Tag Archives: New Business Opportunity

New Business Ideas: মহিলারা সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন, চার মাসে ৭-৮ লাখ টাকা আয় হবে সহজেই!

হাল্কা শীতের আমেজ থাকলেও এখন শীতের বিদায়ের পালা ৷ আস্তে আস্তে পারদ চড়তে শুরু করবে ৷ আর কয়েকদিন পরেই শুরু হবে প্যাচ প্যাচে গরম ৷ তখন এক মাত্র স্বস্তি মিলবে ঠান্ডা পানীয় ৷ আর একেই হাতিয়ার করে আয় করতে পারবেন মোটা টাকা ৷
হাল্কা শীতের আমেজ থাকলেও এখন শীতের বিদায়ের পালা ৷ আস্তে আস্তে পারদ চড়তে শুরু করবে ৷ আর কয়েকদিন পরেই শুরু হবে প্যাচ প্যাচে গরম ৷ তখন এক মাত্র স্বস্তি মিলবে ঠান্ডা পানীয় ৷ আর একেই হাতিয়ার করে আয় করতে পারবেন মোটা টাকা ৷
গ্রীষ্মকালে মন মজে কোল্ড ড্রিঙ্কসে। রোদে তেতে-পুড়ে আসার পর গলা দিয়ে যখন ঠান্ডা পানীয় নামে শরীর জুড়ে ছড়িয়ে পড়ে নরম শীতলতা। শিথিল হয়ে আসে স্নায়ু। মনে হয়, স্বর্গ যদি কোথাও থাকে সেটা ওই কোল্ড ড্রিঙ্কসেই।
গ্রীষ্মকালে মন মজে কোল্ড ড্রিঙ্কসে। রোদে তেতে-পুড়ে আসার পর গলা দিয়ে যখন ঠান্ডা পানীয় নামে শরীর জুড়ে ছড়িয়ে পড়ে নরম শীতলতা। শিথিল হয়ে আসে স্নায়ু। মনে হয়, স্বর্গ যদি কোথাও থাকে সেটা ওই কোল্ড ড্রিঙ্কসেই।
গরমে কোল্ড ড্রিঙ্কসের বিক্রিও বেড়ে যায়। ঠান্ডা পানীয় গরমে শরীরকে তাৎক্ষণিক শীতলতা দেয় বটে কিন্তু ক্ষতিও করে অনেক। বিশেষ করে এতে থাকা চিনি শরীরের বারোটা বাজানোর জন্যে যথেষ্ট। এর পরিপূরক বাটারমিল্ক শেক। শরীর ঠান্ডা করে, স্বাস্থ্যের জন্যেও উপকারী। গ্রীষ্মকালে বাটারমিল্ক শেকের ব্যবসা করে ৪-৫ মাসে ৭ থেকে ৮ লাখ টাকা উপার্জন করা যায়। সহজেই এই ব্যবসায় হাত লাগাতে পারেন মহিলারাও ।
গরমে কোল্ড ড্রিঙ্কসের বিক্রিও বেড়ে যায়। ঠান্ডা পানীয় গরমে শরীরকে তাৎক্ষণিক শীতলতা দেয় বটে কিন্তু ক্ষতিও করে অনেক। বিশেষ করে এতে থাকা চিনি শরীরের বারোটা বাজানোর জন্যে যথেষ্ট। এর পরিপূরক বাটারমিল্ক শেক। শরীর ঠান্ডা করে, স্বাস্থ্যের জন্যেও উপকারী। গ্রীষ্মকালে বাটারমিল্ক শেকের ব্যবসা করে ৪-৫ মাসে ৭ থেকে ৮ লাখ টাকা উপার্জন করা যায়। সহজেই এই ব্যবসায় হাত লাগাতে পারেন মহিলারাও ।
তাপমাত্রা ক্রামগত বাড়ছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। প্রখর রোদ এবং ঘাম শরীরকে ডিহাইড্রেট করে দেয়। এই সময় প্রচুর জল পানের পরামর্শ দেন চিকিৎসকরা। জল ছাড়া পান করা যায় স্বাস্থ্যকর জুস এবং শেক। এখানেই আসে বাটারমিল্ক শেকের নাম। শরীরে জলের অভাব মেটায়, পাশাপাশি স্বাস্থ্যও ভাল রাখে।
প্রখর রোদ এবং ঘাম শরীরকে ডিহাইড্রেট করে দেয়। এই সময় প্রচুর জল পানের পরামর্শ দেন চিকিৎসকরা। জল ছাড়া পান করা যায় স্বাস্থ্যকর জুস এবং শেক। এখানেই আসে বাটারমিল্ক শেকের নাম। শরীরে জলের অভাব মেটায়, পাশাপাশি স্বাস্থ্যও ভাল রাখে।
বাটারমিল্ক শেক শুধু গরম থেকে রক্ষা করে না, খাবার হজমেও সাহায্য করে। এটা হালকা। বিশেষজ্ঞরা বলেন, গরমে নিয়মিত বাটারমিল্ক শেক পান করলে অনেক রোগ আপনা থেকেই দূরে থাকবে। তবে বাটারমিল্ক শেকের ব্যবসা শুরুর আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। দেখে নেওয়া যাক সেগুলো।
বাটারমিল্ক শেক শুধু গরম থেকে রক্ষা করে না, খাবার হজমেও সাহায্য করে। এটা হালকা। বিশেষজ্ঞরা বলেন, গরমে নিয়মিত বাটারমিল্ক শেক পান করলে অনেক রোগ আপনা থেকেই দূরে থাকবে। তবে বাটারমিল্ক শেকের ব্যবসা শুরুর আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। দেখে নেওয়া যাক সেগুলো।
বাটারমিল্ক শেকের স্বাদ কেমন হয়েছে? বন্ধুবান্ধব, পরিবার এবং অন্যদের খাইয়ে দেখে নিতে হবে। তাঁরা যদি পছন্দ করেন, নির্ভাবনায় এগিয়ে যান। আজকের দিনে ব্র্যান্ড জরুরি। তাই শেকের আকর্ষণীয় নাম দিতে হবে। এটা ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে। কোথায় গ্রাহকের আনাগোনা বেশি, সেটাও দেখতে হবে। পাড়ার ভেতরে স্টল দেওয়ার থেকে বাজার অনেক বেশি লাভজনক বলাই বাহুল্য।
বাটারমিল্ক শেকের স্বাদ কেমন হয়েছে? বন্ধুবান্ধব, পরিবার এবং অন্যদের খাইয়ে দেখে নিতে হবে। তাঁরা যদি পছন্দ করেন, নির্ভাবনায় এগিয়ে যান। আজকের দিনে ব্র্যান্ড জরুরি। তাই শেকের আকর্ষণীয় নাম দিতে হবে। এটা ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে। কোথায় গ্রাহকের আনাগোনা বেশি, সেটাও দেখতে হবে। পাড়ার ভেতরে স্টল দেওয়ার থেকে বাজার অনেক বেশি লাভজনক বলাই বাহুল্য।
এর পর আসে প্যাকেজিং। আকর্ষণীয় প্যাকেজিংয়ে বিক্রি বাড়ে। ক্রেতারা আকৃষ্ট হন। বাজেট অনুযায়ী স্বাস্থ্যকর, সুস্বাদু এবং মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে। খরচখরচা বাদ দিয়ে এবার লাভের টাকা ঘরে তোলার পালা। সেটা মাথায় রাখেই দাম ঠিক করতে হবে। বিক্রির জন্যে মার্কেটিং গুরুত্বপূর্ণ। স্থানীয় রেস্তোরাঁ, হোটেলের সঙ্গে গাঁটছড়া বাঁধা যায়। এতে বিক্রি বাড়বে। উপরের সবগুলো পয়েন্ট ঠিক থাকলে কয়েক মাসে অনায়াসে ঘরে আসবে ৭-৮ লাখ টাকা।
এর পর আসে প্যাকেজিং। আকর্ষণীয় প্যাকেজিংয়ে বিক্রি বাড়ে। ক্রেতারা আকৃষ্ট হন। বাজেট অনুযায়ী স্বাস্থ্যকর, সুস্বাদু এবং মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে। খরচখরচা বাদ দিয়ে এবার লাভের টাকা ঘরে তোলার পালা। সেটা মাথায় রাখেই দাম ঠিক করতে হবে। বিক্রির জন্যে মার্কেটিং গুরুত্বপূর্ণ। স্থানীয় রেস্তোরাঁ, হোটেলের সঙ্গে গাঁটছড়া বাঁধা যায়। এতে বিক্রি বাড়বে। উপরের সবগুলো পয়েন্ট ঠিক থাকলে কয়েক মাসে অনায়াসে ঘরে আসবে ৭-৮ লাখ টাকা।

