Tag Archives: North 24 Parganas

North 24 Parganas News: চাল পোড়া খাওয়ানোর ভয় দেখাতেই দোষ স্বীকার বধূর, হাবরায় শিশু খুনে রহস্যভেদ

উত্তর ২৪ পরগণা: চাল পোড়া খাওয়ানোর ভয় দেখাতেই অভিযুক্ত স্বীকার করে নিল নিজের দোষের কথা। আর তার সেই দোষের কথা স্বীকার করতেই রীতিমতো মাথায় হাত পাড়াপড়শি সহ পরিবারের অন্যান্য সদস্যদের। দোষী নিজেই স্বীকার করলেন শিশু হত্যার ঘটনার কথা। আর এই ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল হাবরার বয়রাগাছি এলাকায়।

জানা গিয়েছে, বছর তিনেকের শিশুটির জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয়। এরপর থেকে একরত্তি শিশুটির দায়িত্ব নেয় তার পিসির পরিবার৷ বাড়ির পাশেই পিসি- পিসেমশাই এবং তার ছেলে রঞ্জিত সরদারের সঙ্গে থাকতে শুরু করে শিশুটি৷

এদিন শিশুটিকে  চা বিস্কুট খাইয়ে রঞ্জিত সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। সেই সময় শিশুটির সঙ্গে বাড়িতে ছিল রঞ্জিতের স্ত্রী৷ কয়েক মাস আগেই তাদের বিয়ে হয়৷ হঠাৎ ওই গৃহবধূ সবাইকে জানায়, পড়ে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা তাকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক

চিকিৎসকরা তখনই সন্দেহ করেন, শিশুটি কোনও ভাবে বিষ খেয়েছে। সে কথা শুনেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের৷ শিশুর সঙ্গে তখন বাড়িতে থাকা গৃহবধূকে চেপে ধরেন পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীরা। প্রথমে ওই অভিযুক্ত কিছু স্বীকার করতে চায়নি৷ তখনই এলাকার এক ব্যক্তি সত্যি কথা বের করার জন্য কিছুটা চাল নিয়ে এসে ওই তরুণীকে ভয় দেখায়৷ বলা হয়, শিশুকে খুন করেছে যে এই চাল খেলে সে রক্ত বমি হয়ে মারা যাবে৷ তখনই ঘাবড়ে গিয়ে অপরাধের কথা স্বীকার করে নেয় ওই তরুণী৷ সে জানায়, দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে সে নিজেই শিশুটিকে খুন করেছে৷

কিন্তু কেন এতটা নৃশংস হল ওই তরুণী? ওই গৃহবধূ জানায়,  তার থেকেও শিশুটিকে বাড়ির সদস্যরা বেশি ভালবাসতেন। তাই এই বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারছিল না বছর ওই গৃহবধূ। ঘটনার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান প্রতিবেশী থেকে পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় হাবরা থানায়। আর তারপরেই পুলিশ এসে অভিযুক্ত ওই গৃহবধূকে গ্রেফতার করে নিয়ে যায়।

Rudra Nrayan Roy

North 24 Parganas News: কলকাতা থেকে একটু দূরে! পিকনিকের জন্য এই জায়গা কিন্তু দারুণ, কোথায় জেনে নিন

বসিরহাট: শীতে পিকনিকের নতুন ঠিকানা বসিরহাটের দে আমবাগান। শীতের মরশুমে পিকনিক না করলে কি হয়! বন্ধুবান্ধব, পরিবার, অফিস, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে পিকনিক করতে ভালবাসে বাঙালি। সেই কবে থেকেই অলিখিত রেওয়াজ চলছে। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ, এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি। শীতের শুরুতেই পিকনিকের জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু সেই পিকনিকের জন্য দরকার পড়ে সুন্দর স্পট। তবে সেই স্পটটি যদি হয় মনোরম বিশালাকার আমবাগান তবে কেমন হয়!

কলকাতা শহর থেকে মাত্র দেড় থেকে দু’ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই আমবাগান। বসিরহাটের ধলতিথায় অবস্থিত প্রায় ৮০ বিঘা জমির উপর অবস্থিত এই আমবাগানে শীত বাড়তেই দূর দুরান্ত থেকে অনেকেই আসেন পিকনিক করতে।

আরও পড়ুন: সিবিআই হানার মধ্যেই মুর্শিদাবাদে হাজির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ব্যাপারটা কী?

