন্য রোপ ক্লাইম্বিং করেন। রোপ ক্লাইম্বিং বিশেষ করে কাঁধ, কোমর এবং হাতের ব্যায়ামের জন্য করা হয়। এই ব্যায়ামে কাঁধ, কোমর এবং হাতের পেশি খুব শক্তিশালী করে তোলা যায়।

আরও পড়ুন- কাতার বিশ্বকাপে খেলতে চলা এশিয়ার সেরা ফুটবলারদের চেনেন ? না জানলে দেখে নিন

অরেগনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চোপড়ার চোটের কবলে পড়েন নীরজ চোপড়া। চোটের জন্য তিনি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারেননি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সময় পিঠে চোট পেয়েছিলেন নীরজ। তবে ইনজুরির পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। লুসান ডায়মন্ড লিগে ৮৯.০৮ মিটার জ্যাভেলিন নিক্ষেপ করেস সোনারপদক জেতেন তিনি।

কিং কোহলির ম্যাজিকে মজে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া, জানালেন কুর্নিশ

#নয়াদিল্লি: কোহলির পাক বধে খুশি ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।টোকিও অলিম্পিকে পদক জয়ী সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন বিরাট কোহলি। বিরাট লিখেছিলেন, সকল বিজয়ী ও অলিম্পিক্সে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। জেতা-হারা খেলার অঙ্গ। সবচেয়ে বড় ব্যাপার হল আপনারা দেশের জন্য সেরাটা দিয়েছেন। আমরা আপনাদের জন্য গর্বিত। এভাবেই এগিয়ে যান। আমরা অত্যন্ত গর্বিত। জয় হিন্দ।

আরও পড়ুন – আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা, হুঙ্কার সাকিবের

এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপা পাওয়ার জন্য ও নিরাজকে অভিবাদন জানান কোহলি।এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়ের জন্য কোহলিকে শুভেচ্ছা বার্তা জানান নীরজ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে নিরাজ লেখেন কোহলিকে রাজা হয়তো এই জন্যই বলা হয়। কি অসাধারণ জয়!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার টুয়েলভ রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তার ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতের জয় এনে দিতে সাহায্য করেছিল। এই অসাধারণ ইনিংসের সৌজন্যে বিরাট টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন এদিন।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে, বিরাট কোহলি ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থান করছিলেন। বিরাট কোহলির ৩৩ নম্বর থেকে নবম স্থানে পৌঁছতে মাত্র কয়েক মাস লেগেছে। বিরাট যে ফর্মে আছেন, সেই ফর্মে ধরে রাখতে পারলে শীঘ্রই তিনি প্রথম পাঁচের মধ্যে উঠে আসবেন। এখন ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি।

অন্য দিকে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ২ নম্বর স্থান হারিয়ে ফেলেছেন। তাঁকে টপকে গিয়ে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন স্কাই। সূর্য ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই।

Neeraj Chopra: সোনা, রুপো তো হল, এবার হীরে! নজির গড়ে ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া

#বার্লিন: নীরজ চোপড়া বৃহস্পতিবার আবার নতুন ইতিহাস তৈরি করলেন। ৮ সেপ্টেম্বর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট ডায়মন্ড লিগে সেরা হলেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে প্রথম হলেন তিনি। ২৪ বছরের অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া এদিন ৮৮.৪৪ মিটার থ্রো করে পোডিয়ামের টপ হলেন৷

টোকিও অলিম্পিক্সে সোনা জয়, বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপো জয়ের পর এবার ডায়মন্ড লিগেও সেরা হলেন নীরজ চোপড়া৷ নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রের জাকুব ভাল্দজ, জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারিয়ে স্ক্রিপ্ট তৈরি করলেন৷

 

আরও পড়ুন –  ‘বকেয়া নেই ডিএ!’, রাজ্যের যুক্তি শুনল হাইকোর্ট শুক্রবার ফের শুনানি 

 