New Business Idea: এই ব্যবসায় খুলে যাবে কপাল! আপনিও হয়ে উঠতে পারেন বিপুল টাকার মালিক

ইনডোর প্ল্যান্ট বিক্রি করেই মালামাল! অল্প দিনে এই গাছের ব্যবসায় আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীকে। সখের বাগান থেকেই লক্ষ লক্ষ টাকার ইনডোর প্ল্যান্ট এর ব্যবসা শুরু।
ইনডোর প্ল্যান্ট বিক্রি করেই মালামাল! অল্প দিনে এই গাছের ব্যবসায় আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীকে। সখের বাগান থেকেই লক্ষ লক্ষ টাকার ইনডোর প্ল্যান্ট এর ব্যবসা শুরু।
বর্তমানে জেলা-সহ প্রায় সারা বাংলা জুড়ে এই গাছের চাহিদা রয়েছে। মাত্র চারটি গাছ দিয়ে ব্যবসা শুরু হলেও বর্তমানে বহু রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে নার্সারিতে। দারুন চাহিদা, ১০০ থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে চাহিদা।
বর্তমানে জেলা-সহ প্রায় সারা বাংলা জুড়ে এই গাছের চাহিদা রয়েছে। মাত্র চারটি গাছ দিয়ে ব্যবসা শুরু হলেও বর্তমানে বহু রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে নার্সারিতে। দারুন চাহিদা, ১০০ থেকে শুরু করে ৬০০-৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে চাহিদা।
বাড়ি বা অফিস ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গাছের প্রতি ভালবাসা তো ছিলই। বাগানের সৌন্দর্য বাড়াতে এক গাছ থেকে বহু গাছ তৈরি। সেই বাগান ও গাছ ধীরে ধীরে ব্যবসার পথ খুলে দেয়। বহু মানুষের নজরে আসে গাছের সৌন্দর্য।
বাড়ি বা অফিস ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গাছের প্রতি ভালবাসা তো ছিলই। বাগানের সৌন্দর্য বাড়াতে এক গাছ থেকে বহু গাছ তৈরি। সেই বাগান ও গাছ ধীরে ধীরে ব্যবসার পথ খুলে দেয়। বহু মানুষের নজরে আসে গাছের সৌন্দর্য।
অন্যদিকে, বহু গাছ পরিচর্যা বা বাগান পরিচর্যার খরচ বাড়ে। খরচের ভার কমাতে অল্প অল্প করে গাছ বিক্রি শুরু হয়। সেই থেকে মাত্র কয়েক বছরেই দারুণ জনপ্রিয়তা পায়। বহু মানুষ বর্তমানে নার্সারি থেকে এসে গাছ সংগ্রহ করে। তেমনি অনলাইনেও এই সমস্ত ইনডোর প্ল্যান্ট দারুন চাহিদার সঙ্গে বিক্রি হয়।
অন্যদিকে, বহু গাছ পরিচর্যা বা বাগান পরিচর্যার খরচ বাড়ে। খরচের ভার কমাতে অল্প অল্প করে গাছ বিক্রি শুরু হয়। সেই থেকে মাত্র কয়েক বছরেই দারুণ জনপ্রিয়তা পায়। বহু মানুষ বর্তমানে নার্সারি থেকে এসে গাছ সংগ্রহ করে। তেমনি অনলাইনেও এই সমস্ত ইনডোর প্ল্যান্ট দারুন চাহিদার সঙ্গে বিক্রি হয়।
এ প্রসঙ্গে বিক্রেতা উমা প্রসাদ বোস জানান, বহু গাছ রয়েছে, তবে এগলানোমা প্ল্যান্ট সব থেকে বেশি পরিচিতি করিয়ে দেয়। ছ'বছর আগে বাড়ির সৌন্দর্য বাড়াতে থাইল্যান্ড থেকে চার ধরনের ইনডোর প্ল্যান্ট থেকে চারা তৈরি করা হয়েছিল।
এ প্রসঙ্গে বিক্রেতা উমা প্রসাদ বোস জানান, বহু গাছ রয়েছে, তবে এগলানোমা প্ল্যান্ট সব থেকে বেশি পরিচিতি করিয়ে দেয়। ছ’বছর আগে বাড়ির সৌন্দর্য বাড়াতে থাইল্যান্ড থেকে চার ধরনের ইনডোর প্ল্যান্ট থেকে চারা তৈরি করা হয়েছিল।
সেই সমস্ত গাছের সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়। শুধু সাধারণ মানুষ নয় জেলার বিভিন্ন নার্সারি মালিকরাও আকৃষ্ট হয়। তারাও এই গাছ কিনে ব্যবসা করার আগ্রহ দেখালে চাহিদা কয়েক গুন বেড়ে যায়।
সেই সমস্ত গাছের সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়। শুধু সাধারণ মানুষ নয় জেলার বিভিন্ন নার্সারি মালিকরাও আকৃষ্ট হয়। তারাও এই গাছ কিনে ব্যবসা করার আগ্রহ দেখালে চাহিদা কয়েক গুন বেড়ে যায়।

