Tag Archives: Neet UG 2024

Success Story: ঠেলাগাড়িতে করে বেচত সিঙাড়া! সেই ছাত্রই ক্লিয়ার করল NEET UG, প্রশ্নফাঁসের যুগে নিজের যোগ্যতায় হবে ডাক্তার

নয়ডা:  সকাল থেকে স্কুল। তারপর বিকেলে স্কুল ছুটির পরে সিঙাড়ার ঠেলা লাগানোর তোড়জোড়। তাতেও পেরিয়ে যেত প্রায় ঘণ্টা দুই। তারও পরে ২-৩ ঘণ্টা সেই ঠেলাগাড়িতে করে সিঙাড়া ভেজে বিক্রি করা। বাড়ির ফেরার পরে একটি ফ্রেশ হয়ে খেয়েদেয়ে যতটুকু পড়া। সেই পড়াশোনা আর একাগ্রতা দিয়েই ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট (ইউজি) ক্র্যাক করল নয়ডার এই ছেলে৷

বয়স ১৮৷ ১৮টাই তো স্বপ্ন দেখার বয়স৷ সানি কুমারের নয়ডার এক চিলতে ভাড়ার ঘরে গেলেই চোখে পড়বে দেওয়াল জুড়ে লাগিয়ে রাখা লাস্ট মোমেন্ট রিভিশন শর্ট নোটসগুলো৷ যে আদৌ শর্ট নোটস বলা যায় কিনা , তা নিয়েই মজাচ্ছলে সন্দেহপ্রকাশ করেছে এই ছাত্র৷

আরও পড়ুন:  দিলীপ-সুকান্ত মিলে রাজভবনে গিয়ে মমতার নামে ‘নালিশ’! তারপরেই তড়িঘড়ি দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস

একদিকে যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে নিট-এর প্রশ্নপত্র কিনেছে কেউ কেউ, সেখানে সানি কুমারের মতো ছাত্ররাও রয়েছে, যারা চূড়ান্ত আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সংসার চালানোর জন্য রাস্তায় সিঙাড়া বেচার পরেও দিনের শেষে নিট-এ ৭২০-র মধ্যে ৬৬৪ নম্বর তুলতে পেরেছে৷

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োয় কুমার জানান, তাঁর এই পড়াশোনায় নিজের বাবাকেই পাশে পাননি তিনি৷ আসলে যেখানে রোজের দু’বেলা খাওয়া জোগাড় করাই দুষ্কর, সেখানে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন, বামুন হয়ে আকাশের চাঁদ ধরার মতো মনে হত সানির বাবার৷

তবে সানি জানিয়েছে, তাঁর এই যুদ্ধে তিনি সবসময় পাশে পেয়েছেন তাঁর মাকে৷ মায়ের পূর্ণ সহযোগিতা ছিল তাঁর সঙ্গে৷

আরও পড়ুন: দিল্লির জরুরি তলব? সুকান্ত, দিলীপের সঙ্গে বৈঠক সেরেই রাজধানীর পথে রাজ্যপাল!

ছেলের গরবে গর্বিত সানির মা বলেন, ‘‘ও সবসময় বলত, আমায় শুধু একটু পড়তে দাও, একটু আমার কাঁধে হাত রাখো৷ কোনও ভাবে একটা আমায় পড়িয়ে দাও, আমি কিছু হতে চাই৷’’

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

স্কুলের পরে ঠেলায় করে সিঙাড়া ভেজে বিক্রি করা সেই ছেলেটাই এখন ভবিষ্যতে ডাক্তার হতে চলেছে৷

এমন কৃতী ছাত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ফিজিক্স ওয়ালার অলোক পাণ্ডে৷ সানির পড়াশোনার স্বার্থে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷ পাশাপাশি, মেডিক্যাল কলেজে সানির যা টিউশন ফিজ লাগবে, তা-ও তিনি বহন করবেন বলে জানিয়েছেন৷

Success Story: ফুটপাতে শিঙাড়া-পকোড়া ভেজে চলে সংসার! নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হওয়ার পথে পা রেখে বাজিমাত তরুণের

নয়ডা : যে দু’টি হাত শিঙাড়া ভেজে বিক্রি করে, সেই হাতেই পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়৷ এই আপাত অসম্ভবকে সম্ভব করেছেন নয়ডার যুবক সানিকুমার৷ জীবনের সব প্রতিবন্ধকতা জয় করে NEET (UG) 2024 পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷ ৭২০-র মধ্যে ৬৬৪ পেয়ে সানি চান ডাক্তার হতে৷ তাঁর সাফল্য-পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নামী অনলাইন শিক্ষা সংস্থা ‘ফিজিক্সওয়ালাহ’-র অলখ পাণ্ডে৷ তারিফ করেছেন সানির পরিশ্রম ও মানসিক দৃঢ়তার৷

সানি সকালে স্কুলে যেতেন৷ বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত তার ঠিকানা ছিল নয়ডার ১২ নম্বর সেক্টরে তার রাস্তার খাবারের দোকান৷ সেখানে ঠেলাগাড়িতে শিঙাড়া, পাউরুটির পকোড়া বিক্রি করেন তিনি৷ এই ছোট বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে তাঁকে৷

আরও পড়ুন : দিনের এই সময়ে দুধে চিনির বদলে এটা মিশিয়ে খান! গ্যাস, অম্বল, বদহজম ও গাঁটের ব্যথার কোনও চিহ্নই থাকবে না!

 

 

View this post on Instagram

 

A post shared by Physics Wallah (PW) (@physicswallah)

জীবনে কিছু করার জন্য মায়ের পূর্ণ সমর্থন পেয়েছেন সানি৷ সোশ্যাল মিডিয়ায় ফিজিক্সওয়ালাহ-র কোচিং নিয়েছেন সানি৷ এখন তাঁর স্বপ্ন, সরকারি কলেজে ডাক্তারি পড়া৷ সানির নিদর্শন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা৷ নেটিজেনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং কুর্নিশস্রোতে ভাসছেন সানি৷ তবে অভিনন্দন স্রোতে ভেসে গিয়ে লক্ষ্যচ্যুত হতে চান না এই তরুণ৷ পা মাটিতে রেখে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে ব্রতী তিনি৷