আরও পড়ুন –  Weather Alert: আজ রাত পোহালেই আবহাওয়ার ১৮০ ডিগ্রি নাটকীয় বদল, প্রবল হাওয়া-বৃষ্টিতে টালমাটাল হবে জীবন

 

দেখে নিন ঠিক কী পারফরম্যান্স দিয়ে ফের সেরা হলেন নীরজ চোপড়া৷ রইল ভিডিও৷

 

 

ভারতের সেরা জ্যাভলিন স্টার শুরু করেছিলন ভুল করে জাকুব ভাল্দজ তখন এগিয়ে যান৷ নিজের প্রথম প্রচেষ্টায় তিনি ৮৪.১৫ মিটার থ্রো করেন৷ নিজের দ্বিতীয় থ্রো-তে তিনি ৮৮.৪ থ্রো করেন৷ এর চেয়ে আর কেউ ভাল ছুঁড়তে পারেনি৷

নীরজ নিজের তৃতীয় অ্যাটেম্পেটে ৮৮.০ মিটার ছোঁড়েন৷ চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ , পঞ্চমবারে ৮৭.০০ মিটার, এবং শেষবার ৮৩.৬০ ছোঁড়েন৷ জাকুব ভাল্দজের সেরা থ্রো ছিল ৮৬.৯৪ মিটার৷

Arshad Nadeem : বন্ধু নীরজকে খুব মিস করছি, কমনওয়েলথে সোনা জিতে বললেন পাকিস্তানের নাদিম

#লন্ডন: তারা দুজনে খুব ভাল বন্ধু, একথা সবার জানা। বিদেশের মাটিতে গেলে খেলার বাইরে দুজনে একসঙ্গে অনেক সময় কাটান। পাকিস্তানের জ্যাভলিন তারকা আরশাদ নাদিম ভারতের নীরজ চোপড়ার বড় ভক্ত। কুঁচকির চোটের জন্য চলতি কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার বার্মিংহ্যামে নামলে, ভারতকে যে, সোনা এনে দিতেন, তা একপ্রকার বলে দেওয়াই যায়।

আরও পড়ুন – Indian women cricket : জেতা ম্যাচ হেরে এসেছে! মহিলা ক্রিকেট দলের ওপর বিরক্ত সৌরভ থেকে আজহার

নীরজের অনুপস্থিতিতে তাঁর বন্ধু ও পাকিস্তানি প্রতিযোগী আর্শাদ নাদিম সোনা জিতে বাজিমাত করেন। গত রবিবার কমনওয়েলথে আর্শাদের বর্শা ৯০.১৮ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড করেছিল। জীবনের সবচেয়ে বড় সাফল্যের স্বাদ পান তিনি। আর্শাদই পাকিস্তানের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে বিগত ৬০ বছরে দেশকে প্রথম কমনওয়েলথ সোনা এনে দিয়েছেন।

সোনা জিতেও আর্শাদের মনে এক অন্য আক্ষেপ! কী সেই আক্ষেপ? কমনওয়েলথে বন্ধু নীরজের অভাব বোধ করেছেন তিনি। ম্যাচের পর আর্শাদ বলেন, দেখুন নীরজের অভাব আমি বোধ করেছি এখানে। ও প্রতিযোগিতায় অংশ নিতে আরও মজা হতো। আসলে আমরা সত্যিই খুব ভাল বন্ধু।

দেখুন, চোট-আঘাত তো খেলারই অঙ্গ। আমি চাইব ঈশ্বর ওকে সুস্বাস্থ্য দিক। আগামীর ইভেন্টের জন্য নীরজকে আমার অনেক শুভেচ্ছা। আর্শাদের কেরিয়ারে কমনওয়েলথে সোনা জয়ই এখনও পর্যন্ত সবচেয়ে বড়। গত মাসে মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন নীরজ।

চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পির্টাস। সেই অ্যান্ডারসনকে পিছনে ফেলেই আর্শাদ বার্মিংহ্যামে সোনা জেতেন। বন্ধুর স্বর্ণপদক জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন নীরজ। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন জানিয়েছেন ভারতের সোনার ছেলে।