Business ideas: পুঁজি লাগবে কম, আয় বেশি! আপনিও করতে পারেন এই ব্যবসা! উপচে পড়বে টাকা

মাটির ইট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই। তাই বাজারে এখন নতুন ইট ফ্লাই অ্যাশ ইটের চাহিদা তুঙ্গে । ফলে মেশিন বসিয়ে সহজেই তৈরি হচ্ছে ইট। যা নতুন এক কর্মের দিশা দেখাচ্ছে। মুর্শিদাবাদ জেলার কান্দির কল্যানপুরে তৈরি করা হয়েছে এর প্ল্যান্ট।
মাটির ইট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই। তাই বাজারে এখন নতুন ইট ফ্লাই অ্যাশ ইটের চাহিদা তুঙ্গে । ফলে মেশিন বসিয়ে সহজেই তৈরি হচ্ছে ইট। যা নতুন এক কর্মের দিশা দেখাচ্ছে। মুর্শিদাবাদ জেলার কান্দির কল্যানপুরে তৈরি করা হয়েছে এর প্ল্যান্ট।
ফ্লাই অ্যাশ নামে একটি পাওয়ার প্লান্টের বর্জ্য পদার্থ সিমেন্টের আংশিক প্রতিস্থাপন হিসাবে কংক্রিটে ব্যবহার করা হয়। বিশেষত, গাঁথনি ইউনিটগুলি যা কাঠামো খাড়া করতে ব্যবহৃত হয়। সেগুলি বিল্ডিং উপাদান হিসাবে ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করে নির্মিত হয়। তারা একটি উচ্চ-মানের, যুক্তিসঙ্গত-মূল্যের বিল্ডিং উপাদান হিসাবে পরিবেশন করে।
ফ্লাই অ্যাশ নামে একটি পাওয়ার প্লান্টের বর্জ্য পদার্থ সিমেন্টের আংশিক প্রতিস্থাপন হিসাবে কংক্রিটে ব্যবহার করা হয়। বিশেষত, গাঁথনি ইউনিটগুলি যা কাঠামো খাড়া করতে ব্যবহৃত হয়। সেগুলি বিল্ডিং উপাদান হিসাবে ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করে নির্মিত হয়। তারা একটি উচ্চ-মানের, যুক্তিসঙ্গত-মূল্যের বিল্ডিং উপাদান হিসাবে পরিবেশন করে।
নির্মাণ প্রকল্পের জন্য, পোড়া মাটির ইটের বিকল্প হিসেবে ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করা হয়ে থাকে। ফ্লাই অ্যাশের ইট তৈরিতে ফ্লাই অ্যাশ, বালি বা পাথর এবং নিয়মিত পোর্টল্যান্ড সিমেন্টের মতো মৌলিক উপকরণ ব্যবহার করা হয়।
নির্মাণ প্রকল্পের জন্য, পোড়া মাটির ইটের বিকল্প হিসেবে ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করা হয়ে থাকে। ফ্লাই অ্যাশের ইট তৈরিতে ফ্লাই অ্যাশ, বালি বা পাথর এবং নিয়মিত পোর্টল্যান্ড সিমেন্টের মতো মৌলিক উপকরণ ব্যবহার করা হয়।
ফ্লাই অ্যাশ হল পাল্ভারাইজড কয়লার (বিটুমিনাস বা সাব-বিটুমিনাস) পোড়ানো অবশেষ এবং এতে সিলিসিয়াস বৈশিষ্ট্য রয়েছে। ফ্লাই অ্যাশ থেকে প্রাপ্ত ইটগুলি প্রধানত ইট, ব্লক, টাইলস এবং গ্রাউটিং, মানব বসতির জন্য নিচু জমির জায়গাগুলির জন্য ইঞ্জিনিয়ারড ফিল, রাস্তা নির্মাণ এবং অ্যাশ ডাইক এবং বাঁধ নির্মাণে ব্যবহার করা হয়।
ফ্লাই অ্যাশ হল পাল্ভারাইজড কয়লার (বিটুমিনাস বা সাব-বিটুমিনাস) পোড়ানো অবশেষ এবং এতে সিলিসিয়াস বৈশিষ্ট্য রয়েছে। ফ্লাই অ্যাশ থেকে প্রাপ্ত ইটগুলি প্রধানত ইট, ব্লক, টাইলস এবং গ্রাউটিং, মানব বসতির জন্য নিচু জমির জায়গাগুলির জন্য ইঞ্জিনিয়ারড ফিল, রাস্তা নির্মাণ এবং অ্যাশ ডাইক এবং বাঁধ নির্মাণে ব্যবহার করা হয়।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া উৎপাদন জন্য ব্যবহৃত হয়। এর অনন্য বৈশিষ্ট্য এবং যোগ্যতার কারণে, এটি ভারী শিল্পের উচ্চ ভবন, শহরের বর্তমানে ভবন ইত্যাদিতে সংগঠিত দ্বারা অত্যন্ত গৃহীত এবং ব্যবহার করা হয়। যদিও বাজারে নতুন যুগের পণ্যগুলিও চালু করা হয়েছে।

সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া উৎপাদন জন্য ব্যবহৃত হয়। এর অনন্য বৈশিষ্ট্য এবং যোগ্যতার কারণে, এটি ভারী শিল্পের উচ্চ ভবন, শহরের বর্তমানে ভবন ইত্যাদিতে সংগঠিত দ্বারা অত্যন্ত গৃহীত এবং ব্যবহার করা হয়। যদিও বাজারে নতুন যুগের পণ্যগুলিও চালু করা হয়েছে।
এই ধরনের ইটগুলি উচ্চ স্তরের আর্দ্রতা প্রতিরোধের এবং খুব লাভজনক, এবং পরিবহন এবং পরিচালনার সময় কম অপচয়ের সঙ্গে সাশ্রয়ী। পরিবেশ কর্মীরাও মনে করেন, ইট তৈরিতে ফ্লাই অ্যাশের ব্যবহার বাড়ানো উচিত। তাতে কৃষিজমি বাঁচবে। ফ্লাই অ্যাশের সঠিক ব্যবহার হবে।
এই ধরনের ইটগুলি উচ্চ স্তরের আর্দ্রতা প্রতিরোধের এবং খুব লাভজনক, এবং পরিবহন এবং পরিচালনার সময় কম অপচয়ের সঙ্গে সাশ্রয়ী। পরিবেশ কর্মীরাও মনে করেন, ইট তৈরিতে ফ্লাই অ্যাশের ব্যবহার বাড়ানো উচিত। তাতে কৃষিজমি বাঁচবে। ফ্লাই অ্যাশের সঠিক ব্যবহার হবে।
পরিবেশের পক্ষে সহায়ক হবে এই ব্যবস্থা। মাটির ইটের থেকে গুণমানে এই ইট ভাল এবং দামেও কম। বর্তমানে এই মেশিনের সাহায্য তৈরি হয় ইট দৈনন্দিন গড়ে এগারো হাজার। যা এক ব্যবসার নতুন দিক খুলে দিয়েছে কর্ম উদ্যোগীদের। ব্যবসা করে মুনাফা হচ্ছে ভালোই বলে জানাচ্ছেন ব্যবসায়ী প্রদীপ্ত দত্ত।
পরিবেশের পক্ষে সহায়ক হবে এই ব্যবস্থা। মাটির ইটের থেকে গুণমানে এই ইট ভাল এবং দামেও কম। বর্তমানে এই মেশিনের সাহায্য তৈরি হয় ইট দৈনন্দিন গড়ে এগারো হাজার। যা এক ব্যবসার নতুন দিক খুলে দিয়েছে কর্ম উদ্যোগীদের। ব্যবসা করে মুনাফা হচ্ছে ভালোই বলে জানাচ্ছেন ব্যবসায়ী প্রদীপ্ত দত্ত।

New Business Ideas: আজই এই পার্ট টাইম ব্যবসা শুরু করুন, প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার হবে

ব্যবসা করতে গেলে মোটা পুঁজি দরকার। এমন ধারণা আজও রয়েছে। এটা কিন্তু সত্যি নয়। বরং আজকের দিনে বিনা পুঁজিতেই ব্যবসা শুরু করা যায়। তাও বাড়ি থেকেই। রোজগারও হবে ভালই।
ব্যবসা করতে গেলে মোটা পুঁজি দরকার। এমন ধারণা আজও রয়েছে। এটা কিন্তু সত্যি নয়। বরং আজকের দিনে বিনা পুঁজিতেই ব্যবসা শুরু করা যায়। তাও বাড়ি থেকেই। রোজগারও হবে ভালই।
কেউ চাইলে চাকরির পাশাপাশি এই ব্যবসা করতে পারেন। পার্ট টাইম রোজগারের নতুন পথ খুলে যাবে। কী সেই ব্যবসা? এখানে রইল তারই হদিশ।
কেউ চাইলে চাকরির পাশাপাশি এই ব্যবসা করতে পারেন। পার্ট টাইম রোজগারের নতুন পথ খুলে যাবে। কী সেই ব্যবসা? এখানে রইল তারই হদিশ।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ইউজার এই প্ল্যাটফর্মে আসেন। ভিডিও দেখেন। আর কনটেন্ট তৈরি করে লাখ লাখ টাকা আয় করেন ইউটিউবাররা।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ইউজার এই প্ল্যাটফর্মে আসেন। ভিডিও দেখেন। আর কনটেন্ট তৈরি করে লাখ লাখ টাকা আয় করেন ইউটিউবাররা।
অনেক ইউটিউবার তো রীতিমতো সেলেব্রিটি। তাঁদের ফলো করেন লাখ লাখ মানুষ। তাই যদি কেউ ভিডিও প্ল্যাটফর্মে ব্যবসা করতে চান তাহলে ইউটিউব আদর্শ জায়গা। প্রতিদিন হাজার হাজার টাকা আয় করতে পারবেন সহজেই।
অনেক ইউটিউবার তো রীতিমতো সেলেব্রিটি। তাঁদের ফলো করেন লাখ লাখ মানুষ। তাই যদি কেউ ভিডিও প্ল্যাটফর্মে ব্যবসা করতে চান তাহলে ইউটিউব আদর্শ জায়গা। প্রতিদিন হাজার হাজার টাকা আয় করতে পারবেন সহজেই।
এর জন্য প্রথমে ইউটিউব চ্যালেন খুলতে হবে। খুব সহজ। ই-মেল আইডি দিয়ে ইউটিউবে সাইন আপ করতে হবে। তারপর প্রোফাইল ফটোতে ক্লিক করলেই চ্যানেলের অপশন আসবে। সেখানে যাবতীয় তথ্য দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই খুলে যাবে নিজের ইউটিউব চ্যানেল।
এর জন্য প্রথমে ইউটিউব চ্যালেন খুলতে হবে। খুব সহজ। ই-মেল আইডি দিয়ে ইউটিউবে সাইন আপ করতে হবে। তারপর প্রোফাইল ফটোতে ক্লিক করলেই চ্যানেলের অপশন আসবে। সেখানে যাবতীয় তথ্য দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই খুলে যাবে নিজের ইউটিউব চ্যানেল।
এবার ভিডিও আপলোড করার পালা। এটাই কনটেন্ট। চ্যানেলে প্লাস অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে একটা পেজ খুলবে। এবার ভিডিও, শিরোনাম ইত্যাদি দিয়ে আপলোড করতে হবে ভিডিও।
এবার ভিডিও আপলোড করার পালা। এটাই কনটেন্ট। চ্যানেলে প্লাস অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে একটা পেজ খুলবে। এবার ভিডিও, শিরোনাম ইত্যাদি দিয়ে আপলোড করতে হবে ভিডিও।
ভিডিও-র পাশাপাশি রাখতে হবে ভিজ্যুয়াল পোস্ট। এবং মাথায় রাখতে হবে, যেন নিয়মিত ভিডিও যায়। অর্থাৎ দু-একদিন অন্তর ভিডিও আপলোড করতেই হবে। নাহলে সাবস্ক্রাইবার বাড়বে না। শুধু তো ভিডিও আপলোড করলে হবে না, লাইক, ভিউও চাই। এর জন্য ইউটিউব চ্যানেলের প্রচার করতে হবে। নিজের চ্যানেলের কথা জানাতে হবে সবাইকে।
ভিডিও-র পাশাপাশি রাখতে হবে ভিজ্যুয়াল পোস্ট। এবং মাথায় রাখতে হবে, যেন নিয়মিত ভিডিও যায়। অর্থাৎ দু-একদিন অন্তর ভিডিও আপলোড করতেই হবে। নাহলে সাবস্ক্রাইবার বাড়বে না। শুধু তো ভিডিও আপলোড করলে হবে না, লাইক, ভিউও চাই। এর জন্য ইউটিউব চ্যানেলের প্রচার করতে হবে। নিজের চ্যানেলের কথা জানাতে হবে সবাইকে।
যত বেশি ভিউ হবে, তত টাকা অ্যাকাউন্টে ঢুকবে। ইউটিউব ব্যবসার এটাই নিয়ম। তাই ভাল ভিডিও কনটেন্ট বানাতে হবে। যাতে অনেক মানুষ দেখেন। মাথায় রাখতে হবে, ১০০০ সাবস্ক্রাইবার হলে তবেই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা যায়। সেই আবেদন মঞ্জুর হলে ভিডিওতে বিজ্ঞাপন চালাবে ইউটিউব। অ্যাকাউন্টে আসতে থাকবে টাকা।
যত বেশি ভিউ হবে, তত টাকা অ্যাকাউন্টে ঢুকবে। ইউটিউব ব্যবসার এটাই নিয়ম। তাই ভাল ভিডিও কনটেন্ট বানাতে হবে। যাতে অনেক মানুষ দেখেন। মাথায় রাখতে হবে, ১০০০ সাবস্ক্রাইবার হলে তবেই গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা যায়। সেই আবেদন মঞ্জুর হলে ভিডিওতে বিজ্ঞাপন চালাবে ইউটিউব। অ্যাকাউন্টে আসতে থাকবে টাকা।