আরও পড়ুন: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়

বসিরহাটের ধলতিথায় অস্থিত বিশালাকার এই দে আম বাগানের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা রাস্তা। রাস্তার দুপাশে আমবাগান ও নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেড় ঘণ্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন বসিরহাট স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ধলতিথা দে আমবাগানে। পরিবার-সহ এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই বাগানে পিকনিক যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।

জুলফিকার মোল্যা

North 24 Parganas News: ঘর ভর্তি ধোঁয়ায়, মা গেলেন হাসপাতালে, ছেলের করুণ পরিণতি

উত্তর ২৪ পরগনা: লেকটাউন কালিন্দী C 2/3 ফ্ল্যাটের ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু বছর ৪৫ এর অরিন্দম বিশ্বাসের। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে কালিন্দি হাউসিং স্টেটের 2/3 ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন: নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে নিউটাউনের এই পার্কে

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল এবং লেকটাউন থানায়। দমকল কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় ঘরের মধ্যে থাকা মা বছর ৬৫ সোনালী বিশ্বাস ও ছেলে অরিন্দম বিশ্বাসকে উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসাররা অরিন্দম বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: দিঘা-মন্দারমনি সৈকত ঘুরুন মাত্র ১০০ টাকায়! পর্যটকদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য

তবে মা সোনালী বিশ্বাসের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, স্থানীয়দের অনুমান অরিন্দম বাবুর সিগারেটের আগুন থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার কারণেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধোয়া নির্গত হওয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অরিন্দম বিশ্বাসের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গোটা ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।

Rudra Nrayan Roy

বাইকে করেই চম্পট, ভাটপাড়া কাণ্ডে প্রকাশ্যে আততায়ীদের ছবি! দেখুন ভিডিও

গতকাল ভাটপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল সমর্থক ভিকি যাদব৷ খুন হওয়ার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও কেউ ধরা পড়েনি৷ যদিও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সামনে এল বাইক আরোহী তিন দুষ্কৃতীর ছবি৷ এই সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ সূত্রের খবর, ভিকির নাম জিজ্ঞেস করে তার পর তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা৷

খুন হয়েছিলেন বাবা, এনকাউন্টারে মৃত্যু কাকার! সাক্ষী লোপাটেই কি খুন ভাটপাড়ার তৃণমূল কর্মী?

ভাটপাড়া: বাড়ির সামনে এসে রীতিমতো নাম জিজ্ঞেস করে গতকাল সন্ধ্যায় ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদবকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তিন দুষ্কৃতী৷ সেই ঘটনার তদন্তেই এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ অন্য এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় সাক্ষী লোপাটের জন্যই ভিকিকে খুন হতে হল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সব বিষয়ই খতিয়ে দেখছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর,২০২১ সালে ২ মে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় তৃণমূল কর্মী আকাশ যাদবকে গুলি করে খুন করা হয় । সেই মামলা সিবিআই তদন্ত করছে হাই কোর্টে নির্দেশে। সেই ঘটনায় অন্যতম গুরুপূর্ণ সাক্ষী ছিলেন ভিকি। ভিকির সামনেই ওই ঘটনা ঘটে। ভিকিকে হত্যার পিছনে এটাই কি কারণ?এর পিছনে কার হাত? খতিয়ে দেখছে পুলিশ।বাড়ির সামনে আততায়ীরা নাম জিগ্যেস করে ভিকিকে খুন করে বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। ভিকির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েই তাঁকে গুলিতে ঝাঁরা করে দেয় দুষ্কৃতীরা৷। ফলে এই খুন পূর্ব পরিকল্পি খুন বলেই নিশ্চিত পুলিশ।

আরও পড়ুন: ‘গলা টিপে ধরবে এজেন্সি, আতঙ্কে শিল্পপতিরা!’ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার নিশানায় কেন্দ্র

অন্যদিকে, ভিকি অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের ছায়াসঙ্গী। সারাক্ষণ সৌরভের সঙ্গে দেখা যেত ভিকিকে। যদিও সাম্প্রতিক সময়ে সেভাবে রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন না ভিকি৷

অন্য দিকে, ভিকির কাকা বহেরা যাদব ও বাবা রাজকুমার যাদবের বিরুদ্ধে ১৯৮০-র দশকে পুলিশকে খুনের অভিযোগ ওঠে৷ সে সময় ভাটপাড়া এলাকায় একটি পুলিশের গাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে ওই দু জনের বিরুদ্ধে৷ তখন ওই গাড়িতে এক কনস্টেবলের মৃত্যু হয় এবং আহত হন তিন সাব ইন্সপেক্টর। এই ঘটনার ৬ মাস পরে কাকা বাহেরা যাদবের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়। ২০০১-০২ সালে ভিকির বাবা রাজকুমার যাদব খুন হন। রাজ কুমার একটি বাড়ি থেকে বেরোনো সময় খুন হন বলে খবর পুলিশ সূত্র।

২০২১ সালে খুন হওয়া তৃণমূল কর্মী আকাশ যাদবের এক আত্মীয়র সঙ্গে ভিকির একসময় সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ভিকির নামও পুলিশের খাতায় ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ভিকি খুনের পিছনে ৩ টি সম্ভবনা রয়েছে। প্রথমত, আকাশ যাদব হত্যর সাক্ষী হওয়ায় কি ভিকিকে খুন? নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে খুন? নাকি রাজনৈতিক কারণে খুন? সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে জগৎদ্দল থানার পুলিশ। মঙ্গলবার খুনের পর ভাটপাড়া এখনও থমথমে। ভিকি বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ভিকির পাশের বাড়িতে ২টি সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে জগৎদ্দল থানার পুলিশ।