New Business Ideas: ২০২৪ সালে অঢেল টাকার মুখ দেখাবে এই ৫ ব্যবসা, সুযোগ হারাবেন না

কখনও কখনও ছোটখাটো ব্যবসাও নতুন ধারণা সহযোগে, নতুন উদ্যোগে একদিন বড় হয়ে ওঠে। যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান বা যাঁরা মনে করেন তাঁরা ভাল ব্যবসায়ী হতে পারবেন তাঁদের অবশ্যই ২০২৪ সালের এই নতুন উদ্যোগী ব্যবসার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আজ আমরা এই বছরের দুর্দান্ত কিছু বিজনেস আইডিয়া নিয়ে হাজির।
কখনও কখনও ছোটখাটো ব্যবসাও নতুন ধারণা সহযোগে, নতুন উদ্যোগে একদিন বড় হয়ে ওঠে। যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান বা যাঁরা মনে করেন তাঁরা ভাল ব্যবসায়ী হতে পারবেন তাঁদের অবশ্যই ২০২৪ সালের এই নতুন উদ্যোগী ব্যবসার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আজ আমরা এই বছরের দুর্দান্ত কিছু বিজনেস আইডিয়া নিয়ে হাজির।
এআইয়ের বিবর্তন নতুন ব্যবসায়ীদের যাত্রাপথে তাঁদের সাহায্য করতে পারে।
এআইয়ের বিবর্তন নতুন ব্যবসায়ীদের যাত্রাপথে তাঁদের সাহায্য করতে পারে।
১. এআই বিজনেস২০২৪ সালে এআই সম্পর্কে কথা না বললে সত্যিই কোনও বিজনেস আইডিয়া দেওয়া সম্ভব নয়। এই বছরের শুরুর দিকে এটি ব্যবসার মূলধারার সঙ্গে যুক্ত হতে চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাড থেকে শুরু করে সলিউশন নেটওয়ার্ক সবেতেই এআইয়ের ব্যবহার চোখে পড়ার মতো।
১. এআই বিজনেস
২০২৪ সালে এআই সম্পর্কে কথা না বললে সত্যিই কোনও বিজনেস আইডিয়া দেওয়া সম্ভব নয়। এই বছরের শুরুর দিকে এটি ব্যবসার মূলধারার সঙ্গে যুক্ত হতে চলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাড থেকে শুরু করে সলিউশন নেটওয়ার্ক সবেতেই এআইয়ের ব্যবহার চোখে পড়ার মতো।
তাই এআই সম্পূর্ণ ভাবে বাজার দখল করার আগেই ব্যবসায়ীদের মাঠে নেমে পড়তে হবে। ইতিমধ্যেই এআই ইন্ডাস্ট্রিতে আধিপত্যের লড়াই অব্যাহত রয়েছে, যা ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে লড়াইয়ে যোগ দেওয়ার প্রচুর সুযোগ দেবে।
তাই এআই সম্পূর্ণ ভাবে বাজার দখল করার আগেই ব্যবসায়ীদের মাঠে নেমে পড়তে হবে। ইতিমধ্যেই এআই ইন্ডাস্ট্রিতে আধিপত্যের লড়াই অব্যাহত রয়েছে, যা ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে লড়াইয়ে যোগ দেওয়ার প্রচুর সুযোগ দেবে।
২. কনটেন্ট ক্রিয়েটরঅনলাইনে কন্টেন্ট নির্মাতাদের বিচার করার দিন অনেক আগেই চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া সুপারস্টার হওয়ার স্বপ্ন এখন আর নতুন কিছু নয়। এই কেরিয়ারে প্রবেশ করা সহজ নয়, তবে যাঁরা তা করতে পারবেন তাঁদের জন্য এটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে। প্রথমেই বিষয়বস্তুর মান নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে ধীরে ধীরে নিজের অগ্রগতির সঙ্গে সঙ্গে কনটেন্টের দিকে নজর দিতে হবে।
২. কনটেন্ট ক্রিয়েটর
অনলাইনে কন্টেন্ট নির্মাতাদের বিচার করার দিন অনেক আগেই চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া সুপারস্টার হওয়ার স্বপ্ন এখন আর নতুন কিছু নয়। এই কেরিয়ারে প্রবেশ করা সহজ নয়, তবে যাঁরা তা করতে পারবেন তাঁদের জন্য এটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে। প্রথমেই বিষয়বস্তুর মান নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে ধীরে ধীরে নিজের অগ্রগতির সঙ্গে সঙ্গে কনটেন্টের দিকে নজর দিতে হবে।
৩. ই-কমার্স স্টোরকোভিডের সময় ই-কমার্সের জগৎ অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও ই-কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ার পাশাপাশি গ্রাহকদের চাহিদাও বাড়ছে। সঠিক ব্র্যান্ডিং, প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সহ উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ প্রদান করছে ই-কমার্স বাজার।
৩. ই-কমার্স স্টোর
কোভিডের সময় ই-কমার্সের জগৎ অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও ই-কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ার পাশাপাশি গ্রাহকদের চাহিদাও বাড়ছে। সঠিক ব্র্যান্ডিং, প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সহ উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ প্রদান করছে ই-কমার্স বাজার।
4. কনসালটেন্সিকনসালটেন্সি শুরুর ব্যবসা হিসেবে চমৎকার। আমাদের দেশের অর্থনীতি বাড়ার সঙ্গে সঙ্গে কনসালটেন্সির চাহিদাও বাড়ছে। সাধারণ বড় বড় ফার্ম বা কোম্পানিগুলি নিজেদের ব্যবসা বাড়তে কনসালটেন্ট নিয়োগ করে। অর্থনৈতিক দুরাবস্থা বা স্থিতাবস্থা সবেতেই কনসালটেন্টের চাহিদা রয়েছে।
4. কনসালটেন্সি কনসালটেন্সি শুরুর ব্যবসা হিসেবে চমৎকার। আমাদের দেশের অর্থনীতি বাড়ার সঙ্গে সঙ্গে কনসালটেন্সির চাহিদাও বাড়ছে। সাধারণ বড় বড় ফার্ম বা কোম্পানিগুলি নিজেদের ব্যবসা বাড়তে কনসালটেন্ট নিয়োগ করে। অর্থনৈতিক দুরাবস্থা বা স্থিতাবস্থা সবেতেই কনসালটেন্টের চাহিদা রয়েছে।
৫. অনলাইন কোর্সশুরুর ব্যবসা হিসেবে যে কোনও অনলাইন কোর্স ডেভেলপমেন্ট একটি দারুন কাজ। একবার কোর্স তৈরি এবং বিপণনের কাজটি সম্পূর্ণ করলে, ওই কোর্স প্যাসিভ আয়ের উৎস হয়ে উঠতে পারে। অনলাইন শিক্ষার বাজার যে রেকর্ড গতিতে প্রসারিত হচ্ছে তাতে এটি ২০২৫ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের বাজার ছোঁবে বলে আশা করা হচ্ছে।
৫. অনলাইন কোর্স
শুরুর ব্যবসা হিসেবে যে কোনও অনলাইন কোর্স ডেভেলপমেন্ট একটি দারুন কাজ। একবার কোর্স তৈরি এবং বিপণনের কাজটি সম্পূর্ণ করলে, ওই কোর্স প্যাসিভ আয়ের উৎস হয়ে উঠতে পারে। অনলাইন শিক্ষার বাজার যে রেকর্ড গতিতে প্রসারিত হচ্ছে তাতে এটি ২০২৫ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের বাজার ছোঁবে বলে আশা করা হচ্ছে।

 

New Business Ideas: সামান্য টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, পকেটে উপচে পড়বে টাকা !

ব্যবসা করবেন ভাবছেন কিন্তু সেরকম জমা পুঁজি নেই ৷ লোন নিয়ে এত বড় রিস্ক নিতে চাইছেন না ? সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ ৷ আপনি সামান্য টাকা দিয়েই এবার জুসের ব্যবসা শুরু করতে পারবেন ৷ এর জন্য লাগবে মিডিয়াম সাইজের দোকান, ফল ও কয়েকটি মেশিন ৷ এরপর আপনাকে আপনার জেলার ফুড অথোরিটির অনুমতি নিয়ে দোকান চালু করতে হবে ৷

ব্যবসা করবেন ভাবছেন কিন্তু সেরকম জমা পুঁজি নেই ৷ লোন নিয়ে এত বড় রিস্ক নিতে চাইছেন না ? সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ ৷ আপনি সামান্য টাকা দিয়েই এবার জুসের ব্যবসা শুরু করতে পারবেন ৷ এর জন্য লাগবে মিডিয়াম সাইজের দোকান, ফল ও কয়েকটি মেশিন ৷ এরপর আপনাকে আপনার জেলার ফুড অথোরিটির অনুমতি নিয়ে দোকান চালু করতে হবে ৷
একবার দোকান শুরু করে দিতে পারলে হাতে আসবে মোটা টাকা প্রফিট ৷ আগের থেকে আজকাল মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন ৷ ফলে জুসের দোকানের আপনি ফল, সবজির পাশাপাশি প্রোটিন শেকও বিক্রি করতে পারবেন ৷
একবার দোকান শুরু করে দিতে পারলে হাতে আসবে মোটা টাকা প্রফিট ৷ আগের থেকে আজকাল মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন ৷ ফলে জুসের দোকানের আপনি ফল, সবজির পাশাপাশি প্রোটিন শেকও বিক্রি করতে পারবেন ৷
একটি জুস কর্নার খোলার জন্য ৫-৭ লক্ষ টাকা লাগবে ৷ দোকানের দরকারি জিনিস কেনার জন্য এই টাকার দরকার পড়বে ৷
একটি জুস কর্নার খোলার জন্য ৫-৭ লক্ষ টাকা লাগবে ৷ দোকানের দরকারি জিনিস কেনার জন্য এই টাকার দরকার পড়বে ৷
ব্যবসা শুরু করার জন্য বাজারে একটি দোকান ভাড়ায় নিতে হবে ৷ আগে থেকে দোকান থাকলে সোনায় সোহাগা ৷ দোকান কয়েকটি মেশিন রাখতে হবে ৷ ফ্রুট মিক্সার, ফ্রুট মিক্সিং মেশিন, ফ্রুট কাটিং মেশিন ও রেফ্রিজেরেটর ৷ কাঁচামাল হিসেবে লাগবে ফল, সবজি, চিনি, সিরাপ, দুধ, আইসক্রিম, জল ও প্রোটিন ৷
ব্যবসা শুরু করার জন্য বাজারে একটি দোকান ভাড়ায় নিতে হবে ৷ আগে থেকে দোকান থাকলে সোনায় সোহাগা ৷ দোকান কয়েকটি মেশিন রাখতে হবে ৷ ফ্রুট মিক্সার, ফ্রুট মিক্সিং মেশিন, ফ্রুট কাটিং মেশিন ও রেফ্রিজেরেটর ৷ কাঁচামাল হিসেবে লাগবে ফল, সবজি, চিনি, সিরাপ, দুধ, আইসক্রিম, জল ও প্রোটিন ৷
কাজের জন্য কত লোক লাগবে সেটা অবশ্যই আপনার দোকানের সাইজের উপর নির্ভর করবে এবং আপনার ব্যবসা কেমন চলছে তার উপরে ৷ ব্যবসা শুরু সময় ২-৩ জনকে রাখতে পারবেন ৷
কাজের জন্য কত লোক লাগবে সেটা অবশ্যই আপনার দোকানের সাইজের উপর নির্ভর করবে এবং আপনার ব্যবসা কেমন চলছে তার উপরে ৷ ব্যবসা শুরু সময় ২-৩ জনকে রাখতে পারবেন ৷
দোকান ফিটনেস সেন্টারের আশপাশে রাখলে আপনি আরও বেশি লাভ করতে পারবেন৷ কত প্রফিট হবে সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার বিক্রির উপরে ৷ প্রত্যেক গ্লাস জুসে ৫০-৭০ শতাংশ লাভ করতে পারবেন ৷ একদিনে ১০,০০০ টাকার বিক্রি করলে আপনি কমপক্ষে ৫০০০ টাকার বেশি লাভ করতে পারবেন ৷
দোকান ফিটনেস সেন্টারের আশপাশে রাখলে আপনি আরও বেশি লাভ করতে পারবেন৷ কত প্রফিট হবে সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার বিক্রির উপরে ৷ প্রত্যেক গ্লাস জুসে ৫০-৭০ শতাংশ লাভ করতে পারবেন ৷ একদিনে ১০,০০০ টাকার বিক্রি করলে আপনি কমপক্ষে ৫০০০ টাকার বেশি লাভ করতে পারবেন ৷

New Business Ideas: চাকরি ছেড়ে এই ভাবে সহজেই আয় করুন কোটি টাকা, লাগবে শুধু ১ লক্ষ টাকা

চাকরিতে সমস্যা ? দিনের পর দিন বেড়েই চলেছে কাজের চাপ অথচ বেতন সেই একই রয়ে যাচ্ছে ৷ আর মন বসছে না চাকরিতে তাহলে এবার এই ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ আপনার কাছে জমি থাকলে সেটার ব্যবহার করে ব্যবসা করতে পারবেন ৷ তবে এই ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আপনাকে ধৈর্য্য রাখতে হবে ৷
চাকরিতে সমস্যা ? দিনের পর দিন বেড়েই চলেছে কাজের চাপ অথচ বেতন সেই একই রয়ে যাচ্ছে ৷ আর মন বসছে না চাকরিতে তাহলে এবার এই ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ আপনার কাছে জমি থাকলে সেটার ব্যবহার করে ব্যবসা করতে পারবেন ৷ তবে এই ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আপনাকে ধৈর্য্য রাখতে হবে ৷
সেক্ষেত্রে এখুনি হয়তো চাকরি ছাড়তে পারবেন না ৷ কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর আপনার আর চাকরি করার কোনও দরকার পড়বে না ৷ মেহগনি গাছের ব্যবসা করে মোটা টাকা আয়ের সম্ভাবনা ৷ বর্তমানে বাজারে মেহগানি গাছ ২০০০ টাকা প্রতি মিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷
সেক্ষেত্রে এখুনি হয়তো চাকরি ছাড়তে পারবেন না ৷ কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর আপনার আর চাকরি করার কোনও দরকার পড়বে না ৷ মেহগনি গাছের ব্যবসা করে মোটা টাকা আয়ের সম্ভাবনা ৷ বর্তমানে বাজারে মেহগানি গাছ ২০০০ টাকা প্রতি মিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷
সেই হিসেবে একটি গাছের দাম প্রায় ৪০-৫০ হাজার টাকা পড়বে ৷ মনে করা হচ্ছে ১২ বছর পর গাছের দাম আরও বেড়ে যাবে ৷ ১২০টি মেহগনি গাছ লাগিয়ে ১২ বছর পর কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলতে পারবেন ৷ কীভাবে দেখে নিন-
সেই হিসেবে একটি গাছের দাম প্রায় ৪০-৫০ হাজার টাকা পড়বে ৷ মনে করা হচ্ছে ১২ বছর পর গাছের দাম আরও বেড়ে যাবে ৷ ১২০টি মেহগনি গাছ লাগিয়ে ১২ বছর পর কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলতে পারবেন ৷ কীভাবে দেখে নিন-
ধরে নিন আপনি ১ একর জমিতে মেহগনি গাছের বীজ লাগিয়েছেন ৷ পর্যাপ্ত দূরত্ব রাখলে আপনি ১০০০টি গাছ লাগাতে পারবেন ৷ ১০-১২ বছরে গাছ বড় হয়ে যাবে ৷ ১০০০টা গাছ থেকে ২০,০০০ কিউবিক ফিট কাঠ পাওয়া যাবে ৷ ন্যূনতম ভ্যালু ধরলেও প্রত্যেক কিউবিক ফিট কমপক্ষে ৫০০ টাকা পাওয়া যাবে ৷ এবার ২০,০০০ কিউবিক ফিট কাঠ এই দামে বিক্রি করলে মিলবে ১ কোটি টাকা ৷
ধরে নিন আপনি ১ একর জমিতে মেহগনি গাছের বীজ লাগিয়েছেন ৷ পর্যাপ্ত দূরত্ব রাখলে আপনি ১০০০টি গাছ লাগাতে পারবেন ৷ ১০-১২ বছরে গাছ বড় হয়ে যাবে ৷ ১০০০টা গাছ থেকে ২০,০০০ কিউবিক ফিট কাঠ পাওয়া যাবে ৷ ন্যূনতম ভ্যালু ধরলেও প্রত্যেক কিউবিক ফিট কমপক্ষে ৫০০ টাকা পাওয়া যাবে ৷ এবার ২০,০০০ কিউবিক ফিট কাঠ এই দামে বিক্রি করলে মিলবে ১ কোটি টাকা ৷
গাছ লাগানো থেকে গাছ বড় হওয়া পর্যন্ত সমস্ত মিলিয়ে প্রায় ১ লাখ টাকা খরচ হবে ৷ অর্থাৎ আপনার নেট প্রফিট ৯৯ লক্ষ টাকা হবে ৷
গাছ লাগানো থেকে গাছ বড় হওয়া পর্যন্ত সমস্ত মিলিয়ে প্রায় ১ লাখ টাকা খরচ হবে ৷ অর্থাৎ আপনার নেট প্রফিট ৯৯ লক্ষ টাকা হবে ৷

New Business Ideas: পুরনো বছরে পকেট ভর্তি না হলেও এবার হবে, ২০২৪ সালের সেরা মুনাফার ব্যবসা এগুলোই

নতুন বছর করে চারদিকে এত হইচই, আসলে কিন্তু এখনও জীবন চলছে তার পুরনো খাতেই। ফলে, তার দৈনন্দিন চাহিদাগুলো পূরণের কথা মাথায় রাখতেই হবে। পুরনো বছরে যা করা হয়ে ওঠেনি, এ বছর সেই উপার্জন বাড়িয়ে নিতে হবে।
নতুন বছর করে চারদিকে এত হইচই, আসলে কিন্তু এখনও জীবন চলছে তার পুরনো খাতেই। ফলে, তার দৈনন্দিন চাহিদাগুলো পূরণের কথা মাথায় রাখতেই হবে। পুরনো বছরে যা করা হয়ে ওঠেনি, এ বছর সেই উপার্জন বাড়িয়ে নিতে হবে।
চাকরি করে যদিও তা সম্ভব নয়। ফলে, ঘুরে-ফিরে ওঠে সেই ব্যবসার কথাই। কিন্তু কোন ব্যবসা?
চাকরি করে যদিও তা সম্ভব নয়। ফলে, ঘুরে-ফিরে ওঠে সেই ব্যবসার কথাই। কিন্তু কোন ব্যবসা?
আসল প্রশ্ন এটাই। এক্ষেত্রে মনে না রাখলেই নয়, নতুন বছর রাতারাতি কোনও নতুন ব্যবসার কথা আমাদের বলছে না। সেই সব ব্যবসার কথাই বরং বলছে যা ২০২৩ সালে বাজার ধরেছে তেজ গতিতে, ২০২৪ সালে তার মুনাফা বাড়বে বই কমবে না।
আসল প্রশ্ন এটাই। এক্ষেত্রে মনে না রাখলেই নয়, নতুন বছর রাতারাতি কোনও নতুন ব্যবসার কথা আমাদের বলছে না। সেই সব ব্যবসার কথাই বরং বলছে যা ২০২৩ সালে বাজার ধরেছে তেজ গতিতে, ২০২৪ সালে তার মুনাফা বাড়বে বই কমবে না।
দেখে নেওয়া যাক এক এক করে ২০২৪ সালে কোন ৫ ব্যবসার চাহিদা থাকবে তুঙ্গে।
দেখে নেওয়া যাক এক এক করে ২০২৪ সালে কোন ৫ ব্যবসার চাহিদা থাকবে তুঙ্গে।
ই-কমার্স প্ল্যাটফর্ম:অনেকটা শপিফাই-এর মতো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা যেতে পারে। যেখানে বিভিন্ন স্টোর নিজস্ব সামগ্রী বিক্রি করবে এবং পেমেন্টের জন্য প্ল্যাটফর্মের পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এটা একটা হাবের মতো কাজ করবে। প্রতিটি বিক্রির জন্য কমিশন পাবে ই-কমার্স প্ল্যাটফর্ম। এই ব্যবসা খুবই লাভজনক হতে পারে।
ই-কমার্স প্ল্যাটফর্ম: অনেকটা শপিফাই-এর মতো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা যেতে পারে। যেখানে বিভিন্ন স্টোর নিজস্ব সামগ্রী বিক্রি করবে এবং পেমেন্টের জন্য প্ল্যাটফর্মের পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এটা একটা হাবের মতো কাজ করবে। প্রতিটি বিক্রির জন্য কমিশন পাবে ই-কমার্স প্ল্যাটফর্ম। এই ব্যবসা খুবই লাভজনক হতে পারে।
ড্রপশিপিংয়ে বিনিয়োগ:রিসেলিং এবং পাইকারির বিপরীতে ড্রপশিপিং ইনভেন্টরি পরিচালনা ছাড়াই পণ্য বিক্রয় করতে দেয়। এক্ষেত্রে ই-কমার্স স্টোর তৈরি করে নিজের পণ্যের পাশাপাশি অন্যের পণ্যও বিক্রি করা যায়। সেখান থেকে আরেকটি কোম্পানি ম্যানুফ্যাকচারিং এবং শিপিং পরিচালনা করবে। এতে খরচ খুব কম। যাদিও পণ্যের মান নিয়ে সমস্যা হতে পারে। তাই বিশ্বস্ত বিক্রেতাদের সঙ্গেই কাজ করার পরামর্শ দেওয়া হয়। তাহলেও ড্রপশিপিং ব্যবসা সফল হবে।
ড্রপশিপিংয়ে বিনিয়োগ:
রিসেলিং এবং পাইকারির বিপরীতে ড্রপশিপিং ইনভেন্টরি পরিচালনা ছাড়াই পণ্য বিক্রয় করতে দেয়। এক্ষেত্রে ই-কমার্স স্টোর তৈরি করে নিজের পণ্যের পাশাপাশি অন্যের পণ্যও বিক্রি করা যায়। সেখান থেকে আরেকটি কোম্পানি ম্যানুফ্যাকচারিং এবং শিপিং পরিচালনা করবে। এতে খরচ খুব কম। যাদিও পণ্যের মান নিয়ে সমস্যা হতে পারে। তাই বিশ্বস্ত বিক্রেতাদের সঙ্গেই কাজ করার পরামর্শ দেওয়া হয়। তাহলেও ড্রপশিপিং ব্যবসা সফল হবে।
অনলাইন কোর্সএটা ব্যক্তি যে বিষয়ে দক্ষ, সেই সংক্রান্ত যা কিছু হতে পারে। তবে গতে বাঁধা পড়াশোনার বাইরে যোগাসন, নাচ, গান শেখানো ইত্যাদির চাহিদা ২০২৪ সালে আরও বাড়বে আগের চেয়ে। চাইলে রান্নাও শেখানো যায়, সেটাও দারুণ হবে।
অনলাইন কোর্স
এটা ব্যক্তি যে বিষয়ে দক্ষ, সেই সংক্রান্ত যা কিছু হতে পারে। তবে গতে বাঁধা পড়াশোনার বাইরে যোগাসন, নাচ, গান শেখানো ইত্যাদির চাহিদা ২০২৪ সালে আরও বাড়বে আগের চেয়ে। চাইলে রান্নাও শেখানো যায়, সেটাও দারুণ হবে।
বুককিপিংহচ্ছে যখন ব্যবসার কথা, তখন এই হিসেব রাখার ব্যাপারটাও বাদ দেওয়া যাবে না। যাঁরা কমার্স নিয়ে পড়েছেন, তাঁরা খুব সহজেই অনলাইনে বা অফিস খুলে এই পরিষেবা দিতে পারেন। জনপ্রিয়তার সঙ্গে উপার্জনও বাড়বে, নিশ্চিত থাকা যায়।
বুককিপিং
হচ্ছে যখন ব্যবসার কথা, তখন এই হিসেব রাখার ব্যাপারটাও বাদ দেওয়া যাবে না। যাঁরা কমার্স নিয়ে পড়েছেন, তাঁরা খুব সহজেই অনলাইনে বা অফিস খুলে এই পরিষেবা দিতে পারেন। জনপ্রিয়তার সঙ্গে উপার্জনও বাড়বে, নিশ্চিত থাকা যায়।
গ্রাফিক ডিজাইনিং:গ্রাফিক ডিজাইনিং জানলে তো কথাই নেই। সপ্তাহান্তে গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করা যেতে পারে। কারণ এই কাজের চাহিদা এখন প্রচুর। বহু সংস্থাই বিভিন্ন ধরনের পণ্য বানায়, এর জন্য চাই ডিজাইন করা লেবেল। তা তৈরির জন্য সংস্থাগুলি গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে। এতে ভাল উপার্জন হয়।
গ্রাফিক ডিজাইনিং:
গ্রাফিক ডিজাইনিং জানলে তো কথাই নেই। সপ্তাহান্তে গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করা যেতে পারে। কারণ এই কাজের চাহিদা এখন প্রচুর। বহু সংস্থাই বিভিন্ন ধরনের পণ্য বানায়, এর জন্য চাই ডিজাইন করা লেবেল। তা তৈরির জন্য সংস্থাগুলি গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে। এতে ভাল উপার্জন হয়।